Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

Modi Hatao Desh Bachao: Trinamool launches countrywide protests

The country-wide protests of Trinamool Congress against the political vendetta of the Centre and the arbitrary decision of the Narendra Modi Government to demonetise high-value bank notes started today, with party MLAs and senior leaders demonstrating outside the Reserve Bank of India (RBI) and the CGO Complex in Salt Lake. The protests would continue for the next three days.

Mamata Banerjee has been carrying out her fight against demonetisation that has claimed more than 110 lives and that has has led to a huge loss for the entire country.

The demonstrations started from 9 am and will continue till 6 pm on all the three days at both the RBI and the CGO complex.

At the same time, protest marches would also take place in other States.

 

 

আজ থেকে দেশজুড়ে তিনদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের বিরুদ্ধে দেশ জুড়ে তৃণমূলের প্রতিবাদ অব্যাহত। আজ থেকে আন্দোলনের রূপরেখা নিয়ে আরও একবার পপ্তহে নামছে তৃণমূল। আজ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে এই প্রতিবাদ কর্মসূচি।

নোট বাতিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলবে। নোট বাতিলের ফলে ১১১ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আজ একদিকে কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের অফিসের সামনে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি করবে বিধায়ক ও মন্ত্রীরা।অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের সামনে প্রতিবাদে সামিল হবেন দলের অন্য নেতারা।

রিজার্ভ ব্যাঙ্ক ও সিজিও কমপ্লেক্সে এই কর্মসূচি শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

একইসঙ্গে ভিন রাজ্যেও চলবে প্রতিবাদ সভা।

 

 

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।

Bengal CM orders formation of steering committee to monitor solid waste management system

The Bengal government has constituted a steering committee to monitor the solid waste management across the state. Bengal Chief Minister Mamata Banerjee instructed senior bureaucrats and environment experts to form the committee, soon after Kolkata, along with 10 other cities from across the globe, was honoured with the best cities of 2016 award in recognition of its inspiring and innovative programme with regard to solid waste management.

Kolkata is the only Indian city to receive the prestigious award. It received the award during the C40 Mayors’ Summit held in Mexico City.

The committee will soon set up guidelines for Urban Local Bodies (ULBs) as well as Panchayat areas.

 

সলিড ওয়েস্ট মানাজেমেন্টের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে সলিড ওয়েস্ট মানাজেমেন্টের আরও আধুনিকীকরণের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চপদস্থ আমলা ও পরিবেশবিদদের নির্দেশ দিয়েছেন এই কমিটি তৈরি করতে।

এই কমিটি খুব শীঘ্রই নির্দেশিকা তৈরী করবে পৌরসভা ও পঞ্চায়েতগুলির জন্য।

উল্লেখ্য, সলিড ওয়েস্ট মানাজেমেন্টের ক্ষেত্রে কলকাতা বিশ্বের দশটি সেরা শহরের মধ্যে একটি। মেক্সিকো শহরে অনুষ্ঠিত সি-৪০ মেয়র সমাবেশে এই সম্মান প্রদান করা হয় কলকাতাকে।

 

2016 Winter Session of Parliament: Centre refuses Oppn’s just demands, leading to disruptions

All through the 2016 Winter Session of Parliament, the Opposition parties, including the Trinamool Congress, demanded discussion on demonetisation, the draconian decision that the Central Government had thrust on the people of the country.

However, the ruling dispensation repeatedly refused to heed this just demand from the Opposition parties, leading to constant disruptions.

The Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha right from the opening week.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

The third week of the 2016 Winter Session of Parliament saw the major Opposition parties demanding discussions on demonetisation and the presence of the Prime Minister during those debates as well.

Two major incidents were brought to the notice of the Parliament by the Trinamool Congress.

On the last day of the week, December 2, there was a furore in both Houses of Parliament over the issue of the sudden deployment of the Army in 19 places in Bengal, without discussing with the State Government.

In the Rajya Sabha, Sukhendu Sekhar Roy gave a notice under Rule 267 (suspension of business) and raised the issue, which was supported by all Opposition parties.

During the discussion, Derek O’Brien, the Leader of the Party in the Rajya Sabha, raised a Point of Order regarding the placing of selective documents by the Minister regarding the role of the Army.

Sudip Bandyopadhyay, the Leader of the Party in the Lok Sabha, raised the same issue.

