West Bengal Government and Kolkata Municipal Corporation is taking huge initiative to transform Kolkata into City of Lights during the ensuing festive season. Important landmarks and crossings in the city have been illuminated.
Important crossing including Shyambazar, Dalhousie, Dorina Crossing, Park Street, Ellot Park, Rabindra Sadan, National Library, Hazra Crossing, Rashbehari Avenue, Gariahat flyover and the river front will be illuminated during the Pujas.
Important and heritage buildings will also be decorated with light chains.
দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা
রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থার যৌথ উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতা।
শহরের উল্লেখযোগ্য বিল্ডিংগুলি এবং রোড ক্রসিংগুলোও আলোর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ রোড ক্রসিংগুলি যেমন- শ্যামবাজার, ডালহৌসী ডোরিনা ক্রসিং, পার্ক স্ট্রিট, এলিয়ট পার্ক, রবীন্দ্র সদন, জাতীয় গ্রন্থাগার, হাজরা, রাসবিহারী অ্যাভিনিউ এছাড়া গড়িয়াহাট ফ্লাইওভার, গঙ্গার পাড় সকিছুই সাজানো হয়েছে আলোর মালায়।
উ९সবের এই কদিন সব গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বিল্ডিং গুলি চেন লাইট দিয়ে সাজনো হবে। এছাড়া সরকারি ভবনগুলি এবং হেরিটেজ বিল্ডিং গুলোও আলো দিয়ে সাজানো হবে।