বারাকপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

প্রধান এবং বাণিজ্যিক ফসলের ক্রয় মূল্য যথেষ্ট ছিল না, আমরা এই দাম বাড়িয়েছি

প্রকৃত তথ্য

২০১৮-১৯ সালের বাজেটে বলা হয় ন্যুনতম সহায়ক মূল্য চাষের খরচের ১.৫ গুণ করা হবে। কিন্তু বর্ধিত দাম নির্ধারণ করা হয় A2+FL ফর্মুলা অনুযায়ী (শুধু পারিবারিক শ্রম এবং কৃষিতে প্রয়োজনীয় জিনিসের হিসাব ধরে) C2 (জমির মূল্য) গ্রাহ্য না করেই

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

নারী পাচার আটকাতে কেন্দ্র একটি কঠোর আইন পাস করেছে

প্রকৃত তথ্য

শিশু পাচার কেসে সিআইডি বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং রুপা গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সেই মামলায় বিজেপি মহিলা মোর্চার নেত্রী জুহি চৌধুরীকে গ্রেফতার করা হয়। লোকসভা নির্বাচনে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে ১১টি জামিন অযোগ্য মামলা অভিযোগ রয়েছে যার মধ্যে মানব পাচার অন্যতম

FALSE
TRUE