SS Roy speaks regarding the monthly release of files related to Netaji Subhas Chandra Bose

Sir, the government had assured that every month 25 files pertaining to Netaji Subhas Chandra Bose would be released. But in the month of February, not a single file was published.

Through you, Sir, I would like to request the government to publish 25 files, as assured, without further loss of time.

Trinamool questions the credibility of ‘sting video’ in Parliament

Leader of the Trinamool Congress in Rajya Sabha, Derek O’Brien, today questioned the credibility of a ‘sting video’ being shown across TV channels over the last two days. Trinamool had given a Notice of Suspension of Rules under Rule 267 in the Upper House.

Derek O’Brien said that in this day of technology, the credibility of content in the video is under question. He also questioned the credibility of the people who conducted the sting operation.

“Foreign funds are coming in before elections. Calls were made to Dubai before the video was released. Let us not judge the content of the video. The credibility of the video must be questioned,” he iterated.

Asserting that the Opposition should fight the Trinamool Congress politically, Derek maintained that he welcomes professional journalists to conduct investigative journalism.

The person responsible for the sting operation called for new parivartan in Bengal, Derek O’Brien said. He reiterated that Mamata Banerjee is known for her transparency and credibility.

Click here for the Full Transcript of Speech

Mamata Banerjee speaks on the conspiracies hatched by the Opposition against Trinamool Congress – FULL TRANSCRIPT

Whenever it is election season in Bengal, the Opposition engages in falsehoods, conspiracies, slander and misinformation; canards are spread against us. In other states political battles are fought only at the time of polls; there is no politics over developmental works. However, in Bengal a section of the media and the Opposition only believes in smear campaign.

A section of the media has already started its smear campaign but, according to me, this is a manufactured conspiracy; it is concocted and there is involvement of foreign money in this case.

So many political parties have joined hands to take on Mamata Banerjee and Trinamool Congress in the polls. Even then, they need black money from foreign soils to blackmail us. They do not have any ethical right to continue in politics.

Why are they so afraid?What are they afraid of? I have always maintained that our political opponents should fight us politically. Let them challenge us on development; let them compete with us on the plank of development and progress.Judge us on the parameter of work done;judge us on the basis of our performance. But the Opposition is afraid to do that.

In the last five years we have transformed Bengal. People now are proud to say that they belong to Bengal.But CPI(M), Congress and BJP, with the help of some agencies with vested interests, want to paint a negative picture of the State through continuous conspiracies. Sometimes they stage riots to sow seeds of division between people.

This operation has all the signs of a conspiracy, hatched with the help of foreign funds. I have my doubts on the authenticity of the incident. I think they are concocted. I have doubts over the involvement of the Trinamool Congress with this case.

This person had conducted a similar affair earlier, but couldn’t prove the allegations. There was a lot of illegality involved. What credibility does that person have to question Trinamool Congress, just before the elections?

If the operation was conducted in 2014, what stopped the agency from broadcasting the tapes for two years? Why were they sleeping on it? Was it because they wanted to malign us just before the Assembly polls as they know that they will not be able to defeat us in any other way?

If you cannot defeat her, beat her up and murder her – this is always their plan. Since they cannot defeat me politically, they are maligning my party. I have reached the position I am in now after years of struggle; 99 per cent of my party workers are hard-working.They are trying to malign all these people. It is not always possible to control the rest one per cent; that is also the case for any family. If we come to know of any such malicious activities we always take action. We never authorise anyone to collect money on behalf of party like this.

The BJP, the Congress and the CPI(M) have enough party funds to run an election campaign; they have a lot of moveable and immoveable assets. Trinamool Congress, on the other hand, is a political party which is not-so-well-off financially. We just about manage to fulfil our election expenses with whatever little we have. We depend on membership fees and whatever else people give us. I think our budget is the smallest among the political parties in India.

People of Bengal can see through the intentions of the Opposition; they cannot tackle us politically; so they are up to dirty tricks. Money power, muscle power, mafia power, and media (some sections not all) power have ganged up along with central agencies to malign the character of Mamata Banerjee.

We want an investigation into the whole incident; let there be an investigation about the people who are using foreign money and black money to try and blackmail Trinamool leaders.

The main target of these vested interests is not the 2016 Assembly but the 2019 general election. They are afraid that Mamata Banerjee might have a say in the power centres in Delhi too. Mamata Banerjee does not seek power. I was born in Bengal, have lived in Bengal and would die in Bengal too. I love Bengal and I love to work for its people. If they, who have no hold over their tongues, can question the integrity of a person like me, one can only imagine what they would say about others.

They cannot counter us in any way – be it on principles, on philosophy, on culture or on purity of thought. So they have only one job now – to malign us, to spread canards. They should reflect on their actions. No matter how hard they try they will get a big ZERO.

CPI(M), Congress and BJP have already created a rainbow alliance against me. What else do they want? Even a section of the media is supporting them. Why do they still need to create a scam? I challenge them to prove all the allegations. If they cannot, they must leave politics.

I demand that the authenticity of this video be investigated. Where did the money come from? Was foreign money involved? Have they become so ideologically bankrupt that they need foreign black money to malign me?

Was there a deal? Who struck the deal, if there was one? Which political party is behind the conspiracy? People of Bengal will give a fitting reply to all the conspiracies during the elections.

 

বিরোধীদের কুৎসার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসে তখনই বিরোধীরা এইসব চক্রান্ত, ছলনা, কুৎসা, অপপ্রচার শুরু করে। অন্যান্য রাজ্যে রাজনৈতিক লড়াই শুধু নির্বাচনের সময় হয়, উন্নয়নের কাজে কেউ বাধা দেয় না। শুধুমাত্র বাংলাতেই বিরোধীদের সঙ্গে কিছু মিডিয়া মিলে একসাথে এই কুৎসা ও অপপ্রচার চালায়।

মিডিয়ার একাংশ ইতিমধ্যেই অপপ্রচার শুরু করে দিয়েছে। কিন্তু আমি মনে করি পুরো ঘটনাটাই সাজানো। পুরো ঘটনাটাই ম্যানুফ্যাকচারড। এর মধ্যে বিদেশি টাকা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য অনেকে হাত মিলিয়েছেন। তারপরও আমাদের ব্ল্যাকমেল করার জন্য তারা বিদেশ থেকে কালো টাকা আমদানি করছে। ওদের কোন নৈতিক যোগ্যতা নেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার।

ওরা কেন এত ভয় পায়? বিরোধীদের উচিত আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করা। তারা আমাদের সঙ্গে উন্নয়ন, প্রগতি, কাজের মাপকাঠি নিয়ে প্রতিযোগিতা করুক।

গত ৫ বছরে আমরা বাংলাকে বদলে দিয়েছি। এখন মানুষ গর্ব করে বলে যে তারা বাংলায় বাস করছে। বাংলার উন্নয়নের জোয়ার থমকে দিতে সিপিএম-কংগ্রেস-বিজেপি ক্রমাগত চক্রান্ত করে চলেছে। তারা কখনো দাঙ্গা করার চেষ্টা করছে, কখনো মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছে।

বিদেশি টাকায় ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে এই ‘অপারেশন’। এই ঘটনার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। এই ঘটনায় আদৌ তৃণমূল নেতারা যুক্ত কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে।

শোনা যাচ্ছে যে এই ধরনের কাজ ভদ্রলোক আগেও করেছেন, কিন্তু অভিযোগগুলো প্রমানিত নয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে এরূপ প্রশ্ন করার বিশ্বাসযোগ্যতা কি এই ভদ্রলোকের আদৌ আছে?

