April 15, 2016
#RealBengal Real Stories: New film on North Bengal & Birbhum

Here is a new 14-minute film on the real stories of the people of Bengal, presented by June Malia.
From Suchita Mondal who formed a self-help group and started a business to Md. Jargis Alamgir who prospered in agriculture with modern farming machinery – the quality of people’s lives in Bengal has seen a definite turnaround.
আসল বাংলা আসল কাহিনীঃ উত্তরবঙ্গ ও বীরভূমের নতুন কাহিনী
বাংলার সাধারণ মানুষদের নিয়ে একটি ১৪ মিনিটের ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।
সুচিতা মণ্ডল একটি স্ব-নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি নিজের ব্যবসা শুরু করেছেন যার ফলে বহু মহিলা স্বাবলম্বী হয়েছেন।
বিভিন্ন রকম আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে তার মাধ্যমে আজ উন্নত মানের ফসল উৎপাদন করছেন মহম্মদ জারগিস আলম গির।
বাংলার মানুষের জীবন-যাপনের মান এখন অনেক উন্নত হয়েছে। আজ সমগ্র বাংলা হাসছে।
Watch this episode to know more about #RealBengal Real Stories