October 3, 2019
শেষের দিন শুরু মোদির জমানায় । জ্যোতিপ্রিয় মল্লিক

মোদি জমানায় আমরা দ্রুত এক আর্থিক মন্দায় প্রবেশ করেছি। শিক্ষা, খাদ্য, তেল (পরিশোধিত, অপরিশোধিত, ভোজ্য এবং জ্বালানি), মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা, বিমান, ইন্সিওরেন্স ইত্যাদি বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন থাকা বাঞ্ছনীয়। পরিকল্পনামাফিক এই সংস্থাগুলোর নিয়ন্ত্রণ বেসরকারি হাতে চলে যাচ্ছে।
ধর্মের নামে রাজনীতি এবং সাম্প্রদায়িক ভেদাভেদ, গোরক্ষার নামে রাজনীতি, অসমে NRC প্রণয়ন এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপূর্ব ভারত, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যে NRC প্রনয়নের অদম্য চেষ্টার মাধ্যমে রাজনৈতিক মেরুকরণ ধর্মীয় ভিত্তিতে। যা ভারতবর্ষে কখনও হয়নি ইতিপূর্বে।
To read the full article, collect your copy of ‘Jago Bangla Festive Edition 2019’ from the Jago Bangla stall at your nearest Durga Puja. The e-paper of the special edition will be available online after Bijoya Dashami.