West Bengal Transport Corporation constituted

The integrated board of the three transport corporations has been named as the West Bengal Transport Corporation.

It may be recalled that an integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) was constituted to ensure better transport facility. The step was also taken to ensure that the losses incurred by the corporations could be reduced. The decision on integration of the three crucial transport corporations was taken on June 8.

The integrated board, with the new name, will also get its own logo and the transport department had approached Chief Minister Mamata Banerjee to draw a logo for the West Bengal Transport Corporation.

The West Bengal Chief Minister had drawn logos of several projects of the transport department earlier, including one that of the Gatidhara scheme. Rachpal Singh, the MLA from Tarakeswar, was made the chairman of the integrated board for CSTC, CTC and WBSTC. Entally MLA Swarnakamal Saha was appointed the vice-chairman of the board. Nayna Bandyapadhyay, MLA from Chowringhee Assembly constituency and Sujit Bose from Bidhannagar Assembly constituency were inducted as the two directors of the newly formed board.

 

গঠিত হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম

তিনটি পরিবহণ সংস্থার সংযুক্তীকরণ করা হল।নয়া সরকারি পরিবহণ সংস্থার নাম হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।

কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি), কলকাতা ট্রাম কোম্পানি (সিটিসি), পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের সংযুক্তিকরণের পর রাজ্য সরকার নতুন সংস্থার নামকরণের সিদ্ধান্ত নিল।

নতুন নিগমের নতুন লোগোও তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার লোগোকে সামনে রেখেই নয়া লোগো তৈরি করার জন্য পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এই তিনটি নিগমকে এক করে চেয়ারম্যান পদে বসানো হয়েছে রচপাল সিংকে এবং ভাইস চেয়ারম্যান হলেন স্বর্ণকমল সাহা। এই ইন্টিগ্রেটেড বোর্ডের দুইজন পরিচালক হলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগরের বিধায়ক সুজিত বসু। পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, একটাই পরিচালন পর্ষদ থাকবে। তার ফলে তিনটি নিগমের কর্মীরাই একসঙ্গে কাজ করবেন।

Transport reform: WB CM constitutes an integrated board for CSTC, CTC and WBSTC

An integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) has been constituted to ensure better transport facility to commuters by reducing the loss incurred by the corporations.

It may be recalled that the World Bank has funded a project to rationalise routes in different areas. It has been found that in many places there were more buses and less commuters, while in other areas the ratio between the users and the vehicles are disproportionate.

Route rationalisation will help the commuters and bring down losses incurred by the various transport corporations.

Chief Minister Mamata Banerjee said that the purpose of creating an integrated board is to bring down the expenditure. The State Government needs to pay Rs 40,000 crore to clear debts.

Thus, such a step has been taken to ensure that the common people continue to get better transport facilities and at the same time the expenditure comes down.

She said that there is no reason for the employees of any of the three corporations to worry, as in case of any excess in manpower, they can be transferred to other departments.

The Chairman of the integrated board for CSTC, CTC and WBSTC is MLA Rachpal Singh and the Vice-Chairman is Swarnakamal Saha, who is known for his wide experience in the transport sector. Nayana Bandyapadhyay and Sujit Basu, MLAs from Chowringhee and Bidhannagar Assembly constituencies, respectively, are the two directors on the integrated board.

The boards of North Bengal State Transport Corporation (NBSTC) and South Bengal State Transport Corporation (SBSTC) were also reconstituted on Wednesday. MLA Sourav Chakraborty would continue as the Chairman of the board for NBSTC, and Arghya Ray Pradhan has become the Vice-Chairman.

Tamanash Ghosh is the Chairman of the board for SBSTC and Asit Majumder is the Vice-Chairman.

There are five directors on the board for NBSTC and four for SBSTC.

 

পরিবহণ ব্যবস্থায় সংস্কার, মিলল তিন পরিবহণ নিগম

রাজ্য পরিবহণ নিগমের তিনটি সংস্থাকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হল। তারই প্রথম পর্যায়ে সি এস টি সি, সি টি সি এবং  ডব্লু বি এস টি সি— এই তিন সংস্থার জন্য একটি মাত্র পরিচালন পর্ষদ গঠন করা হল।

পরিবহন দপ্তরের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সরকারের মাথায় ৪০ হাজার কতি টাকার দেনা রয়েছে। তাই আমরা খরচ কমিয়ে আয় বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছি”।

এর ফলে সংস্থাগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। খরচের পরিমাণও কমবে। যাত্রী–‌পরিষেবা  আরও উন্নত হবে।

তিন নিগমকে একসূত্রে বেঁধে ফেলা হলেও নিগমের কোন কর্মী কর্মহীন হবেন না বলে নিশ্চিত আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, “আমরা কাউকে কর্মহীন করার পক্ষপাতী নই। কর্মীদের বদলি করা হলেও সকলেরই চাকরি বজায় থাকবে”।

এই তিনটি নিগমকে এক করে চেয়ারম্যান পদে বসানো হয়েছে রচপাল সিংকে এবং ভাইস চেয়ারম্যান হলেন স্বর্ণকমল সাহা।

এই ইন্টিগ্রেটেড বোর্ডের দুইজন পরিচালক হলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগরের বিধায়ক।

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান হলেন অর্ঘ্যরায় প্রধান।

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন তমোনাশ ঘোষ এবং অসিত মজুমদার হলেন ভাইস চেয়ারম্যান।

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য মোট চারজন এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য মোট পাঁচজন পরিচালক রয়েছেন।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, একটাই পরিচালন পর্ষদ থাকবে। তার ফলে তিনটি নিগমের কর্মীরাই একসঙ্গে কাজ করবেন।

WB Govt takes steps to ensure safety of JNNURM bus passengers

The West Bengal Chief Minister Ms Mamata Banerjee has directed the transport department to take extra care towards safety of passengers plying in JNNURM buses.

Along with time to time maintenance of the buses, it is also decided these buses will undergo periodic fire audits. The fire and safety department has designated this task to a private institute.

The transport department will not only oversee that these measures are undertaken by various State owned transport agencies like CTC, CSTC and WBSTC, but also other private agencies which run JNNURM buses.