With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.
It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.
The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.
পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের
দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।
পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।
বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।
Source: Ei Samay