Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Tabu gives away Golden Royal Bengal Tiger Awards at KIFF closing ceremony

After the star-studded opening ceremony and week-long screenings of world cinema, City of Joy was witness to a gala closing ceremony of the 21st Kolkata International Film Festival.

Veteran actors Sharmila Tagore and Tabu graced the event, to be held at Nazrul Mancha at 5 PM, along with delegates from all over the world. Honourable ministers Firhad Hakim and Aroop Biswas will be present on the occasion while Subrata Mukherjee will preside over the function.

As many as 149 films by 137 directors from 61 countries were screened across 12 venues in the week-long extravaganza. This year for the second time, the KIFF was a competitive event. The competition focussed on films helmed by women filmmakers.

Headed by Sharmila Tagore, the jury comprising well-known Chinese-American actress Bai Ling, Polish director Filip Marczewski, Israeli filmmaker Samuel Maoz and Sri Lankan actress Swarna Mallawarachchi, selected the Best Film and Best Director from 14 short-listed movies.