mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

Crimes against women show a downward trend during Mamata Banerjee’s tenure as CM

The Bengal Government formed and led by Mamata Banerjee was elected to office of a majority mandate that was promised a safer and more secure State which would be founded on the pillars of qualitative development and considerable social welfare.

The recent data from 2016 Crime Statistics indicates that Bengal today has bettered significantly in both ensuring better mechanisms of reporting while also creating more robust mechanisms of crime prevention. Kolkata now stands at the 17th position in terms of crimes against women. This rank is much higher than other metro cities like Mumbai, Ahmedabad, Bangalore, Chennai, Jaipur and Delhi.

Total crimes against women has also seen a downward trend in Bengal: In 2014, the number was 38,424. It came down to 33,318 in 2015 and in 2016 further reduced to 32,513.

Bengal records the least number of rapes of minors. Sensitisation is a social cause and works hand-in-hand with ensuring safety through the legal machinery. It is in light of this crucial realisation that the Kolkata Police has also begun sensitisation workshops with boys in schools in order to make them aware of how to interact with women and make the city more conducive for women.

Bengal Government has built models of social security schemes – like Kanyashree – that are intended to keep women in schools against the odds of their gender, constructive programmes and constant vigilance through tools of the State Government such as the police has helped the current Government in Bengal better the situation of crimes against women from the time it has come to office to now.

December has been etched in the Indian memory as that of collective rage against a brutal rape that occurred in the National Capital of India. While the inhumanity of that crime shook us, we all acknowledged that women are unsafe and sexually victimised each day– in homes and streets and schools and workplaces, and it is only with the collective commitment and will of every member of the citizenship as well as the governing that any conspicuous change can be affected.

Bengal, through exemplary work in fields of education and law and order has begun this daunting journey and results are very prominent.

Bengal Govt earns praises for its efforts against child prostitution

The Bengal Government’s measure to stop child prostitution has drawn effusive praise from the international NGO, International Justice Mission (IJM). The regional head of ICJ conveyed this at a function recently.

A survey report has been published recently, co0authored by the West Bengal Commission for the Protection of Child Rights and ICJ. The report covered the districts of North and South 24 Parganas Howrah and Purba Medinipur, and Kolkata.

The report has established that due to the efforts of the police and different wings of the State Government, child prostitution has been significantly reduced, and has painted a very hopeful picture for the future.

 

যৌন ব্যবসায় শিশুদের নামানো রুখতে রাজ্যের চেষ্টার প্রশংসা আন্তর্জাতিক সংস্থার

শিশুদের যৌন ব্যবসায় টেনে আনার মতো অপরাধ আটকাতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাঁর ভূয়সী প্রশংসা করল আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশানাল জাস্টিস মিশন। এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে এই প্রয়াসের জন্যধন্যবাদ জানালেন ওই সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় ম্যাকওয়ান।

যৌন ব্যবসায় কীভাবে শিশুদের লাগানো হচ্ছে, তাঁর ওপর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং আইজেএমের করা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়।

এই সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে। দেখা গেছে পুলিশ এবং সরকারের অন্যান্য দপ্তরের সক্রিয়তার জন্য ‘পাবলিক এস্টাব্লিস্মেন্ট’ বা সর্বসাধারন যেসব জায়গায় যাতায়াত করে, সেসব অঞ্চলে এই ধরনের অপরাধ খুব কম হচ্ছে।

Source: Aajkal

Welfare schemes for women – Bengal shows the way

In the last six and a half years, the Bengal Government has been committed to the welfare and development of women and children. From prevention of child marriages to rehabilitation of trafficked girls, steps have been taken aplenty by the government for social upliftment of women.

Here are some notable schemes launched by the Bengal Government for the welfare of women:

KANYASHREE SCHEME

This brainchild of Chief Minister Mamata Banerjee was launched on October 1, 2013. The scheme for girls aims to curb child marriage through education. Recently the scholarship scheme was extended to those enrolled in post-graduation courses.

