Bengal Chief Minister Mamata Banerjee today gave away Tele Academy Awards 2016-17 at Nazrul Manch. The prize distribution was followed by a colourful cultural programme with performances by Bengali television artistes.
Speaking on the occasion, the CM said: “The artistes and technicians who are associated with the television industry are in the reckoning worldwide. The tele artistes and technicians are in no way less than the cine industry. Tele serials can become a medium of mass awareness. You can raise awareness about social evils.”
The West Bengal Tele Academy Awards covers the entire array of television productions, rewarding excellence in production, programming, photography and technology, among others. The awards have been constituted as a token of respect and gratitude to the entire Film and TV industry in West Bengal.
Actors and technicians working in the television industry will be awarded for their outstanding performances through their career as well as in the last year. A Hall of Fame recognition has also been instituted since 2015.
টেলি অ্যাকাডেমি পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী
আজ নজরুল মঞ্চে টেলি অ্যাকাডেমি পুরস্কার (২০১৬-১৭) তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে হয় এই অনুষ্ঠান।
এই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ছোট পর্দার টেলি জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মান জানানোর একটি প্রয়াস।
টেলিভিশন শিল্পে কর্মরত অভিনেতা-অভিনেত্রী এবং প্রযুক্তিবিদদের তাদের অসামান্য অভিনয়ের জন্য পুরস্কার প্রদান করা হয় গত বছর। এছাড়াও একটি হল অফ ফেম স্বীকৃতি ২০১৫ সাল থেকে প্রবর্তন করা হয়েছে।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
যে সকল অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা টেলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা সকলে খুব ভালো কাজ করছেন
টেলিভিশন ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রির চেয়ে কোন অংশে পিছিয়ে নেই
সব চ্যানেলকে আমার শুভেচ্ছা। আপনারা সকলে একটি যৌথ পরিবারের মতো কাজ করুন
আমরা বঙ্গবিভূষণ, খেল সম্মান, সঙ্গীত সম্মান সহ বিভিন্ন পুরস্কার দিই
আমাদের বাংলা অ্যাকাডেমি, নাট্য অ্যাকাডেমি, কবিতা অ্যাকাডেমি ও যাত্রা অ্যাকাডেমি রয়েছে। আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ
টেলি সিরিয়াল সমাজ সচেতনতার একটি মাধ্যম। এর মাধ্যমে সামাজিক সমস্যা তুলে ধরতে পারেন আপনারা