যদি ২০১৪ সালে এই ‘অপারেশনটি’ করা হয়ে থাকে তাহলে ২ বছর আগে সংস্থাটি ভিডিওগুলো কেন প্রকাশ করল না? নির্বাচনে আমাদের হারাতে পারবে না, এটা জেনে আমাদের কালিমালিপ্ত করার জন্যই কি?

যদি আমাকে পরাজিত করা না যায় তাহলে মার, না হলে খুন করে দাও এটাই সবসময় ওদের মতলব। রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারবে না তাই সর্বদা আমাদের দলের চরিত্র হননের চেষ্টা। আমি এখন যে জায়গায় পৌঁছেছি তা বহু বছরের সংগ্রামের ফল। আমার দলের ৯৯% কর্মী সৎ, সর্বদা এদের চরিত্র হননের চেষ্টা চলছে। যেকোন পরিবারের এক শতাংশ সদস্যকে যেমন কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায় না এখানেও তাই। যদি কখনো কোনরকম অবাঞ্ছিত কোন ঘটনার কথা আমাদের কানে আসে আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এরকমভাবে দলের জন্য টাকা জোগাড়ের দায়িত্ব কখনোই কাউকে দেওয়া হয়নি।

বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের দলীয় তহবিলে প্রচুর টাকা আছে যা দিয়ে তারা নির্বাচনী প্রচার চালায়। ওদের প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে। তৃণমূল কংগ্রেস গরীব দল। আমাদের যেটুকু আছে তা দিয়েই আমরা নির্বাচনী প্রচারের খরচা চালাই। সদস্যপদের টাকা ও জনগনের অনুদানই আমাদের একমাত্র সম্বল। অন্য সকল রাজনৈতিক দলের থেকে আমাদের তহবিল সর্বাপেক্ষা কম।

বাংলার মানুষ বিরোধীদের আসল রূপ দেখছে। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে পারেনা বলেই অপপ্রচার চালাচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার জন্য মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার ও কেন্দ্রীয় সংস্থাগুলি একজোট হয়েছে।

আমরা পুরো ঘটনার তদন্ত চাই।  বিদেশ থেকে আসা কালো টাকা ব্যবহার করে যারা তৃণমূল নেতাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এদের মূল লক্ষ্য ২০১৬-র বিধানসভা ভোট নয়, ২০১৯ এর সাধারণ নির্বাচন। আমার ক্ষমতার ওপর কোন লোভ নেই। আমি বাংলায় জন্মগ্রহণ করেছি এবং বাংলাতেই মৃত্যুবরণ করব। আমি বাংলাকে ভালোবাসি এবং বাংলার মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। ওদের জিভে কোন লাগাম নেই, আমার সম্বন্ধে যদি এই প্রশ্ন করে,জানিনা অন্যদের সম্বন্ধে কি বলবে।

আমাদের কালিমালিপ্ত করা, আমাদের কুৎসা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। তারা আয়নায় নিজেদের দেখুক, কি করছে তারা ভাবুক। ওরা যতই চেষ্টা করুক, পাবে তারা লাড্ডু।

সিপিএম-কংগ্রেস-বিজেপি ইতিমধ্যেই রামধনু জোট করেছে আমার বিরুদ্ধে। আর কি করতে চায় তারা? মিডিয়ার একাংশ এব্যাপারে তাদের সাহায্য করছে। আমি এই সব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানালাম। যদি তারা প্রমান করতে না পারেন তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

আমি চাই এই ভিডিওর সত্যতা যাচাই হোক। কোথা থেকে এত টাকা এল? বিদেশি টাকা এর মধ্যে আছে কিনা? তারা কি আদর্শগতভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশ থেকে কালো টাকা এনে আমার চরিত্র হননের চেষ্টা করছে?

লেনদেন কি সত্যিই হয়েছিল? হলে কাদের মধ্যে হয়েছিল? কোন রাজনৈতিক দল এই চক্রান্তের পেছনে আছে? আগামী নির্বাচনে এইসব প্রশ্নের যোগ্য উত্তর দেবে বাংলার মানুষ।

 

 

 

Do not vote for the perpetrators of Nandigram: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Monday addressed a campaign rally for the 2016 Assembly Election at the Sarisha High School Ground in Diamond Harbour for the candidates of Diamond Harbour and Falta Assembly segments.

In his speech, the firebrand leader said that the candidates belonging to the Congress-CPI(M) alliance do not have the ethical right to ask for votes. The current Congress leaders fight for themselves and not for their party, he said. He asked the party workers present in the meet whether they will vote for the murderers of Nandigram and Netai.

The Trinamool Youth Congress President criticised the Leader of the Opposition saying that after 2011, he became a former minister and after 2016, he will become a former MLA.

Criticising the ongoing slander campaign taken up by the rainbow alliance of Congress-BJP-CPI(M) against the Trinamool Congress, he said that the opposition is having dreams to return to power will remain unfulfilled.

Tapas Mondal speaks on General Budget 2016

Madam Speaker, Bhola Singh ji ne jo kaha hai, ki Pradhan Mantri Ji aur khas kar ke Arth Mantri ji ne batti jalaya aur sab jagao me wo batti jalte rehte hai, lekin ye batti Bihar tak poucha hai aur uske baad ye batti Paschim Bangal me gaya nahi. Mai asha karta hu ki is budget se to kuch huch hua nahi rajya ke sarth me. Magar next year me jab budget ghoshit hoga us time me humara rajya pe kendriya sarkar dhyan dega.
Madam Speak, aapko bahut abhar vyakt karta hu mai.

What was the expectation from this Budget 2016-17? Expectations in the domain of personal taxation, expectations for home buyers, expectations in the domain of GDS limit, structural reforms expected from this Budget, path of fiscal consolidation which was an important aspect, expectations surrounding the National Pension Scheme—all these expectations are not being fulfilled. Partly, a section of the society can gain something but at large major share of the society is deprived of getting the benefits from this current Budget, 2016-17. That is why, our Finance Minister of West Bengal, Shri Amit Mitra told that the Budget was directionless, and this is a Budget without any vision. This Budget is not people-centric, and there is nothing in the Union Budget for West Bengal. I want to highlight some important aspects in relation to agriculture and farmers’ welfare for which the Government has allocated a considerable fund of Rs.35,984 crore. Among these, 28.5 lakh hectares of land will be brought under irrigation; five lakh acres to be brought under organic farming over a three-year period; Rs.60,000 crore for recharging of ground water in India; Dedicated Irrigation Fund in NABARD with Rs.20,000 crore; and nominal premium and highest ever compensation in the case of crop losses under the PM Fasal Bima Yojana. The Finance Minister, Shri Arun Jaitely in his ‘Make in India’ Budget speech laid more emphasis on agriculture and farmers’ welfare with an aim to double the farmers’ income in the next five years. He laid thrust on the rural sector and social sector, including health care, educational skills and job creation to make India a knowledge based productive economy. He announced various allocations to agriculture and farmers’ welfare sector with a total expenditure of Rs.35,984 crore. He also made announcements on infrastructure investment to enhance quality of life and bring financial sector and governance reforms to reduce compliance burden.  He added that nominal premium is also being implemented from this Budget. As key States including West Bengal gear up for assembly elections, it was not surprised that agriculture took the top slot in Finance Minister’s Budget for 2016-17. In his speech, Jaitley said that India was a bright spot in the global economy as he outlined his nine focus areas with social programmes and rural development taking at number 2 entry slots. With agriculture being the main stage of economy in States like West Bengal, Modi’s Government t hrust on rural development is bound to boost BJP in the poll-bound States and that is why they are focussed mainly on agriculture. Rising rural distress after back to back drought and having heavy defeat in Bihar have upset the calculus. The Government estimates that four of 10 Indians rely directly on farming for their livelihood. Jaitley also assured that the Government intended to double the income of the farmers in coming five years. He told a unified agriculture platform will be dedicated to the nation on the Birth Anniversary of Dr. B.R. Ambedkar. The Government all the time is talking about Ambedkar; they take the name of Ambedkar; but they are not doing much for the people of Ambedkar. I request him to allocate proportionate funds for SC/ ST Sub Plans and place them everywhere in social strata – service sector, education sector, etc. The Government should secure their livelihood and respect them in a true way. By doing these things – not by installing monuments and memorials – they can really respect Dr Ambedkar. If you respect the down-trodden people, the depressed classes, SC/ST communities and improve the budgetary allocation for them, which will be the right way to respect Dr. Ambedkar. The Government all the time gives emphasis on looking towards Eastern India. But what has the Government given to Eastern India, especially to West Bengal, the gateway of Eastern India? We have a long legitimate demand of setting up of a Central Agricultural University in West Bengal. But this has not been taken up by the Government. West Bengal is the right place for setting of such a university because it has good agricultural productivity. Almost all crops can be grown there and even in some of the horticulture crops West Bengal plays a leading role. Therefore, I urge upon the Union Finance Minister that when he is going to announce for the next Budget, he ensures that West Bengal gets a Central Agriculture University for the benefit of the people of the State. Similarly, there is a need for Central Horticulture University. Some States of the Indian Union have Central Horticulture Universities. But in spite of West Bengal’s position and contribution in the production of vegetables, flowers and fruits, there is no such university in my State. If we compare the State of West Bengal with other advanced States of the Indian Union, the number of ICAR institutes is much less in West Bengal. So, we urge upon the Union Government to set up more institutes and sub-centres of CRIDA, IISER, Rice Research Institutes, etc. in West Bengal for boosting up agriculture production. Another important thing, not relating to agriculture, is Nabadwip birthplace of Mahaprabhu Shri Chaitanya and renowned Shri Vaishnao Dham. This should be taken up as a national heritage. But that is also neglected by the Central Government. So, I once again request the Central Government to look into the matter and accord national heritage town status to Nabadwip Dham.

Statement by Trinamool Congress issued at 3:20 PM

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson:

We have watched the video of the so-called ‘sting’ operation. There is no sting in it. We are completely dismissive about it.

All I can say to our shameless political opponents is, come, fight us politically. Do not take recourse to your dirty tricks department. The timing of the dirty tricks video too clearly indicates the devious motive behind it. Why was the organisation who supposedly shot this video hiding the so-called ‘truth’ for more than two years and releasing it today?

We are focused on the upcoming elections and do not wish to be distracted by this smear campaign. We live in an age where technology is often abused.

This is a deliberate attempt to malign the All India Trinamool Congress. But the people of Bengal know better. They trust the credibility and credentials of Mamata Banerjee’s Trinamool Congress. After the people have spoken on 19 May, you will see for yourselves what the people of Bengal think of this so-called ‘sting’ operation.

 

রাজনৈতিক লড়াইয়ে না পেরে কু९সা: ডেরেক

তথাকথিত স্টিং অপারেশনের ভিডিওটি আমরা দেখেছি। এর মধ্যে কোনও স্টিং বা বিষ-ই নেই। স্পষ্ট করে বলতে চাই, এই স্টিং অপারেশনকে আমরা গুরুত্বই দিচ্ছি না।

নির্লজ্জ রাজনৈতিক বিরোধিদের এটাই বলতে চাই যে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। নোংরা খেলার আশ্রয় নেবেন না। আমরা এমন সময়ে বসবাস করি যেখানে প্রায়শই প্রযুক্তির অপব্যবহার করা হয়। যে সংস্থাটি এই ভিডিওটি শুট করেছে, তারা দুবছর ধরে সত্য ধামা চাপা দিয়ে রেখেছিল কেন? আজই বা তারা কেন হঠাত এই ভিডিওটি প্রকাশ করলেন?

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কু९সা রটানোর এটা একটা প্রয়াস। কিন্তু বাংলার মানুষ সব বোঝেন, জানেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ ভাবমূর্তিতে আস্থা রাখেন। ১৯ মে মানুষ যখন রায় দেবে তখন আপনারা নিজেরাই দেখে নেবেন এই স্টিং অপারেশন নিয়ে মানুষ কী ভাবছে।

 

Sultan Ahmed speaks in LS during Question Hour regarding Startup India programme

In reply to my question, the hon. Minister has stated that for Startup, she is providing funding support through a Fund of Funds with a corpus of Rs. 10,000 crore. In our country, a lot of scams has come up and now, Mallya gate scam is going on. We have seen 2G; we have seen SATYAM; and we have seen mining scam also. In the Budget speech, the hon. Finance Minister has said that Startup will generate employment, bring innovation, and are expected to be the key partners in ‘Make in India’ programme. The shining of ‘Make in India’ programme is also coming down. There is no shine at all.