Achievements

· Bringing 40 lakh adolescent girls under its fold, covering over 15,500 institutions in every corner of the state – in formal schools, madrasahs, colleges, open schools, universities, institutes of vocational training, industrial training, and even sports institutes

· Training over 5,000 girls in self-defence techniques

· Implementing Kanyashree Dishari – a special educational and awareness exposure visit of Kanyashree-enrolled girls in North 24 Parganas district

· Providing vocational and other skill development training

· Implementing Kanyashree Swabalambi Scheme – skill development, communication and other personality training programmes for Kanyashree-enrolled girls, to make them self-sufficient with respect to making a living

· Awards received till date

A. United Nations Public Service Award for winning the first prize in the South Asia category
B. West Bengal Chief Minister’s Award for Empowerment of Girls, 2014
C. Manthan Award for Digital Inclusion for Development, 2014
D. National E-governance Award 2014-2015 awarded by the Government of India
E. Skoch Award and Order of Merit 2015 for Smart Governance
F. CSI-Nihilent Award for E-governance, 2014-15
G. United Nations WSIS Prize 2016 Champion in e-Government Category
H. Finalist in GEMTech Awards 2016 hosted by UNWOMEN and ITU

SWABALAMBAN

Implemented through with NGOs and companies, Swabalamban Scheme imparts vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, members of the transgender community, and women in moral danger in the age group of 18-35 years. If necessary, the upper age limit for such categories of women is relaxed by up to 45 years.

Achievements

· Successfully placing beneficiaries at different renowned outlets like Wow Momo, Pantaloons, etc

· Training 30 Kanyashree-enrolled girls by Brainware for the role of unarmed security guards, of which 16 were placed in different organisations

MUKTIR ALO

Launched by the Chief Minister September 4, 2015, Muktir Alo is a scheme for rehabilitation of sex workers and trafficked victims.

Achievements

· Training 50 victims of human trafficking in block printing and spice grinding with the help of Women’s Interlink Foundation

· Training 26 commercial sex workers of Munsiganj red light area in Kolkata in the manufacturing of recycled tyre products and in cafeteria management, in collaboration with an NGO, Divine Script Society; 12 were placed in each category

SWABALAMBAN SPECIAL

Swabalamban Special was launched under the existing Swabalmban Scheme for providing vocational training to sex workers and their vulnerable children in Kolkata, with the aim of creating alternate means of livelihood and integrating them with mainstream society.

Achievements

· Training 25 beneficiaries on acting (for employment as well as junior artistes) as well as in activities related to production of television serials (for employment in production houses) through a three-month training program by an NGO, GOAL India, all of whom were absorbed successfully

SCHEME FOR ADOLESCENT GIRLS (SABLA)

The SABLA Scheme for adolescent girls (which aims to improve nutritional and health status of girls between 11 and 18 years and equip them with life skills training) is being implemented on a pilot basis in seven districts, viz., Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia.

Achievements

Providing 12.72 lakh adolescent girls (11-18 years) benefits of SABLA, equipping them with
life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

Providing supplementary nutrition to 1.6 Lakh out-of-school adolescent girls

Reducing school dropout among adolescent from 2.8 lakh in 2010-11 to 92,000 in 2016-17

Giving vocational training to 41,000 out-of-school adolescent girls aged 16-18 years through NGOs/VTPs in beauty treatments, handicrafts, knitting, printing and dying, and food processing in all the districts

Bringing 98,000 girls during the last two years under Supplementary Nutrition Programme (SNP), in convergence with Kanyashree Scheme

Re-admitting 1,600 out-of-school girls to the formal and informal education systems and linking 50 per cent of them with the benefits of Kanyashree Scheme.

 

নারী ও শিশু কল্যাণে দিশারী বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।

একদিকে সারা দেশে নারী ও শিশু বিরুদ্ধে অপরাধ যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে শুরু করেছে একগুচ্ছ প্রকল্প। এই প্রকল্পগুলির সাফল্যও এই ছ’বছরে হাতেনাতেই পাওয়া গেছে।

গত ছয় বছরে নারী ও শিশু কল্যাণ দপ্তরেরর উল্লেখযোগ্য সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

· রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

· ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

· বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছেঃ-

নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪

ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪

ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫

স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫

ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫

ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)

ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬
২. স্বাবলম্বন প্রকল্প

এই প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য।

· প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

· ৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

· উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।
৪. স্বাবলম্বন স্পেশ্যাল

· বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

· এই প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।
৫. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

· ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

· প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

· কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

· গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

· প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

Bengal Govt comes up with an app to prevent child marriages

The Malda district administration, in collaboration with UNESCO and the Administrative Staff College of India, will launch a mobile phone app to monitor marriages of school girls. The State Education Department is also involved in the project. The Bengal Government has selected Malda as the district for the pilot project, before a statewide launch.

