রায়গঞ্জে অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক


অমিত শাহের দাবি

তুলাইপঞ্জি চালের জন্য দিনাজপুর পৃথিবী বিখ্যাত, কিন্তু এখন এই শিল্প বন্ধ হয়ে গেছে

প্রকৃত তথ্য

২০১৫-১৬ সালে ৪,৬০০ হেক্টর জমিতে তুলাইপঞ্জি চাষ হয়েছে আর ২০১৭-১৮ সালে চাষ হয়েছে ৬,৭০০ হেক্টরে। তিন বছরে চাষের জমির পৰিমান ৪৫% বৃদ্ধি পেয়েছে। তুলাইপঞ্জি উৎপাদন ২০১৫-১৬ সালে ১০,১২০ মিলিয়ন টন থেকে বেড়ে ২০১৭-১৮ সালে ১৪,৭৪০ মিলিয়ন টন হয়েছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

চিটফান্ডের টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা

প্রকৃত তথ্য

চিটফান্ড হয়েছিল বামফ্রন্টের আমলে। তৃণমূলের আমলে চিটফান্ডের মূল অভিযুক্তকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়েছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

বিগত পাঁচ বছরে কেন্দ্র বাংলাকে ৪.২৪ লক্ষ কোটি টাকা দিয়েছে, কিন্তু বাংলায় কিছু করা হয়নি

প্রকৃত তথ্য

বামফ্রন্ট সরকারের ৩,৪৫,৫৭৭ কোটি টাকার ঋণ শোধ করতে হচ্ছে বাংলাকে, কেন্দ্র কোনও সাহায্য করেনি। আমরা শুধুমাত্র ২০১৭-১৮ সালেই ৪৭,০০০ কোটি টাকা শোধ করেছি। সমস্ত উন্নয়নমূলক কাজ রাজ্যের নিজের টাকায় হয়েছে

FALSE
TRUE