Trinamool’s Derek O’Brien makes a Point of Order about Short Duration Discussion on crimes against marginalised

From yesterday, we are trying to start this debate, and the Government is telling us that we are not interested in this debate. We are serious about this debate. Twelve parties in the Opposition have signed these Notices. This is a serious issue. The Leader of the House is here. It is wonderful. He will listen to us. Let him do that.

We are not saying the Prime Minister has to come and speak. Let the Leader of the House and the Home Minister come and answer. This is not about one or two parties, it is about the entire Opposition; about 130 MPs have given the notices. So let us be very careful as to who is serious. We want this discussion, but we want a meaningful discussion with action. The perception and intention that the Government is serious should also be there.

Mamata Banerjee seeks to make Digha an even better tourist attraction

Bengal Chief Minister Mamata Banerjee conducted an administrative meeting at Digha last week. During the meeting the CM instructed the district administration to take up a number of initiatives to make Digha a better place for tourists.

She pointed out that the sea beach and its surrounding areas must be kept clean and tidy. She asked senior administrative officials to engage workers under the 100-day job guarantee scheme for this initiative.

The security of tourists visiting the beaches must be a top priority, as an increasing number of people have been visiting the Digha beach over the years. She also laid emphasis on increasing nulias (local divers), who often save people from being swept away by the currents while taking a dip in the sea.

Senior police officers in the district were instructed to deploy more police personnel on the beach to check untoward incidents. The CM asked the district administration to ensure that tourists do not face problems during their stay at Digha. She also urged the people to be cautious while bathing in the sea.

Digha has always been a thrust area of the Chief Minister, as a result of which a host of developmental projects have virtually transformed the area into a far better tourist destination than it had been before. The present government has also introduced a helicopter service between Kolkata and Digha.

 

দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও বেশী আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়

গত সপ্তাহে দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের জন্যও দীঘাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি একদম নির্দিষ্ট করে বলেন, সমুদ্রতট ও সংলগ্ন জায়গাকে সর্বদা পরিষ্কার রাখতে। উচ্চপদস্থ প্রশাসন আধিকারিকদের বলেন, এই কাজের জন্য ১০০ দিনের কাজে যুক্ত মানুষদের নিযুক্ত করতে।

যেহেতু প্রতি বছর দীঘায় পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে, তিনি বলেন, সমুদ্রতটে আসা পর্যটকদের নিরাপত্তাকে দিতে হবে অগ্রাধিকার। সমুদ্রে অনেকসময়ই অনেক বিপজ্জনক ঘটনা ঘটে থাকে, সেগুলো যাতে না ঘটে তাই তিনি নুলিয়াদের সংখ্যা বাড়ানোয় জোর দেন।

অনভিপ্রেত ঘটনা এড়াতে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রতটে আরও বেশী পুলিশকর্মী নিযুক্ত করার। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন পর্যটকরা যাতে কোনোভাবে কোনও অসুবিধায় না পড়েন যতদিন তাঁরা দীঘায় থাকবেন। পর্যটকদের খুব সতর্ক থাকার অনুরোধ করেন সমুদ্রে স্নান করার সময়।

মুখ্যমন্ত্রী বরাবরই জোর দিয়েছেন দীঘার উন্নয়নে। দীঘার উন্নয়ন প্রকল্পের কল্যানে আজ দীঘা পেয়েছে এক অনন্য রুপ। এই সরকার কলকাতা ও দীঘার মধ্যে হেলিকপ্টার পরিষেবাও চালু করেছে।

 

Trinamool’s Derek O’Brien speaks on Notices given by Opposition parties in Rajya Sabha

Sir, there are 12 Notices from different parties of the Opposition on different core issues. The first core issue is lynching which is happening across the country, farmers’ issues, and many other issues.

Those Notices are with you. We want a discussion on these issues. we are all in agreement. In the morning the Opposition did not disrupt the House. The disruption was from the Government benches. Mayawati Ji was not given the chance to speak.

So, what about those 12 Notices?

 

Birla Planetarium must be included in the tourism map: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the renovated MP Birla Planetarium in Kolkata. The programme took place at the Planetarium Hall. The Mayor of Kolkata, Sovan Chatterjee, was also present on the occasion along with representatives of the MP Birla Group.

After 52 years of successful operation, the planetarium management went in for renovation and upgrade of the projection system with state-of-the-art equipment. The Chief Minister termed the institution as “unique” and said it was “fabulous and a matter of pride for us”.

The Chief Minister said: “After Victoria Memorial, this is among the most popular attractions in the city. As a student, I was very fond of this place. This place is important for students where they can gain a lot of knowledge”.

“Mr Madhav Prasad Birla was a visionary. You need a vision and a mission for a project like this. Our first Prime Minister Jawaharlal Nehru inaugurated this”, she added.

She urged schools to send their students to the planetarium for gaining knowledge in astronomy.

 

বিড়লা তারামণ্ডল পর্যটন মানচিত্রে আসা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়  

আজ নতুন রূপে তৈরী হওয়া বিড়লা তারামণ্ডলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এবং বিড়লা গ্রুপের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বিড়লা তারামণ্ডল আমাদের জন্য গর্বের বিষয়। এটা একটা ইউনিক আকর্ষণ।

তিনি আরও বলেন, “ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর এটি একটি জনপ্রিয় আকর্ষণ। স্কুলে পড়াকালীন এটা আমার খুব পছন্দের জায়গা ছিল। ছাত্রছাত্রীদের knowledge বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা”।

তিনি আরও বলেন, “মাধব প্রসাদ বিড়লা দূরদর্শী মানুষ ছিলেন। কোন একটি project এর জন্য ভিশন ও মিশন প্রয়োজন। জওহরলাল নেহেরু (আমাদের প্রথম প্রধানমন্ত্রী) এর উদ্বোধন করেছিলেন”।  

 

 

তিনি স্কুলগুলিকে আবেদন করেন ছাত্রছাত্রীদের বিড়লা তারামণ্ডল পরিদর্শনে নিয়ে আসার জন্য।

Bengal to be ‘Focus State’ at World Food India 2017

Bengal is going to be the ‘Focus State’ at World Food India (WFI) 2017, to be organised by the Food Processing Industries from November 3 to 5.

Bengal’s participation at WFI 2017, which will be the largest trade fair of its kind to be held so far in India, will be a golden opportunity for Bengal to showcase its potential as well as the huge success it has achieved in the food sector. It will also be a platform to highlight the state’s innovative food processing methods.

WFI 2017 will provide an opportunity for the most important stakeholder in the sector, that is the farmer, to interact and network with Indian and global leaders across the food value chain.

The state is preparing an agribusiness and food processing logistics blueprint, which will include developments like the increase in exports of mangoes and litchis by more than 40 per cent that Bengal witnessed in 2016-17.

Among the major agricultural infrastructure set up in recent times in the state are packhouses in Malda and Barasat. In the near future, a vapour heat treatment (VHT) facility in Barasat, an irradiation facility in Chinsurah and a perishable cargo complex in Bagdogra will become operational.

Source: Millennium Post

 

ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭-র ‘ফোকাস স্টেট’ হতে চলেছে বাংলা 

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিষয়ক ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭র ‘ফোকাস স্টেট’ হতে চলেছে বাংলা। এই অনুষ্ঠানটি হবে নভেম্বর মাসের ৩ থেকে ৫ তারিখ।

বাংলার এই অনুষ্ঠানে যোগদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের মেলা দেশের মধ্যে প্রথম ও সর্ববৃহৎ। খাদ্য বিষয়ে বাংলার যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, তা সকলের সামনে তুলে ধরার এটি সুবর্ণ সুযোগ। বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে যে উদ্ভাবনী শক্তি আছে সেটাও তুলে ধরা যাবে এখানে।

ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭তে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যেসকল গুরুত্বপূর্ণ ব্যাক্তি যুক্ত আছেন  মানে কৃষক, তাঁদের জন্যও থাকছে সুযোগ। কৃষকরা এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগ করারও সুযোগ পাবেন।

রাজ্য সরকার কৃষিব্যাবসা ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে সরবরাহ ব্যাবস্থা আরও ভালো করার নক্সা তৈরি করছে। ২০১৬-৭ সালে বাংলা আম ও লিচু রপ্তানি বাড়িয়েছে ৪০ শতাংশরও বেশী।

বারাসাত ও মালদা’র প্যাক হাউস তৈরি সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ কৃষি পরিকাঠামো উন্নয়নের একটি উদাহরণ। খুব শীঘ্রই বারাসাতে ভেপার ট্রিটমেন্ট, চুঁচুড়ায় জীবাণুমুক্তিকরণ ও বাগডোগরায় একটি পেরিশেবেল কার্গো কমপ্লেক্স কাজ শুরু করবে।

 

KMC to renovate Kalighat temple area

The precincts of Kalighat Temple, one of the major pilgrimage sites, are going to be renovated. Based on Chief Minister Mamata Banerjee’s instructions, the Kolkata Municipal Corporation (KMC) will be undertaking this work soon. KMC will keep in mind the basic structure of the heritage temple, which will remain unchanged while the renovation work is carried out.

This was decided during a meeting held recently at Nabanna. At a press conference following the meeting, the Chief Minister said, “KMC has been asked to present detailed project reports on various aspects of the renovation work to the State Government by August 31. After that, further meetings would be held to finalise the work”.

The proposed improvements include widening of the entry and exit roads to the temple and the building of multiple entry gates. The shops around the temple would also be given a new look. The KMC project reports for the renovation would take into account the work carried out at the Dakshineswar Temple by the State Government. 

A lot of tourists and pilgrims from the country and abroad visit the Kalighat Temple, especially on Puja days and festivals. Hence, the State Government’s decision for an elaborate revamp the temple premises.

 

কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা। এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ।

কালীঘাট মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই সংস্কার করবে কলকাতা পুরসভা। সেই কাজ ঠিক করতে কলকাতা পুরসভাকে একাধিক প্রকল্প রিপোর্ট তৈরী করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তার পরে ফের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর রাস্তা প্রশস্ত করা হবে। দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা উন্নয়নের রূপরেখা তৈরী করবে। একাধিক প্রবেশদ্বার তৈরী করা হবে। দোকানগুলিকেও সাজানো হবে। সবটাই নির্ভর করবে পুরসভার নকশার উপরে।

দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। তাই এই চত্বর সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

This is a vote of protest against injustice and anarchy: Mamata Banerjee on Presidential elections

Bengal Chief Minister Mamata Banerjee addresses the press at State Assembly

 

They (BJP) are trying to sell the country just because they have the numbers. There is injustice, anarchy and lawlessness across the country. They do not pay any heed to the opinion of the people. They may have the numerical strength, but that doesn’t mean they can do anything. There are constitutional norms.

We also have more than two-thirds majority in Bengal. Despite having numerical strength we have never taken any anti-people decisions. Trinamool is always pro-people.

We have supported Meira Kumar in the presidential polls. But we will respect the NDA candidate too if he becomes the President. This vote is our protest against injustice. This is a vote for resistance. We will continue to speak for the people. There are some parties which still support the BJP. It is time for all to come together to fight the BJP in the national interest.

All sections of society are under attack, including the media. Various agencies are being misused. We are the worst sufferers. We are the victims of circumstance. India’s relations with Nepal, Bhutan and Bangladesh have worsened. Bengal shares its borders with these countries. What will happen if China takes control of Sikkim? What will happen to the ‘chicken neck’ region near Siliguri? The Centre’s wrong policies have worsened our relations with our neighbours.

We want cordial relations with Bangladesh. But we have information that Vishwa Hindu Parishad (VHP) burnt effigies of Sheikh Hasina on July 1. Why was it allowed? How is the VHP giving arms training to women and children in the name of Durga Vahini. Parallel governments are being run in the name of gau-rakshaks and vahinis. Where is the RAW, IB, NSA and NIA?

Nearly 400 schools have mushroomed around the Pashupati Gate near Darjeeling where Chinese language is being taught. Who allowed that to happen? Jamaatis – who are also fighting Sheikh Hasina – were allowed to enter through Saatkheera and incite communal violence through videos. People here believe in harmony and we thwarted their efforts. But the question remains, who allowed them to enter?

We have registered our protest against injustice and anarchy. Very few parties, apart from us, have this conviction. Eighteen political parties have come together for these polls; we thank them. To the other parties, I wish to tell you, BJP will not spare you either. This is the right time to form an alliance.

Trinamool will continue to be vocal about Kashmir, the attack on Amarnath yatris, Aadhaar card, violence in the name of gau-raksha and the systemic efforts to break the federal structure. They have pushed the country backwards with demonetisation. Note bandi and GST have become instruments of corruption. How much black money was recovered? The country is yet to know.

They will orchestrate riots and States will have to bear the brunt? This cannot continue. We will keep fighting like tigers. They can keep indulging in the politics of vindictiveness if they wish. We are ready to go to jail. We will not bow down our heads.

 

 

এই ভোট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট: রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওরা (বিজেপি) দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। চারিদিকে অন্যায়, অরাজকতা। ওরা মানুষের কথায় কান দেয় না, শুধুমাত্র ওদের নম্বরের জোর আছে বলে। আগেও কিছু রাজনৈতিক দল এসেছে যাদের নম্বরের জোর ছিল। কিন্তু সংবিধানের কিছু নিয়ম আছে। আমাদের যেমন সংবিধান আছে, তেমনই কনভেনশন আছে।

আমরাও এখানে সংখ্যাগরিষ্ঠ। আমরা এমন কিছু করি না যাতে মানুষের ক্ষতি হতে পারে। আমরা সব সময় pro-people। তাই আমাদের এই stand মীরা কুমারকে সমর্থন করার মধ্য দিয়ে। আমরা ভোট দিয়েছি; অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট। আগামী দিনে আমি চাই বিরোধী শক্তি এক জায়গায় এসে লড়াই করুক। এখনও কেউ কেউ আছেন যারা বিজেপিকে মদত দিচ্ছেন। আমরা দেশের স্বার্থে অনুরোধ করব বিজেপিকে মদত দেওয়া বন্ধ করে মানুষের পাশে এসে দাঁড়ান। আজ দেশের  মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ।

মিডিয়া থেকে শুরু করে সকলের ওপর অত্যাচার হচ্ছে। বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা। We are the victims of the circumstances। বাংলা নেপাল-ভুটান-বাংলাদেশের প্রবেশদ্বার। সিকিম আজ চিনের কাছে চলে গেলে, দার্জিলিং suffer করবে। কেন্দ্রীয় সরকারের ভুলের জন্য চিন, নেপাল, ভুটান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে। সবেচ্যে বেশি suffer করছে বাংলা।

আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। ১ লা জুলাই বিজেপির এক সংগঠন শেখ হাসিনার কুশপুত্তলিকা পুড়িয়েছে, তারা একটা হিন্দু সংগঠন, তাদের এই সাহস কেন হবে? কেন বিশ্ব হিন্দু পরিষদের নামে দুর্গা বাহিনী গঠন করে বন্দুকের প্রশিক্ষণ দেওয়া হবে? কখনো গো রক্ষকের নামে, কখনো বাহিনীর নামে parallel government চালাচ্ছে। RAW, IB, NSA, NIA কোথায়? কেন বর্ডার খুলে দেওয়া হয়?

দার্জিলিং এর  কাছে পশুপতি গেটের পাশে প্রায় ৪০০ স্কুল তৈরি হয়েছে চাইনিজ ভাষা শেখানোর জন্য। সাতক্ষীরা  থেকে যখন এখানে জামাতের লোক ঢুকিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা তা করতে দিইনি, রুখে দিয়েছি। কারা খুলে দিয়েছিল? কেন দিয়েছিল?

