Bengal Beach Festival begins today

Purba Midnapore District Administration and Digha Shankarpur Development Authority (DSDA) will organise a seven-day-long beach festival to attract both domestic and foreign tourists. The festival will be held following the initiative taken by Chief Minister Mamata Banerjee to upgrade the beach towns and bring more tourists.

The festival will be held between December 20 and 26 in Digha, Mandarmoni, Tajpur and Shankarpur, all of which are popular beach destinations along the Bay of Bengal.

There will be several items to attract the tourists. For the first time, beach volleyball competitions will be held in Tajpur. This will attract both domestic and foreign tourists, according to senior officials of DSDA.

Tourists will get opportunities to travel on hot air balloons to have a bird’s-eye view of the beaches and their adjoining areas. Swiss tents will be set up for the tourists on the sea beaches. There will be a book fair and a handicraft fair participated in by women members of self-help groups (SHGs). There will be cultural programmes in the evenings where folk music will be given a priority.

Then, there will be a motorcycle rally to spread the message of the safe-driving programme of Safe Drive Save Life. Many people visit the beach resorts on motorcycles; they will take part in the rally along with officials and volunteers of Purba Medinipur district administration.

 

উৎসবের মরসুমে বাংলা মাতাতে সৈকত উৎসব

রাজ্যের সৈকত শহরগুলিতে পর্যটনের প্রসারের জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ সাতদিন ব্যাপী ‘বেঙ্গল বিচ ফেষ্টিভাল’ এর আয়োজন করতে চলেছে।

‘বেঙ্গল বিচ ফেষ্টিভাল’ আয়োজিত হবে ২০-২৬ ডিসেম্বর। দীঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরে হবে এই ‘সৈকত উৎসব’।

উৎসবের অঙ্গ হিসেবে তাজপুরে আয়োজিত হবে বিচ ভলিবল প্রতিযোগিতা। সমুদ্রের সৈকতে বসবে সুইস তাবু। বইমেলা ও হস্তশিল্প মেলার আয়োজনও করা হবে। সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি সম্বন্ধে সচেতনতা বাড়াতে আয়োজিত হবে মোটরসাইকেল র‍্যালি।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াস রাজ্যের সৈকত পর্যটনের প্রসার ঘটানোর; এই উদ্যোগ সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।

 

Source: Millennium Post

From onion prices to Aadhaar to FRDI Bill: Trinamool in Parliament today

Five Bills, four Zero Hour mentions, two Points of Order, two questions – that’s the productivity of Trinamool MPs on the third day of the Winter Session of Parliament. From onion prices to Aadhaar to FRDI Bill – Trinamool raised issues of public importance in both Houses.

Let us take a quick look at Trinamool’s day in Parliament today.

 

RAJYA SABHA

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Sukhendu Sekhar Roy made a Zero Hour Mention on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta made a Zero Hour Mention on pollution due to stubble burning in north India, demanding to know from the Central Government what concrete steps it would take to prevent this from recurring.

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Vivek Gupta made a Special Mention on Aadhaar.

 

LOK SABHA

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi, and the resultant loss of employment by 100 employees.

Pratima Mondal spoke on the issue of manual scavenging – about the death of 107 manual scavengers this year, their dehumanising working conditions and the fact that the “government’s flagship programme, Swacch Bharat Abhiyaan has also failed to tackle this issue”.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy speaks on The Central Road Fund (Amendment) Bill, 2017.

 

Kakoli Ghosh Dastidar asks a Supplementary Question on import of onions

Wholesale price inflation rose to 3.93 per cent last month, mostly due to rise in onion and tomato prices, among other vegetables, with a rise up to 59.8 per cent. But onion was the highest at 178.19 per cent price rise.

Hon Madam, the Minister has said that he cannot control the prices and also restricted export of onions. My question is whether onion is being imported or brought from outside. What quantity of onions is being bought at what price and from which country?

Thank you.

Trinamool MPs protest against FRDI Bill in Parliament

Trinamool MPs from both Houses today protested near the Gandhi statue inside Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill.

The MPs were carrying placards against the proposed Bill that would endanger the savings of common people in banks. They also chanted slogans and demanded immediate withdrawal of the draconian Bill.

Last week, Bengal Chief Minister Mamata Banerjee had written to the Union Finance Minister regarding the FRDI Bill. She wrote that the proposed bill would take away the savings of common people entrusted to banks. The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation, she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদে ধর্ণা তৃণমূলের

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় আজ সংসদে ধর্ণা দেন তৃণমূলের। লোকসভা ও রাজ্যসভা – দুই কক্ষের অধিকাংশ সাংসদরাই ছিলেন এই ধর্নায়।

ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা। এই মর্মেই স্লোগান তুলে এই বিল প্রত্যাহারের দাবি জানান সাংসদরা।

গত সপ্তাহেই এই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, এই বিলের ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

 

Bengal Govt to open Sabala Malls in Kolkata and district headquarters

The State Government is going to open another avenue for handicraft artisans in Bengal – Sabala Mall. This was recently announced by the Self Help Group and Self Employment Minister at the Sabala Mela being held at Central Park in Salt Lake.

The malls will be set up in the district capitals of Bengal as well as in Kolkata. The construction of the five-storey mall in Kolkata has already started.

The congregation of handicraft-makers from across Bengal at one place will make these traditional crafts of Bengal easily available to a large population covering Kolkata and its surroundings. A big attraction for the makers of handicrafts will be the fact that they will be given space here free of cost.

The minister also said during his speech that the government will make arrangements for free training of handicraft artisans and will provide more help in setting up and selling their products.

 

কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল

রাজ্য সরকার নিয়ে এল হস্তশিল্পীদের জন্য সুখবর। এবার কলকাতা ও জেলা সদরে খুলবে সবলা মল। সেন্ট্রাল পার্কে সবলা মেলায় একথা ঘোষণা করেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী।

এই মলগুলি গড়া হবে রাজ্যের প্রতিটি জেলা সদরে। কলকাতাতেও তৈরী হবে এই মল। কলকাতায় এই পাঁচতলা মলের নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

রাজ্যের হস্তশিল্পীদের এক ছাতার নিচে নিয়ে এসে বাংলার হস্তশিল্পের বিপুল ভাণ্ডার মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলবে এই মলগুলি। এই মলে জায়গা হস্তশিল্পীদের জায়গা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, যা নিঃসন্দেহে একটি বিরাট পদক্ষেপ।

মন্ত্রী আরও বলেন, সরকার এই শিল্পীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেবে, বিশেষ করে যাতে শিল্পীরা তাদের তৈরী জিনিসপত্র আরও সহজে বিক্রি করতে পারেন।

Source: Anandabazar Patrika

Bengal Govt taking steps to make organ transplantations smoother

To make the process of transplanting organs smoother in government hospitals, the State Health Department is preparing a comprehensive set of data on the patients who are in urgent need of organ transplantation. The data will be available online for officials for quick access.

Initially, information would be accessed from the patients in all the medical colleges and hospitals in Kolkata.

As a part of this effort, an organ transplantation department is being set up at the premier State Government-run super-speciality hospital, SSKM Hospital, on a pilot basis. The model will be later applied on the medical colleges in the districts.

Once the state health department has comprehensive data on patients, it will make the entire procedure of organ transplantation more effective and the success rate of cadaver transplantation is expected to go up, believe Health Department officials.

 

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অঙ্গ প্রতিস্থাপন হবে আরও সহজ

রাজ্যে সরকার পরিচালিত হাসপাতালগুলিতে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি ডাটাব্যাঙ্ক তৈরী করবে। যে সব রোগীদের তালিকা যাদের অঙ্গ প্রতিস্থাপন খুব শীঘ্রই প্রয়োজন তাদের তথ্য থাকবে এই ডাটাব্যাঙ্কে। এই তথ্য অনলাইনেও আপডেট করা থাকবে।

প্রথম পর্যায়ে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির রোগীদের থেকে তথ্য সংগ্রহ করা হবে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্য সরকার চালিত এসএসকেএম হাসপাতালে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর পর জেলায় জেলায় সব মেডিক্যাল কলেজে এই মডেলে কাজ শুরু শুরু করা হবে।

এই তথ্য সংকলনের কাজ শেষ হলে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তুলতে পারবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আশা করা হচ্ছে এর ফলে ক্যাডাভার প্রতিস্থাপনে সফলতার হার আরও বাড়বে।

 

Source: Millennium Post

Image is representative 

Minority welfare – Bengal stands for unity in diversity

Today is Minority Rights Day. On this occasion, Chief Minister Mamata Banerjee tweeted, “We must pledge to uphold the rights of all minority communities. After all, India stands for unity in diversity.”

The Bengal Government, under the leadership of Mamata Banerjee, has been working tirelessly for the development and welfare of all sections of the society, including those belonging to the minority communities.

Here are some significant achievements of the Department of Minority Affairs in Bengal in the last six years:

Budgetary Allocation & Creation of Assets:

• Plan Budget has been increased 6 times to a record ₹ 2815 crore in 2017-18 from ₹ 472 crore in 2010-11. • More than ₹ 200 crore has been released under IMDP (Integrated Minority Development Programme) to meet critical infrastructural gaps in 31 IMDP Blocks.

• West Bengal stands first in the country with respect to drawal and utilisation of MSDP (Multi-Sectoral Development Programme) fund during the 12th Plan period. More than ₹ 2400 crore has been released to bridge critical infrastructural gaps in 151 Minority Concentrated Blocks during 2011-2017.

• Under this scheme, more than 12,000 classrooms, more than 12,000 ICDS Centres, more than 1000 Health Centres and more than 8000 drinking water facilities have been constructed during this period to augment critical infrastructure in rural areas.

Development Board:

• West Bengal Paharia Minorities Development Board has been established with an objective of more focused development of minorities of the Hill Region. An initial allotment of ₹ 10 crore has been released for this purpose.

Scholarships and Loans:

• More than 1 crore 24 lakh minority students have been awarded scholarships (an all-time record) during 2011- 2017, so far, compared to about 9 lakh scholarships awarded during 2005-2011.

• This signifies an amount of ₹ 2714 crore scholarships disbursed during 2011-2017, so far, compared to about ₹ 172 crore scholarships disbursed during 2005-2011.

• Almost 7.5 lakh minority youths & SHGs have been provided with Term Loans and Micro Credit to create sustainable employment during 2011-2017, so far, compared to about 1.5 lakh provided during 2005-2011.

• This translates to about ₹ 1054 crore Term Loans and Micro Credit disbursed during 2011-2017, so far, compared to about ₹ 230 crore disbursed during 2005-2011.

Educational Upliftment:

• State-of-the-art Aliah University has been established in New Town with an additional campus at Park Circus at a project cost of ₹ 517 crore.

• With a view to boost technical education and employability of youths, 8 new Polytechnics and 39 new ITIs are being set up in Minority Concentrated Areas. So far, 4 new Polytechnics and 22 new ITIs have been constructed.

• English medium Madrasahs are being set up all across the State to ful‑l the aspiration of younger generation for modern education. Already 9 such Madrasahs are functional, so far.

• West Bengal is among the very few States in the country to provide Digital Literacy to students in governmentaided Madrasahs. Almost 2 lakh students have been trained, so far.

• To usher in educational upliftment, 419 hostels for minority students are being set up across the State at a cost of more than ₹ 400 crore. Out of these, 147 hostels have been operationalised, so far.

Skill Development and Employment:

• Vocational and Skill Development Training Programmes have been restructured following the Modular Employability Skill (MES) norms. Almost 1.5 lakh youths have been provided training, so far. Another batch of about 30,000 youths is undergoing training at present.

• 302 ‘Karmatirthas’ (Marketing Hubs) are being set up at a project cost of more than ₹ 750 crore for providing self employment opportunities to minority youths and SHGs in Minority Concentrated Areas.

Housing:

• In order to improve the quality of life of minority communities in West Bengal and to ful‑l the commitment of the State Government of providing ‘Shelter for All’, almost 1.5 lakh housing units have been constructed under various housing schemes at a cost of ₹ 1200 crore, so far.

Promotion of Languages:

• West Bengal Officiial Language (Amendment) Act, 2012 has been enacted to provide languages like Urdu, Nepali, Gurumukhi, etc., the status of Official Languages in areas having more than 10% people speaking these languages. This legislation has in effect redressed the long pending demand of the people speaking these languages to interact in their mother tongue in government offices.

• The budgetary allocation of West Bengal Urdu Academy has been enhanced by over 5 times, during the last six years.

Minority Bhawans:

• To consolidate minority welfare activities, Minority Bhawans have been set up in every District Headquarters. So far, 19 such Bhawans are functional.

Haj Pilgrimage:

• New state-of-the-art Haj House named ‘Madinatul Hujjaj’ has been built in New Town at a cost of ₹ 100 crore.

• A record number of almost 60,000 Haj Pilgrims have performed Haj Pilgrimage, so far, during the last six years with active support from the State Government.

Boundary Walls around Graveyards:

• In order to protect the dignity of the departed, boundary walls around almost 3500 graveyards belonging to minority communities are being constructed. More than ₹ 300 crore has been released for this purpose. So far, boundary walls around 1700 graveyards have been completed.

 

সংখ্যালঘু অধিকার দিবস – বিবিধের মাঝে মিলনই বাংলার পাথেয়

আজ সংখ্যালঘু অধিকার দিবস। এই উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে তিনি সকল সংখ্যালঘুকে শুভেচ্ছা বার্তা দেন। তিনি লেখেন, “সংখ্যালঘু অধিকার দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

গত ছয় বছরে রাজ্য সরকার সংখ্যালঘু উন্নয়নে নিয়েছে প্রচুর পদক্ষেপ। দেখে নেওয়া যাক গত ছয় বছরে এই সকল প্রকল্পের কিছু সফলতা।

বাজেট বরাদ্দ ও সম্পদ সৃষ্টিঃ-

· পরিকল্পিত বাজেট ২০১০-১১ তে ৪৭২ কোটি থেকে রেকর্ড পরিমাণ বেড়ে ২০১৭-১৮ তে ২৮১৫ কোটিতে দাঁড়িয়েছে।

· ৩১টি আইএমডিপি ব্লকে জরুরী পরিকাঠামোগত ঘাটতি কমানোর লক্ষ্যে আইএমডিপি-এর আওতায় ২০০ কোটিরও বেশী অর্থ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে।

· দ্বাদশ পরিকল্পনা কালে, এমএসডিপি তহবিল কাজে লাগানোর সাপেক্ষে পশ্চিমবঙ্গ দেশে প্রথম স্থান অধিকার করেছে। ২০১১-১৭ সময়কালে ১৫১টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জরুরী পরিকাঠামোগত ঘাটতি কমানোর লক্ষ্যে ২৪০০ কোটিরও বেশী টাকা দেওয়া হয়েছে।

· এই পরিকল্পনার আওতায় গ্রামীণ এলাকার জরুরী পরিকাঠামো বৃদ্ধির উদ্দেশ্যে ১২০০০-এর বেশী শ্রেণীকক্ষ, ১২০০০-এর বেশী আঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১০০০-এরও বেশী স্বাস্থ্যকেন্দ্র এবং ৮০০০-এর বেশী পানীয় জল পরিষেবা কেন্দ্র তৈরী করা হয়েছে।

সরকারি ক্ষেত্রে ও উচ্চশিক্ষায় সংরক্ষণঃ-

· নতুন আইন প্রণয়ন করে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা সম্প্রসারিত করে অতিরিক্ত ১০৭টি মুসলিম সম্প্রদায়কে তার অন্তর্ভুক্তকরা হয়েছে। এর ফলে রাজ্যে মুসলিম জনসংখ্যার ৯৭%-এর বেশী অনগ্রসর শ্রেণী হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে।

