August 9, 2018
Idris Ali makes a Zero Hour mention on Adivasi Dibas

FULL TRANSCRIPT
Thank you, hon Deputy Speaker Sir for allowing me to speak. আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার, আজ আদিবাসী দিবস। এই উপলক্ষে ইতিমধ্যেই রত্না নাগ বলেছেন, আমি বেশী কিছু বলব না। আমি শুধু দু-তিনটে ডিমান্ড জনাব।
স্যার, আদিবাসীদের স্বার্থে বিরসা মুন্ডার নামে একটা বিশ্ববিদ্যালয় গড়ার দাবি আমি জানাচ্ছি। দ্বিতীয়, আদিবাসীদের জন্য ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট করার ডিমান্ড। ওয়াকফ প্রপার্টি, যেগুলি কেন্দ্রের অধীনে আছে, যেগুলি ডিসপোস হয়ে গেছে, সেগুলি যারা এন্টিটলেড টু এনজয়, তাদের ফিরিয়ে দেওয়া হোক।
স্যার, আমার লোকসভা কেন্দ্র বসিরহাটে অনেক আদিবাসী থাকেন। অনেক চাষিরা থাকেন। বিজেপি সরকার বলছে যে আমরা চাষিদের বন্ধু। আমার বিনীত অনুরোধ যে চাষিদের ঋণ মকুব করা হোক। আর তাদের যেন চাষের বীজ দেওয়া হয়।
ধন্যবাদ।