Latest News

March 15, 2021

অনেকে ভেবেছিলো আমি হয়তো প্রচার করতে যেতে পারবো না: বাঘমুণ্ডিতে মমতা বন্দ্যোপাধ্যায়

অনেকে ভেবেছিলো আমি হয়তো প্রচার করতে যেতে পারবো না: বাঘমুণ্ডিতে মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ পুরুলিয়া জেলার বাঘমুণ্ডিতে প্রথম জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই তিনি আজ বক্তৃতা দেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

১০ তারিখে একটি ঘটনায় পায়ে চোটের জন্য সারা শরীরে চোট। সৌভাগ্যবশত বেঁচে গেছি

পায়ে পুরো প্লাস্টার হাঁটাচলা করতে পারছি না। অনেকে ভেবেছিলো আমি হয়তো প্রচার করতে যেতে পারবো না

আমার চেয়েও মানুষের যন্ত্রণা অনেক বেশি

বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকেন

অধিবাসীদের জমির অধিকারে আমরা আইন করেছি

পুরুলিয়ায় ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি

বিজেপি গ্যাস-পেট্রোলের দাম বাড়িয়ে যাচ্ছে। বিজেপি কেন্দ্রীয় সংস্থা বিক্রি করে টাকা কামাচ্ছে। সেই টাকা ওরা নির্বাচনে খরচ করছে

টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি। এত টাকা কোথায় পেল বিজেপি?

নোটবন্দি করে টাকা কামিয়েছে বিজেপি। কংগ্রেস-সিপিএম এখানে বিজেপি-র দালালি করে

আপনাদের ভোট লুঠ করতে দেবেন না

আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তা হলে তোমরা কেন লড়তে পারবে না?

অভিমান করে ঘরে বসে থাকবেন না, বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন

বাংলা থেকে আমরা বিজেপি হঠাওয়ের ডাক দিয়েছি

বিজেপি সারা দেশে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, মানুষের কণ্ঠরোধ করছে

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ভাড়া দেয়নি কেন্দ্র

আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছি

বিজেপি-র কান্নায় ভুলবেন না. এখানকার সাংসদ কিছু করেছেন এলাকার জন্য?কংগ্রেসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিন

সব কাজ যদি মমতা দিদি করে, তা হলে খাল কেটে কুমির এনে কী লাভ?

পুরুলিয়ায় ৬৪ হাজার কোটি টাকা বিনিয়োগ

আমার পা ঠিকই থাকবে, কিন্তু ওঁদের নেতাদের বাংলায় পা পড়বে তো?

এখানে বিপুল টাকা বিনিয়োগ হবে, কারও বাইরে কাজে যাওয়ার প্রয়োজন নেই। আমি সকলকে ফিরিয়ে আনব