জুন ১০, ২০১৯
অর্থনৈতিক অগ্রগতির খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

আজ নবান্নে রাজ্যের সব দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে রাজ্য স্তরের প্রসাশনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান যে ২০১৭-১৮ সালে সরকারের পারফর্মেন্স খুব ভালো।
২০১৭-১৮ সালে সরকারের সাফল্য:
• এই বছরে জি এস টি সংগ্রহ বেড়েছে ২৩% বেশী
• পরিকল্পনা খাতে ব্যয় গত ৮ বছরে ৬ গুন বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে ছিল ১১, ৮৩৭ কোটি টাকা, ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ৭১, ১১৩ কোটি টাকা। গত বছরের তুলনায় ২৩% বৃদ্ধি পেয়েছে
• মূলধনী ব্যয় গত ৮ বছরে ১১ গুন বৃদ্ধি পেয়েছে। আর গত বছরের তুলনায় ২৫% বৃদ্ধি পেয়েছে
• সামাজিক খাতে ব্যয় গত ৮ বছরে ৯ গুন বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে ছিল ৬, ৮৪৫ কোটি টাকা আর ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৩১, ০০৭ কোটি টাকা
• কৃষি খাতে ব্যয় ২০১০-১১ সালে ছিল ৩০০০ কোটি টাকা আর ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ২৮৩০২ কোটি টাকা। আর গত বছরের তুলনায় ৪০% বৃদ্ধি পেয়েছে
• পরিকাঠামো খাতে ব্যয় গত ৮ বছরে ৫ গুনের বেশী বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে ছিল ১, ৭৫৮ কোটি টাকা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৯,৫৫৩ কোটি টাকা
তিনি আরও বলেন, আমাদের প্রায় ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। এই নিয়ে আমাদের সুদ ও অন্যান্য বাবদ বামফ্রন্টের ২ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা (আনুমানিক)ঋণ শোধ করতে হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান যে পে কমিশনের রিপোর্ট জমা পরেনি, ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। রিপোর্ট জমা না পড়া পর্যন্ত সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারে না। “রিপোর্ট জমা পরার পর সরকারের ক্ষমতা অনুযায়ী আমরা সব ভাববো। ন্যায্য মানুষ যাতে ন্যায্য কাজ পায়, ন্যায্য ভাবে যাতে তাদের প্রাপ্যটুকু দেওয়া হয় সেটা সরকার সবসময় খেয়াল রাখে,” বলেন তিনি।