সাম্প্রতিক খবর

অগাস্ট ১০, ২০১৮

চন্দননগরের লাইট হাবের জন্য খরচের ঘোষণা করল রাজ্য সরকার

চন্দননগরের লাইট হাবের জন্য খরচের ঘোষণা করল রাজ্য সরকার

হুগলী জেলার চন্দননগরের প্রস্তাবিত লাইট হাব তৈরীর জন্য ১১.৫ কোটি টাকা ঘোষণা করল রাজ্য সরকার। এই হাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলোর জন্য বিখ্যাত চন্দননগর। জগধাত্রী পুজোর সময় চন্দননগরের আলোকসজ্জার সারা দেশ বিদেশে সুখ্যাতি রয়েছে। কলকাতার ও অন্যান্য অনেক জায়গার দুর্গা পুজোয় তাদের আলোক সজ্জা সকলের মন কাড়ে। এই প্রথা অনেক দিন ধরে চলছে। এদের মধ্যে কয়েক জন আলোক শিল্পী রাজ্যের বাইরেও সুপরিচিত এই কাজের জন্য।

এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে আলোর শিল্পকে অন্য মাত্রায় তুলে ধরতে স্পেশ্যাল জোন তৈরীর। এই হাবে মুখ্য ভূমিকা পালন করবে রাজ্য সরকার। শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া, তাদের কাজের বিপণন, বিভিন্ন পুজো কমিটির সঙ্গে চুক্তি, সবকিছুই দেখাশোনা করবে রাজ্য।

এর ফলে বাড়বে কর্মসংস্থানের সুযোগ। এর ফলে এখানকার আলোকশিল্পীরা ভারতের বিভিন্ন জায়গায় ও বিদেশেও যেখানে যেখানে দুর্গা পুজো হয়, সেখানে নিজেদের কলার নিদর্শন করার সুযোগ পেটে পারবেন।

মিষ্টি হাব, মসলিন হাবের পর আলোর হাব তৈরীর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ। এর মাধ্যমে এক শ্রেণীর লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়া এখানকার এই ঐতিহ্যবাহী শিল্পও এক অন্য মাত্রা পাবে।