Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Bengal Chief Minister Mamata Banerjee today attended the Indian History Congress being held at Kolkata. Speaking on the occasion she asserted the importance of taking lessons from history for a better future.

The CM also slammed the current trends of distorting and rewriting history by certain sections. She called it a crime. She expressed dismay at the attempts to portray Godse as a patriot while questioning the patriotism of Mahatma Gandhi.

Mamata Banerjee also announced the formation of West Bengal State Records Commission, on the lines of Indian History Records Commission.

Highlights of her speech:

  • The Indian History Congress is a remarkable platform for exchanging ideas.
  • We must never forget our history. History is our guiding light for the future. If we are aware of our past, we can work for the betterment of our future.
  • History is truth. Reality and truth are the inspirations for history. Truth cannot be misguided. Once history is recorded after research, it should not be distorted.
  • History is nothing but examples of good practice that we must follow and bad practice that we must avoid.
  • I am aware that many historians are unhappy about the current situation prevailing in the country. I may or may not be in power, but I must abide by my Constitutional obligations.
  • There is a growing tendency to rewrite history. What will researchers do? What are historians there for?
  • Distorting historical facts is a big crime. Sometimes there is a calculated motive. Some sections are raising questions about the patriotism of Mahatma Gandhi and calling Godse a patriot.
  • Bengal has a rich heritage. Every aspect of our national, social and political history was born in Bengal. Our history cannot be completed without Bengal’s contribution – from social reforms to freedom movement.
  • From Rabindranath to Raja Rammohan Roy to Ishwar Chandra Vidyasagar – so many icons were born in Bengal. Several renowned historians were also born in Bengal.
  • Our main strengths are unity in diversity, our federal structure and the multi-party democracy.
  • A certain political party has started rewriting the history of India. Historians must speak the truth. Distorting history for political vendetta is endangering the future of the country.
  • I feel ashamed when I see my country bleeding due to caste war or religious strife.

 

ইতিহাস বিকৃত করা একটি অপরাধ, ইতিহাস কংগ্রেসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ইতিহাস কংগ্রেসে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।

এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন তিনি। কিছু মানুষ যে ভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়। চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ।
  • আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।
  • ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।
  • ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপতাকে বর্জন করুন।
  • আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।
  • ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?
  • পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।
  • বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।
  • আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্রের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গনতন্ত্র।
  • একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।
  • জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।

Sunderbans farmers create seed bank – Bengal Govt pitches in with all possible help

The efforts of farmers in the Sundarbans region to bring back into reckoning varieties of rice of superior quality is bearing fruit, and the State Government’s Agriculture Department, realising the potential, is extending all manner of help.

The Agriculture Department, with the active encouragement of Chief Minister Mamata Banerjee, has been making a lot of efforts for reviving varieties of rice known for their taste or aroma or medicinal properties, which had almost become extinct due to pressure for commercially viable varieties. Proper marketing is enabling their fame to spread far and wide – both in India and around the world, be it in Europe, USA or the Gulf countries.

Now the farmers in the Sundarbans are taking personal initiatives to create a seed bank of these superior but almost-extinct varieties. Across the delta region, farmers are contributing to create the bank, and in the process, reviving the cultivation of these species. Most of these are hundreds of years old, and many are adapted for growing in soil types normally considered unsuitable for paddy.

The rule of building the seed bank is simple. Farmers need not pay to get the seeds. They get it for free. But what they have to do is, after cultivation is over, contribute one kilogram of rice grains back to the bank. Thus stocks keep getting replenished at little cost. Whatever the cost is, it is to do with the storage; the seeds are stored in clay containers – hnaris and kolshis.

The farmers have started selling the rice varieties online too, and as a result earnings are becoming viable to continue the cultivation of these species.

Among the varieties of rice being cultivated and stored in the seed bank are kalomota, sadamota, kumargarh, gopalbhog, nico, hogla, dheus, hamai, patnai, dudheswar, raniakanda, chamarmani, khara, kalabhat (black rice), talmugur, orashal, nonakshitish, uri, swarshal, lilabati, begunbichi, mohanbhog, badshahbhog, kabirajshal, bohurupi, kanakchur, and hundreds of others. A few are a slightly known, most are unknown, but one thing is common to them – their value, be it in terms of taste or aroma or quality or ease of cooking or medicinal value.

A few examples are being given here. Kalabhat or black rice is known for its taste and ease of cooking, kabirajshal is prescribed by ayurvedic doctors (or kabiraj) for getting back health after a long illness, bohurupi is rich in the mineral, iron, kanakshur is famous for being the main ingredient of Joynagarer moa (which recently got a geographical indication (GI) tag) while hamai and dheus are well-known for being able to be made into tasty muri (puffed rice, a staple of Bengalis).

 

হারানো ধান ফিরিয়ে সুন্দরবনের দ্বীপে সবুজ বিপ্লব

সুন্দরবনের মাটিতে কার্যত অসাধ্য সাধন করলেন স্থানীয় চাষীরা। নিঃশব্দে ঘটিয়ে ফেললেন আরও একটি ‘সবুজ বিপ্লব। কালের নিয়মে এ বাংলা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া ধানের বীজ সংগ্রহ করে ফের ফসল ফলিয়েছেন সুন্দরবনের চাষীরা। শুধু তাই নয়, কালোমোটা, সাদামোটা, কুমারগড়, গোপালভোগ, নিকো, হোগলার মতো বাংলার চিরাচরিত ধানের বীজ সংরক্ষণে ‘বীজ ব্যাঙ্ক-ও গড়ে তুলেছেন তাঁরা। চাষীদের এই উদ্যোগের তারিফ করেছে রাজ্য কৃষি দপ্তর।

বাঙালির প্রধান খাদ্য ভাত। তাই এ বঙ্গে যে হরেক প্রজাতির ধান চাষ হবে, তাতে আর আশ্চর্যের কি আছে! কিন্তু, ঘটনা হল, কনকচূড়া, কালাভাত, চামড়মণির মতো অনেক প্রকারের ধান হারিয়েও গিয়েছে। দীর্ঘদিনের চেষ্টায় বীজ সংগ্রহ করে সুন্দরবনে এমনই হারিয়ে যাওয়া ধানের চাষ শুরু করেছেন চাষীরা। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন ‘বীজ ব্যাঙ্ক’। এই বীজ ব্যাঙ্কে মিলবে হোগলা, ঢেউস, হামাই, পাটনাই, দুধেশ্বর, রানিআকন্দ, চামড়মনি, খাড়ার মতো নাম না জানা হরেক প্রকারের দেশি ধানের বীজ। মাটির হাঁড়ি, কলসিতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে বীজ।

সুন্দরবনের গোসাবা, দুলদুলি, হিঙ্গলগঞ্জ এলাকার কৃষকরা জানিয়েছেন, একসময় দুর্বলতা কাটাতে রোগীদের বিশেষ এক ধরনের চালের ভাত খাওয়ার পরামর্শ দিতেন কবিরাজরা। ওই ধানের প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার থাকার কারণে, দ্রুত সুস্থ হয়ে উঠতেন রোগীরা। এই চালটি কবিরাজশাল নামে পরিচিত ছিল। আবার জয়নগরের মোয়া তৈরির উপকরণ হিসেবে বিখ্যাত ছিল কনকচূড় ধান। কালাভাত ধান ক্যানসার প্রতিরোধক। বিদেশে এই প্রকারের চালের যথেষ্ট চাহিদা আছে। কিন্ত, এ রাজ্যে এখন আর সেভাবে চাষ হয় না। এরকমই নানা প্রকারের ধানের চাষ হচ্ছে সুন্দরবনে।