আমরা হারবো জেনেও ভোট দিয়েছি কারণ আমরা আমদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা রেকর্ড করিয়েছি। আমরা ছাড়া আর কারোর এই সাহস নেই। আজ ১৮ টি রাজনৈতিক দল একজোট হয়েছে, তাদের আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কিন্তু আজও যারা ভয়ে বিজেপিকে সমর্থন করছেন আগামী দিনে বিজেপিও আপনাদের ছেড়ে কথা বলবে না। এটা জোট বাধার একটা শুভক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে আমরা জোট বাঁধার জোটটাকে শক্তিশালী করলাম।

তৃণমূল কংগ্রেস মানুষের কথা বলবে। দার্জিলিং, কাশ্মীর, অমরনাথ, আধার কার্ড, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ, গো-রক্ষার নামে হিংসা থেকে শুরু করে সব কিছু নিয়ে বলবে। দাঙ্গা করবে ওনারা, আর রাজ্য সব সামলাবে? GST, নোট বন্দিতে দেশ পিছিয়ে গেছে। GST, নোট বন্দি দুটোই corruption এর চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। কালো টাকাগুলো কোথায় গেল আজ পর্যন্ত মানুষ জানে না।

আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে বেঁচে থাকব। প্রতিহিংসা মূলক আচরণ করে কেউ যদি ভাবে আমাদের জেলে পাঠাবে, আমরা জেলে যেতে প্রস্তুত। কিন্তু আমরা আমাদের মাথা নত করব না।

 

Trinamool takes out rallies in Kolkata, urges all to join Martyrs’ Day meet

Trinamool Congress on Sunday took out rallies in different parts of the city urging people from all walks of life to join the Martyrs’ Day meeting on July 21 at Esplanade. It will be addressed by party Chairperson Mamata Banerjee.

A colourful rally was taken out from Dum Dum Park to Dakshindari. Rallies were also taken out in south and north Kolkata as well as Behala. Meetings were held in different areas where prominent Trinamool Congress leaders took part. The city rallies are in addition to the preparatory public meetings that are being held in the districts. The party leadership expects a record gathering at this year’s rally.

A huge stage will be built opposite Victoria (CESC) House on Chittaranjan Avenue, as in previous years. Senior Trinamool leaders including Subrata Bakshi are visiting the site to supervise the construction of the stage. Party workers and leaders from all over the state will be participating in the Ekushe July Dibas rally.

The party will open camp offices in different parts of the city to help the participants by providing water pouches and other assistance. Trinamool All India General Secretary Subrata Bakshi said: “Steps have been taken to conduct the meeting and rallies peacefully without causing any inconvenience to people.”

Thirteen Youth Congress workers were killed in police firing in the Mayo Road area on July 21, 1993 during a rally demanding that voter ID cards be made compulsory. Mamata Banerjee has been observing the day as Martyrs’ Day since 1994.

 

শহীদ দিবসের সভায় সকলকে আহ্বান জানাতে তৃণমূলের মিছিল কলকাতায়

সমাজের সকল স্তরের মানুষকে দলে দলে আগামী ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সভায় যোগ দিতে আহ্বান জানাল তৃণমূল কংগ্রেস। সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে মিছিলের আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় দমদম পার্ক থেকে দক্ষিণদাড়ি পর্যন্ত।  বেহালাতেও মিছিল হয়। বিভিন্ন জায়গায় সভারও আয়োজন হয়; দলের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্যও রাখেন। এবারে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হবেন ২১শে জুলাই এর সমাবেশে, এমনটাই আশা করা যায়।
প্রতিবারের মত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে ভিক্টোরিয়া হাউসের বিপরীতে এক বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। তিনি বলেন, “এই সভা ও মিছিলকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা ও জনসাধারণের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিস খোলা হবে সভায় আগত মানুষের সুবিধার্থে।
১৯৯৩ সালের ২১শে জুলাই মেয়ো রোডে রাজ্য পুলিশের নির্বিচারে গুলি চালানোয় প্রাণ হারান ১৩ জন যুব কংগ্রেস কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করছেন ১৯৯৪ সাল থেকে।

Bengal Transport Dept introduces online platform for Gatidhara permits

The State Transport Department has introduced an online platform where applications for luxury car permits under the Gatidhara project from the State Transport Authority (STA) can be submitted.

The step has been taken to make the process of applying easier and hassle-free. Earlier, applicants had to stand in long queues for appointments and interviews that they needed to get through in order to obtain the permit. But with the introduction of the online application system, applicants do not need to go to the STA offices.

