Latest News

March 7, 2021

মোদী যখন ফাঁকা ব্রিগেডে আমি তখন রাস্তায় কারণ, রাস্তাই আমাকে লড়াই করার রাস্তা দেখায়: মমতা বন্দ্যোপাধ্যায়

মোদী যখন ফাঁকা ব্রিগেডে আমি তখন রাস্তায় কারণ, রাস্তাই আমাকে লড়াই করার রাস্তা দেখায়: মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়িতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ প্রতীকী সিলিন্ডার মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি জনসভায় বক্তব্য রাখেন ।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

  • প্রধানমন্ত্রী রাজ্যে কাজ নয়, শুধু কুৎসা করতে আসেন রাজনৈতিক কারণে আসতেই পারেন। ব্রিগেডে বাংলা নিয়ে কথা বলার আগে ওঁর উচিত রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জবাব দেওয়া
  • শুধু বড় বড় কথা বলে। প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন, কেন রান্নার গ্যাসের দাম এত বেড়েছে?‌ কেন তেলের দাম বাড়ছে? কেন ৮৫০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে? আপনার দাম কত টাকা? কবে আপনি বিনামূল্যে গ্যাস দেবেন। রান্না ঘরে আগুন লাগালে মা-বোনেরা ছেড়ে কথা বলবেন না
  • বাঙালির সরকার বিনাপয়সায় চাল দে আর ৯০০ টাকার গ্যাসে তা ফুটিয়ে খেতে হয়. আপনার দাম কত?
  • এসে বলছে বাংলায় পরিবর্তন হবে। বাংলায় পরিবর্তন করতে পারবেন না। এ রাজ্যে তৃণমূল সরকারই থাকবে। তার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে। আপনাকে বিদায় নিতে হবে
  • আগামী দিনে ৫ টা রাজ্যে নির্বাচন আছে। পাঁচটার পাঁচটাতেই ধাক্কা খাবেন। অসম, তামিলনাড়ু, কেরালা, বাংলা সবেতেই হারবেন।
  • লজ্জা নেই, বাংলায় এসে বলছে বাংলায় মহিলাদের সম্মান নেই। রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে বড় বড় কথা বলছেন।
  • বিনামূল্যে রান্নার গ্যাস না দিলে একটা ভোটও দেবেন না
  • আমাদের এখানে সারা রাত যখন তখন মেয়েরা রাস্তায় বেরোয়, আর আপনার রাজ্যে বিকেল ৩টায় মহিলারা বেরোতে পারে না
  • সোনার বাংলা বানাবেন? দিল্লি বেচে দিয়েছে, সব তো বেচে দিয়েছেন। করোনা টিকার মধ্যেও নিজের ছবি লাগিয়েছেন।
  • এখন শুধু দেশের নাম মোদীর নিজের নাম বদলানো বাকি আছে
  • বল্লভভাই স্টেডিয়াম নিজের নামে করে নিলেন
  • যখন করোনার প্রকোপ চলছিল, তখন ভয়ে ঘরে বসেছিলেন প্রধানমন্ত্রী। আর উনি ভার্চুয়াল মিটিং করছেন
  • আমি তখন সারা রাজ্যে ঘুরেছি, হাসপাতালে গিয়েছি
  • আর এখন কোভিডের টিকায় মোদীর বড় বড় মুখ দেওয়া হচ্ছে। আসলে সবই জুমলা। রাস্তা ঘরবাড়ি সব নিজের নাম এ
  • একদিকে রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, অন্যদিকে উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হচ্ছে। মোদীর ভোটের আগে উজ্জ্বলা, ভোটের পরে জুমলা
  • সবচেয়ে বড় তোলাবাজ আপনি। ক্যাগ রিপোর্ট বলছে উজ্বলা যোজনার সব টাকা আপনারা নিয়েছেন
  • ভারতে একটাই সিন্ডিকেট কাজ করে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ
  • বিজেপি দল কে কেন্দ্র শাসিত অঞ্চল করে দিয়েছে, সব কিছু দিল্লি থেকে কন্ট্রোল করছে
  • দেশের সবকিছু ‘বেচে’ দিচ্ছেন। শুধু ‘ মোদী বেড়ে যাচ্ছেন। দেখো, আমি বড় হচ্ছি। দেখো, আমি বাড়ছি মাম্মি। দেখুন আমি বাড়ছি। রান্নাঘরে আগুন জ্বলছে তো কী হয়েছে? আমি তো বাড়ছি, আমার তোলাবাজি বাড়ছে, আমার ধান্দাবাজি বাড়ছে
  • লোকসভায় ১৮ টা আসন পেয়েছে। বিজেপি বলেছিল সব চা বাগান খুলে দেবে। কিন্তু একটাও খুলতে পারেনি
  • রাস্তা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এখন কেন্দ্র বলছে রাস্তা তৈরি করবে। এখন আর রাস্তা করে কী হবে।
  • রাজ্যের সাথে আলোচনা না করেই বলে দিলো তিস্তা জল দেবে বাংলাদেশকে, আমার সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। তাই বলে আমার রাজ্যকে তুমি গিয়ে বেচে দিয়ে আসবে?
  • রোজ মিথ্যে বলছে। এতো মিথ্যে বলা প্রধানমন্ত্রী আগে দেখিনি, অন্তত নিজের চেয়ারটাকে সম্মান করুন
  • দিন তারিখ ঠিক করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসুন, সামনে থাকবে জনগণ, খেলা হবে, দেখা হবে, জেতা হবে
  • কন্যাশ্রী, রূপশ্রী রাজ্য সরকার দিয়েছে। দরকার হলে এ বার পাকাবাড়িও বানিয়ে দেবে। আপনার দেওয়া পাকাবাড়ির দরকার নেই
  • উত্তরবঙ্গকে কি দিয়েছে? কোন কাজ করে না
  • রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, বিবেকানন্দ কে ঠাকুর পদবি দিয়ে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলার ঐতিহ্য জয় করা যায় না
  • আমরা সবাইকে নিয়ে চলি, আমরা দাঙ্গার রাজনীতি করি না
  • মোদী যখন ফাঁকা ব্রিগেডে, আমি তখন রাস্তায়। কারণ রাস্তাই আমাকে লড়াই করার রাস্তা দেখায়
  • এ বারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। অস্তিত্ব রক্ষা করতে না পারলে বাংলা ভাগ করবে বিজেপি
  • আগের বার বলেছিলো ১৫ লক্ষ টাকা দেবে, মিথ্যে বলেছিলো, এবার টাকা দিতে চাইলে নিয়ে নেবেন আর ভোট দেবেন না ওদের
  • বাংলা শান্তিতে থাকতে চায়