Britannia Industries of Wadia Group has announced a plan to set up a greenfield unit in West Bengal – its second in the State – by 2018.
The company is looking forward to the manufacturing unit in the State as the demand for its products is growing. Britannia currently has only one manufacturing unit, in Taratala, which is one of the oldest units of the biscuit giant.
The company plans to invest Rs 100-150 crore in the new plant.
The image is representative (Source: Reuters)
বাংলায় দ্বিতীয় ইউনিট তৈরির পরিকল্পনা ব্রিটানিয়ার
রাজ্যে নতুন করে বিনিয়োগ করে আগামী ২০১৮ সালের মধ্যে আরও একটি কারখানা তৈরির পরিকল্পনা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের।
বর্তমানে তারাতলায় এই সংস্থার একটি কারখানা রয়েছে। যেহেতু পণ্যের চাহিদা বাড়ছে ভবিষ্যতে রাজ্যের অন্য কোথাও নতুন কারখানা খোলার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।
এই নতুন প্ল্যান্টে ১০০-১৫০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির। এর জন্য ২০ একর জমির প্রয়োজন।