Prospective permit seekers just need to log in into the website, www.transport.wb.gov.in and click on the links for Annexure-I, Annexure-II and Annexure-III to download three forms, and then fill them up and submit them for an appointment on a desired date and time. After getting the date, the applicant has to appear before the officers in the STA with all the necessary documents for the interview. Applying for the permit is the first stage for getting the benefits under Gatidhara, which enables purchase of a luxury car for commercial purposes. Once the permit is obtained, the process of sanctioning a subsidy of Rs 1 lakh to buy the car begins.

The applicant will then get an SMS on his given mobile number as soon as his or her subsidy is granted. The person will also receive another SMS when the fund is released. The Transport Department has introduced the SMS-based system recently, by which the applicant no longer needs to run to a dealer or any other official to know whether the subsidy has been released.

The STA’s office in Kolkata is at Kasba, while there are two more offices in Siliguri and Durgapur. In the Left Front regime, people from across the state had to come to the STA in Kasba for the interview and the permits. The Trinamul Government has since set up the branch offices in Siliguri and Durgapur, which will cater to the applicants from North Bengal and South Bengal respectively. Applicants from districts in and adjacent to Kolkata can get their permits from the Kasba office. The Gatidhara project was the brainchild of Chief Minister Mamata Banerjee. So far, around 13,000 unemployed youths have benefitted from it.

The Transport Department has a target of bringing 10,000 more people under the scheme in the 2017-18 financial year.

 

 

পরিবহণ দপ্তরের উদ্যোগে এবার গতিধারা প্রকল্পের পারমিট মিলবে অনলাইনে

রাজ্য পরিবহণ দপ্তর সুচনা করল এক অভিনব অনলাইন পরিষেবার। এই পরিষেবায় গতিধারা প্রকল্পের অন্তর্গত বিলাসবহুল গাড়ির পারমিট পেতে আবেদন করতে পারবে অনলাইনে।

এই পদক্ষেপ গ্রহণ করার ফলে আবেদন জমা দেওয়ার পদ্ধতি হল আরও সহজ ও ঝামেলাহীন।

এতদিন পর্যন্ত আবেদনকারীদের লম্বা লাইনে দাঁড়াতে হত অ্যাপয়েন্টমেন্ট ও ইন্টারভিউ-এর তারিখ পেতে। এই নতুন পদ্ধতিতে আর আবেদনকারীকে স্টেট ট্রান্সপোর্ট অথরিটি’র দপ্তরে যেতে হবে না।

আবেদনের জন্য শুধুমাত্র www.transport.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে, Annexure-IAnnexure-II and Annexure-III – এই তিনটি ফর্ম ডাউনলোড করে ভর্তি করে জমা দিলেই মিলবে অ্যাপয়েন্টমেন্ট-এর নির্দিষ্ট দিন ও সময়। এরপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে স্টেট ট্রান্সপোর্ট অথরিটি’র দপ্তরে ইন্টারভিউ-এর জন্য।

গতিধারা প্রকল্পের অন্তর্গত এই আবেদন জমা দেওয়া প্রাথমিক পর্যায়ের কাজ। এর ফলে বিলাসবহুল গাড়ি বাণিজ্যিক কারনে কেনার পারমিট পাওয়া যাবে। একবার পারমিট পাওয়া গেলে তারপর গাড়ি কেনার জন্য সরকারি ১ লক্ষ টাকা অনুদান পাওয়া যায়। আবেদনকারী তাঁর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে মুহূর্তে তাঁর এই অনুদান অনুমোদিত হবে। তিনি আরও একটি মেসেজ পাবেন যে মুহূর্তে তাঁর অই টাকা সরকার থেকে দিয়ে দেওয়া হবে। এই এসএমএস এর পদ্ধতিটিও সরকার অল্প কিছুদিন আগেই উদ্বোধন করেছেন। এর ফলে আবেদনকারীকে খোঁজখবর নিতে কোথাও যেতে হবে না।

