‘Pathasathi’ to give respite to tired travelers

The Bengal Government is setting up motels beside highways all over the state for the convenience of travellers. They have been named ‘Pathasathi’ or ‘Companions of the Road’, and the name has been given by none other than Chief Minister Mamata Banerjee.

This is the latest addition to the list of names which Mamata Banerjee has contributed to various aspects of the State Government, be it schemes or buildings. From Kanyashree to Sabuj Sathi to Nabanna to Uttarkanya and many others, no Chief Minister of the State has been so creative before.

The Pathasathis would have facilities for meals and refreshment as well as restrooms. The first one was recently inaugurated in Malda district. It has five air-conditioned rooms, with 17 staff to look after the place and serve travellers. It has been built at a cost of Rs 2.5 crores.

Such motels would soon dot the highways of Bengal, bringing welcome relief to long-distance travellers.

Source: Aajkal

 

সড়কের ধারে তৈরী হচ্ছে পান্থশালা

সম্প্রতি জাতীয় সড়কের ধারে পান্থশালার ব্যবস্থা করছে রাজ্য সরকার। নাম দেওয়া হচ্ছে ‘‌পথসাথী’‌। ছোট্ট দুটি শব্দ জুড়ে নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাঁর সেই ভাবনাকে বাস্তবায়িত করে দারুণ সাফল্য পেয়েছে রাজ্য পর্যটন দপ্তর। বিভিন্ন জেলায় সড়কপথের ধারে গড়ে উঠছে এরকমই ‘‌মোটেল’‌— পথসাথী।

মালদা জেলায় প্রথম চালু হয়েছে এই পান্থশালা। ইতিমধ্যে কার্শিয়াঙে চালু হয়েছে। আশা করা হচ্ছে, দক্ষিণ থেকে উত্তরবঙ্গের দীর্ঘ যাত্রাপথে এ ধরনের ‘‌মোটেল’‌ বেশ জনপ্রিয় হয়ে উঠবে খুব শীঘ্র । সেখানে মধ্যাহ্নভোজ কিংবা নৈশ আহারের পাশাপাশি বিশ্রামের জন্য আরামদায়ক শয্যার আয়োজনও রয়েছে‌। খরচও কম।

’মালদার নারায়ণপুরে নীল–‌সাদা ওই ‘‌পথসাথী’‌ পান্থশালায় ৫টি এসি ঘর রয়েছে। কাজ করছেন জেলার অনগ্রসর শ্রেণীর মহিলারাই। তাঁরাই দেখভালের দায়িত্বে রয়েছেন অতিথিশালার। এই মুহূর্তে ১৭ জন কাজ করছেন। আড়াই কোটি টাকা খরচ করে নতুন এই পান্থশালাটি তৈরি হয়েছে।

 

 

 

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।

 

 

Bengal second in India in reducing Infant Mortality Rate

Bengal has done it again. After winning the top award in 2016, the state has bagged second place for the highest reduction in infant mortality rate (IMR) among all the states in the country in 2017.

This was announced at the National Summit on Best Practices and Innovations in Public Health Care Systems.

Infant mortality rate is the number of deaths per thousand children less than one-year-old. The IMR in 2011 was alarming – 32. In six years, the Mamata Banerjee-headed State Health Department has been able to reduce that to 26. This figure is according to the latest Sample Registration Survey (SRS) report brought out in December 2016.

This is a significant achievement, as the State has continued to maintain low IMR, considering the fact that the national rate still stands at 37.

 

AITC MP Abhishek Banerjee tweeted about this.

 

 

শিশু মৃত্যুর হার কমিয়ে আবারও দ্বিতীয় স্থানে বাংলা

সদ্যোজাত শিশু মৃত্যুর হার নূন্যতম করে আরও একবার পুরস্কার পেল বাংলা। গত বছরের পর এই নিয়ে দ্বিতীয়বার এই স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার দ্বিতীয় স্থানে বাংলা।

পাবলিক হেলথ কেয়ার সিস্টেম এর সর্বোত্তম চর্চা ও উদ্ভাবন সংক্রান্ত জাতীয় সম্মেলনে বাংলাকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে।

২০১৬ সালের পর এবছরও বাংলায় সদ্যোজাত শিশু মৃত্যুর হার কমেছে। ২০১১ সালে এই মৃত্যুর হার ছিল ৩২। সর্বশেষ এসআরএস রিপোর্ট অনুযায়ী, বাংলায় এই মৃত্যুর হার কমে হয়েছে ২৬।

রাজ্য সরকারের এই সাফল্য নিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Bengal does not tolerate malice, conspiracy or divisive mentality: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a number of developmental projects for Purba Medinipur district in Nandakumar today.

She inaugurated road projects, a youth hostel, a bus depot, a new jetty, a renovated heritage park in Haldia, as well as flagged off a night-time bus service on the Mecheda-Haldia route. The Chief Minister also laid foundation stones for a bouquet of projects in the district and distributed various benefits.

After the inaugurations, she gave a speech, the salient points of which are given below:

 

  • Our government works for the people – protecting them is our duty. After Jammu and Kashmir, which is a small state with less population, Bengal has defeated all other states and is lowest in the infant mortality rate again this year. This has been possible because medical colleges along with neonatal intensive care units have been set up in each district. The state is spending large amounts for providing free treatment for its people, which very few states do.
  • Bengal is ahead in many aspects and has to reach the number one spot again. For this, we need cooperation from the Centre. But despite a court order, CRPF troops have not been dispatched to Darjeeling. We will still have to stop all trouble with our lives.
  • Why should there be malice, misinformation and conspiracy against a government? Both the central and state governments are elected by the people. Then why should the former conspire against the latter? We want an answer — they will have to give an answer.
  • Central forces like the SSB and the BSF are manning the borders. How are they allowing people to come in? After opening the borders, they are using outsiders in a pre-planned manner to foment riots. And then they are conspiring to ask the State Government for an explanation. Despite all this scheming, we have managed to maintain peace among the people. And for achieving this, I would like to thank the Maa-Mati-Manush of Bengal.
  • Bengal is the seat of culture. Bengal will not accept malice, conspiracy or divisive mentality.
  • The people of Bengal will not tolerate the fact that some people are turning Facebook into ‘Fakebook’ by posting fake pictures and fake news for their political ends. We respect Facebook, but not any ‘Fakebook’. An incident in Comilla in Bangladesh is being passed off as having occurred in Bengal, and a clip taken from a Bhojpuri film is being shown as having taken place in this state.
  • They are sometimes rioting, and at other times indulging in arson – this seems to be their only work. We pledge that we won’t let such things happen here. And for this, we will stay united.
  • Bengal will not tolerate such activities. Unity is harmony, unity is solidarity. Don’t be fooled by their machinations, be careful of them, and do not be a part of their conspiracies.
  • I saw from a video clip that the Vishwa Hindu Parishad (VHP, a sister organisation of the BJP) is giving arms training to women in Assam. Handling arms and ammunition is the work of the administration. So how can the VHP indulge in this? I can challenge them that it is illegal to do this. They want to wreak havoc on the country and destroy it.
  • Those who make use of their education, intelligence and self-sacrifice to stand by the people are true political leaders. Those who have no ideals or vision, those who pit one person against the other, can never become political leaders.
  • I appeal to all to save India from disaster. Don’t destroy democracy. Let people live like true human beings.
  • The State Government will do all the real hard work, and on the other hand, they (the Centre) will set people against people and foment riots, and then go on foreign trips as if nothing happened.
  • The people’s accounts in banks have still not normalised even months after ‘note bandi’. And now GST is being foisted on the people. This is a big corruption. From workers to farmers to everyone else – darkness has befallen all lives.
  • Rules are being made which say that food won’t be distributed to those without Aadhaar cards, and even to children till nine years. They are destroying the country like this.
  • Our State Government will extend all help to encourage industry. Let Bengal march forward, let people progress. Those in their youthful years now are the ones who will build this country in the future. Keep religious unity, and peace, harmony and solidarity. Bengal will walk the path of development – this is our solemn resolve.
  • A lot of developmental work has been done in this region. Power plants have also been set up here. More investment will come to Haldia.
  • My warm wishes to everyone here. Stay good, stay happy. Let peace prevail.

 

 

বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে নন্দকুমার এবং দীঘায় জোড়া সভা এবং প্রশাসনিক বৈঠক করলেন তিনি।

আজ বিকেল ৪টেয় ১১৬বি জাতীয় সড়কের নন্দকুমারের চৌরাস্তা মোড়ে প্রথম প্রকাশ্য প্রশাসনিক সভা করলেন তিনি। আজ সড়ক প্রকল্প, বাস ডিপো, হলদিয়ায় হেরিটেজ পার্ক, একটি নতুন জেটি, মেচেদা-হলদিয়া বাস পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাসসহ এবং অনেকের হাতে সরকারী পরিষেবা তুলে দিলেনন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় সভা করবেন নিউ দীঘার পুলিস হলিডে হোম ময়দানে। বুধবার বিকেলে আধিকারিকদের সঙ্গে ওল্ড দীঘায় বিদ্যুৎ দপ্তরের বাংলোয় প্রশাসনিক বৈঠক করবেন। ১৩ তারিখ সকালে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

 

পূর্ব মেদিনীপুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের মূল অংশঃ-

  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।  জম্মু কাশ্মীরে লোকসংখ্যা খুবই কম, ও রাজ্যটি খুবই ছোট। সেই জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গ আবারও এই বছর রেকর্ড করেছে সব থেকে কম শিশু মৃত্যুর হারে। এই সবই সম্ভব হয়েছে প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও সদ্যোজাতদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরির ফলে। এরাজ্য বিপুল পরিমানে অর্থ ব্যায় করে বিনামুল্যে চিকিৎসা প্রদানের জন্যও, যা দেশের মধ্যে দৃষ্টান্ত।
  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।
  • কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো দার্জিলিং এর জন্য CRPF দেওয়া হয়নি। আমরা সব গণ্ডগোল জীবন দিয়ে রুখব।
  • একটা সরকারের বিরুদ্ধে কেন কুৎসা, অপপ্রচার, চক্রান্ত হবে?রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই মানুষ দ্বারা নির্বাচিত। তাও কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দিতে হবে।
  • বর্ডার খুলে দিয়ে কিছু বাইরের লোক দিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা করানো হচ্ছে। চক্রান্ত করে আবার রাজ্য সরকারের কাছে জবাব চাইছে। এত চক্রান্ত সত্ত্বেও আমরা মানুষকে শান্ত রেখেছি। আমি এজন্য বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই।
  • বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না।
  • বাংলাকে রাজনৈতিক কারণে উচ্ছশৃঙ্খল কয়েকজন ফেক নিউজ দিয়ে ফেকবুকে মিথ্যে রটাবে
  • বাংলার মানুষ এসব সহ্য করেনি, কখনো করবে না। আমরা ফেসবুক কে সম্মান করি ফেকবুক কে নয়। বাংলাদেশের কুমিল্লার ঘটনা দেখিয়ে বলছে বাংলায় হয়েছে, ভোজপুরি সিনেমার ক্লিপ দিয়ে বলেছে বাংলায় হয়েছে।
  • কখনো দাঙ্গা করছে, কখনো আগুন জ্বালিয়ে দিচ্ছে – এগুলোই ওদের কাজ। আমরা শপথ নিচ্ছি আমরা এই কাজ করতে দেব না। সকলে মিলিত ভাবে থাকব।
  • বাংলা এসব মেনে নেবে না। একতাই সম্প্রীতি, একতাই সংহতি। ওদের চক্রান্তে পা দেবেন না, ওদের থেকে সাবধান হন।
  • একটা ভিডিও ক্লিপে দেখলাম আসামে বিশ্ব হিন্দু পরিষদ (বিজেপির শাখা) মেয়েদের বন্দুকের প্রশিক্ষণ দিচ্ছে। এটা প্রশাসনের কাজ। ওরা কিভাবে করছে এ কাজ? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা এসব করতে পারে না। দেশটার সর্বনাশ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।
  • যারা বিদ্যা, বুদ্ধি, আত্মত্যাগ দিয়ে শান্তি রক্ষা করে মানুষের পাশে দাঁড়াবে তারাই রাজনৈতিক নেতা। যাদের আদর্শ, দর্শন নেই, যারা মানুষে মানুষে আগুন লাগায় তারা দেশের শত্রু, তারা রাজনৈতিক নেতা হতে পারে না।
  • Save India from disaster. গণতন্ত্র ধ্বংস করবেন না। মানুষকে মানুষের মত বাঁচতে দিন।
  • সব কাজ রাজ্য সরকার করবে, আর ওরা দালালি করে বেড়াবে, আগুন লাগিয়ে বেড়াবে আর বিদেশে গিয়ে ঘুরে বেড়াবে।
  • নোটবন্দির নামে আজও ব্যাঙ্কে মানুষের অ্যাকাউন্ট স্বাভাবিক হয়নি। GST চাপিয়ে দেওয়া হয়েছে, এটা big corruption। শ্রমিক কৃষক থেকে শুরু করে সব মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।
  • আধার কার্ড না করলে খাবার দেবে না বলছে। ০-৯ বছরের শিশুদের আধার কার্ড না করলে তাদের কিছু দেবে না বলছে। এভাবে দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে।
  • রাজ্যে আরও শিল্প আসুক। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে। বাংলা এগিয়ে যাক, মানুষ এগিয়ে যাক। আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে তৈরী করবে। সব ধর্ম সমন্বয়, একতা-সম্প্রীতি সংহতি বজায় রেখে চলুন। বাংলা উন্নয়নের সঙ্গে এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার।
  • অনেক কাজ হয়েছে। এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী হয়েছে। হলদিয়াতে আরও বিনিয়োগ হবে।
  • সকলকে অভিনন্দন, সকলে ভালো থাকুন, এলাকার শান্তি রক্ষা করুন।

 

After ration, now cards for withdrawing kerosene to go digital too

After ration, cards for kerosene withdrawal to go digital too

Cards for withdrawing kerosene from the public distribution system (PDS) will become digital as well, as have ration cards.

This decision of the State Government would mean that 9.3 crore people of Bengal will get digital kerosene cards. These cards would be in the shape and size of bank ATM cards, and hence would be convenient to carry.

The blue-coloured cards will have the name and address of the card-holder and the name of the kerosene distributor. It will cost the Government Rs 2.50 to make each card.

Once processed, the digital cards would be sent directly to the ration distribution shops. The existing card-holders would have to submit the old paper cards and take the new ones.

 

 

রেশনের পর কেরোসিনের কার্ডও ডিজিটাল করার পরিকল্পনা নিয়েছে সরকার

রেশনের পর এবার কেরোসিনের কার্ডও ডিজিটাল করার পরিকল্পনা নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর।

রাজ্যের ৯ কোটি ৩০ লক্ষ মানুষই এই ডিজিটাল কেরোসিন তেলের কার্ড পাবে।

খাদ্য দপ্তর সূত্রে খবর, ডিজিটাল রেশন কার্ডের সমতুল্যই হবে কেরোসিনের ডিজিটাল কার্ড। ব্যাঙ্কের এটিএম কার্ডের মত প্লাস্টিক ল্যামিনেশনযুক্ত হবে এই কার্ড।

কার্ডের রং হবে নীল। কার্ডে গ্রাহকের নাম, ঠিকানা, ডিলারের নাম সহ একাধিক তথ্য থাকবে। পরিচয়পত্র হিসেবেও কার্ডটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। প্রতিটি কার্ড বানাতে সরকারের খরচ হবে ২ টাকা ৫০ পয়সা।

ডিজিটাল কেরোসিন তৈরী হয়ে তা সরাসরি পৌঁছে যাবে রেশন অফিসে। বর্তমানে যে পুরনো সাদা কার্ডে কেরোসিন পাওয়া যাচ্ছে তা জমা দিয়ে নতুন কার্ড পাবেন গ্রাহকরা।

State Govt setting up Yatri Niwas in govt hospitals

The State Government is setting up rest houses named Yatri Niwas for those accompanying patients admitted to State Government hospitals.

The plan is to provide every district, sub-divisional, medical college and super-specialty hospital of the State Government with a Yatri Niwas within the next three years.

Such rest houses have already been built at NRS Medical College Hospital, Medical College Hospital, Kolkata, Diamond Harbour District Hospital and Baruipur Sub-Divisional Hospital.

In the absence of proper places to stay overnight, close relatives and friends accompanying patients, who often come from remote areas, have to make do with whatever place they get – be it hospital corridors or verandahs — at Government hospitals or any place they can find near them.

Hence, these rest houses, to be built by the State Housing Department and named ‘Yatri Niwas’, would come as a welcome relief. Seventy per cent of the population of Bengal is dependent on Government hospitals.

সরকারী হাসপাতালে রোগীর পরিজনদের জন্য তৈরী হবে ‘যাত্রীনিবাস’

রাজ্যের সব সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। রোদ-ঝড়-বৃষ্টিতে অধিকাংশ সরকারী হাসপাতালে এখনও খোলা আকাশই ভরসা রোগী ও বাড়ির লোকজনের।

সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারী মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস করা হবে। ২৯ জুন এক সরকারি নির্দেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

দূর-দূরান্ত থেকে এসে বহুকষ্টে রোগীকে ভরতি করিয়ে তাঁর হাসপাতালে থাকার দিনগুলি ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতে, এমনকী হাসপাতালের রাস্তায় কাটিয়ে দেন হাজার হাজার মানুষ। রোগীর বাড়ির লোকজনের থাকার জায়গার অভাবের কারণেই বিভিন্ন মেডিকেল কলেজ ও বড় হাসপাতালের গা ঘেঁষে হকারদের কাছে মাটিতে বিছানোর প্ল্যাস্টিক কিনে দিন কাটান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারী হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় ৭০ শতাংশের বেশি মানুষকে ভরসা জোগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবাসন দপ্তর এই যাত্রীনিবাসগুলি বানাবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল—এই চার জায়গায় যাত্রীনিবাস তৈরী করেছে আবাসন দপ্তর। সেখানে রোগীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।

 

 

Bengal Government to celebrate Kanyashree Utsav on July 28

July 28 will mark the celebration of Kanyashree Utsav, to be held at the Netaji Indoor Stadium in Kolkata. The day will witness representatives from all corners of the state coming together to congratulate accomplished Kanyashrees, who will be felicitated by the Honourable Chief Minister herself. Students who have benefitted from the Kanyashree Scheme from every district will participate in the celebratory event of this flagship scheme.

The Kanyashree Scheme is not only Chief Minister Mamata Banerjee’s most ambitious project, but it is also the pride of Bengal. It has so far brought 40 lakh girls under its umbrella. The scheme aims at effectively empowering girls through far-sighted, holistic and all-round development, stressing on ending early marriage and opening up options for young women. It even includes development in areas such as sports.

The success of the scheme has won it accolades both nationally and internationally. This includes the top prize at the United Nations Public Service Award 2017 and the Digital Empowerment Foundation-bestowed Manthan Award for Digital Inclusion and Development, and recognition at the UNICEF and DFID-organised Girl Summit in 2014. The scheme proved to be the best in the Public Service category at the UN forum from among 552 schemes across 63 countries.

 

 

পশ্চিমবঙ্গ সরকার ২৮শে জুলাই পালন করবে কন্যাশ্রী উৎসব

 

আগামী ২৮শে জুলাই সমগ্র রাজ্য জুড়ে পালিত হবে কন্যাশ্রী উৎসব। অনুষ্ঠানটি হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানে কৃতী কন্যাশ্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার থেকে কন্যাশ্রীরা এসে যোগদান করবে এই অনুষ্ঠানে। একটি প্রদর্শনীও হবে।

কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। কন্যাশ্রী বাংলার গর্ব। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

 

 

 

Statement by Trinamool Congress (by Derek O’Brien) at 12:30 PM

  • We condemn the biased attitude of a couple of BJP mouthpieces masquerading as ‘national TV channels’. Stop spreading propaganda. Check facts.
  • The BJP should address and resolve issues like Kashmir, farmer distress and jobs. Cut out the big talk.
  • BJP ministers and senior functionaries are openly spreading provocative messages on Facebook and Twitter. This is a crime.
  • When you cannot defeat Trinamool on social, economic or development indices, what does BJP do? Go back to a tried and tested dirty trick: polarisation.
  • BJP dirty tricks department also active in Darjeeling. What is the local MP doing supplying uniforms? We have proof. In time will share.
  • Making hollow speeches abroad about unity and harmony. And back home? You sell the nation’s assets and oversee killing fields.
  • Are you running the nation? Or are you burning the nation?

 

Derek O’Brien,
Leader of Parliamentary Party, Rajya Sabha and
Chief National Spokesperson

 

 

Trinamool can’t be scared to submission by the CBI and the ED: Abhishek Banerjee

Abhishek Banerjee addressed a public meeting in Sabang in Paschim Medinipur district on Wednesday. He also walked for 2 km in a rally. Yesterday’s rally was a curtain-raiser for the annual July 21 Shaheed Divas.

He said, “I have never seen so many people attending my meetings, the way you have gathered here today”.

He appealed to the people to felicitate the old-timers. “I get greetings everywhere. Now it is time for you to felicitate the old-timers in Trinamool, who have been with the party right from the start”.

About July 21, Sahid Divas, he said, “July 21 (‘ekush’) is not just a date, there is a lot of our emotion involved with the date. ‘Ekush’ signifies a flood of change, a storm of destruction, followed by renewal”.

About threats to Trinamool Congress, he said, “The more people try to scare Trinamool, the stronger would it become”.

He appealed to veteran leaders of Congress and other parties to join Trinamool. “Congress is bereft of principles and good ideals”.

He said those who at one time walked around with red flags are now in saffron garbs.

“Trinamool can’t be scared to submission by the CBI and the ED”, he concluded, referring to the Centre’s move to come down on party leaders with false cases.

 

CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল পশ্চিম মেদিনীপুরের সবং এ ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় প্রচুর জনসমাগম হয়।

এদিন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা প্রথম দিন থেকে তৃণমূল করছেন, তাদের প্রত্যেককে সংবর্ধিত করুন, আমরা অনেক সংবর্ধনা পাই, আর নয় এবার কর্মীদের সংবর্ধিত করুন”।

২১ শে জুলাই প্রসঙ্গে তাঁর বক্তব্য “২১ শুধুমাত্র একটি তারিখ নয় ২১ আমাদের আবেগ, অহংকার। ২১ মানে বৃষ্টি, বাদল, প্লাবন”।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “লাল পতকা নিয়ে যারা ঘুরত তারাই আজ গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে। বাংলার প্রতিটি দেওয়াল লিখন করুন ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হতে সাবধান’ আর কংগ্রেস দলের তো কোনও নীতি নেই। তৃণমূল কংগ্রেসেকে যত তাতাবেন, যত চমকামবেন, তৃণমূল ততই শক্তিশালী হবে। CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে না”।

 

44658583-06ec-4091-9b86-73cda7330969

TMYC President takes part in a padayatra at Sabang

087fedcf-dfbd-4790-b95a-797fc6c13f5d

TMYC President at the Sabang meeting

Image courtesy Sandip Singha 

The Governor must be impartial: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee, while replying to questions during a press conference at Nabanna, spoke on the riot which broke out in Baduria, Basirhat.

We support and respect social networks. They help to educate people on many things.

However, the ruling party at the Centre has an agenda – sometimes it is beating people in the name of ‘gau raksha’, sometimes it is about creating hate groups on Facebook by spreading rumours and creating trouble. An example is the incident which took place yesterday.

Some fake pictures are being put up, which have no relation with what has actually happened.

I would like to tell the people who are indulging in these that they are not doing the right thing.

The man who did this was arrested by the police. Logically, the situation should have been under control. But what we saw was that another group did something to flare up the situation into a communal issue.

We couldn’t sleep the whole night. I regret to say that this trouble between a group of HIndus and a group of Muslims, resulting from a Facebook post, is very regretful.

How many Facebook and Twitter posts can you stop? Lakhs and lakhs of people post on Facebook. If a certain Facebook post can set up a riot, then there cannot be a worse situation for the country.

I totally condemn the incident. Even after arresting the man, the way a group of people set up a blockade and created chaos, I am sure that they are not really acting in favour of the state.

I do not want to create any communal tension. I would appeal to both the groups to not to create communal tension. If the BJP is instigating you, why should you fall into the trap?

BJP is intent on instigation. But if this can lead to tension anywhere, I would not hold back in taking action.

As long as I am in this chair, all are equal. I respect all communities. Like the BJP, I do not set one community against the other. Be it Hindu or Muslim, if anything happens to any community, it would affect me.

Some religious leaders are igniting situations and burning property in exchange for money. Do not play with fire. Those destroying property will have to pay for it. Those fomenting trouble will not be pardoned. We have a list of all such people.

Today, the Governor has said a lot of things. I have been highly insulted.

I have a lot of respect for the Governor, which is a constitutional post. He has to work as per the Constitution, just as I have to.

I have not come to power because of the kindness of the Governor. I have been elected by the people. The Governor is nominated by the Central Government. The way he spoke today, favouring the BJP while humiliating me is very bad.

The community that has started all this trouble yesterday, I must tell them that we have had to hear a lot of things today. A person was arrested by the police after what he posted on Facebook. So where is my fault in this? Where is my government’s fault?

The Maa-Mati-Manush Government has given a lot of protection to you. But if you think that you can target me on the basis of partiality, then remember, Mamata Banerjee is not in favour of any one person or community – she is in favour of the people.

I have told the Honourable Governor that you cannot talk to me like this. The way the Governor is speaking, it seems that the BJP block president is speaking.

Why should such a thing happen. We are not his servants. I am occupying this post because the people have voted me to run this government, I am not here because of any particular group – neither the BJP, nor the CPI(M), nor the Congress. If the people don’t want me, I will leave this post.

After this insult, I had myself thought that I would resign. I have never been insulted in this way in my whole life.

The Governor cannot threaten me. He has threatened me today after calling me on my phone.

He is trying to teach me law and order. Why should he take only one side? Why can’t he be impartial?

These days, whenever something happens, the BJP goes and meets the Governor and hands him a paper, and then he starts saying whatever comes to his mind.

He should understand the fact that he is a nominated person. His is a constitutional position, and so I respect him. But at the same time, he should maintain his self-respect too.

The police are also to blame in some cases. Whatever I do, I do impartially. I have been telling the police from yesterday to control this. They should have immediately blocked the Facebook account.

But how many accounts can you block? This is being done by design, these posts have become a phenomenon. First they are putting up a story on Facebook, then fomenting trouble based on that.

I would say, why don’t the others counter the posts rather than becoming embroiled in the riots?

If the police had opened fire, many would have been killed. So they cannot do that. My aim is to make the communities understand rather than to open fire and harm people. That is why I am being patient. But let no one take my patience to be my weakness.

I am sternly telling the leaders of both the communities – we have had to hear a lot of things because of you. Do not indulge in such things.

I am not here just to be a chief minister. This is a chair of the people. I will not tolerate such goondaism. And I would appeal to the Governor not to behave like this.

I am in politics right from my younger days. I cannot tolerate the fact that now I have to hear such insults.

I’m really sorry if I have hurt anybody because of what I said. I apologise for that. But my conscience was extremely hurt today. I have not sat on this chair just for the sake of it. I work hard to accomplish whatever I can.

I do not respect religious leaders who can be swayed by such Facebook posts. I respect institutions like the Ramakrishna Mission and the Bharat Sevashram Sangha who work with responsibility. I do not respect the small fry who create such chaos in lieu of money. I condemn such people, like the person who posted on Facebook in the name of Hindu unity (‘samhati’) and Bajrang Dal. The BJP has such people in their ranks. Their leaders are indulging in this – it would be very evident if one checks their Facebook posts.

Some leaders are destroying the country and then going abroad to talk of unity. They are setting fire to the amity between communities and religions, and then indulging in sweet talk on religious unity in foreign lands.

Such things must be stopped; we will not tolerate such things. We do politics with dedication. We don’t indulge in dirty politics, our politics is for the good of the people.

Whatever decision I take next would depend on the situation. This is a very serious issue and I will handle it will utmost seriousness.

 

 

রাজ্যপালের নিরপেক্ষ থাকা উচিতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসিরহাটের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল নেটওয়ার্ককে আমরা support করি, respect করি। সোশ্যাল নেটওয়ার্ক অনেককে অনেক কিছু জানতে শেখায়। কিন্তু কেন্দ্রের শাসকদলের একটা agenda আছে। তাদের agenda হল কখনো গোরক্ষার নামে পিটিয়ে মারা, কখনো একটা hatred group তৈরি করে উল্টোপাল্টা ফেসবুকে দিয়ে দাঙ্গা লাগানো।

কালকের যে ঘটনা ঘটেছে এরকমই দাঙ্গা এবং কিছু মিথ্যে মিথ্যে ছবি দেওয়া হচ্ছে যেগুলোর সাথে বাস্তবের কোন সম্পর্ক নেই। কিন্তু তাও আমি বলব যারা এগুলো করছেন তারা ঠিক করছেন না। যে ছেলেটি করেছে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার পর এটা কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল। একটা ঘটনা ঘটেছে,অভিযোগ এসেছে, অভিযোগের সঙ্গে সঙ্গে পুলিশ action নিয়েছে।

কিন্তু আমরা আজ লক্ষ করলাম আর একটা গ্রুপ গিয়ে communally এটা flare up করেছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি।

খুব দুঃখের সাথে বলছি দিন রাত এত কাজ করার পরেও এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমানের মধ্যে ফেসবুক থেকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কটা ফেসবুক, টুইটার আপনি আটকাবেন? লক্ষ লক্ষ লোক ফেসবুক করছে। ফেসবুকের একটা কথা থেকে যদি দাঙ্গা লাগাতে হয় তাহলে এর থেকে দুঃখজনক দিন আর আসবে না। আমি এটাকে totally condemn করি।

ছেলেটিকে গ্রেফতার করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে একটা গ্রুপ করে রাস্তা ব্লক করেছে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমার মনে হয় না। আমি communal tension ছড়াতে চাই না। আমি দু পক্ষের কাছেই আবেদন করব দাঙ্গা নিয়ে কেউ রাজনীতি করবেন না। বিজেপি প্ররোচনা দিচ্ছে বলে আপনারা সেই প্ররোচনায় পা দেবেন কেন? বিজেপি তো প্ররোচনা দেওয়ার জন্যই আছে।কিন্তু মনে রাখবেন বিজেপির এই প্ররোচনায় যদি অন্যের ঘরে আগুন জ্বলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না।

আমি যখন এই চেয়ারে বসে আছি আমার কাছে all are equal. আমি কোন community করি না। আমি all community করি। আমি বিজেপির মত একটা communityর সাথে আর একটা community র আগুন জ্বালাই না। হিন্দুর গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে, মুসলমানের গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে। কয়েকজন ধর্মীয় নেতা টাকার বিনিময়ে আগুন জ্বালাচ্ছে। আগুন নিয়ে খেলবেন না। যে আগুন লাগাচ্ছে তাকেই টাকা দিতে হবে, আমার কাছে সব লিস্ট আছে, যে দাঙ্গা লাগাচ্ছে তাকেও ছাড়া হবে না। 

আজ আমায় Governor অনেক বড় বড় কথা বলেছেন।আজ আমি খুব অসম্মানিত হয়েছি। গভর্নর সাংবিধানিক পোস্ট। সংবিধান মেনে তাঁকে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী ও সাংবিধানিক পোস্ট। আমি Governor এর দয়ায় এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের mandate এ ক্ষমতায় এসেছি। I am elected by the people. Governor nominated by the central government.

যে ভাষায় উনি আজ বিজেপির পক্ষ নিয়ে আমাকে অসম্মানিত অপমানিত করেছেন…

যে community এটা কাল থেকে শুরু করেছে আমি তাদের বলব আপনাদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। কেউ একটা ফেসবুকে দিয়েছে পুলিশ গ্রেফতার করেছে, তাঁর জন্য আমার দোষ টা কোথায়? আমার সরকারের দোষ কোথায়?

