Bengal Chief Minister Mamata Banerjee was present at a public distribution programme today at Khatra, Bankura. She has been touring the districts in Jangalmahal for the last three days.
In today’s programme, the Bengal Chief Minister inaugurated a bouquet of developmental projects including new roads, Jala Tirtha projects and beautification projects.
The Bengal Chief Minister laid foundation stones for many projects including several Karma Tirthas, a power sub-station, road projects and a bridge among others.
She distributed benefits like Kanyashree, Sikhshashree, Sabujshree, cycles under Sabuj Sathi and others to the eligible people of the district.
Highlights of her speech:
The steps that our government has taken for the welfare of Adivasi brothers and sisters are exemplary. We have created benchmarks in welfare of Adivasis in the last six years. We even created a separate department for tribal welfare.
Some people are trying to mislead you. For 34 years, Adivasis were deprived of development. Now you must stand up against those spreading lies.
This region was infamous for bloodshed in the past. Adivasis survived on insect eggs. Roads were in dismal condition. Humanity was shamed. But our government started giving rice at Rs 2/kg to the tribal people. Today, 8.5 crore out of 10 crore people of Bengal receive rice and wheat at Rs 2/kg.
We provide free healthcare at hospitals. We have allotted Rs 700 crore for water supply projects. We have opened a blood bank at Khatra, along with SNCU, HDC, fair price medicine shops, diagnostic centres. Four multi super-speciality hospitals have been set up. We have set up ITIs. We are also providing hens and ducks to people for free.
We are allotting 32 more Matri Jaan (ambulances for transporting pregnant women to hospitals for free) to Bankura district. We have provided assistance to farmers affected by floods. Projects worth Rs 2668 crore have been taken up for them. We have done away with khajna tax on agricultural land.
We have started drinking water projects worth Rs 1100 crore for this district. 18 lakh people will be benefitted. We are focussing on home tourism. We are developing check dams; this project is worth Rs 500 crore.
Our Kanyashree, Sikshashree, Sabuj Sathi students are our pride. We have distributed scholarships to 57 lakh SC/ST students. We provide loans upto Rs 10 lakh pursuing higher education in India and Rs 20 lakh for studying abroad.
We have started a pension scheme for kendu leaf collectors.
2.5 lakh widows were not getting pension from the Centre. We have allocated Rs 268 for giving them pension. Our government is always with the people.
We provide a monthly stipend of Rs 1000 to 2 lakh folk artistes. We have distributed 3 lakh land pattas. We have renovated crematoriums and burial grounds. We have distributed 70 lakh Sabuj Sathi cycles. From birth till death – we have schemes for all stages of life.
A section of people only engages in lies and spread canards. They want to harm Bengal. Do not pay heed to their words.
We have extended Kanyashree scheme to universities now. We have given recognition to Santhali, Kurmali, Ol Chiki. We have set up Rajbongshi and Santhali Academies. Our government works for all. We do not believe in divisive politics.
The students of Bankura are very talented. The youths and students are the future of the society. They are our country’s assets.
A certain political party wants to incite riots by driving a wedge between Hindus and Muslims. Do not fall into their traps. They deliberately mislead the poor people and Adivasis. Do not believe their conspiracies.
Dalits are being killed in Gujarat. Many workers from Bengal work in other States. Why are they being burned to death? We never mistreat people from other States in Bengal. Everyone is welcome in our State. We believe in culture-humanity-civility. Bengal does not approve of riots politics.
We have distributed government benefits to over 23,000 people today. We conduct administrative meetings and public distribution programmes in every district regularly.
৬ বছরে দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়: মুখ্যমন্ত্রী
আজ বাঁকুড়া জেলার খাতরাতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিনদিন ধরেই তিনি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাসফর করছেন।
আজকের অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী সহ নানা পরিষেবা প্রদানও করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা এক কথায় প্রশংসনীয়। ৬ বছরে আমরা দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়। ২০১৩ সালে আদিবাসীদের জন্য নতুন দপ্তর তৈরি করা হয়েছে।
৩৪ বছর আদিবাসিদের কোনও উন্নয়ন হয়নি। যারা ভুল বোঝাচ্ছে তাদের কথা বিশ্বাস করবেন না এদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।
আগে এখানে শুধু রক্ত ছিল, চারদিকে, মানুষের কোন মানবিকতা ছিল না। রাস্তাঘাটের কোন উন্নয়ন হত না। আদিবাসীরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো। এই সরকার প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।
এখন মানুষ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। প্রায় ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে জল সরবরাহ প্রকল্পের জন্য। খাতরায় ব্লাড ব্যাঙ্ক, SNCU, HDC, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। মেডিকেল কলেজ , কলেজ, বিশ্ববিদ্যালয়, ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আই টি আই নির্মাণ করা হয়েছে। বিনামূল্যে হাঁস ও মুরগির ছানা দেওয়া হয়েছে।
বাঁকুড়াকে আরও ৩২ টি মাতৃ যান দেওয়া হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মহিলারা যাতে নিখরচায় হাসপাতালে যেতে পারেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে আমাদের সরকার; এর জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমির ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার।
পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই জেলায় ১১০০ কোটি টাকার জল প্রকল্প করা হয়েছে। এর মাধ্যমে ১৮ লক্ষ লোক সুবিধা পাবে। এখানে হোম ট্যুরিজম চালু করা হবে। ৫০০ কোটি টাকার চেক ড্যাম প্রকল্প চালু হয়েছে।
কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমাদের গর্ব। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে। দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।
কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন চালু করেছে রাজ্য সরকার।
দিল্লির বিজেপি সরকারের জন্য আড়াই লক্ষ লোক বিধবা ভাতা পাচ্ছিলেন না। আমাদের সরকার ২৫৮ কোটি টাকা দিয়ে তাদের জন্য বিধবা ভাতা চালু করেছে। আমাদের সরকার মানুষের পাশে আছে।
২ লক্ষ শিল্পীদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। শ্মশান ও কবর স্থানগুলির সংস্কার করা হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি।
একদল লোক আছে যারা শুধু কুৎসা, অপপ্রচার ও চক্রান্ত করে বেড়ায়, তাদের কথায় কান দেবেন না, ওরা বাংলার ভালো চায় না।
বিশ্ববিদ্যালয়েও এখন কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। আমরা সাঁওতালি, কুর্মালি, অল চিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। সাঁওতালি ও রাজবংশী অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।আমাদের সরকার সবাইকে নিয়ে চলে।আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না।
এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ওরাই আমাদের দেশের সম্পদ।
দাঙ্গাকে কেউ প্রশ্রয় দেবেন না। একটা রাজনৈতিক দল হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে। গরীব, আদিবাসীদের ভুল বোঝায়। ওরা চক্রান্তকারী, ওদের কথায় কান দেবেন না।
গুজরাতে দলিতদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাংলার অনেক মানুষ বাইরে কাজ করতে গেছে। কেন তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে? বাংলা এ কাজ করে না। আমরা সকলকে স্বাগত জানাই। বাংলা মানবিকতা-সভ্যতা-সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলা দাঙ্গা ও চক্রান্তে বিশ্বাস করে না। টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না।
আজ প্রায় ২৩ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি পরিষেবা প্রদান কর্মসূচীও করি।