Slamming the CPI(M) candidate in Raidighi, Kanti Ganguly, Mamata Banerjee today said that the CPI(M) was planning to rig the upcoming elections in the assembly segment. She was addressing a massive rally at Raidighi in South 24 Parganas. She also addressed rallies at Baruipur, Magrahat and Bhangar later in the day.
In Bhangar, she slammed CPI(M), Congress and BJP on the issue of corruption. “The most corrupt parties are accusing us of corruption. BJP received Rs 2200 crore from unknown sources, Congress received Rs 2100 crore. CPI(M) received Rs 668 crore from unknown sources. 85% of Congress’s income is from unknown sources while that of BJP is 73%. Sonia Gandhi must give an account of Rs 2100 crore then lecture us on corruption. BJP promised to bring back black money. Where is the money,” she said.
Slamming the CPI(M)-Congress alliance, Didi said, “The CPI(M) and Congress have started a whisper campaign against us. But they will never win. The alliance is opportunistic. CPI(M) and Congress will become sign boards after the Bengal polls results are out. The alliance says it will win 200 seats. Let them first win 20 seats. People of Bengal have not forgotten the atrocities during CPI(M) rule.”
Speaking on the development in the area, she said, “Our government had taken a decision to create a new district in Sunderbans. From Kanyashree to Sabuj Sathi, we have given a lot of benefits to students. We have taken several initiatives for the fishermen of this district. We have set up hospitals, schools and colleges for people.”
“We have distributed Sikshasree scholarships to 26 lakh SC/ST students. We are giving rice at Rs 2/kg to 8 crore people under Khadya Sathi scheme. We built the Mridanga bridge for the local people here. We have set up ITIs, Karma Tirtha, polytechnics, Kisan Bazaars. We do not discriminate between people while distributing services,” she added.
সিপিএম রিগিংয়ের পরিকল্পনা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ দক্ষিণ ২৪ পরগণার রায়দীঘিতে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধায়ায়। এরপর তিনি বারুইপুর, মগরাহাট এবং ভাঙড়ে ৩ টি জনসভা করেন। রায়দীঘিতে তিনি বলেন যে ইতিমধ্যেই সিপিএম রায়দীঘির বেশ কিছু বুথে রিগিং করার পরিকল্পনা করছে এবং সিপিএম-কংগ্রেসের এই জোট সুবিধাবাদী।
ভাঙড়ে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে দুর্নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, “দুর্নীতিগ্রস্ত দল আজ দুর্নীতি নিয়ে অভিযোগ করছে।বিজেপির ২২০০ কোটি টাকার উ९স অজানা, কংগ্রেসের ২১০০ কোটি টাকার উ९স অজানা। সিপিএমের ৬৬৮ কোটি টাকার উ९স অজানা। কংগ্রেসের আয়ের ৮৫% উ९স বেনামি এবং বিজেপির আয়ের ৭৩% উ९স বেনামি। আগে সোনিয়া গান্ধি ২১০০ কোটি টাকার সোর্সের জবাব দিন তারপর দুর্নীতি নিয়ে ভাষণ দেবেন। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কালো টাকা ফিরিয়ে আনবে? কোথায় সেই টাকা?”
সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “রায়দীঘির বেশ কিছু বুথে রিগিং করার পরিকল্পনা করছে সিপিএম। সিপিএম-কংগ্রেস ইতিমধ্যেই হুইসপার ক্যাম্পেন শুরু করে দিয়েছে, কিন্তু ওরা কখনোই জিততে পারবে না। সিপিএম আর কংগ্রেস এখন জোট করেছে, এই জোট সুবিধাবাদী। বাংলার নির্বাচনের ফলাফলের পর সিপিএম-কংগ্রেস সাইন বোর্ড হয়ে যাবে।জোট বলছে ওরা নাকি ২০০টি আসন জিতবে, আগে ওরা ২০টি আসন জিতে দেখাক। বাংলার মানুষ সিপিএমের আমলের সেই হিংসা, সন্ত্রাস ভুলে যায়নি। সেই সব সন্ত্রাসের দিনগুলিতে নন্দীগ্রামের মানুষরা এসে রায়দীঘি ও সাগরে আশ্রয় নিয়েছিল”।
এই এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, গত চার বছরে আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি মানুষের জন্য। গ্রাম-শহরের মানুষ এখন খুব খুশিতে আছে, শান্তিতে আছে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পেয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। কন্যাশ্রী থেকে সবুজ সাথী সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই জেলার মাছ চাষিদের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য হাসপাতাল, স্কুল, কলেজ তৈরি হয়েছে।
‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় রাজ্যের ৮ কোটি মানুষকে ২টাকা কেজি দরে চাল পাচ্ছে। এই এলাকার সাধারণ মানুষের জন্য আমরা মৃদঙ্গ ব্রিজ তৈরি করেছি। আইটিআই, কর্ম তীর্থ, পলিটেকনিক, কিষাণ বাজার তৈরি করেছি। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সময় আমরা কোনরকম ভেদাভেদ করি নি”।
তিনি আরও বলেন, “৪০ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে এখন বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। সব জেলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ শতাংশ সাবসিডি দেওয়া হচ্ছে, তাদের সুদের হারও কমিয়ে দেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের আমরা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।আমরা ২৬ লক্ষ তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়েছি”।