কালিম্পঙে অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক


অমিত শাহের দাবি

এনআরসির মাধ্যমে সমস্ত শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে

প্রকৃত তথ্য

এই বিল অনুযায়ী, নাগরিকত্ব লাভ করার আগে, তাকে প্রথমে ছ’বছরের জন্য বিদেশী ঘোষণা করা হবে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

দিদি দূর্নীতিকে সমর্থন করেন

প্রকৃত তথ্য

সরকারি কাজের স্বচ্ছতায় বাংলা ১ নম্বরে, পাঁচ লক্ষ টাকার ওপর সব টেন্ডারের জন্য ই-টেন্ডার বাধ্যতামূলক। বাংলার বিজেপির নেতারা বিভিন্ন দূর্নীতির সঙ্গে জড়িত। গ্যাস কেলেঙ্কারি থেকে শুরু করে শিশু পাচার, চাকরির দেওয়ার নামে টাকা নেওয়া ইত্যাদি।

FALSE
TRUE

অমিত শাহের দাবি

চা-শ্রমিকদের জন্য মমতার সরকার কি করছে? কিছু না

প্রকৃত তথ্য

৮ হাজারের বেশি চা শ্রমিক ১৫০০ টাকা মাসিক ভাতা পান। তাদের সকলকে খাদ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, ৩৫ কিলো চাল ও আটা ৪৭ পয়সা কিলো দরে দেওয়া হয়। পেনশন দেওয়া হয়। শিক্ষা সেস এবং গ্রামীণ কর্মসংস্থান সেস থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা চালু শুরু করেছে বিজেপি

প্রকৃত তথ্য

এই প্রকল্পের ৪০ শতাংশ টাকা রাজ্য বহন করে কিন্তু বিজেপি সব কৃতিত্ব নেয়। বাংলায় স্বাস্থ্য সাথী বীমা প্রদান করা হয় যেখানে ৫ লক্ষ পর্যন্ত কভার দেওয়া হয়, সম্পূর্ণ টাকা রাজ্য বহন করে। আমরা সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা প্রদান করি

FALSE
TRUE

অমিত শাহের দাবি

পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজো ও সরস্বতী পুজো বন্ধ করেছে

প্রকৃত তথ্য

রাজ্যজুড়ে গত বছর ২৮,০০০ দুর্গাপুজো হয়েছে, প্রায় ১০,০০০ স্কুলে ধুমধাম করে সরস্বতী পুজো করা হয়।

FALSE
TRUE

অমিত শাহের দাবি

আমরা এনআরসি লাগু করার পর সব অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব বাংলা থেকে

প্রকৃত তথ্য

এনআরসি হল বাংলা বিরোধী একটি অভিযান।অসমে যে ৪০ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২৫ লক্ষ বাংলাভাষী হিন্দু

FALSE
TRUE