সাম্প্রতিক খবর

অক্টোবর ৩১, ২০১৯

বাংলার সংস্কৃতি কসমোপলিটান, আমরা ভেদাভেদ করি নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার সংস্কৃতি কসমোপলিটান, আমরা ভেদাভেদ করি নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী আজ আবার সম্প্রীতির বার্তা দিলেন। তিনি বলেন, আমরা সকলে মিলে সবার উৎসব পালন করি। কখনও বলি না, এটা ওর উৎসব ওটা ওর উৎসব। আমরা ভেদাভেদ করিনা। বাংলার সংস্কৃতি কসমোপলিটন। বাংলার সব উৎসব সকলে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পালন করে থাকে।

কলকাতার পোস্তা বাজার ব্যাবসায়ী সমিতির আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু লোক নিজেরা তো ধর্ম বলে কিছু পালন করে না, শুধু নির্বাচনের সময় ধর্মের নাম নেয়। এরা ধর্মের নামে মারামারি, ভাগাভাগি করে। আমরা সারা বছরই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মের কথা বলি। কারণ আমরা বিশ্বাস করি একতাই শক্তি। 

তিনি বলেন, পোস্তা ও বড়বাজার খুব ঘিঞ্জি হয়ে গেছে। পোস্তাবাজারে জন্য ১০ একর জমিতে সরকার থেকে মাল্টি স্টোর কমপ্লেক্স করার চিন্তাভাবনা চলছে। এখানে প্রয়োজনীয় কিছু ছিল না। আমরা ক্ষমতায় এসে এখানকার ব্যাবসায়ীদের সমস্ত দাবী পূরণ করেছি।

নোটবন্দীর সময়ে বড়বাজারে আসার কথা মনে করিয়ে তিনি বলেন, দেশে অর্থনৈতিক মন্দা চলছে। আমাদের সকলকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে। শ্রমিকদের কাজ চলে গেছে। কর্মসংস্থান নেই। খাবারের জন্য মানুষ কাঁদছে। আর এদিকে ঠাণ্ডা মাথায় শ্রমিক খুন করা হচ্ছে। এটা কি মনুষ্যত্ব?