The app will be used to register attendance of girl students in schools. An absence of any girl for five consecutive days will alert the administration as well as the school authorities. According to officials concerned, the app will also serve many other purposes simultaneously.

Every school will be provided with the app, and a teacher of the school will register the attendance of the students through it every day. The absence of a girl will be noticed here, and then steps will be taken to address the situation.

It may be mentioned, the government’s Kanyashree Scheme has been successful in bringing down the social evil of child marriage. This app will help in further bringing down incidents further.

 

বাল্যবিবাহ রুখতে অ্যাপ আনছে রাজ্য সরকার

স্কুলছাত্রীদের বিবাহ রুখতে ইউনেস্কো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। মালদা জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর যুক্ত এই প্রকল্পে। সারা রাজ্যে এই অ্যাপ্লিকেশন চালু করার আগে মালদা জেলাকে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রোজেক্ট হিসেবে।

প্রত্যেকটি স্কুলের কর্তৃপক্ষকে এই অ্যাপটি দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষক/শিক্ষিকারা ছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করবেন। কোনও ছাত্রী পরপর পাঁচদিন টানা অনুপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তৎক্ষণাৎ জানানো হবে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবাদে রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা এমনিতেই এখন অনেক কমেছে। এই অ্যাপের মাধ্যমে এই সামাজিক ব্যাধি আরও কমবে বলেই মনে করা হচ্ছে।

Source: The Statesman

Bengal’s Fisheries Development Corporation to open restaurants in Jharkhand

Soon, fish and fish-based dishes from Bengal are going to delight people of Jharkhand too.

State Fisheries Development Corporation (SFDC) is signing a memorandum of understanding with the Jharkhand Government to open four fish restaurants – in the cities of Ranchi, Jamshedpur, Kodarma and Dhanbad.

In recent years, under directions from Chief Minister Mamata Banerjee, cultivation and export of fishes – both to other states and other countries – has increased manifold. Not just that, the SFDC is also setting up restaurants in various parts of the country. As a result of these, Bengal is the top state now in terms of generating income from selling fish.

Not just that, SFDC will also train people in Jharkhand on how to cut fish fillets, so that its restaurants can supply these to local restaurants. And of course, it also means generating employment opportunities.

It already does so in Bengal, where it trains people in South 24 Parganas district in this fine art. This ensures income for SFDC as it gets to supply these to restaurants and also creates employment.

 

ঝাড়খণ্ডে রেস্তোরাঁ খুলবে বাংলার মৎস্য উন্নয়ন নিগম

খুব শীঘ্রই বাংলার মাছ ও মাছের বিভিন্ন পদের স্বাদ পাবে ঝাড়খণ্ডবাসী।

মাছের ব্যবসাকে বৃদ্ধি করতে ঝাড়খণ্ডে নতুন ৪ টি রেস্তোরা তৈরি করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। রাঁচি, জামসেদপুর, কোডারমা এবং ধানবাদে রেস্তোরা খুলবে রাজ্য সরকার। এই রাজ্য থেকে সামুদ্রিক মাছের সম্ভার যাবে ঝাড়খণ্ডে এবং ওই রাজ্য থেকেও কিছু মাছ আমদানি করা হবে।

মাছের ফিলে কিভাবে কাটা হয় তার জন্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের প্রশিক্ষণ দেবে এসএফডিসি। প্রসঙ্গত, এই নিগম ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মহিলা ও পুরুষদের নিয়ে মাছের ফিলে কাটার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। এর ফলে অনেক কর্মসংস্থানও হবে।

প্রচলিত একটি কথা আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। এখন সারা দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মাছের চাহিদা পূরণ করতে বাংলার দ্বারস্থ হচ্ছে সকলে।

 

Source: Khabar 365 Din

State Khadi Mela begins today

Another fair is going to visit Kolkata from December 15 – the State Khadi Mela. This annual fair will continue till January 2, 2018.

The 19-day fair will be held at Taltala Maidan on 432 Prince Anwar Shah Road. It is being organised by West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which is under the state’s Micro, Small and Medium Enterprises (MSME) Department.

