মার্চ ১৪, ২০২২
'সংস্কৃতি ও ঐতিহ্যের জয়', লন্ডন স্টেশনে বাংলার স্বীকৃতি নিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

সুদূর ইংল্যান্ডে জয়জয়কার বাংলার।
শুধুমাত্র বাঙালিকে সম্মান জানাতেই লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বসেছে বাংলায় লেখা সাইনবোর্ড। এবার এই নিয়ে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, ”আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে সংকেতের জন্য বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে। এক হাজার বছরের পুরনো আমাদের বাংলা ভাষা। আর এই ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব আমাদের ঐতিহ্যের জয়। এই ঘটনা দেখে অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসঙ্গে কাজ করা উচিত নানা দেশে বসবাসকারী প্রবাসীদের। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।”
Proud to note that the London Tube Rail has accepted Bengali as a language of signage at Whitechapel Station, signifying the increasing global importance & strength of the 1000-year old language Bengali. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022