একসময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকারের দেশি ধানের চাষ হত। সাগরের নোনাজলেও সেইসব ধানের কোনও ক্ষতি হত না। উঁচু-নিচু যেকোনও জমিতে চাষও করা যেত। কিন্তু, পরবর্তীকালে বেশি লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিডের ধান চাষের রেওয়াজ চালু হয়। কিন্তু, চাষের মাত্রারিক্ত খরচ ও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামনে সেভাবে লাভের মুখে দেখতে পাচ্ছেন না চাষীরা। তাই বাংলার চিরাচরিত ধান চাষের দিকে ঝুঁকেছেন তাঁরা।

বস্তুত, চাষের খরচ কমাতে নিজেরাই ‘বীজ ব্যাঙ্ক’ তৈরি করেছে ফেলেছেন। চুক্তি মোতাবেক, এক বিঘা জমি চাষের জন্য কোনও কৃষক যদি বীজ ব্যাঙ্ক থেকে তিন কেজি বীজ নেন, তা হলে ফসল ওঠার পর তাঁকে ওই বীজ ব্যাঙ্কে এক কেজি বেশি অর্থাৎ চার কেজি বীজ ফেরত দিতে হবে। এভাবেই সংগৃহীত বীজের পরিমাণ বাড়ছে।

Source: Sangbad Pratidin

Kolkata Police Cyber Wing bags NASSCOM-DSCI Excellence Award

The cyber wing of Kolkata Police (KP) has received the NASSCOM-Data Security Council of India (DSCI) Excellence Award this year for ‘Capacity Building of Law Enforcement’. The award was handed over during an all-India seminar on cyber security in which police personnel from different districts were present.

As part of the application for the award, KP had put forward the cases it has handled covering different forms of cyber crime, and the equipment and technology used.

Kolkata Police also creates awareness among school students about the effect of different social networking sites and online activities on them.

 

কলকাতা পুলিশের সাইবার শাখা পেল উৎকর্ষের সম্মান

বিরল সম্মান পেল কলকাতা পুলিশের সাইবার সেল। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিলেন্স পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় গুড়গাঁওয়ে। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে সেরা হয় কলকাতা পুলিশের সাইবার সেল।

খবরটি কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে জানায়। সেখানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়: ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’

Source: Millennium Post

Image is representative 

Bengal’s economy is growing at the rate of 10.49%: Dr Amit Mitra

Bengal is now on an overdrive to register a sturdy growth in terms of turnover. The state has registered a turnover of Rs 53,649 crore during 2016-17 from Rs 47,857 crore during 2015-16. Therefore, the state’s economy is growing at the rate of 10.49 per cent and, by the 2019-20 fiscal, will soon touch the 40 per cent.

These facts were stated by the state’s Finance Minister, Dr Amit Mitra at a recent function organised by the Federations of Indian Export Organisations (FIEO) in Kolkata.

He also said that the state’s exports would touch Rs 75,000 to 80,000 crore during that period.

Close on the heels of the ever-increasing growth rate, the minister said, employment generation too saw a sharp rise as MSME sectors alone generated 1,40,000 jobs in textiles only. Gems and jewellery generated 1 lakh, leather, 15 lakh and foundry, 30,000 jobs. Therefore, the total volume of job opportunities created in the state taking into account all the above four sectors, which comprise micro, small and medium enterprises (MSME), is 17,70,000.

বাংলার অর্থনৈতিক উন্নয়নের হার ১০.৪৯%ঃ অমিত মিত্র

 

অর্থনৈতিক উন্নয়নের নিরিখে বাংলা খুব দ্রুত উন্নতি করছে। ২০১৬-১৭ অর্থবর্ষে বাংলার অর্থনৈতিক টার্নওভার হয়েছে ৫৩৬৪৯ কোটি টাকা যা ২০১৫-১৬ সালে ছিল ৪৭৮৫৭ কোটি টাকা। মানে এরাজ্যের অর্থনীতি ১০.৪৯% হারে উন্নতি করেছে। অনুমান করা হচ্ছে ২০১৯-২০ অর্থবর্ষের শেষে এই হার ৪০% হয়ে যাবে।

ফেডারেশন্স অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অরগানাইজেশন্স আয়োজিত এক সম্মেলনে এই তথ্যগুলি দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি তিনি এও বলেন, ততদিনে বাংলার রপ্তানির পরিমাণ ৭৫০০০ থেকে ৮০০০০ কোটি টাকা ছুয়ে যাবে।

এর পাশাপাশি তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। শুধুমাত্র বস্ত্রশিল্পে ১৪০০০০ জনের কর্মসংস্থান হয়েছে। জেমস ও জুয়েলারির ক্ষেত্রে হয়েছে ১ লক্ষ, ঢালাই শিল্পে ৩০০০০ কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্ত শিল্পগুলিতে মোট কর্মসংস্থান হয়েছে প্রায় ১৭৭০০০০।

Source: The Statesman

Bengal CM outlines steps for the betterment of cooperative banks

To strengthen the cooperative movement in Bengal, Chief Minister Mamata Banerjee, at a meeting held on December 6, has decided to take a series of steps for the betterment of the cooperative banks, and to make them more competitive with respect to other government and private banks.

This is the first meeting of its kind presided over by the Chief Minister, where all the district cooperative bank chairpersons of Bengal were present. Among the others present were the Finance, Panchayats and Rural Development, Cooperation and Agriculture Ministers, and the chief secretary and finance secretary.

One of the most important steps to be taken to make the cooperative banking system more professional in its approach is the creation of an auditing system for the banks, just like other banks. Another important step is increasing the number of depositors (currently, the total deposits in these banks amount to Rs 38,000 crore), and so is making the whole cooperative banking system IT-based.

Among the other steps to be taken include increasing the financial assistance extended to self-help groups (SHGs) and opening more branches.

A monitoring committee has been created under the chief secretary to oversee the proper implementation of these measures by all the banks and to maintain a general oversight over the system.

In this connection, it needs mention that on December 25, Chief Minister Mamata Banerjee has called a conference with all cooperative societies in Bengal at Netaji Indoor Stadium.

সমবায় ব্যাঙ্কগুলিকে তথ্যপ্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের সমবায় ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সব জেলার সমবায় ব্যাঙ্কের কর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, সব সমবায় ব্যাঙ্ককেই তথ্যপ্রযুক্তি নির্ভর করে তুলতে হবে। যাতে অন্য ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। গ্রাহক পরিষেবার মান আরও উন্নত করতে হবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে হবে।

বাম আমলে অনেক সমবায় ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। ভবিষ্যতে যাতে স্বচ্ছতা ও সততা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে, তার জন্য নিয়মিত অডিট করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন, সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সমবায়কে মানুষের কাছে নিয়ে যেতে হবে। মানুষের কাছে স্বচ্ছতার ক্ষেত্রে যেন কোনও প্রশ্ন না থাকে। ব্যাঙ্কে গ্রাহকের সংখ্যা বাড়াতে হবে। অন্যান্য ব্যাঙ্কের মতো এইব্যাঙ্কগুলিতেও সমস্ত কাজ করতে হবে ‘আইটি বেসড’। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও আর্থিক সাহায্য করতে হবে। আরও বেশি পরিমাণে ব্যাঙ্কের শাখা খুলতে হবে। যাতে মানুষ এই ব্যাঙ্কে আরও ভরসার সঙ্গে টাকা রাখতে পারেন। তার জন্য উদ্যোগী হতে হবে।

সমবায় ব্যাঙ্কগুলি যাতে পেশাদারিত্বের সঙ্গে ভালোভাবে চলে, তার জন্য মুখ্যসচিব’কে মাথায় রেখে একটি মনিটরিং কমিটি তৈরি করলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে জেলার সমবায় ব্যাঙ্কগুলির কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। মুখ্যসচিব তাঁদের সঙ্গে আলোচনা করে ব্যাঙ্কগুলি যাতে ভালোভাবে চলে, তার ব্যবস্থা করবেন। সাম্প্রতিককালে এইভাবেসমবায় ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের নিয়ে এই ধরনের বৈঠক হয়নি। এই প্রথম মুখ্যমন্ত্রী জেলার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন। সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিবদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Source: Bartaman

KMC to install CCTV cams to enhance security in schools

To further bolster the students’ safety, Kolkata Municipal Corporation (KMC) has decided to instal closed-circuit television (CCTV) cameras in the schools run by it.

KMC already employs trained nursemaids (ayah) in its schools to take special care of small children. Then there are inspectors who tour the schools regularly. Now they have been inspected to visit the schools every day and submit reports to the mayoral officer in charge of education.

কলকাতা পৌরসভা এবার তাদের সব স্কুলে বসাবে সিসিটিভি

স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে পৌরসভা পরিচালিত স্কুলগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।

ইতিমধ্যেই ছোট শিশুদের যত্ন নিতে পৌরসভার স্কুলগুলিতে আয়া নিযুক্ত করেছে কলকাতা পৌরসভা। এছাড়া স্কুল মাঝে মধ্যে পরিদর্শনের জন্য থাকছে স্কুল ইন্সপেক্টর। এখন এই ইন্সপেক্টররা

Source: Khabar 365 Din

Modern technology to determine water levels in dams

The State Government, on the instructions of Chief Minister Mamata Banerjee, has decided to take the help of technology to determine the exact amount of water in the dams across the state.

The current system is manual. Now that will become easier with the help of technology. Through satellite images, CCTV system at dams and barrages, sensor systems and radio frequencies, it will be possible to determine the detailed data related to water flow in rivers and levels of water in reservoirs, which will be conveyed to a joint control room.

From this control room, accurate data will be communicated to officials of the Irrigation Department and other departments wherever required in the state, so that adequate relief measures can be taken in advance. Data on how much water has been released by dams in neighbouring states into rivers, which flow into Bengal, will also be shown on the giant monitors in the control room.

 

বাঁধে কত জল, বলবে প্রযুক্তিই

 

যথাসময়ে নদী ও বাঁধের জলস্তরের হালহকিকত জানতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্যের সেচ দপ্তর। এখন কাজ হয় মনুষ্যচালিত ব্যবস্থায়। এ বার স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে ওই দপ্তর।

কী ভাবে তথ্য দেবে নতুন প্রযুক্তি? এই ব্যবস্থায় উপগ্রহ-চিত্র, সিসিটিভি, সেন্সর সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন নদীতে জলপ্রবাহের গতিপ্রকৃতি, ব্যারাজে জল ওঠানামার ছবি ও তথ্য উঠে আসবে কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে। পড়শি রাজ্য কোনও বাঁধ থেকে জল ছাড়লে কোন নদ বা নদীর জলস্তর কতটা বাড়ছে, কোথায় লাল, কোথায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে— তা-ও দেখা যাবে ওই জায়ান্ট স্ক্রিনে। আবার নদীর পাড় কোথায় কতটা ভাঙছে, সেই ছবিও দেখা যাবে কন্ট্রোল রুমে বসে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব ব্যারাজ ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, বলেন সেচমন্ত্রী। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার জন্য প্রথম পর্যায়ে প্রায় ৩৫ বছরের পুরনো তিস্তা ব্যারাজে কাজ শুরু হয়েছে। এ বার তিস্তার পাশাপাশি দুর্গাপুর ও তিলপাড়া ব্যারাজ এবং কংসাবতী, তিলপাড়া বাঁধেও পর্যায়ক্রমে নতুন প্রযুক্তির মাধ্যমে যথাসময়ে যাবতীয় তথ্য সংগ্রহের বন্দোবস্ত হচ্ছে।

Source: Anandabazar Patrika

Ahamed Hassan speaks on The Indian Institute of Petroleum and Energy Bill, 2017

Sir, I rise to speak on The Indian Institute of Petroleum and Energy Bill, 2017.

Sir, the Bill seeks to establish a Petroleum and Energy Institute in Vishakhapatnam, Andhra Pradesh. We appreciate the efforts of the Government for undertaking this initiative. The Bill provides the setting up of authorities Board of Governors, the General Council and the Senate. These bodies are in charge of promoting quality education and research in petroleum, energy, oil and energy sectors. This will help to cultivate the culture of research within students.

However, under Section 9(v) of the Bill, the Institute has been conferred with wide powers to lay down standards of admission. I suggest the Government to conduct a uniform examination throughout the country giving due recognition to the needs of separate States. I caution the Government from a second NEET issue affecting the life of students.

Further, the Institute has the right to withdraw degrees, diplomas and other academic distinctions for “good and sufficient reasons.” The Bill does not define these reasons in detail and the phrase is ambiguous. It gives the Institute wide powers to withdraw these distinctions. Such a provision can have grave repercussions on the future of the students.

Another issue in the Bill is the composition of the Governing Council. Sir, the Council looks after the fiscal management of the Institute under Section 16 of the Bill. Among the 20 members, 16 are a part of the the Government. I stand here to urge the Government to raise the representation of eminent experts in petroleum technology and related fields in the energy sector. This will increase the credibility of the Government and bolster trust of the people in its actions.

Along with this, I raise the issue of the appointment of the Director by the Centre. Why can’t the Director be appointed by the State Government? We expect more autonomy to be given to the Institute. The Centre must work in partnership with the States as education is a concurrent subject under the Constitution.

Sir, on behalf of the Trinamool, I take this opportunity to raise other pertinent issues in the energy sector which need to be discussed. Sir, India currently imports around 80% of its fuel. While this Bill seeks to enhance research in the energy sector, the Government must focus its efforts on reducing this fuel dependence from other countries. Sir, volatile prices of crude oil is a major problem for countries. For us, dependence on imports and rising oil prices can adversely impact trade and fiscal balances. Why is the Government not initiating a discussion on this issue?

Sir, India’s energy demand is continuously increasing. The Bill in its sections and the Statement of Objects and Reasons focusses on the renewable energy sector. The Government has set ambitious targets to make India a renewable energy powerhouse.

However, with the implementation of the GST, the renewable sector has been heavily impacted. The cost of Solar Off Grids show a rise of 16-20%, a 12-16% rise in Solar PV Grid Installations, an 11-15% jump in the setting up of wind projects is also expected. Sir, I would like to ask the Government whether setting up of universities will lead to growth in the energy sector?

Sir, as we talk of renewable energy, I am compelled to mention few initiatives taken up by the Trinamool Government in Bengal. Our Government launched India’s first 10MW Canal Bank Solar PV in 2016. The State Government will provide solar power to families in the Sundarbans Delta and other islands. The government is credited with the country’s first battery less, carbon neutral Solar Street Light projects at public parks. There are 10,000 such Solar Street Lights in the State and 2 Lakh Solar Home Lighting Systems. We are in the process of harnessing tidal and other forms of renewable energy within the State. I hope these initiatives serve as a model for other states to follow.

Sir, the energy sector requires human resource formation, more than infrastructure generation in the form of universities. Through you, Sir, I request the Government to come up with training centers for local job construction in the renewable energy sector.

Moreover, sir, the new tax regime has left the oil and gas sector in a fix. While crude, natural gas, petrol is exempted from its coverage; kerosene and LPG are covered under GST. Complying with the previous and the current taxation system will certainly double compliance costs. Sir, due to GST the price of domestic LPG cylinder increased by Rs.26.88 per 14.2 kg. Are these Acche Din?

Sir, recently this Government decided to raise LPG prices in pursuance of finishing subsidy on oil. I urge the Government to pause and think of the 18.12 crore consumers of subsidized LPG cylinders in the country. Sir, due to the roll out of GST, LPG has been put under the 5% slab. Why is this pressing issue being ignored by the Government?