· সাধারনের জন্য আসন সংখ্যা না কমিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান(শিক্ষায় সংরক্ষণ) আইন ২০১৩ অনুযায়ী ১৭% সংরক্ষণ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা প্রভূত উপকৃত হয়েছে।

· অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের জন্য রাজ্য সরকারি চাকরিতেও ১৭% সংরক্ষণ প্রথা চালু করেছে।

উন্নয়ন পর্ষদঃ-

· পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘুদের উন্নয়নে আরও গুরুত্ব আরোপ করতে পশ্চিমবঙ্গ পাহাড়িয়া সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছে। এই উদ্দেশ্যে ১০ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে।

বৃত্তি ও ঋণঃ-

· ২০১১-১৭ সময়কালে ১ কোটি ২৪ লক্ষেরও বেশী সংখ্যালঘু ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে (সর্বকালীন রেকর্ড), যা ২০০৫-১১ সময়কালের ৯ লক্ষের তুলনায় অনেক বেশী।

· ২০০৫-১১ সময়কালের ১৭২ কোটি টাকার বৃত্তির তুলনায় ২০১১-১৭ সময়কালে ২৭১৪ কোটি টাকার বৃত্তি দেওয়া হয়েছে।

· ২০০৫-১১ সময়কালের ১.৫ লক্ষের তুলনায় ২০১১-১৭ সময়কালে প্রায় ৭.৫ লক্ষ সংখ্যালঘু যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠী দীর্ঘ মেয়াদি কর্মসংস্থানের জন্য মেয়াদি ঋণ ও ক্ষুদ্র ঋণ পেয়েছে।

· ২০০৫-১১ সালের ২৩০ কোটির তুলনায় এখনও পর্যন্ত প্রায় ১০৫৪ কোটি টাকার মেয়াদি ঋণ এবং ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে।

শিক্ষাগত উন্নতিঃ-

· পার্ক সার্কাসে অতিরিক্ত ক্যাম্পাস-সহ নিউটাউনে অত্যাধুনিক আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রকল্প ব্যয় ৫১৭ কোটি টাকা।

· যুবক-যুবতীদের কারিগরি শিক্ষা প্রদান ও চাকুরির সুযোগ তৈরীর জন্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ৮টি নতুন পলিটেকনিক ও ৩৯টি নতুন আইটিআই নির্মিত হচ্ছে। এখনও পর্যন্ত ৪টি নতুন পলিটেকনিক ও ২২টি নতুন আইটিআই তৈরী হয়েছে।

· নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষাপ্রদানের উদ্দেশ্যে সারা রাজ্যে ইংরেজি মাধ্যম মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই এমন ৯টি মাদ্রাসা কাজ শুরু করেছে।

· সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদের বৈদ্যুতিন সাক্ষরতা প্রদানের ব্যাপারে পশ্চিমবঙ্গ দেশের কতিপয় রাজ্যের অন্যতম। এখনও পর্যন্ত প্রায় ২লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়া হয়েছে।

· শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ৪০০কোটি টাকারও বেশী ব্যয়ে রাজ্য জুড়ে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ৪১৯টি হোস্টেল তৈরী হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১৪৭টি হোস্টেল চালু হয়েছে গেছে।

দক্ষতা উন্নয়ন ও নিয়োগঃ-

· বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষন প্রকল্পকে ঢেলে সাজানো হয়েছে। মডিউলার এমপ্লয়েবিলিটি স্কিল-এর অনুসরণে এখনও পর্যন্ত প্রায় ১.৫লক্ষ যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছে। ৩০০০০ যুবক যুবতীর আর একটি দল বর্তমানে প্রশিক্ষণ পাচ্ছে।

· সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু যুবক যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির স্বনিযুক্তির সুযোগ তৈরীর জন্য ৭৫০ কোটি টাকারও বেশী ব্যয়ে ৩০২টি কর্মতীর্থ (মার্কেটিং হাব) তৈরী করা হয়েছে।

আবাসনঃ-

· পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনের মানোন্নয়নের জন্য এবং রাজ্য সরকারের ‘সবার জন্য আশ্রয়’ অঙ্গীকার পালনের লক্ষ্যে বিভিন্ন আবাসন প্রকল্পের আওতায় ১২০০ কোটি টাকা ব্যয়ে এখনও পর্যন্ত ১.৫ লক্ষ আবাসন গৃহ গড়ে তোলা হয়েছে।

ভাষার উন্নতিঃ-

· সেইসব এলাকায় যেখানে ১০%-এর বেশী মানুষ উর্দু, নেপালি, গুরুমুখি প্রভৃতি ভাষায় কথা বলেন, সেখানে এই ভাষাগুলিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ প্রণয়ন করা হয়েছে। এই আইন প্রনয়নের ফলে এইসব ভাষায় কথা বলা মানুষের সরকারি দপ্তরে নিজেদের মাতৃভাষায় আদানপ্রদানের ব্যাপারে দীর্ঘদিনের দাবীপূরণ হয়েছে।

· গত ছয় বছরে ওয়েস্ট বেঙ্গল উর্দু আকাদেমির বরাদ্দ পাঁচগুণ বাড়ানো হয়েছে।

সংখ্যালঘু ভবনঃ-

· সংখ্যালঘু কল্যাণ কার্যাবলী একীভূত করার জন্য প্রতিটি জেলা সদর দপ্তরে সংখ্যালঘু ভবন খোলা হয়েছে। এখনও পর্যন্ত ১৯টি ভবন কাজ করছে।

হজ তীর্থযাত্রাঃ-

· ১০০ কোটি টাকা খরচে নিউ টাউনে ‘মদিনাতুল হুজ্জাজ’ নামে নতুন অত্যাধুনিক হজ ভবন নির্মিত হয়েছে।

· গত ছয় বছরে রাজ্য সরকারের সক্রিয় সহায়তায় প্রায় ৬০০০০ হজযাত্রী তীর্থযাত্রা সম্পন্ন করেছেন। এটি একটি রেকর্ড।

কবরখানার সীমানা প্রাচীরঃ-

· মৃতদের মর্যাদা রক্ষার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৩৫০০ কবরখানার চতুর্দিকে সীমানা পাঁচিল তৈরী করা হয়েছে। এর জন্য ৩০০ কোটি টাকারও বেশী দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৭০০ কবরখানার প্রাচীর সম্পন্ন হয়েছে।

ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক কার্যকলাপঃ-

· স্কুল ও মাদ্রাসাছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমানো, টীকাকরণ, শৌচ ও অন্যান্য সামাজিক বিষয়ে গণসচেতনতা তৈরীতে সরকারকে সাহায্য করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফ এখনও পর্যন্ত প্রায় ৬৫০০০ ইমাম ও মুয়াজ্জিনকে কাজে লাগিয়েছে। তারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্যও বোর্ড অফ ওয়াকফকে সাহায্য করেছেন।

Mamata Banerjee opposes bank deposit bill

Bengal chief minister Mamata Banerjee has asked Union finance minister Arun Jaitley to withdraw the proposed Financial Resolution and Deposit Insurance Bill, 2017.

Trinamool Congress has decided to oppose the ‘draconian bill’ both inside and outside Parliament.

Mamata Banerjee wrote that the proposed bill would compromise the financial security and safety of common people on four counts: it would forcibly convert their deposits into equity shares of the bank; it could change the nature of the deposits from one class to another, leading to a change in interest rates or deposit tenures; it could impose a stay on the right to withdraw deposits before maturity; if the Centre wants, it can impose a moratorium on payment of interest and repayment of deposits.

