Bengal plans GI tag for Kalonunia and Randhunipagal rice

The State Government is planning to apply for a geographical (GI) tag, which is a marker for the geographical uniqueness of a product, for the Kalonunia and Randhunipagal varieties of rice, two of the indigenous varieties of aromatic fine rice from Bengal, according to the State Agriculture Minister. While Kalonunia is grown in the northern region of the state, Randhunipagal is grown in the western region.

Kalonunia is cultivated in the districts of Jalpaiguri, Cooch Behar, Alipurduar and Darjeeling (plains regions of the district). Randhunipagal is cultivated in the districts of Birbhum, Pruba Bardhaman, Paschim Bardhaman, Bankura and Hooghly.

Gobindobhog and Tulapanji have already received the GI status, and the term ‘Bengal Aromatic Rice’ has been included in official documentation registered with the patent office. Kalonunia and Randhunipagal would fall under the same label.

Gobindobhog and Tulapanji are primarily grown in the Damodar River basin and in the districts of north Bengal, respectively.

Getting a GI tag helps a product to be marketed as exclusively from the geographical region it hails from, be it a food product, a beverage, a fruit, a handicraft, a handloom product or any other regionally exclusive entity. The Bengal Government has been actively patenting various products in order to market them internationally too.

The demand would naturally also help in saving these indigenous varieties of rice, which are nutritionally rich, but many of which are facing extinction as a result of the cultivation of only the commercially viable varieties. In fact, the State Government is carrying on research work with 41 such varieties.

Kalonunia, a medium-sized blackish grain, is produced at the rate of 2.2 to 2.4 tonnes per hectare of cultivated paddy, while the small-sized Randhunipagal is produced at the rate of 2.3 to 2.5 tonnes per hectare of cultivated paddy. These are eaten as plain rice or as an alternative to Basmati (in the case of Kalonunia) and as the principal component of payesh, pithe and khichuri bhog for pujas.

According to officials of the State Science and Technology Department, preparation of the documentation to be presented by the state to the patenting authority is almost complete.

 

কালোনুনিয়া ও রাঁধুনিপাগল চালের জন্য জিআই তকমা চাইবে বাংলা

শুরু হয়েছিল গোবিন্দভোগকে দিয়েই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই-তকমাকে হাতিয়ার করে বাংলার বিভিন্ন সুগন্ধী চালকে সংরক্ষণ করতে এ বার উদ্যোগী হচ্ছে রাজ্য।

এবছর অক্টোবর মাসেই গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের জিআই তকমা পেয়েছে রাজ্য। চাল দু’টির এই স্বীকৃতির চিহ্ন বা লোগোতে ‘বেঙ্গল অ্যারোমেটিক রাইস’ বা বাংলার সুগন্ধী চাল পরিচয়টুকুও এখন নথিভুক্ত। আরও কয়েকটি সুগন্ধী চালকে চিহ্নিত করার কাজও জোরকদমে চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

এ রাজ্যের বিভিন্ন উৎকর্ষ জিআই-নথিভুক্ত করার প্রক্রিয়ায় জড়িত বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের অধিকর্তাদের দাবি, রাঁধুনিপাগল ও কালো নুনিয়ার মতো আরও দু’টি সুগন্ধী চালের সবিস্তার নথি এখন কার্যত তৈরি। এর ভিত্তিতে দ্রুত জিআই-এর আবেদন করা হবে।

জিআই-তকমার মানে এই চালগুলি শুধু বাংলাতেই উৎপাদিত হয়। রাঁধুনিপাগল, কালোনুনিয়ার মতো ঐতিহ্যশালী চালকে জিআই-এর মাধ্যমে পরিচয় করিয়ে বিশ্ববাজারে মেলে ধরার কথা বলছেন কৃষিমন্ত্রী। উচ্চ ফলনশীল ধানের চাপে কোণঠাসা বহু সাবেক ধানের চালের সঙ্গেই জড়িয়ে সাংস্কৃতিক গরিমাও। মন্ত্রীর দাবি, ৪১টি ধানের বীজ নিয়ে তার বিস্তারের চেষ্টা চলছে রাজ্যে।

 

Source: The Statesman, Anandabazar Patrika

The image is representative (source)

Sea crabs: The new dish to look out for at SFDC outlets

At the Ahare Bangla food festival being held at New Town Mela Ground, a new item is being served by the State Fisheries Development Corporation (SFDC): sea crabs. Various dishes based on sea crabs are being sold this year.

The food festival, whose third edition is being held this year, is open to everyone from December 8 to 11. Lunch items would be available from 12 PM to 3 PM, snacks from 3 PM to 6 PM and dinner items from 6 PM to 9 PM.

For many years now, fishermen in Digha have been catching these sea crabs. SFDC has known the demand for these crabs for some time now – not just in the state and in other parts of the country like in New Delhi and Mumbai (including in five-star hotels), but also in other countries, from enquiries from Japan and United Arab Emirates (UAE).

Now it is firming up plans to buy these crabs from fishermen in a systematic way and supply them to various places. For export, the countries being planned to be sent to are Japan, South Korea, China, Australia and the Gulf countries, and to Europe.

 

রঙিন কাঁকড়ার বাহারি পদে চমক দিতে চাইছে মৎস্য নিগম

সমুদ্রের রঙিন কাঁকড়ার পদ এবার বাঙালির পাতে তুলে দিতে চাইছে মৎস্য দপ্তর। দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগম এই পরিকল্পনা করেছে। রঙিন কাঁকড়াগুলি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিগমের দীঘা প্রকল্পের আধিকারিকদের কথায়, গত ১০ বছর ধরে এই কাঁকড়া মৎস্যজীবীদের জালে অল্প অল্প করে ধরা পড়ছিল। কিন্তু গত দু-তিন বছরে এর পরিমাণ অনেকটাই বেড়েছে।

‘আহারে বাংলা’ উৎসবে প্রথম সাধারণ বাঙালির জন্য এই কাঁকড়ার পদ আনা হচ্ছে। পরে খোলাবাজারেও বিক্রি করা হবে। সমুদ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই রঙিন কাঁকড়ার চাহিদা ভালো।

শুধু ‘আহারে বাংলা’ নয়, পরবর্তীতে কলকাতার খোলাবাজারেও এই কাঁকড়া বিক্রি করতে চাইছে নিগম। সেই সঙ্গে কাঁকড়া বিভিন্ন পদ নিগমের রেস্তরাঁতে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে এই কাঁকড়া বিক্রি করে কীভাবে মুনাফা করা যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।

বিদেশে রঙিন কাঁকড়ার সবথেকে বেশি চাহিদা জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপে। আরব দুনিয়াতেও ধীরে ধীরে এই কাঁকড়ার চাহিদা বাড়ছে। এছাড়াও কলকাতা সহ দিল্লি, মুম্বইয়ের বড় বড় পাঁচতারা-সাততারা হোটেলে রঙিন কাঁকড়ার চাহিদা প্রচুর।

Source: Bartaman

The image is representative (source)

We will announce a new IT Policy at BGBS 2018: Bengal CM at Infocom

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inaugural ceremony of Infocom 2017. She announced that the new IT Policy of the State will be unveiled at Bengal Global Business Summit, 2018.

The CM highlighted the role played by Bengal in driving the digital transformation in India. She spoke at length about e-governance initiatives of the State. Mamata Banerjee invited industrialists to invest in Bengal.

 

Highlights of Mamata Banerjee’s speech:

  • Bengal is the flag-bearer of digital transformation in India. This transformation began six years ago. Bengal has shown the way to the rest of the country, and for that has won the first prize from the Central Government.
  • E-governance and e-taxation have been started. Bengal was the first state to integrate online customisation in work related to customs, for which we have received awards. Bengal is doing a lot of work but silently, and leading the country in various aspects.
  • The previous government was not interested in implementing IT processes. On the other hand, we have been stressing on that from day one. Many companies are opening up facilities in the state; they are doing good work.
  • We have set up a IIIT in Kalyani. Other IT parks have been set up in Siliguri, Rajarhat and Sonarpur.
  • We will announce a new IT Policy at Bengal Global Business Summit, 2018, which will be held on 16-17 January, 2018.
  • Bengal is now a global destination. There is ideal condition to set up industry. Come, invest in Bengal; we will provide all necessary help. Bengal is a digital platform.
  • Bengal is the destination for investment in the future. Economically, geographically, politically – in all aspects – Bengal is stable.
  • We are proud of our youths. They are very talented. The youth are our driving force. Bengal’s talent is famous worldwide.
  • We have doubled our revenue income in six years. 80 lakh mandays were lost due to bandhs in the past; now the number is zero. We do not support bandhs.
  • Bengal is ahead of the national average in terms of GDP growth, agricultural growth, industrial growth. We have created 81 lakh employment in six years.
  • Our actions speak louder than words. We believe in doing rather than making empty promises.

 

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসিঃ মুখ্যমন্ত্রী

 

আজ ইনফোকম -২০১৭ র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসি (তথ্যপ্রযুক্তি নীতি) ঘোষিত হবে।

এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃৎ বাংলা। ৬ বছর আগে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাই সকলকে পথ দেখিয়েছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বাংলা ভারতের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে।
  • ই–গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশন প্রক্রিয়া চালু হয়েছে। আবগারি দপ্তরও আমাদের পুরস্কার দিয়েছে। সারা ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যারা প্রথম এই প্রক্রিয়া শুরু করে। বাংলা নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাই দেশকে পথ দেখিয়েছে।
  • আগের সরকার এই বিষয়ে উৎসাহী ছিল না। কিন্তু আমরা আসার পর এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে।
  • আমরা কল্যাণীতে ট্রিপল আই টি চালু করেছি। এছাড়া শিলিগুড়ি, বর্ধমান, রাজারহাট, সোনারপুরে আই টি সেক্টর রয়েছে।
  • আগামী জানুয়ারি মাসের ১৬-১৭ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নতুন আই টি পলিসি ঘোষণা করব।
  • বাংলা এখন শিল্পের গন্তব্যস্থল। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। আসুন বাংলায় বিনিয়োগ করুন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। বাংলা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাংলাই ভবিষ্যতে বিনিয়োগের ঠিকানা। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক সব দিক থেকে বাংলা স্টেবল।
  • আমরা আমাদের যুব সপ্রদায়ের জন্য গর্বিত, তারা খুবই মেধাবী এবং তারাই আমাদের শক্তি। বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।
  • ৬ বছরে আমাদের রাজ্যস্ব দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। আগে ৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হতো এখন সেই সংখ্যা শূন্য । আমরা বনধ সমর্থন করি না।
  • ভারতের তুলনায় বাংলার জি ডি পি গ্রোথ অনেক ভালো, আর্থিক বৃদ্ধি দ্বিগুন হয়েছে। এছাড়া কৃষি, শিল্প সবেতেই বৃদ্ধি বেশ ভালো হয়েছে। এই ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • আমরা অনেক কাজ করছি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি।

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post

Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post

‘Ahare Bangla’ food festival to begin today

The food festival of Bengal Government ‘Ahare Bangla’ is going to start from December 8 and continue till December 11. People can visit the festival on all the days between 12 noon to 9 PM. The inauguration of the festival will be held on December 7 evening.

Representatives from four foreign countries will be participating in ‘Ahare Bangla’ this year, which starts from December 8 at New Town Mela Ground. Representatives from China, Japan, Russia and Nepal will be present at the food festival to give the residents of city of joy a taste of their cuisine.

There will be enough space in the mela ground where an arrangement for more than 2000 people will be made.

‘Ahare Bangla’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. It may be recalled that in 2016 there was a staggering footfall of 1.5 lakh people in just five days at the annual food festival, while it was around 65,000 in 2015.

 

‘আহারে বাংলা’ খাদ্য উৎসবের উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বঙ্গীয় খাদ্য উৎসব ‘আহারে বাংলার’ উদ্বোধন হবে আজ। কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উৎসব প্রাঙ্গন। ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি নিউটাউন মেলা প্রাঙ্গনে চলবে এই খাদ্য উৎসব। রোজ দুপুর বারোটা থেকে রাত ৯টা অবধি চলবে ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব।

এবারের খাদ্য উৎসবে চীন, জাপান, রাশিয়া, নেপাল সহ নানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। উৎসব প্রাঙ্গনে একসাথে ২০০০ লোকের জন্য জায়গার ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই খাদ্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। এবছর ৬৫০০০ লোক এই মেলায় এসেছিলেন। ২০১৬ সালে ‘আহারে বাংলা’ তে হয় বিপুল জনসমাগম। ১.৫ লক্ষেরও বেশি মানুষ রসনাতৃপ্তির জন্য এই খাদ্য উৎসবে এসেছিলেন।

Construction of Kolkata Eye to start early next year

Construction of the landmark Kolkata Eye, a giant ferris wheel, is to start early next year, at the Millennium Park on the bank of the river Hooghly in Kolkata.

This is a dream project of Chief Minister Mamata Banerjee, who had conceived of the idea after her London business visit a few years back. Global tenders for the project will be opened on December 11.

The Kolkata Eye, modeled on the famous London Eye on the river Thames, will be like a giant vertical merry-go-round, with capsules located at the ends of the spokes of the ferris wheel for people to get into and enjoy exhilarating bird’s-eye views of both Kolkata and parts of Howrah, on the other side of the river. Each rotation would take 45 minutes.

The wheel would be 135 metres (m) in height and the total width of the structure (including the area around it) 120 m. A cafeteria would also come up on the site.

The giant wheel is expected to become a major tourist attraction not just in Kolkata, but in the whole country, as no other place in India has such a tourist attraction.

 

কলকাতা আই-এর কাজ শুরু নতুন বছর থেকেই

নতুন বছরে শুরু হতে চলেছে মিলেনিয়াম পার্কে ‘‌কলকাতা আই’–‌‌এর কাজ। দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ হয়েছে। এ কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

বিধানসভায় মন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বিশ্ব দরপত্র ডাকা শুরু হবে। ১১ ডিসেম্বর দরপত্র খোলা হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে কলকাতা আই।

প্রসঙ্গত, লন্ডন আইয়ের আদলে তৈরি হবে কলকাতা আই। এর উচ্চতা হবে ১৩৫ মিটার। ১২০ মিটার চওড়া। মিলেনিয়াম পার্কে ওই জায়ান্ট হুইল তৈরি করা হবে। একবার ঘুরতে সময় লাগবে ৪৫ মিনিট। যেখান থেকে পুরো কলকাতা শহরকে দেখা যাবে। থাকবে বিনোদন পার্ক, ক্যাফেটেরিয়া। শহরবাসীর কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে এটি।

আশা করা হচ্ছে, ২৪ মাসের মধ্যে কলকাতা আই নির্মাণের কাজ শেষ করে ফেলা যাবে।‌‌‌

 

Source: Aajkal

We must march ahead together for the sake of humanity: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee attended a function of the Minority Affairs and Madrasah Education Department at Netaji Indoor Stadium today, giving out scholarships to children.

Salient points of her speech:

Five lakh children from minority communities were presented scholarships today. In 2011, the annual budget of the Minorities Development & Finance Corporation was Rs 472 crore. In six years, the budget has been increased nearly eight times to Rs 3717 crore (and this despite having to pay Rs 40,000 crore per year, the debt legacy of the CPM).

During the last six years, 1.71 crore children have received scholarships, which is a record. The Centre takes money due as taxes from us, but does not give us what is our due. It has stopped funding minorities’ scholarships. The State Government is giving it from its own treasury.

The State Government has allotted Rs 258 crore for giving pension to 2.5 lakh people.

Those who have no work the whole day sit in front of televisions. Their aim is to devise ways to instigate people.

We have given education loans worth Rs 63 crore to more than 18,000 children belonging to the minority communities. Loans for starting businesses have been given to 7 lakh youths. Opportunities to pursue higher education have been given to 1.65 lakh people. People from the minority community are becoming doctors and engineers now.

Burial places and cremations grounds have been renovated. Minority Bhavans have been constructed in every district. We have set up Aliah University, Haj Houses, hostels for the minority communities, ITIs and polytechnic colleges.

All the people of Bengal are our pride. We do not see Hindus and Muslims as being different, we all belong together. This is what humanity is all about. We have to take everyone along, including the Dalits, Adivasis and minorities, on the road to progress.

In some areas, certain people are trying to divide the communities and instigating conflagration. These people are inciting others by bribing them with money. Do not give any importance to them. If you see such people, inform the authorities immediately.

What has happened at GD Birla School is not correct. Teachers are our pride, they are our guardians. Only a few teachers may be bad, but that doesn’t mean the teaching profession should be denigrated. Along with the schools, the teachers should also take up more responsibilities.

I also appeal to the media to follow their responsibilities properly. Some of them publish the wrong news. Those who commit a crime would be punished; there would be no compromise on that. Guardians have the right to protest; but at the same time it has to be kept in mind that children must not miss school.

A person who can take everyone along is a leader. The one who divides a country can never become any sort of leader, let alone lead a country. People do not remember them.

The spirit of Hinduism is about unity; it takes everyone along. It does not teach to divide. We do not agree with those who want to follow only their own rules of religion. Hinduism teaches people to love those from other religions too.

What is the harm in taking everyone along? Some persons ask who do I work for and support? Well, I work for everyone. The evil elements in society – those who spread hatred and rumours, conspire and plot – want to divide people. But the influence of such people is temporary. Keep faith. We ourselves are our biggest strength.

 

সবাইকে নিয়ে চলার নাম মানবিকতাঃ মুখ্যমন্ত্রী

 

আজ নেতাজি ইনডোরে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সংখ্যালঘু ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

৫ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েকে আজ স্কলারশিপ দেওয়া হল। ২০১১ সালে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, ৬ বছরে এই বাজেট ৮ গুণ বাড়িয়ে ৩৭১৭ কোটি টাকা করা হয়েছে (সিপিএমের ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও)।

এই ৬ বছরে ১ কোটি ৭১ লক্ষ ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে যা রেকর্ড। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না। সংখ্যালঘুদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের কোষাগার থেকে তাদের স্কলারশিপের টাকা দিচ্ছে।

রাজ্য সরকার ২৫৮ কোটি টাকা বরাদ্দ করেছি আড়াই লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য।

যাদের কোন কাজ নেই সকাল থেকে টিভির সামনে বসে পড়ে ছবি তোলার জন্য। কোন কাজ করে না, শুধু আগুন লাগায়।
১৮ হাজারের বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি ৬৩ কোটি টাকা। ৭ লক্ষ ছেলেমেয়েকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছি। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।

কবরস্থান, শশ্মান ঘাটগুলির ও সংস্কার করা হচ্ছে। সব জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।

বাংলার সব মানুষ আমাদের গর্ব। আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করি না, সকলে একসাথে চলি। সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা, সর্বধর্ম। দলিত,আদিবাসী, সংখ্যালঘু সবাইকে ভালবেসে এগিয়ে যেতে হবে।

বিভিন্ন এলাকায় কেউ কেউ বন্ধু সেজে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাগাভাগি করার চেষ্টা করছে। এইসব অজানা অচেনা লোক টাকার থলি নিয়ে বসে আছে, এদের গুরুত্ব দেবেন না। এরকম লোক দেখতে পেলে সাথে সাথে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।

সংবাদমাধ্যমকে আমার অনুরোধ তারা সঠিকভাবে যেন তাদের ভূমিকা পালন করেন। কেউ কেউ বাজে ঘটনাকে প্রচার করে। অপরাধ করলে তার শাস্তি হবে, সেখানে কোনরকম কম্প্রোমাইজ করা হবে না।

যে দেশের সবাইকে নিয়ে চলবে সেই হবে দেশ নেতা। যারা দেশকে ভাঙ্গে তারা দেশের নয়, কোন চেয়ারের নেতাও হতে পারে না। তাদের কোন স্থায়িত্ব থাকে না।

হিন্দুধর্ম সর্বজনীন, সবাইকে গ্রহণ করে। হিন্দু ধর্ম ভাগাভাগি করতে শেখায় না। কেউ যদি নিজের ইচ্ছেমতো ধর্ম পালন করে তাঁর সঙ্গে আমরা একমত নই। নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম।

সবাইকে নিয়ে চললে আপত্তিটা কোথায়? ওরা আমায় বলে আমি কাদের জন্য কাজ করব, কাদের সঙ্গে কথা বলব? আমি সবার জন্য কাজ করি। যারা সমাজের দুষ্টু লোক, যারা কুৎসা, চক্রান্ত, ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা ভাগাভাগি চায়। এটা সাময়িক, ভরসা রাখুন। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় ভরসা।

Bonyopran Sathi launched to support wildlife conservation

The Bengal Government’s Forest Department, in a unique bid to garner public support for wildlife conservation, has launched a project, Bonyopran Sathi (Honorary Wildlife Volunteer Service Programme), that offers wildlife enthusiasts to venture into core areas of forests, especially in north Bengal and the Sundarbans, to get real-life experiences on how to deal with animals.

The initiative was kicked off in north Bengal on November 26, in which 13 persons are being allowed to spend nights in as many as six core areas in the forests of Jaldapara, Gorumara and Buxa.

Visitors will be taken in small groups of 10 to 15 to six earmarked core areas of forests in north Bengal forest and the Sundarbans.

The visitors will stay with forest guards in camps, which will also give them the experience of keeping guard in the forest. Before a tour starts, they will be provided a day-long training on how to behave if they come close to an elephant, a leopard or a deer during their adventure. A team will be accompanied by two Forest Department officials, who will be experts in handling wild animals.

The programme, which was announced some months back, has already attracted a lot of wildlife enthusiasts, with the Forest Department website receiving as many as 128 applications. The programme is open only to residents of Bengal over the age of 18.

 

Source: Millennium Post

 

 

গরুমারা জাতীয় উদ্যানে শুরু দেশের প্রথম বণ্যপ্রাণ সাথী প্রকল্প

গরুমারা জাতীয় উদ্যানে শুরু হল দেশের মধ্যে প্রথম বন্যপ্রাণ সাথী প্রকল্প, উদ্বোধন করলেন বনমন্ত্রী। বন কর্মীদের সঙ্গে ঘন জঙ্গলে থাকতে হবে। কাজ করতে হবে বন কর্মীদের সঙ্গে। এক কথায় অভূতপূর্ব অভিজ্ঞতার সুযোগ। প্রথম পর্যায়ে ডুয়ার্সের একাধিক জঙ্গলে কাজ করবেন ১৩ জন বন্যপ্রাণ সাথী। সুন্দরবনেও চালু হবে এই প্রকল্প।

জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ চিতাবাঘের গর্জন। খুব কাছ থেকে হাতির দলের যাতায়াত। বাইসনের দৌড়। নাম না জানা পাখিদের কলবর। শহুরে জীবন থেকে একেবারে অন্য জগতে কয়েকটা দিন-রাত। পরিবেশ প্রেমীদের জন্য সেই সুযোগ করে দিয়েছে বন দফতরের বন্যপ্রাণ সাথী প্রকল্প।

বন্যপ্রাণ সাথী প্রকল্পে অংশ নিতে ১২৮টি আবেদন জমা পড়ে, তার মধ্যে ১৩ জন বন্যপ্রাণ সাথীকে বাছাই করা হয়েছে। ১৩ জনের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। বনকর্মীদের সঙ্গে সবসময় জঙ্গলে থাকবেন তাঁরা। রাতে পাহাড়ার দায়িত্বেও থাকবেন বন্যপ্রাণ সাথীরা।

বন দপ্তরের এই উদ্যোগে খুশি পরিবেশ প্রেমিরা।

 

Source: Millennium Post