সাম্প্রতিক খবর

অক্টোবর ১৮, ২০১৯

রাজ্য সরকার প্রকাশ করল ‘টু জিরো ইলেভেন-টু জিরো নাইন্টিন’

রাজ্য সরকার প্রকাশ করল ‘টু জিরো ইলেভেন-টু জিরো নাইন্টিন’

গত আট বছরে মা-মাটি-মানুষ সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নে ঠিক কী কী কাজ করেছে, একনজরে তার ঝলক পেতে তৈরী একটি পুস্তিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে প্রকাশিত ওই পুস্তিকার নাম ‘টু জিরো ইলেভেন-টু জিরো নাইন্টিন’।

এই হ্যান্ডবুকে আছে দেশের চরম আর্থিক মন্দার মধ্যেও কীভাবে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) আড়াইগুণ, রাজস্ব সংগ্রহের পরিমাণ তিনগুণ, পরিকাঠামো নির্মাণের মূলধনী ব্যয় ১১ গুণ বাড়ল, কীভাবে রাজস্ব ঘাটতি ৩.৯ গুণ এবং আর্থিক ঘাটতির পরিমাণ দেড়গুণ কমানো সম্ভব হয়েছে।

কীভাবে পরিকল্পনা খাতে গত আট বছরে ছ’গুণ, কৃষি ও সহায়ক খাতে ন’গুণ, সামাজিক খাতে সাড়ে চারগুণ, সম্পদ সৃষ্টিতে পাঁচগুণ, স্কুলশিক্ষা খাতে ন’গুণ এবং উচ্চশিক্ষা খাতে ছ’গুণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তার তথ্যও আছে এই পুস্তিকাতে।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে উন্নয়নের এক অন্য শিখরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন। তাঁর সুচিন্তিত পরিকল্পনা এবং ঐকান্তিক উদ্যোগের ফলে রাজ্য বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নানা নজির সৃষ্টি করেছে।