Bengal Govt to set up new jewellery park for 25,000 demonetisation-hit gold artisans

The humane nature of Bengal Chief Minister Mamata Banerjee was once again prominent with her intention to working out an alternative plan for workers who have lost their jobs due to demonetisation. In an effort to create jobs for the gold artisans who have lost their jobs, the state is coming up with a new jewellery park — the third of its kind — beside Belgharia Expressway in Howrah.

The West Bengal Industrial Development Corporation (WBIDC), has come up with a new plan to develop a jewellery park on an eight-acre plot beside Belgharia Expressway. The Bengal Chief Minister has asked WBIDC officials to submit a detailed report on the project at the earliest. The place has road links to Kolkata, Howrah, Kharagpur and Durgapur and is 12 km from the central business district. The airport is 22 km away from the proposed site.

After the implementing agency finalizes the plan, they will submit it before the cabinet. Once the approval is obtained, there is plan to complete construction within two years.

 

নোটবাতিলে ক্ষতিগ্রস্ত অলংকার কারিগরদের জন্য নতুন জুয়েলারি পার্ক গড়তে চলেছে রাজ্য

নোটবাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর মাধ্যমে আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মানবিক মুখ স্পষ্ট। যারা কর্মহীন হয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য হাওড়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন এই জুয়েলারি পার্ক তৈরির পরিকল্পনা করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ৮ একর জমিতে এই পার্ক তৈরি হবে। কর্মকর্তাদের দ্রুত এই প্রকল্পের ওপর একটি প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কলকাতা, হাওড়া, খড়গপুর ও দুর্গাপুরের রাস্তার যোগাযোগ আছে। প্রস্তাবিত এই স্থানটি থেকে মাত্র ২২ কিমি দূরেই রয়েছে বিমানবন্দর।

রূপায়ণকারী সংস্থা এই পরিকল্পনা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে। একবার অনুমোদন পেয়ে গেলে, দু-বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।