The hon. Finance Minister in his Budget allocated only Rs. 1,100 crore for Start up and Standup. In your reply, you have stated that you are providing funding and support through the Fund of Funds with a corpus of Rs.10,000 crore. We have seen in the past Beti Bachao Programme. The Government has allotted only Rs.100 crore. But this year, no fund has been allocated at all.

The Government has given only three years moratorium. There will not be any taxation. But this type of business or Startups will take a minimum of five to seven years to stand on their own feet. How would the Government save those investors who would invest in Startup programme? They would lose money from the investors, angel investors, bankers and financial institutions. What is the thinking of the Government in providing protection to them?

Remembering the martyrs of political violence in West Bengal during CPI(M) rule

The Left Front rule helped engender a lexicon of political violence in the West Bengal during its 34 years in power.

The A to Z of political violence:

  • A … Ananda Margi Massacre, 1982: 7 Ananda Margis charred to death on a bridge
  • B … Bantala, 1990: 3 health officers returning from an immunisation programme raped and killed by a mob. The then Chief Minister Jyoti Basu simply said, “Such things happen.”
  • C … Chhoto Angaria, 2001: 11 Trinamool workers burnt to death in their houses
  • D … Dhantala, 2003: 6 women, including four minors, raped

  • M … Marichjhanpi Massacre, Sundarbans, 1979: Police opened fire at refugees
  • N … Nandigram, 2007: 14 farmers shot dead in broad daylight; Netai, 2011

  • S … Sainbari,1970: Members of a family murdered by CPI(M) goons. The mother of the family was then fed rice mixed with the victims’ blood.
  • T … Tapasi Malik, 2006: She was raped and murdered

On January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed SEZ.

The then CM  Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

Thankfully, the dark days of political vengeance are over. Under Mamata Banerjee, peace has prevailed in West Bengal now. The people are smiling once again.

 

 

বাম আমলে রাজনৈতিক হিংসার বলি শহীদদের স্মরণ

বাম আমলে ঘটে যাওয়া কিছু রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা, যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। ফিরে দেখা যাক সেইসব রক্তাক্ত ইতিহাসের দিনগুলিঃ

সাঁইবাড়ি – ১৯৭০ সালে বর্ধমানের সাঁইবাড়িতে এক পরিবারের সদস্যদের হত্যা করে সিপিএমের গুন্ডাবাহিনী। তারপর রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল তাদের মাকে।

মরিচঝাঁপি – ১৯৭৯ সালে শরণার্থীদের ওপর পুলিশের মাধ্যমে গুলি চালিয়েছিল।

আনন্দ মার্গী – ১৯৮২ সালে জীবন্ত মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল।

বানতলা – ১৯৯০ সালে একজন স্বাস্থ্য বিভাগের কর্তা তার একটি কর্মসূচি থেকে ফেরার সময় ধর্ষিত এবং নিহত হন। তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন ‘এরকম ঘটনা ঘটে থাকে’।

ছোট আঙ্গারিয়া – ২০০১ সালে তৃণমূল কর্মীদের নিজেদের বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

ধানতলা – ২০০৩ সালে ৬ জন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল।

তাপসী মালিক – ২০০৬ সালে তাপসি মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল।

নন্দীগ্রাম – ২০০৭ সালে ১৪ জন কৃষককে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী বলা হয়েছিল ১৪ জন কৃষক নিহত হয়েছিল এবং ১০০ জন নিখোঁজ ছিল। ২০০৭ সালে নভেম্বর মাসে সিপিএম এর ক্যাডার বাহিনী নন্দীগ্রাম দখল করার চেষ্টা করেছিল। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘ওদের ভাষাতেই ওদের জবাব দেওয়া হয়েছে’।

এই রক্তে রাঙানো দিনগুলি এখন অতীত। পশ্চিমবঙ্গে এখন অনেক শান্তি। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। বাংলা এখন হাসছে।

 

Ratna De (Nag) speaks on the Union Budget 2016

Mr. Chairman, Sir, this year’s Union Budget has been presented at a time when the public discourse in India shifted from mere issues of development towards issues of social democracy. Nonetheless, one has to analyse the Budget as a fiscal document affecting the Indian people.

The classes of people who occupy the centre stage of the Budget are farmers and Scheduled Castes and Scheduled Tribes who otherwise do not find any place in the dominant discourse of the NDA Government. Two consecutive years of drought and allowing the drastic fall in global consumer prices has placed the farmers in severe distress. Farmers’ suicides have become the order of the day even in affluent States like Punjab. In such a situation much is needed to be done for rural India where 67 per cent of our population resides. Let us see what has actually been done in the Budget.

There has been substantial hype about focus on farmer and rural India. But a minute study of the Budget makes it clear that the claim is entirely baseless. I put some figures here to support my argument. In terms of the total outlay, irrigation accounted for only 0.14 per cent. In 2015-16 the allocation was Rs.13,500 crore, amount spent during that period was Rs.12,000 crore, amount remained unspent was Rs.1,500 crore. Agriculture and allied activities accounted for only 2.7 per cent of that total outlay. Rural development accounted for a mere 0.4 per cent of the total plan outlay. To be precise, agriculture, irrigation, There is one area of rural India which has got much importance in the Budget. That is the area of rural consumption demand. For that purpose, Rs 38,000 crore has been devoted to rural job creation through MGNREGA. Much emphasis has been put on creation of infrastructure and Rs 97,000 crore has been given for roads and highways. In addition, Rs 48,000 crore has been given for rural infrastructure. Any student of political economy would know that the sole purpose of this expenditure is to boost Indian industry and business which has been declining in profit.  the Budget does not reflect any ideological shift towards the making of India. Coming to the urban poor and the middle class, the Budget does nothing for them. In fact, by increasing the proportion of indirect tax, Budget has been extremely regressive on them. In a few words, regarding the restless aspiring youth of India, the Budget does nothing to revive the lost hope.

Decreasing the allocation for higher education and education in general shows the commitment of the Government towards the youth of India.

Regarding my State, our Chief Minister Mamta Banerjee has provided inclusive governance and has fulfilled the hopes and aspirations of our people with limited resources without much need and appeal for financial assistance from the Central Government.

There has been some mild noise in the Budget regarding the hill sector. Yes, the dialysis will be cheaper but what about the cost and treatment of the patient which is always a burden on the poor?

We have been told that 100 per cent rural electricity will be completed by 2018. But in our State, already 100 per cent rural electrification has been achieved in early 2016. At the end, I have no other option but to say that this Budget has no hope for the industry, no hope for the youth, no hope for the poor and no hope even for the Sensex. Lastly, I would say that the Budget has continuously marginalized the Scheduled Castes and Scheduled Tribes. The allocation for the Scheduled Caste Dalit women is one per cent and for Adivasi women it is two per cent. Without taking into account the needs and voices of the women, the scheme lacks in understanding the life’s reality and is blind to the conscience of the Dalit and Adivasi women.

On 7th December 2015, it was reported in the Indian Express that hon. Prime Minister Narendra Modiji said that his Government is leaving no stone unturned to fulfill the vision and dream of Dr. B.R. Ambedkar to create a prosperous and inclusive India, whose views and thoughts he said have not been fully understood as yet. I would like to know whether you are going to fulfill such views and thoughts of hon. Prime Minister.

Highlights of 2016 Assembly election Manifesto

Here are the salient points from the 2016 Assembly election Manifesto of Trinamool Congress, which was released by Mamata Banerjee on March 11 at the party office in Kalighat.

 

Good Governance and Law & Order

  • Housing projects like ‘Akanksha’ and ‘Pratyasha’ will expand the housing capacity for police personnel
  • The family members of workers who die while on duty will be given jobs
  • Protecting the minority and backward classes is our pledge
  • There has been, and will be a further, increase in the number female police personnel
  • A new police commissionerate will be created
  • Six new districts (Sundarbans, Bashirhat, Bardhaman-Industrial, Bardhaman-Rural and Jhargram) and three new sub-districts (Mirik, Jhalda and Manbazar) will be created to facilitate administration
  • Keeping Bengal free of communal violence is our pledge
  • There are plans to increase interactions between the people and the Government

 

Heath

  • Web-based reporting and video-conferencing-enabled HMIS-enhancing policies are being taken up
  • Mobile health units planned in the hills, forests and mining zones
  • PPP mode-based development of medical facilities in suburban areas is under process
  • To maintain a healthy gender ratio, ‘Save the Girl Child’ programme is being implemented
  • Plan to open a medical college in every district

 

Education

  • Sanskrit Board to be set up with the help of Ramakrishna Mission
  • School shoes are being distributed to students of classes I-IV. There are further plans to distribute shoes to students from Classes V-VIII
  • Plans are there to introduce Wi-Fi across colleges and universities
  • More ITIs and polytechnic institutes will be opened. This is already underway in many blocks. Besides, to ensure jobs to skilled workers and individuals, an annual mega event, ‘Utkarsh Bangla,’ has been arranged, which will ensure employment opportunities to six lakh people every year.
  • All the blocks will have at least one ITI

 

Industry

  • Work has already started for the Amritsar-Kolkata Industrial Corridor. Raghunathpur has been marked as the location for an industrial park to be constructed soon. The prospect of building a park cluster will also be looked into.
  • Through the Rasoolpur and Bhor Sea Port projects, port management and construction activities will be taken up. The Government plans to increase sea trade substantially through the new ports.
  • This will support the Kolkata Port Trust and improve the economy of the people of Bengal.
  • An Industrial Investment Fund will be maintained to promote and regulate industrialisation. Private investors will be encouraged so that we can quickly build roads and other facilities near these industrial parks.
  • Once we obtain a steady supply of natural gas, industries based on it can be started. The suburban areas of Kolkata and other adjoining areas will be provided with gas distribution and supply networks. CNG-driven transportation will be implemented extensively.
  • We will consider plans for knowledge-based industries, like in the IT sector, and industries that depend on intellectual resources.
  • We are coming up with special policies and schemes to prioritise the development of such industries.

 

Small Industry

  • We will provide support to start-ups under our Start-up Policy.
  • Texpro: Under this programme, within a period of three years, a number of textile parks and garment hubs will be erected. A few thousand crores will be invested in this programme, which will provide employment to lakhs.
  • Government-approved industrial hubs: Under the scheme of Approved Industrial Park, many industrial hubs will be constructed, occupying thousands of acres of land.
    Ornamental craft, leather craft, foundry, and processed and packaged food will have special industrial parks (‘Shilpa Tirtha’) constructed for them.
  • A few crores will be invested in constructing a silk park in Malda.
  • A multi-million eco-tourism park will be inaugurated in Banarhat.
  • Godapiasal, Vidyasagar, Shalbani, Sahachak, Raghunathpur, Haldia and Borjora will get industrial parks.

 

Women & Child Welfare 

  • ‘Kanyasree Plus’ is going to be implemented. Under this programme, girls under the Kanyasree Scheme would receive higher education and jobs. The programme, meant to ensure that more girls are benefitted, and family incomes are also raised, will be expanded in the future.
  • A special helpline will be started to help women across the state.
  • A state-wide mission will be established to see that women and children receive proper nutrition. We will receive help from nodal departments and UNICEF.
    Women empowerment centres will be strengthened.

 

Rural Development 

  • We will focus on the ‘House for All’ programme
  • The rural development programmes would have farmer welfare programmes integrated into them. The TMC government will achieve this through advanced IT systems.
  • Drought-affected areas – Purulia, Bankura and adjacent regions – will have efficient water-distribution systems.

 

Urban Development

  • We are building Biswa Bangla Convention Centre, with a magnificent hotel also coming up beside it. Thousands can seat at the convention centre.
  • Wi-Fi connectivity is going to be extended to Durgapur, Asansol, Bardhaman, Siliguri, Malda, places in North 24-Parganas district, Dum Dum, Barrackpore, Bolpur, Krishnanagar, Chandannagar, Chinsurah and other places
  • Exhibition-cum-mela ground and convention centre to be built at Milan Mela
  • Massive work is underway in the IT sector. Sector VI, similar to Sector V, is under construction, and rapid progress is being made. An IT Bhavan is also being built.
  • Many schemes aimed to facilitate the IT sector are being planned and implemented
  • A large number of towns and cities are getting world-class infrastructure to ensure employment opportunities for lakhs

 

Culture, Sports & Youth Welfare 

  • The heritage arts will be revived, and the livelihoods of rural artistes will be ensured. We will rejuvenate our dying art forms and cultures like muslin and silk crafts, jari music, shari music and others.
  • To locate talents, a talent search scheme will be put in place. Biswa Bangla Youth Centres would be established across the state.
  • In the next five years, the following places would have a stadium and sporting infrastructure: Bolpur, Bhatar, Memari, Buniyadpur, Anda, Islampur, Amta, Shantipur, Ranaghta and Khatra. Stadiums would be built in other places as well.
  • Special attention would be paid to female sportspersons, and to the development of women’s sports
  • A special academy would be constructed for culture, youth welfare and sports

 

Agriculture, Land Development, Horticulture, Fisheries & Animal Husbandry 

  • We plan to increase agricultural production to such a degree that farmers’ incomes double within the next five years. Seed Village programmes and certifications would be expanded.
  • Sufal Bangla: In association with Livestock Development Corporation, Mother Dairy and fishery units, Sufal Bangla outlets would be opened in Kolkata and other districts
    Kisan Portal Service would be started to enable farmers with information and technology
  • The Sundarbans and Digha would be developed as Special Fishery Zones. The TMC government wants to farm sufficient amounts of fish for consumption and would thus promote the farming of big fishes.
  • Health cards for dairy animals would be distributed.
  • The programme ‘Krishi Kothar Ashor’ would be brought to farmers through mobile and electronic media. Training would be provided to farmers to increase the production of crops, fishes, onions and other edibles, as well as to teach them techniques for preservation.
  • An agricultural university would be established in North Bengal
  • Krishi Bhavans would be constructed across districts

 

Minority Development 

  • Bicycles would be distributed to all minority-community students of classes IX-XII
  • A new campus of Aliah University will be opened in North Bengal, in a minority-inhabited area
  • Medical colleges would be established under Aliah University
  • Employment centres would be established for backward classes and for women of minority communities

 

Jangalmahal, Hills, Tea and Estates

  • Through general welfare and tourism, Jangalmahal would be brought back into the mainstream
  • The preservation of the scenic beauty and welfare of the people are our top priority. Welfare boards are being established for our fellow brothers and sisters. We will support anyone who wishes to help the Hills.
  • TMC is absolutely focussed on making tea a major cash crop

 

Backward Sections & Tribal Welfare 

  • Reservation for the eligible communities would be taken care of
  • Special educational and training programmes, as well as employment opportunities, would be arranged for students of backward communities, and scholarships would be arranged for them as well.
  • A special drive would be initiated to provide caste certificates and scholarships for tribal people
  • Special attention will be paid to the girl child – her safety, welfare and education. Social security for the weak is the TMC party’s aim

 

Housing

  • More than 5 lakh flats/apartments would be built for government employees
  • 25 night shelters for people accompanying critical patients have been constructed
  • 100 Pather Sathi structures with multiple amenities for the aid of passengers and travellers would be constructed
  • Rental housing projects would be initiated for people with limited resources

 

Public Works & Transport

  • Integration and expansion of the Kolkata, Andal and Bagdogra airports is being planned to increase national and international flight traffic.
  • Beautification of the banks of the Ganga and the increasing of water crafts traversing it are being realised.
  • Bhor Sagar Deep-Sea Port project is under process, which will aid our socio-economic growth significantly.
  • Metro rail projects in Kolkata and associated areas will be completed.
  • By employing thousands of new buses and taxis, the TMC Government is earnestly trying to satisfy transportation needs, with more emphasis being paid to e-rickshaw project.

 

Tourism

  • A number of branded hotels would be established in the State.
  • Coastal regions like Digha, Mandarmoni, Shankarpur, Bakkhali, and Henry Island would be extensively improved.
  • Beautification, introduction of adventure sports, cleanliness, strengthening of security, food kiosks, footpaths, changing rooms, toilets, tree plantation and many other plans would be put in place.
  • Incentive schemes would be provided to film-makers to shoot in Bengal, to make good use of its beautiful landscape, and to promote Bengal as an economical filming site.
  • Leisure tourism would be promoted by introducing houseboats in tourist destinations along river banks.
  • Bengal Travel Mart will be promoted as the only State-sponsored tourism event. It will be a part of the State’s ‘Tourism, Fair and Festivals’ list.

 

২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহারের বিশেষ কিছু অংশ

গতকাল তৃণমূল কংগ্রেসের ২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশিত হল। সেই ইস্তাহারের কিছু বিশেষ অংশঃ

 

সুশাসন ও আইনশৃঙ্খলা

  • পুলিশকর্মীদের জন্য বাড়ির (‘প্রত্যাশা’ ও ‘আকাঙ্ক্ষা’ দিয়ে শুরু) সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
  • কাজ করতে করতে মৃত কর্মীর পরিবারের নিকট সদস্যরা চাকরি পাবেন।
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • মহিলা পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হবে। নতুন পুলিশ কমিশনারেট তৈরি করা হবে। এছাড়া ৬টি নতুন জেলা (সুন্দরবন, কালিম্পং, বসিরহাট, বর্ধমান-শিল্প, বর্ধমান-গ্রামীণ ও ঝাড়গ্রাম) এবং ৩ টি নতুন মহকুমা (মিরিক, ঝালদা ও মালবাজার) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
  • রাজ্যে শান্তির শাসন আরও বেশি করে সুপ্রতিষ্ঠিত করা হবে। বাংলা হবে দাঙ্গামুক্ত। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা এবং দায়িত্ববোধের সঙ্গে আমরা আপামর জনসাধারণের জন্য সুশাসন দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।

 

স্বাস্থ্য

  • ওয়েব-বেসড রিপোর্টিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি যুক্ত এইচএমআইএস-এর শক্তি বৃদ্ধি।
  • জঙ্গলমহল, সুন্দরবন, চা-বাগান, বনবহুল এবং কয়লাখনি এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা।
  • রাজ্যের শহরতলিতে স্বাস্থ্যের উন্নতির জন্য পিপিপি মডেলের আরও প্রয়োগ।
  • জেলা হাসপাতালগুলিতে আরও বিশেষজ্ঞ ক্লিনিক স্থাপন করা।
  • সেক্স-অনুপাত বজায় রাখতে ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ প্রকল্প আরও প্রচার করা।

 

শিক্ষা

  • রামকৃষ্ণ মিশনের সহায়তায় সংস্কৃত বোর্ড শুরু করা হবে।
  • প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের জুতো দেওয়া হচ্ছে। ২০১৬-১৭ তে পঞ্চম থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্রছাত্রীদের জুতো দেওয়ার চেষ্টা চলছে।
  • বাংলার সমস্ত স্কুলে ধাপে ধাপে কম্পিউটার দেওয়া হবে।
  • কারিগরি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির জন্যও চালু হয়েছে ‘উ९কর্ষ বাংলা’ যা প্রতিবছর ৬ লক্ষ যুবক-যুবতীকে দেবে নিশ্চিত চাকরি লাভের সুযোগ।
  • বিভিন্ন কলেজে ধাপে ধাপে wifi সুবিধা দেওয়া হবে।

 

শিল্প

  • রসুলপুর ও ভোরসাগর বন্দর নির্মাণের মাধ্যমে বন্দর নির্মাণের বিষয়ে বিশেষভাবে দৃষ্টিপাত করা হবে। এই বন্দরগুলি পূর্ব ভারত থেকে বাইরে এবং বাইরে থেকে পূর্ব ভারতে নৌবাহিত মাল সরবরাহের ব্যবস্থা আরও দৃঢ় করবে। এই বন্দরগুলি কলকাতা পোর্ট ট্রাস্টের পরিপূরক হিসেবে কাজ করবে। উপকূলবর্তী অঞ্চলের উন্নয়ন সাধিত হবে।
  • বহু টাকার ইন্ডাস্ট্রিয়াল ফান্ড তৈরির মাধ্যমে শিল্পের পরিকাঠামো নির্মাণের কাজ সহজ করার ব্যবস্থা করা হবে। এরফলে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির এলাকায় রাস্তাঘাট, বিদ্যু९, জলসরবরাহ ইত্যাদি পরিকাঠামো সুষ্ঠুভাবে নির্মিত হবে।
  • প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট যোগান এই রাজ্যে এলে গ্যাস চালিত শিল্প নির্মাণের ব্যবস্থা করা হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল, শহরতলি এবং পড়শি জেলাগুলিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা হবে। সিএনজি চালিত জনপরিবহণ ব্যবস্থা প্রবর্তিত হবে।
  • আইটি বা এ ধরনের মেধাসম্পদজনিত শিল্পের প্রসারের জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টা নেব এবং তার জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা আগ্রহের সঙ্গে বিবেচনা করব।

 

ক্ষুদ্র শিল্প

  • আগামী পাঁচ বছরে এই সব সেক্টরগুলির ব্যপক আর্থিক লাভ হবে।
  • সদ্যপ্রণীত স্টার্ট আপ পলিসির সাহায্যে বহু স্টার্ট আপ কোম্পানিকে সহায়তা প্রদান করা হবে।
  • টেক্সপ্রো : এই প্রকল্পের অধীনে তিন বছরের মধ্যে পিপিপি মডেলে গঠিত বেশ কয়েকটি টেক্সটাইল পার্ক এবং গার্মেন্ট হাব স্থাপিত হবে। এই প্রকল্পে বহু হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং বহু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
  • সরকারি অনুমোদনপ্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল হাব: স্কিম অফ অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধীনে অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল হাব স্থাপিত হবে। এতে বহু হাজার একর শিল্পের জন্য নির্দিষ্ট জমির ব্যবহার হবে। গোদাপিয়াশাল, বিদ্যাসাগর, শালবনি, সাহাচক, রঘুনাথপুর, হলদিয়া এবং বড়জোড়ায় সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণকাজ সমাপ্ত হবে।
  • শান্তিনিকেতনে স্থাপিত বিশ্ব ক্ষুদ্র বাজারে বহু কোটি টাকা বিনিয়োগ করা হবে।
  • রুরাল ক্রাফট অ্যান্ড কালচার হাব: ইউনেস্কো সমর্থিত বহু কোটি টাকা মূল্যের এই প্রকল্পের ফলে কয়েক হাজার লোকশিল্পীর উপার্জন বাড়বে। দেশে ও বিদেশে নতুন বিশ্ব বাংলা শোরুম স্থাপিত হবে।

 

নারী ও শিশুকল্যাণ

  • কন্যাশ্রী প্লাস প্রবর্তিত হবে। এই প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রীর আওতায় থাকা বালিকারা উচ্চশিক্ষা এবং চাকরির সুবিধা অর্জন করবে। প্রকল্পটি আরও বর্ধিত ও প্রসারিত করা হবে। যাতে আরও অনেক মেয়েরা সুযোগ পায়, তার জন্যও পারিবারিক আয়ের মাত্রা বাড়ানো হবে।
  • মহিলাদের জন্যও রাজ্যব্যাপী একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে।
  • শিশু ও তাদের মায়েদের জন্য পুষ্টিকর খাদ্যের সুবন্দোবস্ত করা হবে এবং তার জন্যও রাজ্যব্যাপী একটি মিশন প্রবর্তন করা হবে। এতে সমস্ত নোডাল বিভাগ ও ইউনিসেফের ভূমিকা থাকবে।
  • Women Empowerment Centre গুলিকে আরও শক্তিশালী করা হবে।

 

গ্রামোন্নয়ন 

  • House for all প্রকল্পটিতে জোর দেওয়া হবে।
  • ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আইএসজিপি প্রোগ্রামের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির বহু হাজার সদস্য ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতগুলির সম্পদ বৃদ্ধি করা হবে। জিও-ট্যাগিং পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে পঞ্চায়েতগুলির সমস্ত কার্যকলাপ নথিভুক্ত করা হবে।
  • গ্রাম উন্নয়ন প্রকল্প এবং কৃষি উন্নয়ন প্রকল্পকে ভালো ফল লাভের উদ্দেশ্যে সমকেন্দ্রিক করা হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার এই সমকেন্দ্রিকরণের কেন্দ্রবিন্দু।
  • পুরুলিয়ায় জলসরবরাহ প্রকল্প সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে।

 

নগরোন্নয়ন

  • দিল্লির বিজ্ঞান ভবনের আদলে আধুনিক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। সঙ্গে থাকছে বিশাল একটি হোটেলও। কনভেনশন সেন্টারে হাজার হাজার মানুষ আসন গ্রহণ করতে পারবেন।
  • ইকো পার্কে গড়ে তোলা হচ্ছে সোলার ডোম। ইকো পার্কের নিকটবর্তী স্থানে নির্মিত হচ্ছে হেলিপোর্ট। ইকো পার্কের আইফেল টাওয়ার সহ সাতটি আশ্চর্যের প্রতিরূপ তৈরি হচ্ছে।
  • Wifi connection বাড়ানো হবে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগণা, দমদম, ব্যারাকপুর, বোলপুর, কৃষ্ণনগর, চন্দননগর, চুঁচুড়া ইত্যাদি জায়গায়।
  • প্রগতি ময়দানের মতো মিলন মেলায় তৈরি হবে exhibition – cum – mela ground and convention centre.
  • ঢাকুরিয়া ব্রিজ থেকে সুকান্ত সেতু অবধি রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড বরাবর একটি উড়ালপুল নির্মাণ করা হবে।
  • সেক্টর সিক্স নির্মাণের কাজ চলছে। অনেক ছোট শহর ও উপনগরী তৈরি করা হবে যাতে প্রভূত কর্মসংস্থান হয়। তা নিশ্চিত করতে পরিকাঠামোর ওপর জোর দেওয়া হবে।

 

সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ

  • মসলিন, সিল্ক, তাঁত প্রভৃতি লুপ্তপ্রায় শিল্পগুলির পুনরুদ্ধার করা হবে। পট শিল্প, কাঁথাশিল্প, হাপু গান, জারি গান, সারি গান ইত্যাদিকে লোকশিল্প প্রসারের আওতায় নিয়ে আসা হবে।
  • ক্রীড়াক্ষেত্রে Talent Search Scheme  তৈরি করা হবে। জেলায় জেলায় বিশ্ব বাংলা যুবকেন্দ্র ও ব্লক পর্যন্ত তার প্রসার ঘটানোর প্রচেষ্টা করা হবে।
  • পরবর্তী পাঁচ বছরে নিম্নলিখিত স্থানগুলিতে স্টেডিয়াম ও ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে: বোলপুর, ভাতার, মেমারি, বুনিয়াদপুর, অণ্ডা, ইসলামপুর, আমতা, শান্তিপুর, রানাঘাট ও খাতরা।
  • মহিলাদের খেলাধুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।
  • যুবকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে এক উ९কর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে।

 

কৃষি, ভূমিসংস্কার, উদ্যান পালন, ম९স্যচাষ ও প্রাণি সম্পদ বিকাশ 

  • আগামী পাঁচ বছরে আমাদের মূল লক্ষ্য কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে কৃষকদের আয় অন্তত দুইগুন বাড়ানো।
  • কো-অপারেটিভ ক্রেডিট, মার্কেটিং এবং প্রসেসিং ইন্সটিটিউশনগুলির শক্তি বৃদ্ধি করা হবে। সিড ভিলেজ প্রকল্প এবং সার্টিফিকেশন ব্যবস্থার বিস্তার ঘটানো হবে।
  • ই-ট্রেডিং-এর মাধ্যমে জাতীয় কৃষি বাজারে প্রবেশ করব।
  • সুফল বাংলা প্রকল্প: কলকাতা সহ অন্যান্য জেলায় মাদার ডেয়ারি, লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ফিশারিস বিভাগের সঙ্গে সহযোগিতাপূর্ণ বিপণন কেন্দ্র গঠন করব।
  • সুন্দরবন ও দিঘাকে স্পেশাল ফিশারি জোন গড়ে তোলা হবে। গবাধি পশুর জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। উত্তরবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। জেলায় জেলায় কৃষি ভবন তৈরি হবে।
  • ‘কৃষিকথার আসর’ মোবাইল ও বৈদ্যুতিন মাধ্যমে মানুষের আরও কাছে নিয়ে এসে বহুফসলি বীজ বপণ এবং মাছ, পেঁয়াজ ইত্যাদির উন্নত ফলনের ব্যাপারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য কৃষকদের জানাবার জন্য কিষাণ পোর্টাল সার্ভিস চালু করব।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রীকে সাইকেল প্রদান করা হবে।
  • ২০২০ সালের মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীকে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
  • উত্তরবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন করা হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা আছে।
  • বহু কর্মতীর্থের নির্মাণ সম্পূর্ণ করা হবে। সংখ্যালঘু মহিলাদের জন্য আরও কয়েকশো কর্মতীর্থ গঠিত হবে।

 

জঙ্গলমহল, পাহাড় ও চা-বাগান

  • সার্বিক উন্নয়নের ও পর্যটন প্রসারের মাধ্যমে জঙ্গলমহলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
  • পাহাড়ে অনেক উন্নয়ন পর্ষদ বোর্ড তৈরি করা হয়েছে। পাহাড়ে উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকবে – এ ব্যাপারে আরও কেউ এগিয়ে এলে তাদের সাহায্য করা হবে।
  • চা- বাগানের উন্নয়নের জন্য আমরা সর্বদাই সচেষ্ট। পেনশন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা সুনিশ্চিত করার উদ্যোগে আমরা বদ্ধ পরিকর। শ্রমিকদের মঞ্জুরি ও বকেয়া পাওনা যাতে সময়মতো দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন 

  • যোগ্য অনগ্রসর শ্রেণিগুলি যাতে সংরক্ষণের আওতায় আসে তার ব্যবস্থা করা হবে।
  • স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে সরকারি বিভাগের সংরক্ষণের মাধ্যমে নিযুক্ত কর্মীসংখ্যা হ্রাসের সমস্যা সমাধান করা হবে।
  • অনগ্রসর শ্রেণিভুক্ত সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
  • মেয়েদের সামাজিক সুরক্ষার বিষয়টিতে নজর দেওয়া হবে।
  • আম্বেদকার সেন্টার অফ এক্সসেলেন্স অনগ্রসর মানুষের সুযোগ সুবিধার জন্য মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রামে সংযোগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে যে কাজ করছে, তা বিভিন্ন জেলায় প্রচার করা হবে।

 

আবাসন

  • আগামী ৫ বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫০,০০০ ফ্ল্যাট/ বাড়ি নির্মাণ করা হবে।
  • রোগীদের জন্য যাদের রাত্রে হাসপাতালে থাকা আবশ্যিক হয়, তাদের জন্য ২৫টি ‘রাত্রিকালীন প্রতীক্ষালয়’ গড়ে তোলা হবে।
  • পথিকদের চলার পথে সুবিধার জন্য আগামী ৫ বছরে বিভিন্ন সুবিধাযুক্ত পরিষেবা প্রদানের জন্য ১০০টি ‘পথসাথী’ গড়ে তোলা হবে।
  • সীমিত আর্থিক ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য অনেক rental housing তৈরি করা হবে।

 

পূর্ত ও পরিবহণ

  • কলকাতা-অণ্ডাল-বাগডোগরাকে সমন্বয় করে expansion-এর জন্য সচেষ্ট পদক্ষেপ নেওয়া হবে, যাতে আরও বেশি বিমান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই জায়গাগুলিতে যাতায়াত করতে পারে।
  • গঙ্গার সৌন্দর্যায়ন ও জলযান বাড়ানোর প্রচেষ্টা করা হবে।
  • ‘ভোর সাগর’ – এর গভীর সমুদ্র বন্দর আমাদের রাজ্যের আর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে।
  • কলকাতা ও নিকটবর্তী অঞ্চলে মেট্রোরেল প্রকল্পগুলি সুসম্পন্ন হবে।
  • কয়েক হাজার নতুন বাস ও নতুন ট্যাক্সি দিয়ে পরিবহণ চাহিদা মেটানোর চেষ্টা করা হবে।। E-rickshaw project এর অপর আরও নজর দেওয়া হবে।

 

পর্যটন

  • রাজ্যে বেশ কয়েক হাজার ব্র্যান্ডেড হোটেল রুম সৃষ্টি করা হবে।
  • চলচ্চিত্র নির্মাতারা যাতে এই রাজ্যে আরও বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে আসেন, তার জন্যও বিশেষ ইনসেনটিভ স্কিমের ব্যবস্থা করা হবে।
  • সুন্দরবন, গঙ্গা এবং উপকূলবর্তী এলাকায় হাউস বোট চালু করা হবে, এতে লেজার ট্যুরিজমের অগ্রগতি হবে।
  • রাজ্য দ্বারা স্পন্সর করা একমাত্র পর্যটন অনুষ্ঠান হিসেবে ‘বেঙ্গল ট্র্যাভেল মার্ট’-কে একটি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং ট্যুরিজম ফেয়ার ও ফেস্টিভাল তালিকায় সেটি অন্তর্ভুক্ত করা হবে।