মা মাটি মানুষের সরকার আপনাদের অনেক protection দিয়েছে, দিচ্ছে। তারপরেও যদি আপনারা মনে করেন আমার বুকে শেল মারবেন তাহলে জেনে রাখবেন মমতা ব্যানারজি কিন্তু কারও পক্ষে নয়, মানুষের পক্ষে।

আমি মাননীয় রাজ্যপালকে বলেছি আপনারা আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির ব্লক সভাপতি কথা বলছেন। কেন হবে এটা? আমরা কেউ চাকর বাকর নই। I am sorry. আমি এখানে সরকার চালাই, মানুষ আমায় এখানে পাঠিয়েছে বলে। আমি কারো দয়ায় আসিনি। আমি বিজেপি- সিপিএম-কংগ্রেসের দয়ায় আসিনি। আমি মানুষের দয়ায় এখানে এসেছি। মানুষ যদি চায় আমি চলে যাব।

আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম আমি ছেড়ে দেব। এত অপমানিত আমি জীবনে হইনি। Governor আমাকে threat করতে পারে না। উনি আজ আমায় threat করেছেন। আমার ফোনে ফোন করে আমায় threat করেছেন। উনি আমাকে law and order দেখাচ্ছেন। উনি কেন একটা পক্ষ নেবেন? দুটো পক্ষ নিতে পারেন না?

আজ যে কোনো একটা ছোট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসেন, উনি যা ইচ্ছে তাই বলে বেড়ান। ওনার
বোঝা উচিত he is a nominated person. I respect him. He should maintain his respect also. পুলিশেরও কোথাও কোথাও ভুল আছে। আমি যখন যেটা করি impartially করি।

আমি তো বলি ফেসবুকে যদি কেউ কিছু বলেতুমি তার পাল্টা টা বল, তুমি সেটা কাউন্টার কর। কাউন্টার না করে তুমি কেন রাস্তায় নেমেছ? এবং কাল থেকে যারা এ কাজটা করেছে তাদের বারবার বোঝানো হয়েছে।

পুলিশ গুলি চালালে ১০০ জন মারা যেত। ৫ জন ১০ জন লোককে কন্ট্রোল করা যায়। যদি দুটি কমিউনিটি মিলে এক জায়গায় বসে থাকে
সেখানে গুলি চালাতে গেলে আমার ২০০ লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য? আপাতত বুঝিয়ে শান্ত করা নাকি গুলি চালিয়ে দেওয়া? তাই আমার সময় লাগছে।আমার ধৈর্য যেন কেউ দুর্বলতা না ভাবে। আমি both কমিউনিটির নেতাদের কাছে বলছি আপনাদেরজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমি কিন্তু মুখ্যমন্ত্রীত্ব করতে এই চেয়ারে আসিনি। আমি এই চেয়ারটাকে মানি না। আমি মানুষের চেয়ার মানি। আমার ছেড়ে দিতে এক সেকেন্ড লাগবে। আমি এসব hooliganism বরদাস্ত করব না আর রাজ্যপালের কাছে আমার আবেদন থাকবে dont behave like this. This is very insulting and humiliating.

আমি ১৩-১৪ বছর বয়স থেকে রাজনীতি করি, আজ এখানে এসে আমায় এত বড় বড় অসম্মানজনক কথা শুনতে হবে? I am really sorry. কিন্তু আজ আমার মনে খুব লেগেছে, বিবেকে আঘাত লেগেছে। আমি এখানে বসে থাকার জন্য আসিনি, আমি খেটে কাজ করি। ফেসবুকে একটা কমেন্ট থেকে যারা দাঙ্গা লাগায় সেই সব ধর্মীয় নেতাদের আমি ঘৃণা করি। আমি এইরকম মানসিকতাকে ধিক্কার জানাই।

আমি সম্মান জানাই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমকে, কারণ তারা দায়িত্ব নিয়ে কাজ করে।

(কিছু নেতা) দেশকে নষ্ট করে দিয়ে বিদেশের মাটিতে ঐক্যের কথা বলছে। দেশটাকে পুরো ভেঙে দিয়ে, সব community তে আগুন লাগিয়ে দিয়ে, বাইরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে। বিদেশের মধ্যে ঐক্য চান আর দেশের মধ্যে আগুন চান। It must be stopped. না হলে আমাদের মত লোকেরা এসব জিনিস সহ্য করবে না। আমরা dedication নিয়ে রাজনীতি করি। সব politician খারাপ নয়। আমরা মানুষের রাজনীতি করি। এরপর আমি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

This is a very serious issue. Let me handle it seriously.