A day before, on December 1, Derek O’Brien had demanded an enquiry to be instituted by the Government on the issue of the flight carrying Bengal Chief Minister Mamata Banerjee being denied immediate permission to land at Kolkata Airport, despite the pilot reporting the plane being short on fuel.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha had made an important intervention after the Minister’s reply on the issue of the flight snag.

Sudip Bandyopadhyay had taken up the same issue in the Lok Sabha.

Earlier, on November 28, Sudip Bandyopadhyay had demanded the adoption of Adjournment Motion to enable discussion on demonetisation.

The next day, November 29, saw Sudip Bandyopadhyay asking for the clubbing of the discussions on demonetisation and the amendments brought in the Taxation Laws (Second Amendment) Bill, 2016, since the latter is related to demonetisation.

On the same day, Saugata Roy in the Lok Sabha demanded a full-fledged discussion on the Taxation Laws (Second Amendment) Bill, 2016, strongly criticising the Government’s decision to pass the Bill in a hasty manner.

On November 30, Derek O’Brien, demanded the presence of the Prime Minister in the Rajya Sabha during the debate on demonetisation.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha gave a Notice under Rule 267, asking the Chairman to enable the House to make obituary references for the army jawans killed in clashes with terrorists in Jammu and Kashmir and for the people who had died as a consequence of the implementation of demonetisation.

In the Lok Sabha, on November 30, Sudip Bandyopadhyay again pressed the Speaker to grant the Opposition’s demand for a discussion on demonetisation, followed by voting.

Later in the day, Derek O’Brien demanded the Prime Minister withdraws his remarks on the Opposition outside Parliament before the debate on demonetisation can begin.

In the Lok Sabha, Sudip Bandyopadhyay repeated his earlier demand of the discussion on demonetisation to be taken up, along with voting.

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended on December 16.

 

একনজরে ২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশন: বিরোধীদের বৈধ দাবী মানল না সরকার

 

২০১৬র সংসদের পুরো শীতকালীন অধিবেশনে তৃণমূল সহ বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের সারা দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া নোটবাতিলের মর্মান্তিক সিদ্ধান্তের ওপর আলোচনার দাবি জানিয়ে গেল। সরকারের তরফ থেকে ক্রমাগত বাধা প্রদান করে আলোচনার থেকে তারা বিরত থাকল।

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস। শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে। তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়। ১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান। একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক। পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন।

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে। তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন। ২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন। ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীরা নোটবাতিল নিয়ে আলোচনার দাবিতে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তর্ক করার দাবীতে সংসদ সরব রাখল।

দুটি বড় দুর্ঘটনা সংসদের নজরে আনল তৃণমূল কংগ্রেস। দোসরা ডিসেম্বর তৃতীয় সপ্তাহের অন্তিম দিনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে রাজ্যের ১৯টি স্থানে সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংসদের উভয় কক্ষই উত্তাল রাখেন বিরধিরা। ২৬৭ নম্বর নিয়ম অনুযায়ী রাজ্যসভায় নোটিশ দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যা সকল বিরোধীদল সমর্থন করেন। আলোচনা চলাকালীন রাজ্যসভায় তৃণমুলের দলনেতা ডেরেক ও ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার ঘোষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন, সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু বাছাই করা নথি পেশ করেছেন সংসদে।
লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন। তার আগের দিন ডেরেক ও ব্রায়েন দাবি তোলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায়ের বিমানচালক জ্বালানি কম থাকার কারনে বারবার বিমানবন্দরকে অনুরধ করা সত্তেও কেন তার বিমানকে নামতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সরকার যাতে অনুসন্ধান করেন। কেন্দ্রীয় মন্ত্রী এই ব্যাপারে উত্তর দেওয়ার পর সুখেন্দু শেখর রায় একটি খুব মুল্যবান কথা বলেন।লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন।

২৮শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব আনেন ও নোটবাতিলের ব্যাপারে আলোচনার দাবি জানান। তার পরের দিন, ২৯শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ও আয়করের দ্বিতীয় সংশোধনী আইনের ব্যাপারে আলোচনার দাবি করেন কারন ওই দুটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত। ওইদিনেই লোকসভায় সৌগত রায় হঠকারী ভাবে সংসধনি আইন পাস করানোর তিব্র নিন্দা করেন ও বিস্তারিত আলোচনার দাবি জানান।