The timings are from 1 pm to 8 pm on weekdays and from 12 pm to 8 pm on holidays. On holidays, various cultural programmes would also be held. Entry to the fair is free.

Besides clothes and dress materials, all other products sold at the WBKVIB outlets would also be sold, like handicraft items and food items like pickles, honey and the innovative nolen gur in tubes. Debit and credit cards would also be accepted at the outlets.

 

আজ শুরু হবে রাজ্য খাদি মেলা

মেলা যাদের ভালো লাগে, তাদের জন্য সুখবর। আরও একটি মেলা শুরু হতে চলেছে আজ – রাজ্য খাদি মেলা। এই মেলা চলবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত।

এই মেলা অনুষ্ঠিত হবে প্রিন্স আনোয়ার শা রোডের তালতলা ময়দানে। এই মেলার আয়োজন করছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের অধীনস্থ রাজ্য খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড।

সপ্তাহের ৫দিন এই মেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনি, রবি ও অন্যান্য ছুটির দিন মেলা শুরু হবে দুপুর ১২টায়। প্রবেশ অবাধ।
জামা কাপড় ও পোশাক তৈরীর উপকরণ ছাড়াও এখানে পাওয়া যাবে হস্তশিল্পের বিভিন্ন দ্রব্য। পাওয়া যাবে খাদ্যদ্রব্য – যেমন আচার, মধু, টিউবের মধ্যে নলেন গুড়। ডেবিট ও ক্রেডিট কার্ডও গৃহীত হবে সব দোকানে।

 

Tourism in Jhargram gets a boost

With winter almost here, the tourist season is also in full swing. In Jhargram, the Jhargram Rajbari is the focal point of tourist attraction. The palace belonged to the Malla kings of Jhargram.

Renovation of the palace is almost complete now. A few cottages are being set up around the palace.

The State Government has plans to set up a tourist circuit based in Jhargram. There are plans to create a park and build an auditorium there. The whole area is being built up to attract more tourists.

From Jhargram, tourists can visit several places like Chalkagarh, the historic Kanak Durga Temple, Jangalmahal Zoological Park, Hatibari, Jhilli Bird Sanctuary, Kankrajhore, Ghaghra, Khandarani Dam, etc.

The 23-hectare zoo is another of the prime attractions. Several animals and birds are house there like fishing cat (state animal of Bengal), various species of monkeys, deer, emu (emus are very popular there), etc. Seeing the tourist potential of the spot, the Trinamool Congress Government had increased the area of the zoological park from 14 to 23 hectares.

 

পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে ঝাড়গ্রাম

রাজ্যের নব্যতম জেলা ঝাড়গ্রাম। সেখানে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জেলাটিকে সাজিয়ে ফেলা হচ্ছে ভবিষ্যতের এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম তৈরি করা হবে। তারই প্রথম পর্যায় হিসেবে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের সহায়তায় পর্যটকদের জন্য গড়ে উঠছে বেশ কয়েকটি কটেজ রাজবাড়ি চত্ত্বরে। রঙের প্রলেপ পড়ছে রাজবাড়ির প্রধান প্রবেশদ্বারে, সংস্কার হচ্ছে এই ঐতিহাসিক মল্ল রাজাদের বাড়ি।

এরপর রাজবাড়ি সংলগ্ন এলাকায় তৈরি হবে পার্ক, অডিটোরিয়াম। পুরো এলাকাটিকেই পর্যটনের জন্য সাজিয়ে তোলার পরিকল্পনা আছে। আপাতত কটেজ ছাড়াও রাজবাড়ির ভেতরেও পর্যটকরা থাকতে পারেন। এখান থেকে অনেকেই জঙ্গলমহলের চিল্কিগড়, কনকদুর্গা, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, হাতিবাড়ি, ঝিল্লি পাখিরালয়, কাঁকরাঝোড়, ঘাঘরা, খাঁদারাণী বাঁধ ইত্যাদি অঞ্চলে গিয়ে থাকেন।

এদিকে এই শালে-সেগুনে ঘেরা ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বাড়ছে এমু পাখির সংখ্যা। বাড়ছে চিতল হরিণ, নীল গাই-সহ বিভিন্ন পশু পাখির সংখ্যা। তাই এই পার্কের পশুপাখির এনক্লোজারগুলিকে স্থানান্তরিত করা হচ্ছে। পার্কের ভেতরের রেসিডেন্সিয়াল এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এনক্লোজারগুলি।

আগে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ককে আগে বলা হত ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। সেই সময় এই পার্কের এলাকা ছিল ১৪ হেক্টর। বর্তমানে এই এলাকা ২৩ হেক্টর। পার্কের রেসিডেন্সিয়াল এলাকা ছাড়া হওয়া পশুপাখিদের মধ্যে ইতিমধ্যে ফিশিং ক্যাট, হনুমান, বাঁদরদের জন্য নতুন জায়গায় নতুন এনক্লোজার তৈরির কাজ চলছে। এখন এমুর সংখ্যা ১০। সেজন্য বড় বড় এনক্লজার তৈরি করে পার্কের নতুন এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে।

নির্মাণ শেষ হলে পর্যটকরা নতুন গেট দিয়ে ঢুকে খুব সহজেই এই প্রাণীদের কাছ থেকে দেখতে পারবেন। এই ২৩ একরের পার্কটিকে পুরোই ঢেলে সাজানো হচ্ছে।

Adivasi welfare in Bengal is exemplary: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee was present at a public distribution programme today at Khatra, Bankura. She has been touring the districts in Jangalmahal for the last three days.

In today’s programme, the Bengal Chief Minister inaugurated a bouquet of developmental projects including new roads, Jala Tirtha projects and beautification projects.

The Bengal Chief Minister laid foundation stones for many projects including several Karma Tirthas, a power sub-station, road projects and a bridge among others.

She distributed benefits like Kanyashree, Sikhshashree, Sabujshree, cycles under Sabuj Sathi and others to the eligible people of the district.

Highlights of her speech:

The steps that our government has taken for the welfare of Adivasi brothers and sisters are exemplary. We have created benchmarks in welfare of Adivasis in the last six years. We even created a separate department for tribal welfare.

Some people are trying to mislead you. For 34 years, Adivasis were deprived of development. Now you must stand up against those spreading lies.

This region was infamous for bloodshed in the past. Adivasis survived on insect eggs. Roads were in dismal condition. Humanity was shamed. But our government started giving rice at Rs 2/kg to the tribal people. Today, 8.5 crore out of 10 crore people of Bengal receive rice and wheat at Rs 2/kg.

We provide free healthcare at hospitals. We have allotted Rs 700 crore for water supply projects. We have opened a blood bank at Khatra, along with SNCU, HDC, fair price medicine shops, diagnostic centres. Four multi super-speciality hospitals have been set up. We have set up ITIs. We are also providing hens and ducks to people for free.

We are allotting 32 more Matri Jaan (ambulances for transporting pregnant women to hospitals for free) to Bankura district. We have provided assistance to farmers affected by floods. Projects worth Rs 2668 crore have been taken up for them. We have done away with khajna tax on agricultural land.

We have started drinking water projects worth Rs 1100 crore for this district. 18 lakh people will be benefitted. We are focussing on home tourism. We are developing check dams; this project is worth Rs 500 crore.

Our Kanyashree, Sikshashree, Sabuj Sathi students are our pride. We have distributed scholarships to 57 lakh SC/ST students. We provide loans upto Rs 10 lakh pursuing higher education in India and Rs 20 lakh for studying abroad.

We have started a pension scheme for kendu leaf collectors.

2.5 lakh widows were not getting pension from the Centre. We have allocated Rs 268 for giving them pension. Our government is always with the people.

We provide a monthly stipend of Rs 1000 to 2 lakh folk artistes. We have distributed 3 lakh land pattas. We have renovated crematoriums and burial grounds. We have distributed 70 lakh Sabuj Sathi cycles. From birth till death – we have schemes for all stages of life.

A section of people only engages in lies and spread canards. They want to harm Bengal. Do not pay heed to their words.

We have extended Kanyashree scheme to universities now. We have given recognition to Santhali, Kurmali, Ol Chiki. We have set up Rajbongshi and Santhali Academies. Our government works for all. We do not believe in divisive politics.

The students of Bankura are very talented. The youths and students are the future of the society. They are our country’s assets.

A certain political party wants to incite riots by driving a wedge between Hindus and Muslims. Do not fall into their traps. They deliberately mislead the poor people and Adivasis. Do not believe their conspiracies.

Dalits are being killed in Gujarat. Many workers from Bengal work in other States. Why are they being burned to death? We never mistreat people from other States in Bengal. Everyone is welcome in our State. We believe in culture-humanity-civility. Bengal does not approve of riots politics.

We have distributed government benefits to over 23,000 people today. We conduct administrative meetings and public distribution programmes in every district regularly.

৬ বছরে দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়: মুখ্যমন্ত্রী

আজ বাঁকুড়া জেলার খাতরাতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিনদিন ধরেই তিনি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাসফর করছেন।

আজকের অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী সহ নানা পরিষেবা প্রদানও করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা এক কথায় প্রশংসনীয়। ৬ বছরে আমরা দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়। ২০১৩ সালে আদিবাসীদের জন্য নতুন দপ্তর তৈরি করা হয়েছে।

৩৪ বছর আদিবাসিদের কোনও উন্নয়ন হয়নি। যারা ভুল বোঝাচ্ছে তাদের কথা বিশ্বাস করবেন না এদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।

আগে এখানে শুধু রক্ত ছিল, চারদিকে, মানুষের কোন মানবিকতা ছিল না। রাস্তাঘাটের কোন উন্নয়ন হত না। আদিবাসীরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো। এই সরকার প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

এখন মানুষ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। প্রায় ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে জল সরবরাহ প্রকল্পের জন্য। খাতরায় ব্লাড ব্যাঙ্ক, SNCU, HDC, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। মেডিকেল কলেজ , কলেজ, বিশ্ববিদ্যালয়, ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আই টি আই নির্মাণ করা হয়েছে। বিনামূল্যে হাঁস ও মুরগির ছানা দেওয়া হয়েছে।

বাঁকুড়াকে আরও ৩২ টি মাতৃ যান দেওয়া হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মহিলারা যাতে নিখরচায় হাসপাতালে যেতে পারেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে আমাদের সরকার; এর জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমির ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার।

পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই জেলায় ১১০০ কোটি টাকার জল প্রকল্প করা হয়েছে। এর মাধ্যমে ১৮ লক্ষ লোক সুবিধা পাবে। এখানে হোম ট্যুরিজম চালু করা হবে। ৫০০ কোটি টাকার চেক ড্যাম প্রকল্প চালু হয়েছে।

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমাদের গর্ব। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে। দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন চালু করেছে রাজ্য সরকার।

দিল্লির বিজেপি সরকারের জন্য আড়াই লক্ষ লোক বিধবা ভাতা পাচ্ছিলেন না। আমাদের সরকার ২৫৮ কোটি টাকা দিয়ে তাদের জন্য বিধবা ভাতা চালু করেছে। আমাদের সরকার মানুষের পাশে আছে।

২ লক্ষ শিল্পীদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। শ্মশান ও কবর স্থানগুলির সংস্কার করা হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি।

একদল লোক আছে যারা শুধু কুৎসা, অপপ্রচার ও চক্রান্ত করে বেড়ায়, তাদের কথায় কান দেবেন না, ওরা বাংলার ভালো চায় না।

বিশ্ববিদ্যালয়েও এখন কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। আমরা সাঁওতালি, কুর্মালি, অল চিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। সাঁওতালি ও রাজবংশী অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।আমাদের সরকার সবাইকে নিয়ে চলে।আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না।

এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ওরাই আমাদের দেশের সম্পদ।

দাঙ্গাকে কেউ প্রশ্রয় দেবেন না। একটা রাজনৈতিক দল হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে। গরীব, আদিবাসীদের ভুল বোঝায়। ওরা চক্রান্তকারী, ওদের কথায় কান দেবেন না।

গুজরাতে দলিতদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাংলার অনেক মানুষ বাইরে কাজ করতে গেছে। কেন তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে? বাংলা এ কাজ করে না। আমরা সকলকে স্বাগত জানাই। বাংলা মানবিকতা-সভ্যতা-সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলা দাঙ্গা ও চক্রান্তে বিশ্বাস করে না। টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না।

আজ প্রায় ২৩ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি পরিষেবা প্রদান কর্মসূচীও করি।