March 24, 2021
এলাকায় ঢুকে টাকা বিলোচ্ছে, কেউ ধরিয়ে দিতে পারলেই পুরস্কার দেবঃ ওন্দায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বাঁকুড়া জেলার ওন্দায় দ্বিতীয় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু বিষয়:
এতো রোদে ওন্দা স্টেডিয়ামে উপস্থিত সকলের পদধূলিকে ধন্যবাদ
শান্তিতে দোল পালন করুন
এখানে অনেক প্রাচীন ইতিহাস আছে
বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো তাই বিশ্ববিদ্যালয় করেছি, আগামী দিনে আরও কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল হবে, শিক্ষক, নার্স নিয়োগ করা হবে, এখানে নার্সিং স্কুল করা হয়েছে
এখানে রাস্তার সংস্কার হয়েছে, মাদ্রাসা ফিলিয়েটেড হয়েছে
নতুন সাকিট টুরিজম হচ্ছে যাতে অনেক মানুষ বেড়াতে আসতে পারেন
বিদেশ থেকে কেউ বেড়াতে এলে টেরাকোটার জিনিস, বা পিতল কাঁসার জিনিস যা বাঁকুড়ার মানুষ তৈরী করে
বছরে ৫ লক্ষ টাকা পর্যপন্ত স্বাস্থ্য বীমা করে দেওয়া হয়েছে
কৃষক বন্ধু কার্ড না থাকলে দুয়ারে সরকারে দরখাস্ত করুন
কাস্ট সার্টিফিকেট পেতে আগে টাকা লাগতো এখন আর লাগে না, ৪০ লক্ষ কাস্ট সার্টিফিকেট
কাজ করেছি, মোদী র মতন মিথ্যে বলি না আমি
রেশনে চাল, মিড ডে মিল, কন্যাশ্রী র টাকা দেওয়া হয়
এটা বাংলার নির্বাচন, দিল্লির নয়, আপনারা ভোট দিলে তবেই আমি কাজ করতে পারব
আমার সরকার জিতলে আগামী মে মাস থেকে বাড়িতে রেশন পৌঁছে যাবে
এবার ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করব বলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেওয়া হবে
কৃষক রা আজ আন্দোলন করছে কারণ মোদী রা ওদের জমি দখল করে আম্বানি আদানি দের দিয়ে দেবে
আগামী মে মাস থেকে কৃষকবন্ধুদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে
১৮ বছর বয়স থেকে বিধবা ভাতা দেওয়া হবে
৫ লক্ষ কর্মসংস্থান করা হবে
বাঁকুড়ায় ৭২ হাজার কোটি টাকার শিল্প হবে অনেক চাকরি হবে
বাংলায় জরি, সোনার শিল্প হচ্ছে যাতে বাইরে গিয়ে চাকরি করতে না হয়
বাইরে যারা আছে তাদের ডেকে আনুন নাহলে বিজেপি নাগরিকত্ব কেড়ে নেবে
আমার সরকার থাকলে আমি এন পি আর করতে দেব না
লোক প্রসার শিল্পীদের ১০০০ হাজার টাকা দিচ্ছি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আর্থিক সাহায্য দিই
আগেরবার আপনারা বিজেপিকে জিতিয়েছেন দেখুন কিভাবে ওরা আমার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে
আমার পা চোট করে দিয়েছে যাতে আমি আপনাদের কাছে পৌঁছতে না পারি
বাইর থেকে ট্রেনে বসে করে গুন্ডাদের নিয়ে আসছে
উত্তরপ্রদেশ থেকে বিজেপি পুলিশ পাঠিয়ে দিচ্ছে
এলাকায় ঢুকে টাকা বিলোচ্ছে, কেন নাকা চেকিং হচ্ছে না, কেউ ধরিয়ে দিতে পারলেই পুরস্কার দেব
কাল বলেছে সপ্তম বেতন কমিশন করবে সব মিথ্যে কথা, দুরাচারের দল, সন্ত্রাসের দল, মিথ্যেবাদীর দল, এদের হাত থেকে বাঁচাতে হবে বাংলাকে
ওরা আমাকে চমকায় কারণ আমি ওদের ধমকাই
খেলা হবে বিজেপি খালি হবে
ওদেরকে গণতান্ত্রিকভাবে কবর দিন