৩০শে নভেম্বর ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নোটবাতিলের অপর তর্কের দাবি তোলেন। ২৬৭ নম্বর নিয়ম মেনে রাজ্য সভায় সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন কাশ্মিরে নিহত সেনাদের সঙ্গে সঙ্গে নোটবাতিলের ফলে যারা মারা গেছেন তাদেরকেও শ্রদ্ধা জানাতে। ওইদিন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও অধ্যক্ষকে দাবি জানান, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের। ওইদিনই ডেরেক ও ব্রায়েন দাবি করেন নোট বাতিলের ওপর আলোচনা শুরু করার আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সংসদের বাইরে করা বিরোধীদের ব্যাপারে তাঁর কতুক্তি নিয়ে। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি তোলেন, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের।

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান। চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের ৫ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের ৯ তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন। ডিসেম্বরের ৫ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের ৭ তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন। ডিসেম্বরের ৮ তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক। ডিসেম্বরের ৯ তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন। পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের ৯ তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।” রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন।
ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন। ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

Saugata Roy speaks on The Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Madam, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014, I am so happy to see the condition of the house today. If only the ruling party had this intention in mind, then the debate on demonetisation could have been held. I am so happy at this situation, Madam, you sitting quietly without getting excited and the Ministers all sitting in their seats; this is an ideal situation, why we could not do it, I lament.

The session is a washout in any case, but, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014

First thing I want to mention is that this Bill was brought to Rajya Sabha in 2014. At that time Mr. Arun Jaitley was the Leader of Opposition in Rajya Sabha; he said that this Bill should not be passed urgently; we should send it to the Standing Committee. The Standing Committee submitted its report in 2015 and now the Bill has come in 2016. Of course, it is better late than never; it took more than two years in actually passing of the Bill.

There is no doubt that Bill has very many improved features for which we must commend The Government. For the first time a comprehensive legislation has been brought forward for the aid of those who are disadvantaged – some from birth, some through accidents or, diseases acquired later. They are the really the most unfortunate condemned people in our society.

It is good that the Parliament is one in passing this Bill. Whatever our political differences, we are with the very disadvantaged people. They have shown that much of humanity and compassion which is a good thing in itself.

Now there are certain – Mr. Venugopal has spoken at length – good features in the Bill, which the Minister has also mentioned. The main thing is that they have included 21 categories as part of disabilities. For instance, for the first time autism, an intellectual problem for learning disorders, has been included. For the first time learning disorders like dyslexia has been included. I did not know for a long time that there was a disease such as dyslexia. Only after seeing Aamir Khan’s Taare Zameen Par, I came to know that there is such a learning disorder. So now that has also been included. And for the first time acid attack victims have been, included.

Madam, the other day during the release of B Mahtab’s book, we were talking of the problems of the old people, senior citizens, the elderly who were hit by geriatric diseases such as Parkinson’s Disease. Now Parkinson’s Disease has also been included as a disability which I strongly commend. Also for the first time, blood disorders – like, thalassemia, haemophilia – have been included, they were not there earlier, we know what problems people with thalassemia and haemophilia havee faced.

Now, I support Mr Venugopal, when he said that reservation should be increased to five per cent instead of four per cent as promised in the Bill. I hope that in this atmosphere of cordiality the Minister will accede to our request. There is no loss of prestige if you accept the Opposition’s recommendation in this very important matter of reservation for the persons with disabilities. Also there is five per cent reservation in land allotments by the Government. So, if there is five per cent reservation there, there should be five per cent reservation in employment.

Now, the Central and State Advisory Boards are being formed and our Parliament will elect members to the Central Board, MLAs will also elect members to the State Advisory Boards. As Mr Venugopal has suggested, I again support him that the District Advisory Boards should also have representatives of the people. If you don’t want MLAs and MPs, at least district ZIlla Parishad members, some people’s representatives should be kept in the District Advisory Boards.

Now, for the first time a national fund for the persons with disabilities is being created and it will mainly depend on Central allotments. I do hope finance ministers in future will allot sufficient fund for the help of the persons with disabilities.

There is also a committee on research on disabilities, which is very good because a lot of these disabilities could be cured if there is proper training.

Now, there are two points in I would like to mention in brief. Our country is not friendly to the specially-abled people. Madam, you travel to the West very often. Every building there has a ramp. Every medium of transport has a ramp for people with orthopaedic problems. We have not been able to introduce that in our trains, in our buses, and even in some of our Government buildings, these ramps have not been put for specially-abled people. This should be strictly implemented.

Madam, I have been working with the specially-abled people for many years. The National Institute of Orthopedically Handicapped is in my constituency, in Bonhooghly. Also, branches of the National Institute of Visually Handicapped and Hearing Impaired are also in the same campus. But, I find that NIOH is very badly maintained and managed. There is a big rush of patients there but not sufficient doctors, particularly doctors who can perform surgery on the orthopedically disabled. I want the Minister to give personal attention.

Madam, many people do not know that the Central Government has a scheme to give free appliances to the handicapped – wheel chairs, tricycles, blind sticks, hearing aids etc. All this is distributed freely. But, we have to organise camps. Now to organise a camps for thousand or two thousand people, it takes a lot of money, there is no help from the Government.

And then again in camps, there is a problem that unless they have the Disability Certificate, they will not get this aid from the Government of India. So, I would request the Minister, to make this provision of having certificate, not compulsory, not mandatory, but optional. Rules for camps need to be made simple.

Madam, we support this Bill wholeheartedly with the 59 amendments. Now there is not much left to amending the Bill accept the reservation. In this context, I would quote from Tagore:

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান

[O my unfortunate country, those who have been insulted by you, ultimately the country will be insulted by them. So unless we can do proper justice to the disabled, we shall not be fulfilling our duties as citizens of the country.]

Lastly, the Minister promised that he would bring a Bill on Transgenders (already there is a Private Members’ Bill on the subject). I would request him to also expedite the Bill so that can pass it unanimously again just as we are passing this Right of Persons with Disabilities Bill, 2014 in a Parliament session raked by controversies and disturbed by commotion.

Thank you.

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

Bengal Tourism creates packages for the year-end festive season

West Bengal Tourism Development Corporation (WBTDC) has created special tour packages on the occasion of the upcoming festive season, comprising Christmas and New Year. Three packages have been planned.

A special tourist bus would take people on a tour of the well-known churches of Kolkata on the evening of December 24. Included in this package are trips to Mother House and to the midnight mass at St James Church. The price has been kept at an affordable Rs 1,050 per person.

Another package has been planned comprising a tour of the well-known churches of Kolkata, Chandannagar and Bandel, which includes churches of French and Portuguese heritage. For this tour, the price is Rs 1,250 per person.

For the last evening of the year, that is, December 31, a package titled ‘Welcome 2017’ has been created, for which tourists would be taken on a luxury cruise along the Ganga on board MV Sumangal. For Rs 2,999, tourists would be treated to cultural programmes as well as indoor games and a celebratory ushering in of 2017 at midnight.

All these tour packages can be booked either at the WBTDC office at BBD Bag in Kolkata or through the website of WBTDC.

 

 

বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজ পশ্চিমবঙ্গ পর্যটনের

এবার বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজের আয়োজন করছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন বিভাগ।বাসে এবং প্রমোদতরণীতে ভ্রমনার্থীদের ঘুরতে যাওয়ার বন্দোবস্ত করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

জনপ্রতি ১০৫০ টাকা খরচ হবে এই ভ্রমণে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সমস্ত চারচ ঘুরিয়ে দেখাবে এই বিশেষ বাস। দেখানো হবে মাদার হাউস, সেন্ট জেমস চার্চের মধ্য রাতের প্রার্থনা।

পাশাপাশি কলকাতা ও হুগলির সমস্ত চার্চ দর্শনের সুযোগ মিলবে ভ্রমনার্থীদের। কলকাতা ও চন্দননগর দর্শনে জনপ্রতি খরচ হবে ১২৫০ টাকা।

‘ওয়েলকাম ২০১৭’ টুরে বছর শেষের সন্ধ্যেয় গঙ্গাবক্ষে ভ্রমনার্থীদের নিয়ে যাবে ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’। ‘এমভি সুমঙ্গল’ প্রমোদতরণীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে নানা ধরনের ইনডোর গেমস ও রাত ১২ টায় বর্ষবরণের সুযোগ।

কলকাতায় পর্যটন উন্নয়ন নিগমের বিবাদী বাগ শাখার অফিসে গিয়ে এই ট্যুর প্যাকেজ বুক করা যাবে। এছাড়াও অনলাইনে www.wbtdc.gov.in   www.wbtourism.gov.in  এই দুটি ওয়েবসাইটের মাধমে বুক করা যাবে।

 

Demonetisation is a major catastrophe: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today called demonetisation a “visionless policy”, which has caused “a major catastrophe”.

She wrote this in a post on Facebook, through which she expressed her deep anguish about the loss of jobs, especially in the unorganised sector.

She wrote, “Crores of people have become victims of visionless policy. It’s a major catastrophe”.

She went on to write that “the draconian decision of demonetisation by the Central Government has drastically affected about 5 crore workers in the country”.

“It is indeed a major setback for the employees since independence”.

Writing about the unorganised sector, Mamata Banerjee wrote, “According to reports, around 1.25 crore workers in the country in unorganised sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors and daily wage earners under Government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch”.

Even in the big industries, “retrenchment process is going on, which has made or will make huge number of workers jobless”.

She went on to write about her profound sorrow at the sufferings caused due to demonetisation: “I can feel with deep sorrow the extensive sufferings and ordeal that these people are going through now”.

She ended her post on a note of grave concern: “It is a matter of great concern that I wanted to share with all of you”.

 

নোটবাতিল একটি ভয়ঙ্কর বিপর্যয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন নোটবাতিল একটি দিগ্বিদিকহীন সিদ্ধান্ত যার ফলে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।

তিনি তাঁর ফেসবুকে একটি লেখার মাধ্যমে এই নোটবাতিলের ফলে অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় ক্ষোভ জাহির করেছেন।

তিনি লেখেন, “এই দিশাহীন সিদ্ধান্ত প্রনয়ন করার ফলে কোটি কোটি মানুষ আজ জীবিকাহীন হয়ে পড়েছে, এক ভয়াবহ পরিস্থিতি উপস্থিত হয়েছে।“

তিনি আরো লেখেন, “কেন্দ্রীয় সরকারের এই নোটবাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ফলে রাতারাতি দেশ জুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছে।“

“স্বাধীনতা লাভের পর কোন শ্রমজীবী মানুষকে এরম বিপদের সম্মুখীন হতে হয়নি।“

অসংগঠিত খেত্রের কথা বলতে গিয়ে তিনি লেখেন, “রিপোর্ট অনুযায়ী অসংগঠিত খেত্রের ১.২৫ কোটি কর্মী, ই-কমার্স, চর্ম শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, কাচ শিল্প, বিড়ি, গহনা শিল্প ও সরকারি প্রকল্পে কর্মরত দিনমজুররা হয় পুরোপুরি জীবিকাহীন হয়ে পড়েছে বা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে নোটের যোগান না থাকায়।

“এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানেও ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে যা হয়ত ইতিমধ্যেই বা খুব শীঘ্রই আরও প্রচুর মানুষকে জীবিকাহীন করে দেবে।“

তিনি নোটবাতিলের ফলে মানুষের অভাবনীয় দুর্দশায় ব্যাথিত হয়ে আরও লেখেনঃ “আমি খুব দুঃখের সঙ্গে অনুভব করতে পারছি সাধারন মানুষ কি কথিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছেন।“

তিনি সবশেষে লেখেন, “এটি একটি গভীর চিন্তার বিষয়, যা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই।“

 

Eco Park’s Japanese Garden to open in the last week of December

The Japanese Garden at Eco Park will be opened in the last week of December.
An expert from Japan will visit the park in the third week of December to oversee the final touches that are being given. The Japanese Garden will be the only one of its kind garden in the state.
Eco Park renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee is the most sought after tourist destination of Kolkata in New Town. The footfall of visitors has been more than 53 lakh since its inception, four years ago.
The statues of Buddha brought from Suruchi Sanga and Chetla Agrani will be displayed to decorate the garden which will come up on 3.5 acre of land. It may be recalled that Chief Minister Mamata Banerjee had asked the chairman of Housing Infrastructure Development Corporation’s (HIDCO) chairman Debashis Sen to select a place and display the pieces of art permanently during the great immersion carnival held in October on Red Road.
Work is going on a war footing to give the Japanese garden the final shape. There will be statues of laughing Buddha to welcome the visitors. There will be a three layer pagoda along with a monastery, drawing inspiration from the Ryonji monastery. There will also be a meditation room. To entertain the visitors, there will be a restaurant where Japanese food would be served. It will be run by Café Ekante, a star attraction of Eco Park which has been lauded by the foodies of the city because of its high quality. Talks are on with a chef who is an expert in Japanese food. There will lanterns and lights to give the area the look of mini Japan.
The Eco Park which stands on 480 acre of land with a 104 acre of water body surrounding it was inaugurated by Mamata Banerjee on December 29, 2012. It is divided into three broad areas- ecological zone comprising wetlands, grassland and urban forest, theme garden and open space and urban recreation spaces.
There is a famous toy train of Darjeeling and a replica of Ghoom railway station. The different gardens have attracted the visitors as well as the urban recreation spaces where people can cycle and walk. The houseboat restaurant and Café Ekante also renamed by the Chief Minister have become immensely popular. The USP of Eco Park is cleanliness. People are fined Rs 100 if they throw garbage in the open.

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাপান থেকে এক বিশেষজ্ঞ দল ইকো পার্ক পরিদর্শন করতে আসবেন শেষ মুহূর্তে সব কিছু পরীক্ষা করতে। এই ধরনের উদ্যান এই দেশে একেবারেই প্রথম।

কলকাতার সব পর্যটন কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয়তম হল ইকো পার্ক যা মুখ্যমন্ত্রী নতুন নামকরন করেছেন প্রকৃতি তীর্থ হিসেবে। মাত্র চার বছরে এখানে ৫৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে।

সুরুচি সঙ্ঘ ও চেতলা অগ্রণী থেকে সংগ্রহ করা বুদ্ধমূর্তি দিয়ে সাজিয়ে সাড়ে তিন একরের ওপর গড়ে উঠতে চলা এই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত উল্লেক্ষ্য অক্টোবর মাসের রেড রোডের দুর্গা পুজোর বিসর্জন যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন শিল্পকলার নিদর্শনগুলোকে পাকাপাকিভাবে সংরক্ষণ করা হোক ও সেগুলো জনগনের দেখার সুযোগ করে দেওয়া।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্যানটি তৈরির কাজ শেষ করা হচ্ছে। লাফিং বুদ্ধর মূর্তি দ্বারা পর্যটকদের স্বাগত জানানো হবে। একটি মনেস্ত্রি সহ ত্রিস্তরীও প্যাগোডা থাকবে যা রিওঞ্জি মনেস্ত্রির আদলে তৈরি। অখানে একটি ধ্যান কক্ষ থাকবে, জাপানি খাবার পাওয়া যাবে এমন একটি রেস্টুরেন্টও থাকবে। এই রেস্টুরেন্টটির পরিচালনা করবে ক্যাফে একান্তে, যারা এই শহরের ভোজনরসিকদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। একজন জাপানি রাধুনির সঙ্গে কথাবার্তা চলছে। জায়গাটি ছোট ছোট লন্ঠন ও আলো দ্বারা সাজানো হবে জাপানের মত পরিবেশ তৈরি করতে।

ইকো পার্ক যা ৪৮০ একর জমির ওপর তৈরি যার মধ্যে ১০৪ একর জলাশয়, মুখ্যমন্ত্রী ২৯সে ডিসেম্বর ২০১২ সালে উদ্বোধন করেন। পুরো অঞ্চলটি তিন ভাগে বিভক্ত – বাস্তুসংস্থান সংক্রান্ত, থিম উদ্যান ও বিনোদনের জন্য একটি ভাগ রাখা হয়েছে।

এখানে দার্জিলিঙের বিখ্যাত টয় ট্রেন ও ঘুম স্টেশনের প্রতিকৃতিও তৈরি করা হবে। এখানকার বিভিন্ন উদ্যান পর্যটকদের আকর্ষণ করেছে ও সাইকেল চালানোর স্থানটিও। হাউসবোট রেস্টুরেন্টটি ও ক্যাফে একান্তে যেগুলোর পুনঃনামকরন মুখ্যমন্ত্রী করেন, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইকো পার্কের মুখ্য আকর্ষণ হল পরিচ্ছন্নতা, কেউ ওখানে নোংরা ফেললে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়।