In her 2-page letter, Mamata Banerjee said the bill would take away the savings of common people entrusted to banks. “The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation,” she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহারের আর্জি জানালেন তিনি।

চিঠিতে ওই বিল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা।

তাঁর যুক্তি, সে ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার বিষয়ে আর একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবেন না সাধারণ মানুষ। ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin

Bonyopran Sathi Scheme launched in south Bengal

After a successful launch in north Bengal, the Bonyopran Sathi Scheme, aimed at education on wildlife through jungle-camping-cum-safari, has been launched for south Bengal. The scheme was launched on November 25 at Gorumara in Jalpaiguri district.

It was launched on December 4 with the selection of ten people for the first safari in the Sunderbans. They will be camping in groups with forest rangers to get a first-hand account of how animals are dealt with and their habits, and how guarding of forests is carried out.

The participants will also learn about human-animal conflicts and how to prevent them.

According to a senior official of the Forest Department, which is conducting these trips, 124 people had submitted applications for participating, out of which 47 were shortlisted. From these, in the first batches, 13 have been selected for north Bengal and 10 for south Bengal. The rest will be accommodated in successive batches.

 

দক্ষিণবঙ্গেও চালু হল ‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্প

এবার দক্ষিণবঙ্গেও চালু হল ‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্প। প্রথম ব্যাচে ১০জন নির্বাচিত হয়েছেন। তাঁরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বনদপ্তরের একেবারে ফিল্ড পর্যায়ের কর্মীদের সঙ্গে থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বিভিন্ন কাজ দেখবেন এবং শিখবেন।

প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় বন ও বন্যপ্রাণীদের যাঁরা ভালোবাসেন, তাঁদের বনের সংরক্ষিত এলাকায় গিয়ে দিনরাত থেকে বন দপ্তরের কাজ দেখা এবং শেখারও সুযোগ করেছে রাজ্য।

গত ২৫ নভেম্বর উত্তরবঙ্গে প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন হয়েছিল। প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের ব্যাচে মোট ১৩ জন গত ২৬-৩০ নভেম্বর বনকর্মীদের সঙ্গে জঙ্গলে থেকে সব কাজ হাতে-কলমে দেখেছেন। ৯ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনের দোবাঁকি, বুড়িরডাবরি, খাটুয়াঝুড়ি, হরিখালি প্রভৃতি এলাকায় এঁরা বনকর্মীদের সঙ্গে ঘোরেন।

কীভাবে জঙ্গলের ভিতরে বনকর্মীরা কাজ করেন, বিশেষ করে রাতের নিরাপত্তা টহলদারি সহ সীমান্ত (ভারত-বাংলাদেশ) এলাকার নজরদারির কাজ দেখবেন এই ব্যাচের সদস্যরা। বনমন্ত্রী বলেন, পরবর্তী পর্যায়ে মূলত বন্যপ্রাণ সচেতনতায় এঁদের কাজে লাগানো হবে। বিশেষ করে বন সংলগ্ন গ্রাম এলাকায় বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটলে বিপুল সমস্যা হয়। মানুষ-বন্যপ্রাণ সংঘাত কমানো, বন্যপ্রাণীদের উপর হামলা রোধ সহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে সচেতনতা গড়ে তোলা যায়, তাতে এই প্রশিক্ষণ প্রাপ্তদের কাজে লাগানোরও পরিকল্পনা রয়েছে বনদপ্তরের।

বন্যপ্রাণ শাখার এক আধিকারিকের কথায়, মোট ১২৪জন আবেদন জমা দিয়েছিলেন। যার মধ্যে ৪৭জনকে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে উত্তরবঙ্গের ব্যাচে ১৩জন এবং দক্ষিণবঙ্গের ব্যাচে ১০জন আপাতত জঙ্গলে গিয়ে বনকর্মীদের সঙ্গে থাকা এবং কাজ করার সুযোগ পাচ্ছেন। পরবর্তী বছরে ধাপে ধাপে বাকিরাও এই সুযোগ পাবেন।

 

Source: Bartaman