Mamata Banerjee slams the BJP on NRC issue

Bangla Chief Minister Mamata Banerjee launched a scathing attack against BJP president Amit Shah on the NRC issue on Tuesday.

Speaking at Nabanna, the state secretariat, she questioned the BJP chief and asked whether his parents had birth certificates.

The brutal attack came after Mamata Banerjee met a delegation from United Bengali Forum who had come from Assam to highlight their plight over the NRC issue.

“I want to ask Amit Shah, does his mother and father have birth certificates? If you ask me, I do not have my parent’s birth certificates. Would Swami Vivekananda have the certificates? Atal ji is ill now, so I cannot ask him, but I wish I could ask him whether he has all the certificates? One family can keep the record, not all. I belonged to a backward family, certificates were not maintained,” Mamata Banerjee said. She also said, “Would Gandhiji’s family have certificates?”

She went on to call the entire NRC exercise as politically motivated. “This is a political move ahead of the elections. Sometimes they (the Centre) will play India-Pakistan, sometimes they will play India-China. I am also hearing that they are getting the currency notes printed outside the country,” the CM alleged.

She alleged that Bengali-speaking population was being targeted. She claimed a majority of the 40 lakh who did not make it to the Assam draft list were a Bengali-speaking people.

“Of the total 40 lakh, 25 lakhs are Bengali Hindus, 13 lakhs Bengali Muslims and 2 lakh Nepalis, Biharis and others. I have shown you so many documents. People in Punjab and Pakistan speak the same language. People in Bengal and Bangladesh speak the same language. Isn’t Hindi and Urdu widely spoken in the country? If you do not like a particular community, you cannot spread hatred like this. Hasina ji (Bangla PM) is welcome, others not? Didn’t Bengal participate in the freedom struggle? What’s wrong in speaking the Bangla language?” she said.

She further said that even cows should now be given certificates to identify whether a cow is a refugee or an infiltrator. “My question is to all the Gau-rakshaks, is cow a refugee or an infiltrators. Make certificates for cows so that we know whether they are refugees or infiltrators. Amit Shah may not eat Hilsa fish. But people in Bangladesh, Bengal, UP and Bihar eat Hilsa fish. Is Hilsa a refugee or an infiltrator? This is super-emergency,” she claimed.

‘Are Hilsa, Jamdani also infiltrators?’ – Mamata Banerjee targets BJP Over Assam NRC

Attacking the BJP-led central government over exclusion of 40 lakh people in the final draft of Assam-NRC, Bangla Chief Minister Mamata Banerjee on Monday accused the saffron party of being “anti-Bengali”.

Taking a swipe at the BJP, the Trinamool Congress chief asked if hilsa fish, Jamdani saree, sandesh and mishti doi, which are originally from East Bengal ( in undivided India), would also be branded as “infiltrators or refugees”.

Asserting that these 40 lakh people are “very much Indians”, she questioned the criteria on which they have been excluded.

The CM has been attacking the BJP government at the Centre over National Register for Citizens (NRC) which has excluded names of over 40 lakh citizens in the final draft for want of necessary documents in Assam.

“What is going on in the country is injustice. The BJP with their extremist ideology is trying to create division among the people. I think they are playing the politics of revenge among the countrymen. We are not for this kind of politics,” she said.

She accused the BJP of being “anti-Bengalis” and “anti-Bangla”.

They (the BJP) must not forget that speaking Bengali is not a crime. It is the fifth most spoken language in the world. What is BJP’s problem with Bangla? Are they scared of the intellect of the Bengalis, their culture. They must not forget that Bangla is the cultural mecca of the country,” she said.

অমিত শাহ, ক্ষমা চান, নয়তো আইনি প্রক্রিয়া শুরু করা হবেঃ তৃণমূল কংগ্রেস

আজ কলকাতায় বিজেপির সভাপতি অমিত শাহ এক জনসভা করেন। সেই সভায় অমিত শাহ রাজ্য সরকারের ওপর ভিত্তিহীন অভিযোগ আনেন। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, “অমিত শাহ আজকে বাংলাকে অপমান করেছেন, বাংলাকে অসম্মান করেছেন। বাংলার সভ্যতা, বাংলার শুদ্ধ সূচী, সুস্থ রুচি উনি বোঝেন না। এসব ওনাকে কি বোঝাব? বাংলার যে একটা সংস্কৃতি আছে, উনি সেটাকে অপমান করেছেন। তিনি ডাহা মিথ্যে দুর্নীতির কথা বলেছেন। উনি যদি ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব। সভ্যতার একটা সীমা থাকে, সম্মানের একটা সীমা থাকে। সেই সীমা অমিত শাহ আজ অতিক্রম করেছেন। অমিত শাহ, আপনি আগে নিজের ইতিহাস দেখুন, হলফনামা দেখুন।”

ডেরেক ও’ব্রায়েন অমিত শাহের বিষয়ে আরও বলেন, “উনি দুর্নীতির ডাকাত, দাঙ্গার ডাকাত। এইসব ধরনের রাজনীতি আগে যেখানেই করে থাকুন না কেন, এই রাজনীতি বাংলায় চলবে না। একদিনের জন্য আসবেন, বাংলাকে অপমান করে পালিয়ে যাবেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সোজা ভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয় ক্ষমা চান, আর যদি না চান, আমরা আইনি ব্যবস্থা নেব। ”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি একটি ফ্লপ শো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাংলায় কোনও দুর্নীতির অভিযোগ আনলে, বাংলার মানুষ তা মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা-ভরসা প্রশ্নাতীত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দুর্নীতির কাদা ছোঁড়ার চেষ্টা করা হয়েছে।”

রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর (National Register of Citizens or, NRC) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা শুধু বাংলার বিষয় নয়, এটা পুরো দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়। আমাদের রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর বিষয়ে বক্তব্য পরিষ্কার, এটা বাংলার একার ব্যাপার না, এটা রাজস্থান, পাঞ্জাব, বিহার, আসামেরও বিষয়। গোর্খা, গরীব, প্রান্তিক মানুষ, বীর সেনা, জনপ্রতিনিধিদের, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের মানুষদেরও ঐ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক বাঁচাও, এটাই আমাদের স্লোগান। এটা কোনও সস্তার দাঙ্গা লাগানোর স্লোগান না। কোনও দাঙ্গার রাজনীতি বাংলায় চলবে না। আমরা আমাদের সীমার মধ্যে থেকে, শান্ত-নম্র ভাবে বলেছি, আমাদের বাংলার পারম্পরিক সংস্কৃতি আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মেনে চলি। আজ অমিত শাহ তাঁর সীমা ছাড়িয়েছেন।”

Trinamool observes ‘Black Day’

Trinamool Congress observed ‘black day’ in districts and blocks across the state on Saturday to protest against the “detention and manhandling” of its leaders in Assam’s Silchar airport, where they had gone to assess the situation after the publication of the final draft of the National Register of Citizens (NRC).

The protest will continue on Sunday too. Carrying placards and sporting black masks and badges, TMC activists shouted slogans against the BJP governments at the Centre and Assam and the final draft of the NRC.

Trinamool Chairperson Mamata Banerjee had alleged that the members of the delegation, including women, were manhandled at the airport and accused the BJP of imposing a “super emergency” in the country.

Party’s Secretary-General Partha Chatterjee had said, “What happened to our party delegation is not only shameful but also undemocratic. Our slogan will be ‘we don’t need this monstrous government any more’.”