Bengal Govt’s Sukanya programme to be introduced in three commissionerates

After its immense success in Kolkata, Chief Minister Mamata Banerjee’s dream project, Sukanya, which provides self-defence training to girls, is going to be introduced in the Bidhannagar, Howrah and Barrackpore police commissionerates.

Kolkata Police had introduced the project following the direction of the Chief Minister. Besides giving lessons in taekwondo, judo, kickboxing and aikido to make school girls self-reliant for their protection, the initiative has provided an international platform to the girls – they have won five golds, two silvers and two bronze medals in the 2016 Kickboxing World Cup held in Russia.

The same project will now be replicated in the three commissionerates. Initially, girl students from 25 schools from the three commissionerates will be given training. For example, 10 schools have been selected in Howrah, and 40 students from each school in two batches will be trained in the first six months. On completion of training, the girls will get a certificate.

রাজ্য সরকারের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও

কলকাতায় অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও – বিধাননগর, বারাকপুর ও হাওড়া – শুরু হবে। এই প্রকল্পে মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

কলকাতা পুলিশ এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাইকোন্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে।

বাংলার সুকন্যারা পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। সুকন্যা প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলার মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ২০১৬ কিকবক্সিং বিশ্ব কাপে। এই বিশ্ব কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাশিয়াতে।

প্রাথমিক পর্যায়ে ২৫টি স্কুলের মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন, হাওড়ায় ১০টি স্কুলে ৪০জন করে ছাত্রীকে দুটি ব্যাচে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তারা পাবে শংসাপত্র।

Source: Millennium Post