Congress-CPI(M) alliance is one of opportunism: Didi

Hitting out at erstwhile Congress-led UPA regime over the 2G and coal scams, West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said while the Congress was harping on Saradha scam in the current Assembly poll campaign, it kept mum on the ‘scams’ that took place during UPA tenure.

She was addressing a massive rally at Serampore. Later in the day she also held rallies at Maheshtala and Behala.

“They are talking about corruption and Saradha scam. But what about the extent of corruption during their time (UPA’s tenure)! Of Coal gate scam and 2G scam! They should not talk much,” she added.

“For the entire five years, you won’t find them when you need them (Congress). They will come only during elections They are (migratory) birds who come only during elections,” the Trinamool Chairperson said.

She also highlighted the development work done by the Trinamool government in the last four and a half years.

Slamming the opposition, Didi said “Law & Order is basically a State subject; the Centre is interfering in the federal structure. The BJP govt is only indulging in terror and slander. The CPI(M) and the Congress have ganged up; they have become one entity. They have betrayed all, they are cowards, they cannot utter the truth. They cannot fight separately, so CPI(M)-Congress-BJP-ABP have teamed up together. They fight in Kerala but are friends in Bengal.”

Didi added, “The leaders from Delhi come here during elections like birds in spring, with nothing but empty promises. The BJP incites Hindus, Cong incites Muslims, and the CPM incites everyone, they are two faced.”

 

সিপিএম-কংগ্রেসের জোট সুবিধাবাদী: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলীর শ্রীরামপুরে এবং দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এবং বেহালায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমেই তিনি বলেন নির্বাচনের সময় কম করা উচিত, উন্নয়নের কাজ যাতে থেমে না যায় সেটা ভাবা উচিত। এত দীর্ঘ নির্বাচন হলে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়।

প্রত্যেকটি জনসভা থেকেই তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে দিল্লি। বিজেপির সরকার শুধু সন্ত্রাস করছে, কুৎসা করছে। একা লড়তে পারে না তাই সিপিএম-কংগ্রেস-বিজেপি-এবিপি জোট করেছে। ওদের ওই জোট নিষ্কর্মা, হযবরল। ৫৫০০০ কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম। সেই সব ভুলে গিয়ে আজ কংগ্রেস সেই দুর্নীতিবাজদের সঙ্গেই জোট করেছে। ওরা সব বিশ্বাসঘাতক, কাপুরুষের দল, সত্যি কথা বলতে ভয় পায়।

কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করে তিনি বলেন, কেরালায় ওরা চুলোচুলি করছে আর বাংলায় দোলাদুলি করছে। ওরা আগে বলত মার্ক্সবাদ এখন বলে মার্ক্স বাদ।

দুই লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে সিপিএম। তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস কেন দিয়ে ছিল সিপিএমকে টাকা? ওরা ঋণ না দিলে আজ আমাদের এত সমস্যায় পরতে হত না। ওই পাপীদের পাপের বোঝা আমরা এখনও শোধ করছি। ৫ বছরে আমাদের আয় হল ১,৫৩০০০ কোটি টাকা তার মধ্যে ১,৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র। ৪ বছর আগে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা পায়নি তৃণমূল কংগ্রেস।

দিদি বলেন, দুর্নীতিগ্রস্তরাই আজ দুর্নীতির কথা বলছে। কংগ্রেসের ২১০০ কোটি টাকার উৎস অজানা, বিজেপির ২২০০ কোটি টাকার উৎস অজানা, সিপিএমের ২০০০ কোটি টাকা অজানা উৎস। বিরোধীদের এদিন বসন্তের কোকিল বলে কটাক্ষ করে তিনি বলেন, ওরা শুধু নির্বাচনের সময় বাংলায় আসে, দরকারের সময় ওদের পাওয়া যায় না। বাংলার কোন উন্নয়ন চোখে ওরা দেখতে পায় না। ১৯শে মে কুৎসার জবাব দেবে ব্যালট বক্স।

তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন আজ কংগ্রেস আজ সাধু হয়ে গেছে। তিনি প্রশ্ন করেন ২ জি কেলেঙ্কারি কার আমলে হয়েছে?কয়লা কেলেঙ্কারি কার আমলে হয়েছে?

তিনি বলেন, ‘আমি কাউকে ভয় পাই না, জীবনটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আমি সাধারণ মানুষের চেয়ারে বসে কাজ করি, সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার কাজ। ১৯শে মে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার শপথ নেবে”।

সবশেষে তিনি চ্যালেঞ্জ করে বলেন কাজ-সভ্যতা-সংস্কৃতি-উন্নতি-প্রগতি দিয়ে বিচার হলে গত ৪ বছরে বাংলা যা কাজ করেছে কেউ তা করতে পারে নি।

WB CM inaugurates Jala Sathi Water Plant, announces setting up of garments hub

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today announced the setting up of a garments hub at Garden Reach area. The garment hub will benefit tailors belonging to Maheshtala region and will create employment for 35000 people, CM said.

She was speaking at the inauguration of ‘Jala Sathi’ Water Treatment Plant at Garden Water Works, with 20 MGD out of 50 MGD capacity.

Speaking on the occasion, the Chief Minister also highlighted the importance of water for existence. “Water is a necessity in human life,” she said.

Expressing regret for the fact that even after so many years of independence, people in vast areas of the country still do not get water, WB CM said, “We have started water-supply projects worth thousands of crores in areas like Purulia and Bankura.”

“Only in Kolkata, we have not imposed water tax. We believe everyone must receive water,” she added.

Bengal becomes a model for pollution control by setting up electric crematoriums on Ganges banks

 

Bengal is being taken as a model in the field of pollution control by installing electricity operated crematoriums at burning ghats. Most of the burning ghats are on the banks of Ganges or other rivers.  The already tops in executing the clean Ganga mission schemes among the five states through which the Ganges flows.

The municipalities or municipal corporations in the State that maintains towns on the banks of Ganges are discarding cremation process through wood and will sole operate through electricity controlled measures.

The State has already sent names of 10 municipalities for clearance from the Central Government.

West Bengal now has electricity operated crematoriums functioning at Howrah, Nimtala, Maheshtala, Hooghly-Chinsurah and Halishahar, all of which are on the banks of the Ganges.

The crematoriums will be renovated with anti-pollution devices and the numbers of chambers in the crematoriums will also be increased.