অক্টোবর ৮, ২০১৯
বর্ণাঢ্য প্রতিমা বিসর্জনের আয়োজন রাজ্য সরকারের

পুলিশ প্রশাসন ও পুরসভাগুলি যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন ঘাটে যাতে রীতি মেনে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা যায়।
কলকাতা পুলিশের আধিকারিকরা নদীর ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওয়াচ টাওয়ার থেকেও চালানো হবে নজরদারি।
কিছু ঘাটে ক্রেন রাখা হবে বিসর্জনের পর প্রতিমাকে জল থেকে তুলতে। এতে কমবে দূষণ। বিসর্জনের ঘাটে অতিরিক্ত আলোর বন্দোবস্ত করা হয়েছে। ফুল এবং প্রতিমার অন্যান্য সামগ্রী পৃথক জায়গায় জমা করা হবে।
শান্তি শৃঙ্খলা বজায় রাখা ছাড়াও জল পুলিশের টীম ও আপতকালীন দপ্তরের দল জলে পাহারা দেবে। কিছু ঘাটে বসানো হয়েছে সিসিটিভি।