Shramik Melas and Social Security Month being held across Bengal

With the inspiration of Chief Minister Mamata Banerjee, state-wide Shramik Melas and Social Security Month are being held across the State. The Labour Department is organising these fairs.

Each fair would be held over two days, from 2 pm to 7 pm. Entry to the fairs is free. They will continue for the whole of the month of January. The fairs would held at 67 locations, including Kolkata.

The principal activities at the fairs would relate to the presentation of benefits to beneficiaries of various schemes, enrolment of people in the State Government’s Social Security Yojana, payment of money payable by the West Bengal Labour Welfare Board, advising people regarding the various rules and regulations related to labour laws, adding beneficiaries to the Employment Bank and the Yuvashree Scheme and safety advisories related to working with boilers in factories.

Besides these, every day, there would be various cultural programmes.

 

শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন হচ্ছে রাজ্যজুড়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণায় রাজ্যের সকল শ্রমিকদের জন্যও সারা মাস ব্যাপী শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০১৮ উদযাপিত হচ্ছে। এই মেলা প্রতি জেলায় পালিত হবে। কোনও কোনও জেলায় একাধিক স্থানে পালিত হবে।

এই অনুষ্ঠানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হবে এবং যথাসম্ভব সহায়তাও প্রদান করা হবে। এছাড়াও এবারের মেলায় উপভোক্তাদের সহায়তা প্রদান করা হবে, সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তিকরণ করা হবে।

শ্রমিক কল্যাণ পর্ষদ প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে এই মেলায়, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তি করা হবে এবং ‘যুবশ্রী’ প্রকল্পে ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বয়লারের নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শ প্রদান করা হবে মেলা প্রাঙ্গনে।

প্রতিদিন মেলা চলবে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত, থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

Unique Nature Interpretation Centre inaugurated in Tilabari in Jalpaiguri dist

A unique Nature Interpretation Centre was inaugurated on January 1 in Tilabari in Jalpaiguri district. The Centre will help tourists visiting the Gorumara National Park get information on the flora and fauna of the region.

A one-of-its-kind project in the entire state, the Interpretation Centre is expected to attract a large number of tourists. A digital information kiosk along with models disburses important information on the flora and fauna.

The Nature Interpretation Centre is an important component of a larger project, Gorumara Wildlife Tourism Centre. West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL) is landscaping the Wildlife Tourism Centre, including the Interpretation Centre.

The State Tourism Minister, while inaugurating the Centre, said that it is part of Chief Minister Mamata Banerjee’s plans for the development of tourism in north Bengal. She had earlier flagged off tourism projects for Tilabari, Batabari and Damdim; the Interpretation Centre is a part of those initiatives.

The State Government will develop a water body and a kids’ zone at the Centre; the latter will be informative and will also have facilities to test the skills and knowledge of those visiting the area. Along with this, a multi-purpose hall is under construction which will have conferencing facilities and a multi-gym.

 

জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে উদ্বোধন হল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের

নতুন বছরের প্রথম দিন এক অনন্য নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের উদ্বোধন হল জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে। গরুমারা জাতীয় উদ্যানগামী পর্যটকরা এই কেন্দ্র থেকে স্থানীয় উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে যাবতীয় তথ্য পাবেন।

রাজ্যে এই ধরনের কেন্দ্র এই প্রথম, আশা করা যায় এর ফলে পর্যটনের আরও বিকাশ ঘটবে এই অঞ্চলে। স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর ব্যাপারে যাবতীয় তথ্য সম্বলিত ডিজিটাল কিওস্কও আছে এই কেন্দ্রে।

এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি গরুমারা ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার প্রকল্পের অন্তর্গত। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটির রুপকার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার।

পর্যটন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের পর্যটন উন্নয়নের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হল এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার।

মুখ্যমন্ত্রী এর আগে তিলাবাড়ি, বাটাবাড়ি, ডামডিম অঞ্চলে পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছেন।

রাজ্য সরকার একটি জলাশয় ও বাচ্চাদের খেলার জায়গা তৈরী করবে এই কেন্দ্রে। এছাড়া ওখানে একটি মাল্টি-পারপাস হল তৈরী করা হচ্ছে। থাকবে একটি মাল্টি জিমও।

 

Source: Millennium Post

Image is representative

 

Week 3: Trinamool speaks for empowerment of women

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

LOK SABHA

Dinesh Trivedi spoke regarding the linking of Aadhaar to welfare schemes

Saugata Roy spoke on the caste-based violence in Bhima Koregaon

Sudip Bandyopadhyay earned the praise of Lok Sabha for innovative Standing Committee Report

Question Hour

Partha Pratim Roy asked Questions on crime and the criminal tracking network system

Dinesh Trivedi asked a Question regarding the new coal allocation policy

Ratna De Nag asked a Question on flexi-fare system

Dinesh Trivedi asked a Supplementary Question on alternative system of medicine

Saugata Roy asked a Supplementary Question on complaints against private companies

Zero Hour

Saugata Roy made a Zero Hour submission regarding the protest by doctors

Idris Ali spoke about various demands for his constituency

Bills

Kalyan Banerjee spoke on The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The Constitution (One Hundred and Twenty-third Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The High Court And The Supreme Court Judges (Salaries And Conditions Of Service) Amendment Bill, 2017

Mumtaz Sanghamita spoke on Supplementary Demands for Grants – Third Batch for 2017-18

 

RAJYA SABHA

Sukhendu Sekhar Roy condemned the gruesome killing of a chamber attendance of the Rajya Sabha

Zero Hour

Vivek Gupta spoke regarding recognition for the Kurmis of Bengal

Question Hour

Nadimul Haque asked Questions on rules regarding the testing of drugs on humans

Dola Sen asked Questions regarding the implementation of the suggestions on clinical trials by the Standing Committee

Nadimul Haque asks a Supplementary Question on agricultural exports

Bills

Sukhendu Sekhar Roy spoke on The Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2017

Manish Gupta spoke on The National Bank for Agriculture and Rural Development (Amendment) Bill, 2017

Derek O’Brien made an intervention regarding the Triple Talaq Bill

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order on legislative business in Rajya Sabha

Sukhendu Sekhar Roy made a Point of Order on the Triple Talaq Bill

Short Duration Discussion

Sukhendu Sekhar Roy spoke during a Short Duration Discussion on the state of the economy

 

Biswa Dooars Utsav is bigger and better this year

The Biswa Dooars Utsav is bigger and better in 2018. It started on December 29 at Parade Ground in Alipurduar and will continue till January 7, 2018.

Bhutanese mask dancers have been invited. This is a the biggest attraction this year. Besides, freedom fighters involved in Bangladesh’s war of independence, commonly called muktijoddhas, have been invited. Another new aspect of this year’s Dooars Utsav is the inclusion of sportspersons from the Dooars region.

The festival has four stages – the main stage for the important performances, and three more for folk artistes, for child performers (Shishu Mancha), and for quiz competitions and symposia.

 

আরও বেশী জাঁকজমকপূর্ণ এবারের বিশ্ব ডুয়ার্স উৎসব

বিশ্ব ডুয়ার্স উৎসব এবার আরও বেশী জাঁকজমকপূর্ণ হচ্ছে।

বিশ্ব ডুয়ার্সের উৎসবের মাঠে এবার থাকছে সেলফি জোন। এছাড়া এবার বিশ্ব ডুয়ার্স উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে প্রতিবেশী দেশ ভুটানের মাস্ক ড্যান্স বা মুখোশ নৃত্য। এবার উৎসবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া থাকবে ভুটান ও নেপালের প্রতিনিধিরাও।

এবারই প্রথম ডুয়ার্স উৎসবে ডুয়ার্সের খেলাধুলাকে অন্তর্ভুক্তও করা হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে ২৯শে ডিসেম্বর সূচনা হয় এই উৎসবের, চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত।

এ বছর প্রথম বিশ্ব ডুয়ার্স উৎসবে সামিল হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকার ক্রীড়া প্রতিযোগিতা। পুরো ডুয়ার্স অঞ্চল থেকে খেলোয়াড়রা তাদের প্রতিভার প্রকাশ দেখাবেন এই উৎসবে। এছাড়া এই মেলাতে চারটি স্টেজ থাকবে। স্টেজ হবে লোকশিল্পীদের জন্য, শিশুদের জন্য থাকবে মঞ্চ, এছাড়া ডুয়ার্স উৎসবের মূল মঞ্চ ছান্যা কুইজ সিম্পোজিয়ামের জন্য থাকবে আলাদা একটি মঞ্চ।

প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা তাদের সাংস্কৃতিক নাচ, গান, কবিতা, আবৃত্তি পরিবেশন করবেন।

 

Source: Khabar 365 Din

Bangla Matsya Utsab 2018 to begin today

The Bangla Matsya Utsav, also called Bengal Fish Festival, will be inaugurated today. It will continue till January 8, 2018.

The third edition of the fish festival is being held at Nalban Food Park on the northern outskirts of Kolkata. West Bengal Fisheries Development Corporation (WBFDC), part of the Bengal Government’s Fisheries Department, is organising the festival.

This time it is being organised as a national event. After the success that the state’s Fisheries Department achieved at the World Food India 2017 festival a few months back, be it in terms of the business agreements signed or the huge popularity of the stalls, this fish festival has achieved much more importance.

Here too, several memorandums of understanding (MoU) will be signed, among them with the governments of Jharkhand and the Andaman and Nicobar Islands. During the World Food India fest, the government had received interest from the Andaman and Nicobar Islands Government for tie-up for popular sea fishes like tuna, sardine and mackerel.

Other inaugurations include the State Government’s mobile-app based fish marketing service, mobile-based home delivery of fish on motorcycles and a fish processing unit at Nalban Food Park.

The government has been taking a lot of initiatives to develop fishery in Bengal – both inland and marine. New programmes and schemes are being routinely launched. High-quality exports are rapidly increasing, and the government is signing agreements for technical knowhow with various countries. As a result, livelihoods of fishing people and of everyone related to the fishing industry are being uplifted.

বাংলা মৎস্য উৎসব ২০১৮ শুরু আজ

বাংলা মৎস্য উৎসব ২০১৮-র উদ্বোধন হবে আজ। চলবে ৮ই জানুয়ারি পর্যন্ত। তৃতীয় বর্ষে পা দিল এই উৎসব। বিধাননগরের নলবন ফুড পার্কে এই উৎসবের আয়োজন করেছে মৎস্য দপ্তরের অধীনস্থ সংস্থা ডব্লিউবিএফডিসি।

এবছরের মৎস্য উৎসব হবে জাতীয় স্তরের। কয়েক মাস আগে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭তে জনপ্রিয় হয়েছিল বাংলার বিভিন্ন মাছের পদ।
এসেছিল প্রচুর লগ্নি প্রস্তাব।

এই উৎসবে বেশ কিছু মৌ স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ড ও আন্দামান সরকারের সঙ্গে মৌ। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭ চলাকালীন আন্দামান সরকারের থেকে রাজ্য সরকার টুনা ফিশের মতো সামুদ্রিক মাছের বিপণনের ব্যাপারে চুক্তি করার প্রস্তাব পেয়েছিল।

এই উৎসবে হবে বেশ কিছু পরিষেবা উদ্বোধনও। রাজ্য সরকারের অ্যাপ্লিকেশন নির্ভর মাছের বিপণন পরিষেবা, মোবাইল নির্ভর বাইকে করে মাছের হোম ডেলিভারি পরিষেবা, ও একটি মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রেরও উদ্বোধন হবে।

মৎস্য চাষের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য। রপ্তানির পরিমাণ বেড়েই চলেছে, ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি। এর ফলস্বরুপ, মৎস্যজীবীদের অবস্থার উন্নতিও হয়েছে গত ছয় বছরে।

Source: The Statesman

Kolkata Police to organise Safe Drive Save Life Half Marathon on Jan 7

To promote the Bengal Government’s Safe Drive Save Life traffic awareness campaign, a pet project of Chief Minister Mamata Banerjee, Kolkata Police is going to organise a half marathon on January 7 in Kolkata. Kolkata Police will also observe Road Safety Week 2018 from January 7 to 13.

The Safe Drive Save Life Half Marathon, as it will be called, will set the ball rolling for the Road Safety Week. There will be three races as part of the programme on January 7 – a 21 kilometre (km) run, a 10 km run and a 5 km run, the lower age limits for which are 18 years, 15 years and 12 years, respectively.

For the winners, there will be medals and cash prizes. The start timings for the 21 km, 10 km and 5 km races are 6 am, 6.30 am and 7 am, respectively. All the participants in all the categories will get race day and finisher T-shirts. Photographs of the runners will be posted on the Facebook page of the Kolkata Police Traffic Department.

 

পথ নিরাপত্তায় এবার হাফ ম্যারাথন হচ্ছে শহরে

কমেছে পথ দুর্ঘটনা, কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কিন্তু প্রয়োজন আরও সচেতনতার। এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে প্রচারের উদ্দেশ্যে এবং ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সাফল্যকে মাথায় রেখে এবার ‘হাফ ম্যারাথন’ এর আয়োজন করছে কলকাতা পুলিস।

এই নতুন বছরের পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে ৭ই জানুয়ারি থেকে। চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। তারই শুরুতে আগামী ৭ জানুয়ারি, রবিবার এই ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

বিজেতাদের জন্য থাকবে মেডেল ও আর্থিক পুরস্কার। ২১ কিঃমিঃ ম্যারাথন শুরু হবে সকাল ৬টায়। ১০ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। ৫ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাতটায়। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে রেসের টিশার্ট। তাদের ছবি পোস্ট করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে।

২০১৬ সালে পথ দুর্ঘটনায় শহরে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৭ জন। চলতি বছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১২-তে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ৮ই জুলাই যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ঘোষণা করেছিলেন, তার সাফল্য মিলতে শুরু করেছে।

Source: The Statesman

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Bengal Govt to set up museum at Chandraketugarh

An archaeological museum is being be set up by the State Government at Berachanpa near Chandraketugarh in North 24 Parganas district.

Located beside the river, Bidyadhari, Chandraketuharh has been an ancient trading post, evidences of which are strewn across the place, from coins and seals to terracotta figures to remnants of brick houses. It is to preserve these artefacts that the museum is going to be set up.

The museum would be inaugurated in January. It will be housed inside the Pather Sathi motel that the government has constructed in Berachanpa.

This place was originally the capital of a certain King Chandraketu, and hence the name. Evidences from the Maurya, Sunga, Kushana and other periods have also been found there.

চন্দ্রকেতুগড়ে সংগ্রহশালা তৈরী করবে রাজ্য সরকার

উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপার কাছে চন্দ্রকেতুগড়ে একটি প্রত্নতাত্বিক সংগ্রহশালা তৈরী করছে রাজ্য সরকার।

বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত চন্দ্রকেতুগড় এককালে বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হসেবে প্রসিদ্ধ ছিল। এর প্রমাণ ছড়িয়ে আছে সারা অঞ্চলে। যেমন আছে তৎকালীন মুদ্রা, সিলমোহর বা ইটের তৈরী বাড়ির ধ্বংসাবশেষে পাওয়া টেরাকোটার মূর্তিতে। এই সবকিছুর সংরক্ষণের জন্যই এই সংগ্রহশালা তৈরী করা হচ্ছে।

এই সংগ্রহশালার উদ্বোধন হবে ২০১৮ সালের জানুয়ারি মাসে। বেড়াচাঁপায় রাজ্য সরকারের তৈরী করা ‘পথের সাথী’ মোটেলের মধ্যেই এই সংগ্রহশালা নির্মিত হবে।

রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল এই অঞ্চল, সেই থেকেই নাম হয়েছে চন্দ্রকেতুগড়। মৌর্য, শুঙ্গ, কুশানা যুগ ও অন্যান্য যুগের অনেক ঐতিহাসিক নমুনা এখানে মেলে।

Source: Bartaman

GEECL to invest Rs 2,500 cr in Bengal to extract coal-bed methane

In a huge boost to industry in Bengal, energy major Great Eastern Energy Corporation Limited (GEECL) has decided to invest Rs 2,500 crore to extract coal-bed methane from coalfields in Raniganj.

Coming just before the Bengal Global Business Summit (BGBS), this decision is being seen as major thumbs up for the climate for investment in the state, something that Chief Minister Mamata Banerjee has been stressing on at every business interaction she has.

A spokesperson for GEECL has said that the company would set up 144 wells and a commensurate length of pipelines to extract the methane.

It should be mentioned here that GEECL already operates a methane-extraction setup in the Raniganj (South) block. This Rs 2,500 crore new investment is a big step in the right direction.

রাজ্যে ২৫০০ কোটি লগ্নির ঘোষণা গ্রেট ইস্টার্ন এনার্জির

ভূগর্ভস্থ কয়লাস্তরে নিমজ্জিত থাকা মিথেন গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী তিন থেকে চার বছরে রানিগঞ্জে আরও ২৫০০ কোটির লগ্নি করবে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক আগেই এই লগ্নি স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে একটা বড় প্রাপ্তি।

গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড দেশের প্রথম সংস্থা যারা ভূগর্ভস্থ কয়লাস্তর থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু করে। সংস্থার সিইও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ব্লকে গ্যাস উৎপাদনের জন্য ১৪৪টি নতুন কুয়ো খনন এবং পাইপলাইন বসাতে প্রায় ২৫০০ কোটি টাকার লগ্নির পরিকল্পনা করা হয়েছে।

আগামী তিন থেকে চার বছর ধরে লগ্নি করা হবে।

Source: Ei Samay