Latest News

March 16, 2021

আগামি দিনে বাংলা দখল হয়ে গেলে আপনাদের বাড়ি ঘর কিছুই থাকবে না: রাইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আগামি দিনে বাংলা দখল হয়ে গেলে আপনাদের বাড়ি ঘর কিছুই থাকবে না: রাইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়ার রাইপুরে তৃতীয় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেছেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আগামি দিনে বাংলা দখল হয়ে গেলে আপনাদের বাড়ি ঘর কিছুই থাকবে না

বাংলায় সাইকেল সবাই পায়, কন্যাশ্রী সবাই পায়, স্বাস্থ্যসাথী সবাই পায়

গর্ভবতী মহিলাদের হাসপাতালে যাওয়ার জন্য আমরা গাড়ি দিই

রাইপুরে একটা ট্যুরিজম সার্কিট করছি আমরা। এখানকার ছেলেমেয়েরা এত ভাল যে বাঁকুড়ায় একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। বাঁকুড়া জেলা সবচেয়ে ভাল রেজাল্ট করে

বেশিরভাগ ডাক্তার তৈরি হয় এই বাঁকুড়া থেকে। বাঁকুড়ার ছেলেরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে।

কোভিডের সময় কোথায় ছিল বিজেপি। প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া আর কিছু করেননি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বললাম, আপনারা শুধু টিকা দিন, আমরা রাজ্যের কারও কাছ থেকে এক টাকাও নেব না। আমরা দিয়ে দেব। কিন্তু দিল না। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য একটা টাকা দেয়নি। আমি তাঁদের জন্য ৩০০ ট্রেন ভাড়া করে সবাইকে নিয়ে এসেছি।

এই রাজ্য থেকে ভেলোরে চিকিৎসার জন্য আটকে পড়েছেন। আমাকে জানালেন, থাকতে পারছেন না। হোটেলের ভাড়া নেই। খাবারের টাকা নেই। আমরা তাঁদের সাহায্য করেছি। ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি।