Bengal Govt to build drinking water pipelines across three districts

The State Government is going to soon take up a major project to build drinking water supply pipelines across three districts of Bengal. The tendering process for selecting the constructors is complete.

Lakhs of people in the rural areas of the districts of Bankura, Purba Medinipur and North 24 Parganas will benefit from the project. In fact, after the project is fully implemented, every household in the three districts will have access to clean drinking water.

The Public Health Engineering Department is going to start work on the laying of the pipelines in early 2018. By 2020, the formidable issue of drinking water scarcity in the remote parts of these three districts will be a matter of the past. The approximately three-year time period is natural, being a project on such a large scale.

The Asian Development Bank is providing financial aid for the project.

 

 

তিন জেলায় পানীয় জলের পাইপলাইন বসাবে রাজ্য

 

রাজ্য সরকার একটি বড় প্রকল্প হাতে নিতে চলেছে যার ফলে রাজ্যের তিন জেলায় বসবে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের ফলে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্প সম্পন্ন হলে ওই তিন জেলার প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন।
জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ২০১৮ সালের প্রথম দিকেই পাইপলাইন বিছিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। ২০২০ সালের মধ্যে এই তিন জেলার জলের কষ্ট চিরতরে লাঘব হবে। এই ধরনের বড় প্রকল্পের জন্য ৩ বছর সময় লাগা খুব স্বাভাবিক।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে।

Source: Millennium Post

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

Adivasi welfare in Bengal is exemplary: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee was present at a public distribution programme today at Khatra, Bankura. She has been touring the districts in Jangalmahal for the last three days.

In today’s programme, the Bengal Chief Minister inaugurated a bouquet of developmental projects including new roads, Jala Tirtha projects and beautification projects.

The Bengal Chief Minister laid foundation stones for many projects including several Karma Tirthas, a power sub-station, road projects and a bridge among others.

She distributed benefits like Kanyashree, Sikhshashree, Sabujshree, cycles under Sabuj Sathi and others to the eligible people of the district.

Highlights of her speech:

The steps that our government has taken for the welfare of Adivasi brothers and sisters are exemplary. We have created benchmarks in welfare of Adivasis in the last six years. We even created a separate department for tribal welfare.

Some people are trying to mislead you. For 34 years, Adivasis were deprived of development. Now you must stand up against those spreading lies.

This region was infamous for bloodshed in the past. Adivasis survived on insect eggs. Roads were in dismal condition. Humanity was shamed. But our government started giving rice at Rs 2/kg to the tribal people. Today, 8.5 crore out of 10 crore people of Bengal receive rice and wheat at Rs 2/kg.

We provide free healthcare at hospitals. We have allotted Rs 700 crore for water supply projects. We have opened a blood bank at Khatra, along with SNCU, HDC, fair price medicine shops, diagnostic centres. Four multi super-speciality hospitals have been set up. We have set up ITIs. We are also providing hens and ducks to people for free.

We are allotting 32 more Matri Jaan (ambulances for transporting pregnant women to hospitals for free) to Bankura district. We have provided assistance to farmers affected by floods. Projects worth Rs 2668 crore have been taken up for them. We have done away with khajna tax on agricultural land.

We have started drinking water projects worth Rs 1100 crore for this district. 18 lakh people will be benefitted. We are focussing on home tourism. We are developing check dams; this project is worth Rs 500 crore.

Our Kanyashree, Sikshashree, Sabuj Sathi students are our pride. We have distributed scholarships to 57 lakh SC/ST students. We provide loans upto Rs 10 lakh pursuing higher education in India and Rs 20 lakh for studying abroad.

We have started a pension scheme for kendu leaf collectors.

2.5 lakh widows were not getting pension from the Centre. We have allocated Rs 268 for giving them pension. Our government is always with the people.

We provide a monthly stipend of Rs 1000 to 2 lakh folk artistes. We have distributed 3 lakh land pattas. We have renovated crematoriums and burial grounds. We have distributed 70 lakh Sabuj Sathi cycles. From birth till death – we have schemes for all stages of life.

A section of people only engages in lies and spread canards. They want to harm Bengal. Do not pay heed to their words.

We have extended Kanyashree scheme to universities now. We have given recognition to Santhali, Kurmali, Ol Chiki. We have set up Rajbongshi and Santhali Academies. Our government works for all. We do not believe in divisive politics.

The students of Bankura are very talented. The youths and students are the future of the society. They are our country’s assets.

A certain political party wants to incite riots by driving a wedge between Hindus and Muslims. Do not fall into their traps. They deliberately mislead the poor people and Adivasis. Do not believe their conspiracies.

Dalits are being killed in Gujarat. Many workers from Bengal work in other States. Why are they being burned to death? We never mistreat people from other States in Bengal. Everyone is welcome in our State. We believe in culture-humanity-civility. Bengal does not approve of riots politics.

We have distributed government benefits to over 23,000 people today. We conduct administrative meetings and public distribution programmes in every district regularly.

৬ বছরে দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়: মুখ্যমন্ত্রী

আজ বাঁকুড়া জেলার খাতরাতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিনদিন ধরেই তিনি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাসফর করছেন।

আজকের অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী সহ নানা পরিষেবা প্রদানও করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা এক কথায় প্রশংসনীয়। ৬ বছরে আমরা দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়। ২০১৩ সালে আদিবাসীদের জন্য নতুন দপ্তর তৈরি করা হয়েছে।

৩৪ বছর আদিবাসিদের কোনও উন্নয়ন হয়নি। যারা ভুল বোঝাচ্ছে তাদের কথা বিশ্বাস করবেন না এদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।

আগে এখানে শুধু রক্ত ছিল, চারদিকে, মানুষের কোন মানবিকতা ছিল না। রাস্তাঘাটের কোন উন্নয়ন হত না। আদিবাসীরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো। এই সরকার প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

এখন মানুষ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। প্রায় ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে জল সরবরাহ প্রকল্পের জন্য। খাতরায় ব্লাড ব্যাঙ্ক, SNCU, HDC, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। মেডিকেল কলেজ , কলেজ, বিশ্ববিদ্যালয়, ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আই টি আই নির্মাণ করা হয়েছে। বিনামূল্যে হাঁস ও মুরগির ছানা দেওয়া হয়েছে।

বাঁকুড়াকে আরও ৩২ টি মাতৃ যান দেওয়া হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মহিলারা যাতে নিখরচায় হাসপাতালে যেতে পারেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে আমাদের সরকার; এর জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমির ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার।

পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই জেলায় ১১০০ কোটি টাকার জল প্রকল্প করা হয়েছে। এর মাধ্যমে ১৮ লক্ষ লোক সুবিধা পাবে। এখানে হোম ট্যুরিজম চালু করা হবে। ৫০০ কোটি টাকার চেক ড্যাম প্রকল্প চালু হয়েছে।

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমাদের গর্ব। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে। দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন চালু করেছে রাজ্য সরকার।

দিল্লির বিজেপি সরকারের জন্য আড়াই লক্ষ লোক বিধবা ভাতা পাচ্ছিলেন না। আমাদের সরকার ২৫৮ কোটি টাকা দিয়ে তাদের জন্য বিধবা ভাতা চালু করেছে। আমাদের সরকার মানুষের পাশে আছে।

২ লক্ষ শিল্পীদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। শ্মশান ও কবর স্থানগুলির সংস্কার করা হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি।

একদল লোক আছে যারা শুধু কুৎসা, অপপ্রচার ও চক্রান্ত করে বেড়ায়, তাদের কথায় কান দেবেন না, ওরা বাংলার ভালো চায় না।

বিশ্ববিদ্যালয়েও এখন কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। আমরা সাঁওতালি, কুর্মালি, অল চিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। সাঁওতালি ও রাজবংশী অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।আমাদের সরকার সবাইকে নিয়ে চলে।আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না।

এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ওরাই আমাদের দেশের সম্পদ।

দাঙ্গাকে কেউ প্রশ্রয় দেবেন না। একটা রাজনৈতিক দল হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে। গরীব, আদিবাসীদের ভুল বোঝায়। ওরা চক্রান্তকারী, ওদের কথায় কান দেবেন না।

গুজরাতে দলিতদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাংলার অনেক মানুষ বাইরে কাজ করতে গেছে। কেন তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে? বাংলা এ কাজ করে না। আমরা সকলকে স্বাগত জানাই। বাংলা মানবিকতা-সভ্যতা-সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলা দাঙ্গা ও চক্রান্তে বিশ্বাস করে না। টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না।

আজ প্রায় ২৩ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি পরিষেবা প্রদান কর্মসূচীও করি।

 

We must live and grow together; divisive forces are country’s enemies: Bengal CM

 

Bengal Chief Minister Mamata Banerjee today distributed prizes for the Junglemahal Cup Sports Tournament as well as announced and inaugurated several developmental projects for the region at a public ceremony in Indpur, Bankura.

“Our Government had introduced this sporting event five years ago to encourage sports and cultural activities among the local youth and nurture talent in football, kabaddi, archery, chou and many other disciplines.
So many star players of yesteryears are present here to encourage the youngsters,” she said. “I am proud of the young generation from Jangalmahal who are now advancing in education, skill development, sports and cultural activities.”

Statewide celebrations to mark Wildlife Day were also flagged off today during the programme at Bankura. Alongwith wildlife protection, the environment too must be protected, she stressed. Numerous new government schemes were initiated and benefits were distributed among the region’s people as well.

Nearly 2,500 clubs and about 30,000 youths from the Junglemahal areas participated in the sports and cultural competitions. Jerseys, footballs and Rs 25,000 were given to each of the clubs to encourage sports among the youth. Attempts are on by the police department to give jobs to the winners, she added.

At a place where fear once prevailed, free training and development of the tribal youth, along with food and education, are now being provided. Scholarships and loans for higher education have also been made available. Medical treatment without cost and increasing the age limit for government job applications have also been arranged for the people from these areas. “And yet, some people are saying that nothing has been done for the tribal population. Do not heed these false comments. Go ahead with the opportunities that are with you now,” she told the gathering.

The Central Government has stopped giving funds. It has curtailed various schemes. We will continue with the programmes with our own money. But we will not tolerate anyone’s accusations or anger. We are humane, and we will be known for that. We work for all the people, and we will live and grow together. No one from outside is burnt to death in Bengal. Those who are pursuing divisiveness are enemies of the country, she said. Everyone must maintain peace, and those who are spreading harmful rumours must be reported to the police, she concluded.

 

সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে: মুখ্যমন্ত্রী

 

আজ বাঁকুড়ার ইন্দপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবাও প্রদান সহ জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আদিবাসী,তপশিলি ভাই বোনেরা আমার গর্ব। আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন করেছে আমাদের সরকার। আড়াই হাজার ক্লাবকে জার্সি, ফুটবল সহ ২৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিভা উঠে আসে। যারা বিজয়ী হয়েছেন তাদের চাকরি দেবে পুলিশ, প্রক্রিয়া চলছে।

আজ বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণ সংরক্ষণের পাশাপাশি পরিবেশ ভালো রাখা, শান্তি, সংহতি রক্ষা করাও আমাদের কর্তব্য। সবুজ বাঁচাও। সৃষ্টির নামই সংস্কৃতি। ধ্বংস নয়, সৃষ্টি করুন।

আগে বাঁকুড়া, পুরুলিয়ায় আসতে মানুষ ভয় পেত। মাওবাদী আতঙ্কে মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারত না, বেরোলে মাওবাদী তকমা দিয়ে দেওয়া হত। মাওবাদীরা গ্রামের মানুষের ওপর অত্যাচার করত। আজ আমি গর্ব করে বলতে পারি আর কোন মাওবাদী এলাকা নেই, সব মানুষ আজ মুক্ত। সাধারণ মানুষ আজ ভালো আছে।

আজ জঙ্গলমহল হাসছে। আদিবাসী ছেলেমেয়েদের বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে। আদিবাসীদের চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা ৪৫ বছর, তপশিলিদের জন্য ৪৩, আর সাধারণদের জন্য এই বয়সসীমা করা হয়েছে ৪০ বছর পর্যন্ত।

আমাদের সরকার সাঁওতালি, অল চিকি, কুরুক, কুর্মালি, নেপালি, গুরুমুখি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমদের সরকারই প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ বাংলার সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

গরীব, মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয়। কিছু কিছু লোক মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে আদিবাসীদের জন্য নাকি কোন কাজ হয়নি।অপপ্রচারে কান দেবেন না।

আজ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এই জেলায় ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মাদার চাইল্ড হাব তৈরি করা হয়েছে।

প্রসূতি ও গর্ভবতীদের জন্য আরও ১০০০ মাতৃযান দেওয়া হচ্ছে। সেখানে একজন নার্স ও সহকর্মী থাকে। পলিটেকনিক কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তা সব তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে। সব জেলায় উন্নয়নের কাজ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের এখন ক্ষতিপূরণ দেওয়া হয়।

দিল্লির সরকারের কিছু বড় বড় নেতা আছে যাদের কোন কাজ নেই শুধু বড় বড় কথা বলে বেড়ায়। গুজরাতে দলিত, আদিবাসীদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাংলা তাদের ভালবাসে। বাংলায় কোন ভেদাভেদ নেই, সবাই সমান।

বাংলায় ৩ লক্ষ গরীব মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পায়। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ আরও বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। ৮১ লক্ষ ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছে। ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার সব টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। নিজেদের টাকা দিয়ে আমরা সব প্রকল্প চালাব কিন্তু কারো চোখ রাঙানি সহ্য করব না।

আমাদের ভাতে মেরে লাভ নেই কারণ, আমাদের রাজ্যেই ধান উৎপাদন হয়। আমাদের সরকার কৃষিজমির সব খাজনা মুকুব করে দিয়েছে।

নোট বাতিল ও জি এস টির ফলে প্রায় দেড় কোটির বেশি লোক বেকার হয়ে গেছে।

আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা সকলের জন্য কাজ করি। সবাইকে ভালবাসতে হবে। বাংলা, বাংলার মা মাটি মানুষ আমাদের গর্ব, সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে। এটাই বাংলার পরিচয়। মাথা উঁচু করে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলায় কাউকে পুড়িয়ে মারা হয় না। মানুষ সবচেয়ে বড় কথা। সকলকে শান্তি রক্ষা করতে হবে। কেউ উল্টোপাল্টা প্রচার করলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আগের সরকার ৩৪ বছর এই সব জেলাকে ভুলে গিয়েছিল।

জঙ্গলমহলের মানুষ আমাদের গর্ব। সকলকে একসাথে নিয়েই এগিয়ে যেতে হবে.

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

State Govt ramping up production of eggs

To ramp up the production of eggs in Bengal, both chicken and duck, the State Government’s Animal Resources Development (ARD) Department is taking several measures.

The latest among them are the setting up of two chicken farms in Kalyani in Nadia district and in Barjora in Bankura district at a combined cost of Rs 60 crore. Then, a chicken farm in Boromoholla in Birbhum district is being renovated to augment production. At Labhpur in Birbhum district, the department is setting up a duck farm.

According to sources in the ARD Department, about 2.5 crore eggs, including chicken and duck, are required daily in the state. To ensure that the state produces the required number, various measures are being taken to encourage people to set up chicken and duck farms. All these are outlined in the Incentive Policy 2017 for poultry farmers that the ARD Department has chalked up. For augmenting production on the basis of this policy, the Finance Department has allotted Rs 2015 crore.

As part of the policy, the department is providing subsidy to the extent of Rs 80 lakh for people working towards augmenting egg production.

A person who will be producing 10,000 birds (chicken or duck) will get an incentive of upto Rs 8 lakh. Among other incentives are the requirement for only part payment of the electricity bill for farm owners, discount on the loan repayment amount and removal of stamp duty. The result of these measures, according to the ARD Department, is the submission of applications for setting up 43 poultry farms.

The government is distributing young chickens and ducklings to farmers and rural self-help groups across the state. During the current financial year (2017-18), 60 lakh young chickens will be distributed. Of this number, 12 lakh will be distributed among almost 7,000 self-help groups (SHG). West Bengal Livestock Development Corporation is primarily responsible for implementing these decisions.

 

ডিমের জন্য ৬০ কোটির দুই খামার রাজ্যের

রাজ্যে ডিমের জোগান ও চাহিদার ফারাক কমাতে এ বার রাজ্য সরকারই শুরু করছে বাণিজ্যিক উৎপাদন। কল্যাণী ও বাঁকুড়ার বড়জোড়াতে মুরগির খামার তৈরি করতে ষাট কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন নিগম। ওই দু’টি খামার থেকে প্রতিদিন সাড়ে পাঁচ লক্ষ করে ডিম পাওয়া যাবে।

এ রাজ্যে প্রতিদিন ডিমের প্রয়োজন হয় আড়াই কোটির মতো। সংগঠিত ও অসংগঠিত পোলট্রি মিলিয়ে দেড় কোটির মতো ডিম পশ্চিমবঙ্গ থেকেই পাওয়া যায়। বাকি এক কোটির ঘাটতি মেটাতে দক্ষিণ ভারত থেকে ডিম আমদানি করা হয়।

প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রের খবর, নতুন ভর্তুকি নীতিতে শর্তসাপেক্ষে মুলধনী অনুদান ৮ লক্ষ টাকা ছাড়াও মেয়াদি ঋণের উপরে সুদে ভর্তুকি, বিদ্যুৎ মাসুলে আংশিক মকুব এমনকী স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হচ্ছে।

সরকার জেলায় জেলায় মুরগির বাচ্চা বিতরণ শুরু করেছে। চলতি অর্থবর্ষে (২০১৭-’১৮) ৬০ লক্ষ মুর্গীর বাচ্চা দেওয়া হবে। প্রায় সাত হাজার স্বনির্ভর গোষ্ঠীকেও প্রায় ১২ লক্ষ মুরগি ও হাঁসের বাচ্চা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকার আর্থিক ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করায় ইতিমধ্যেই নতুন ৪৩টি পোলট্রি গড়ার প্রস্তাব জমা পড়েছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তাতেও কমপক্ষে ৩৫ লক্ষ মুরগি থাকবে। সব মিলিয়ে এর ফলে ঘাটতি পুষিয়ে যাবে বলে আশা করছে রাজ্য।

Source: Anandabazar Patrika, Millennium Post

Watershed-based initiatives launched in districts

The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.

The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.

It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

 

ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.

The break-up of the developmental activities is as follows:

Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.

This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.

Source: Bartaman

স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।

State Govt making Purulia, Bankura major hubs of grape cultivation

The Bengal Government is taking up cultivation of grapes in a big way in Purulia and Bankura districts. It is taking the help of the National Research Centre for Grapes (NRCG) to make the state a major hub of grape production.

Experts have found that the soil and the climate condition in these two districts are congenial for large-scale grape cultivation. Taldangra and parts of Chatna in Bankura, and areas adjacent to the Ayodhya Hills and parts of Balarampur in Purulia are being used for the cultivation.

Recently, the State Government’s Paschimanchal Unnayan Affairs Department, for the first time, took up an initiative for pomegranate cultivation in Purulia, Bankura and Jhargram districts.

Source: Millennium Post

পুরুলিয়া ও বাঁকুড়ায় আঙুর চাষের ওপর জোর রাজ্য সরকার

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আঙুর চাষের উদ্যোগ নিচ্ছে রাক্য সরকার। এই দুই জেলাকে আঙুর চাষের বড় হাবে পরিণত করতে রাজ্য সরকার সাহায্য নেবে ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস-এর।

বিশেষজ্ঞদের মতে, এই দুই জেলার আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। বাঁকুড়া জেলার তালড্যাংরা ও ছাতনার কিছু অংশ এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ও বলরামপুরের কিছু জায়গায় হচ্ছে আঙুর চাষে।

ইতিমধ্যেই পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর উদ্যোগ নিয়েছে বেদানা চাষের।