Latest News

March 18, 2021

পরিবর্তন তো আমাদের স্লোগান, ওরা তো টুকেছে: কেশিয়াড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

পরিবর্তন তো আমাদের স্লোগান, ওরা তো টুকেছে: কেশিয়াড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দ্বিতীয় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

বাংলা বাংলায় থাকবে। কেশিয়াড়ি কেশিয়াড়িতে থাকবে। বহিরাগতরা আসবে না।

বিজেপি বাইরে থেকে লোক আনছে।

মহিলাদের হাত খরচের টাকা চাইতে হয়। আমরা ঠিক করেছি পরিবারের যিনি প্রধান তাঁদের ৫০০ টাকা করে দেওয়া হবে।

বিধবাদের প্রতিমাসে বিধবা ভাতা দেওয়ার ঘোষণা। দুয়ারে সরকারের কাছে দরখাস্ত করলেই টাকা পাওয়া যাবে।

ছাত্র-ছাত্রীদের নামে মাত্র ৪ শতাংশ সুদে ক্রেডিট কার্ড। কাউকে জামিন দিতে হবে না। গ্যারেন্টার আমার সরকার।

মেদিনীপুরে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে। আরও হবে।

আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে। ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যালদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ হবে।

আশার মেয়েরা ভাল কাজ করছে। তাদের জন্য আরও কাজ করা হবে

মডেল স্কুল , আবাসিক স্কুল করা হবে। বাড়বে শিক্ষকদের জন্য আসন সংখ্য়াও। দ্বিগুণ হবে আসন সংখ্যা। গরীবদের জন্য ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। ৫ লক্ষ নতুন কর্মসংস্থান হবে

তাজপুরে গভীর বন্দর হচ্ছে। তার কাজ সম্পূর্ণ হলে খড়গপুরে সেই বন্দরের অনেক কাজ হবে। খড়গপুর আর কেশিয়াড়ি কাছাকাছি। কর্মসংস্থানের দিক থেকে অনেক সুবিধা পাবেন

বিজেপির একটা নতুন গেমপ্ল্যান আছে। নাম এনপিআর। যাকে আমরা এনআরসি বলি. আমি বাংলায় এনপিআর করতে দিইনি।

যারা বাইরে কাজ করেন তারা ভোটের দিন বাড়িতে ফিরে ভোট না দিলে তাদের নাম বাদ দিয়ে দেবে ওরা

যদি বিনা পয়সায় রেশন পেতে হয়, স্বাস্থ্যসাথী পেতে হয়, বিধবা ভাতা পেতে হয় তবে একটা ভোটও বিজেপিকে নয়। যদি ১০ লক্ষ টাকার স্টুডেন্ট কার্ড পেতে হয়, মেয়েদের সম্মান পেতে হয়, ৫০০ টাকা প্রতিমাসে পেতে হয় তবে বিজেপিকে একটা ভোটও দেবেন না, বললেন মমতা। তাহলে ভোট দিন তৃণমূলে, জোড়াফুলে আর কাউকে নয়

বিজেপি আমাদের স্লোগান টুকলি করেছে, ওরা এখন পরিবর্তন পরিবর্তন বলছে। পরিবর্তন তো আমাদের স্লোগান। ওরা তো টুকেছে। কেন? ওরা নিজেরা কিছু ভাবতে পারে না?

অসমে, দিল্লিতে দাঙ্গার নামে কত লোক খুন করেছে ওরা, খুনিদের মাস্টার ওরা

নির্বাচন এলে সামনে হরি হরি আর পিছনে ডাকাতি করি। আমরা এটা করি না। আমরা বলি সামনে হরি হরি আর পিছনে মানুষকে পুজো করি

মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিষ্ঠান। তাদেরকে প্রণাম জানিয়ে বলব, যারা গাঁধীজিকে খুন করেছিল, তারা ভোট চাইতে আসছে? ওদের ভোট দেবেন না

‘সিপিএমকে ভোট দেবেন না। বাংলায় ওরা বিজেপির গদাই। কংগ্রেসকেও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ওরা বিজেপির জগাই। বিজেপিকে ভোট দেবেন না। ওরা দাঙ্গাকারী মাধাই। জগাই-মাধাই-গদাই, তিনজনকেই দিন বিদায়

বিজেপির বহিরাগত গুণ্ডারা বাংলা চালাবে না। বাংলার মা-বোনেরা বাংলা শাসন করবে

ধর্ম অনেক আছে। তবে মানবধর্ম ভুললে চলবে না

আমার একটা পায়ে আঘাত করেছে। আমি বাংলার মানুষের কোটি কোটি পায়ে সম্মান জানিয়ে সেই পায়ের মাসুল আদায় করব

হামলা করার পর কুৎসা করছে, চক্রান্ত করতে লজ্জা করে না ওদের?

ওরা জানে না মমতা ব্যানার্জি মানুষের এনার্জি। মানুষের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে। পালিয়ে যায় না। মমতা মানুষের পাহারাদার। দুর্দিনে পাশে থাকে। ওরা কোথায় ছিল যখন করোনা হয়েছিল। যখন আম্ফান হয়েছিল, তখন কোথায় ছিল ওরা?

আমি সুখেও ছিলাম, দুঃখেও আছি। আপনাদের পাহারা দিয়েছি। কারণ আমি আপনাদের ঘরের মেয়ে। তাই যদি আমাকে চান তাহলে তৃণমূলকে ভোট দিন

বিহারে বলেছিল ভোটে জিতলে সবাইকে বিনা পয়সায় টিকা দেবে। ছ’মাস হয়ে গিয়েছে। এখনও টিকা দেয়নি। কারণ বিজেপি হল মিথ্যেবাদীর দল।

রেল, ব্যাঙ্ক, বিমা সব বেসরকারিকরন করে দিচ্ছে