I request the Government to not derail the debate on several of its decisions such as demonetisation and the haphazard implementation of GST as these have had a negative impact on the petroleum and energy sector. And the Trinamool’s opposition to the implementation of these decisions is well known.

Sir, I wish to end my thoughts with an expectation that the Government will pay due attention to the issues mentioned.
Thank you.

From attacks on migrant labourers in many States to anti-Constitutional remarks by Minister: Trinamool rocks Parliament

Trinamool MPs of both Houses today protested near the Gandhi statue in Parliament premises against the attacks on migrant labourers in various States. The MPs raised slogans, demanding that the Centre breaks its silence on the issue.

The party also filed a Notice under Rule 267 to suspend all business and take up an immediate discussion on the rising incidents of violence against the migrant labourers. Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy urged the Chair to suspend all business. Party MPs descended the well, too.

Also, Sukhendu Sekhar Roy also raised a Point of Order on the disparaging remarks of a Union Minister against the Constitution of India. He said, “Whether a person holding the rank of Cabinet Minister in the Government of India can denounce the Preamble of the Constitution? Can he be allowed to continue as a Minister?”

MPs of other parties like Samajwadi Party and Bahujan Samaj party also joined in the protests.

 

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণ ও কেন্দ্রীয় মন্ত্রীর সংবিধান-বিরোধী মন্তব্য – সংসদে সরব তৃণমূল

ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল সাংসদরা সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির নিকটে ধর্ণা দেন। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারচুপ কেন তা নিয়েও সরব হন তারা। প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেন সাংসদরা।

রাজ্যসভায় দলের মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায় ২৬৭ ধারায় নোটিশ দেন যাতে সংসদের অধিবেশন মুলতুবি করে এই বিষয়ে আলোচনা করা যায়। তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে প্রতিবাদ করেন।

পাশাপাশি, সুখেন্দু শেখর রায় এক কেন্দ্রীয় মন্ত্রীর সংবিধান-বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী কি করে সংবিধানকে অশ্রদ্ধা করতে পারেন। তাকে কি মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত?

সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সাংসদরাও তৃণমূলের সাথে প্রতিবাদে অংশ নেন।

 

Winter Session Week 1: Trinamool plays constructive Opposition

During the first week of the Winter Session of Parliament, Trinamool Congress played the responsible Opposition by participating in debates, as well as cornering the government on issues of public importance.

The week began with MPs staging a dharna inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another dharna was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a brief summary of what Trinamool Congress MPs did all through the week:

 

LOK SABHA

Question Hour

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Aparupa Poddar asked Supplementary Questions on over-exploitation of groundwater, and cloud harvesting.

Sudip Bandyopadhyay asked a Supplementary Question on Air India.

Dinesh Trivedi asked Supplementary Questions on solar power generation.

Mumtaz Sanghamita asked Supplementary Questions on National Health Accounts.

Bills

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi.

Pratima Mondal spoke on the issue of manual scavenging.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Idrish Ali spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Kalyan Banerjee spoke on The Requisitioning and Acquisition of Immovable Property (Amendment) Bill, 2017.

Aparupa Poddar spoke on The Indian Forest (Amendment) Bill, 2017.

Saugata Roy spoke on Supplementary Demands for Grants – Second Batch for 2017-18.

Saugata Roy spoke during a discussion on natural calamities in various parts of the country.

Zero Hour

Aparupa Poddar spoke on cyber-security issues related to Aadhaar.

Ratna De Nag spoke on the demand for reducing the criteria to avail disability pension.

Tapas Mondal spoke on groundwater management.
RAJYA SABHA

Zero Hour

Sukhendu Sekhar Roy spoke on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta spoke on pollution due to stubble burning in north India.

Question Hour

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Bills

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Point of Order

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Derek O’Brien made a Point of Order on blacking out of RSTV on December 21.

Special Mention

Vivek Gupta spoke on privacy issues arising due to Aadhaar.

It turned out to be a productive week for the party. It raised various issues touch the common man’s life.