স্টেট ট্রান্সপোর্ট অথরিটি’র দপ্তর কলকাতার কসবা, শিলিগুড়ি ও দুর্গাপুরে আছে। বিগত বাম সরকারের আমলে সারা রাজ্যের মানুষকে কসবা’য় আসতে হত। তৃণমূল সরকার ক্ষমতায় এসে শিলিগুড়ি ও দুর্গাপুরে শাখা খুলেছে। এর ফলে উপকৃত হচ্ছেন উত্তর ও দক্ষিন বঙ্গের মানুষ। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা কসবা থেকে পারমিট পেতে পারবেন। এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসকন্যা। এখনও পর্যন্ত এই প্রকল্পে উপকৃত হয়েছেন ১৩,০০০ বেকার যুবক।

২০১৭-১৮ বর্ষে আর ১০,০০০ বেকার যুবককে এই প্রকল্পের সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে পরিবহণ দপ্তর।

 

Sanction loans for the poor & marginalised farmers, Bengal Agriculture Minister tells banks

The Bengal Agriculture minister, Purnendu Basu, urged banks to give priority to sanction loans for the state’s poor and marginalised farmers.

Speaking at a programme organised in the city by NABARD, he said sanctioning loans to “poor and marginalised” farmers is a major problem. There are around 72 lakh families in the state who are dependent on agriculture and 96 percent of them are “marginalised and poor” farmers.

“About 70 percent of the farmers’ families cannot approach banks for a loan despite having Kisan Credit Cards (KCC) as they cannot furnish all the necessary documents that the banks ask for before sanctioning the loan. But a point that has to be noted is that last year, farmers have invested a total of Rs 23,000 crore for agriculture. This is a huge capital that they gather by mortgaging their family jewellery and taking loans from moneylenders so that they can invest in agriculture,” he said.

The minister further added that there were many who did not clear their loan amounts with the banks, which went up to hundreds of crores of rupees. NABARD and co-operative banks extend all support to farmers. “So it is my request to all banks to look into sanctioning loans for the poor and marginalised farmers in the state.” This comes at a time when the state leads the country in producing rice and vegetables.

 

 

রাজ্য কৃষি দপ্তর গরীব ও প্রান্তিক চাষিদের ঋণ মঞ্জুর করার আবেদন করল ব্যাঙ্কগুলিকে

রাজ্য কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু ব্যাঙ্কগুলিকে আর্জি জানিয়েছেন রাজ্যের গরীব ও প্রান্তিক চাষিদের ঋণ মঞ্জুরের ক্ষেত্রে তাঁরা যেন অগ্রাধিকার দেন।

NABARD আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গরীব ও প্রান্তিক” চাষিদের ঋণ মঞ্জুর হওয়া একটি প্রধান সমস্যা। আনুমানিক ৭২ লক্ষ পরিবার আছেন পশ্চিমবঙ্গে যারা কৃষির ওপর নির্ভরশীল। এদের মধ্যে ৯৬ শতাংশ “গরীব ও প্রান্তিক” কৃষক।

“কিষাণ ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও প্রায় ৭০ শতাংশ কৃষকের পরিবার ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করতেই যান না। তাঁরা সব নথিপত্র জমাও করেন না যা ঋণ মঞ্জুরের জন্য আবশ্যক। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর কৃষকরা ২৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে কৃষিতে। তাঁদের বিনিয়োগ করা এই বিপুল পরিমান অর্থ তাঁরা জোগাড় করেছেন মহাজনদের কাছে তাঁদের পারিবারিক সমস্ত গহনা বন্দক দিয়ে” তিনি বলেন।

তিনি আরও বলেন, অনেকে আছেন যারা ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেননি, যার পরিমান কয়েকশো কোটি টাকা। NABARD ও সমবায় ব্যাঙ্কগুলি সবরকমের সহযোগিতা করে কৃষকদের। “তাই, ব্যাঙ্কগুলির কাছে আমার অনুরোধ তাঁরা যেন এ রাজ্যের গরীব ও প্রান্তিক কৃষকদের ঋণ মঞ্জুরের বিষয়টি গুরুত্ত্ব দিয়ে দেখেন।” এই মুহূর্তে চাল ও সবজি উৎপাদনে দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ।