Mamata Banerjee inaugurates Vivek Chetana Utsab

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Vivek Chetana Utsab at a function held at Ganga Sagar Mela Camp, Babughat.

Vivek Chetana Utsab is being observed across the State on the occasion of 155th birth anniversary of Swami Vivekananda.

The festival is being organised in all 341 blocks, 118 municipalities, 6 corporations, Kolkata Municipal corporation, GTA, and all district headquarters of the State.

As part of the festival, padyatras will be held across the State. There will be symposiums, exhibitions, quiz, debates on Swami Vivekananda’s life. Football matches will also be organised. There will sit-and-draw competitions, along with essay-writing competitions and cultural events.

 

 

বিবেক চেতনা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

 

আজ বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্প থেকে আজ এই উৎসবের উদ্বোধন করেন তিনি।

স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যব্যাপী এই উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।

রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ সহ রাজ্যের প্রতিটি জেলাসদরে এই উৎসব আয়োজিত হবে।

এই উৎসবে থাকবে পদযাত্রা, বিবেকানন্দের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনী, ছাত্র-যুবদের চরিত্র গঠন বিষয়ক আলোচনা, বিবেকানন্দ বিষয়ক ক্যুইজ, বিতর্ক, প্রদর্শনী ফুটবল ম্যাচ, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

Bengal a model for 100 Days’ Work, acknowledges Centre

The Centre is projecting Bengal’s implementation of the rural job scheme as a model for all and is organising visits by officials from other states for first-hand lessons on asset creation.

“Bengal is the best performing state, a model for best practices, under the scheme. It has started innovative projects like massive plantation, river rejuvenation, de-silting of water bodies and individual water harvesting,” a Union rural development ministry official said. He said by carrying out more projects, Bengal had also emerged top in funds use.

Bengal received Rs 5,054 crore in the first nine months of this year, out of a total Rs 47,000 crore released to all the states combined.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, every rural family has the right to demand up to 100 days’ unskilled work a year.

 

১০০ দিনের কাজে এবারও দেশে সেরা পশ্চিমবঙ্গ

 

একশো দিনের কাজের প্রকল্পে এরাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব। দুর্গাপুরে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের প্রতিনিধি এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে ঘোষণা করা হয়, একশো দিনের কাজে এবারও সেরা হয়েছে পশ্চিমবঙ্গ।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন এরাজ্যের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভুম ও বাঁকূড়া জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরাও। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একশো দিনের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান।

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin

Bengal CM inaugurates Uttar Banga Utsab

The grand Uttar Banga Utsav (North Bengal Festival), organised by the Bengal Government, was inaugurated by Chief Minister Mamata Banerjee today at the Kanchenjunga Stadium in Siliguri.

The festival is a brainchild of the Chief Minister, conceived to promote the rich culture of the region. The North Bengal Development Department is the nodal department for organising the festival.

As a part of the festival, cultural programmes will be arranged for two days in each district of north Bengal.

 

Salient points of her speech

  • Festivals are a celebration of togetherness. Durga Pujo, Kali Pujo, Eid, Christmas, New Year, Nabanna – the list of festivals is endless
  • We will observe Swami Vivekananda’s birthday as Vivek Utsab, Netaji’s birthday as Subhas Utsab
  • Nana bhasha, nana mot, nana poridhan, bibidher majhe dekho milan mohan (we are different but there is unity in diversity)
  • Our Govt will provide all support and cooperation to GTA and development boards for the development of the Hills. Hills will prosper if tourism flourishes
  • A new road project connecting India, Bangladesh, Nepal and Bhutan is being built in north Bengal
  • A new road connecting north and south Bengal will be constructed at a cost of Rs 3000 crore
  • We have started a Safari Park near Siliguri. A big tourism project is coming up at Gajoldoba (which I named Bhorer Aalo)
  • Cooch Behar has been declared as a Heritage Town. An airport is coming up at Malda and Balurghat
  • Airport at Cooch Behar has been developed. Flight operations will start soon
  • We have returned land to farmers at Kawakhali
  • We have done away with khajna tax on agricultural land. We have given compensation to farmers affected by floods
  • We have set up an GoM for the welfare of tea garden workers. We have allocated Rs 100 crore and set up a separate directorate for tea gardens
  • From next year, Jatra performances will also be held during Uttar Banga Utsab
  • North Bengal is not neglected anymore. I visit this region frequently. Hills, rivers and forests – the region is blessed by nature
  • We have set up Rajbongshi Academy as well as Kamtapuri Academy. We have given recognition to Nepali, Urdu, Hindi, Gurmukhi

 

আজ উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

তিন দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বার্ষিক উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন তিনি।

এই অঞ্চলের সংস্কৃতিকে জনসাধারণ এবং পর্যটকদের কাছে তুলে ধরতে এই উৎসবের সূচনা। পুরোটাই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে হবে এই উৎসব।

উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • উৎসব মানুষকে একত্রিত করে। দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বড় দিন, নিউ ইয়ার, নবান্ন – উৎসবের কোন শেষ নেই।
  • বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেক উৎসব ও নেতাজীর জন্মদিন উপলক্ষে সুভাষ উৎসব পালন করা হবে।
  • নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান।
  • পাহাড়ের উন্নয়নের জন্য জিটিএ এবং বিভিন্ন বোর্ডকে আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে।
  • বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে যোগাযোগের জন্য একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি রাস্তা তৈরি করা হচ্ছে।
  • শিলিগুড়ির কাছে একটি নতুন সাফারি পার্ক তৈরি করা হয়েছে। গাজোলডোবায় একটি ট্যুরিজম প্রজেক্ট (যার নাম দিয়েছি ভোরের আলো) চালু হচ্ছে, সেখানে ভবিষ্যতে অনেক পর্যটক আসবেন।
  • কোচবিহার একটি হেরিটেজ টাউন। মালদা ও বালুরঘাটে বিমানবন্দর চালু হচ্ছে।
  • কোচবিহারের বিমানবন্দরের উন্নয়ন করা হয়েছে। শীঘ্রই সেখানে বিমান পরিষেবা শুরু হবে।
  • কাওয়াখালিতে কৃষকদের আমরা জমি ফিরিয়ে দিয়েছি।
  • আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিয়েছি।
  • চা বাগানের কর্মীদের উন্নয়নের জন্য একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। একটি টি ডিরেক্টরেট তৈরি করা হয়েছে।
  • আগামী বছর থেকে উত্তরবঙ্গ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাত্রাও দেখানো হবে।
  • উত্তরবঙ্গকে আগে গুরুত্ব দেওয়া হত না। এখন আমি প্রায়ই এখানে আসি। উত্তরবঙ্গ এখন সবসময় আমার নজরে আছে। আমি সব সময় এখানকার মানুষের পাশে আছি। এখানে পাহাড়, নদী, জঙ্গল – কি নেই?
  • রাজবংশী আকাদেমি ও কামতাপুরি আকাদেমি গঠন করা হয়েছে। নেপালি, উর্দু, হিন্দি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • কাজের গতি কখনো থেমে থাকে না। কাজ চলছে, চলবে।

 

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative