March 18, 2021
বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, কেবল ভোটের সময় ক্যাশ বেলুন: গড়বেতায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রথম জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশ:
আমাদের সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। ভোট মিটে যাওয়ার পর বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব। আমরা দুয়ারে সরকার। দুয়ারে রেশন পৌঁছে দেব
সব বিধবারা পেনশন পাবেন
আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেব দরিদ্র মানুষকে
ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের ঢুকতে দেওয়া যাবে না
আমপানের সময় কোথায় ছিল বিজেপি, কোথায় ছিলেন নরেন্দ্র মোদী, ভোটের সময় টাকা নিয়ে বেরিয়ে পড়েন
বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, কেবল ভোটের সময় ক্যাশ বেলুন
লুটেরা বাহিনী ভোট চাইতে এলে হাতা-খুন্তি নিয়ে দৌড়ে যাবেন মা-বোনেরা
দ্বাদশ শ্রেণিতে উঠলে ১০ হাজার টাকা অথবা ট্যাব দেওয়া হবে। ৫ লক্ষ কর্মসংস্থান করব আমরা। ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা করে মিলবে
সিপিএমের হার্মাদগুলো বিজেপি-তে গিয়েছে। জঞ্জালের পার্টি বিজেপি। জোচ্চুরির কারখানা জব্দ করতে হলে তৃণমূলকে ভোট দেবেন। সুশান্ত ঘোষকে সবাই চেনে, সবাই জানে
যারা বলে বাংলায় কিছু হয়নি, বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমেছে। আমরা ধ্বংসের বদলে ধ্বংস চাই না
মাটির সৃষ্টি প্রকল্পে ২৫০০০ একর অনুর্বর জমিকে উর্বর করার লক্ষ্যমাত্রা। আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই
ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছেন। বিমানের পর বিমান ভোট লুটের চেষ্টা করছেন। এলেই হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন
ভারতের অনেক রাজ্যে জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) কাজ শুরু করেছে। বাংলায় তা করতে দিইনি আমরা। আমি যখন লড়াই করি, বাঘের বাচ্চার মতো লড়াই করি
বাইরে থেকে বাস-ট্রেনে করে লোক এনে যদি ভয় দেখায় বিজেপি, রুখে দাঁড়াবেন। নন্দীগ্রামে কৃষি আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলা করছে। ওঁদের বিরুদ্ধে যদি মামলা হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন মামলা হবে না?
বিজেপি একটা সর্বনাশা রাজনৈতিক দল