Trinamool’s music video for Assembly election goes viral

The music video of “The Trinamool Song” which portrays the changing face of West Bengal over the last five years, has been played around one lakh times across various digital platforms since it was released Saturday night.

Trinamool Chairperson Mamata Banerjee released the video on her Facebook page on Saturday, saying, “I am very happy to share the new music video ‘The Trinamool Song’ for the forthcoming West Bengal Assembly elections”.

On her Facebook page alone, the video has close to 70000 hits. Other party leaders, like Abhishek Banerjee, have also shared it on their Facebook pages. And it is also on YouTube.

Directed by Anindya Chatterjee, lead vocalist of Bangla band Chandrabindoo, the video highlights the work done by the Mamata Banerjee government after being voted to power in 2011. It has also been released on TV channels and FM radio.

 

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনের জন্য তৈরী তৃণমূলের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। এক লাখেরও বেশি ‘ভিউস’ পেয়ে ভিডিওটি এখন ‘ভাইরাল’।

মিউজিক ভিডিওটি শনিবার  তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তিনি লেখেন, “আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৭০০০০-এরও বেশি মানুষ। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ – যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এই ভিডিওটি তাদের পেজে ‘শেয়ার’ করেছেন। ভিডিওটি তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজেও রয়েছে।

ভিডিওটির পরিচালনা করেছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রধান গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুমিনিটের এই ভিডিওটি গত পাঁচ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এসছে তা তুলে ধরেছে।

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।

bengal leads

New strides in urban development

The urban development department of the Trinamool-led West Bengal Government has achieved new milestones over the last four years.

From beautification of cities to conceptualising of new ‘theme cities’, better citizen services to increased infrastructure, the department has made great strides.

Here are some achievements of the urban development department:

  • Operationalisation of Parama Island – Park Circus Flyover named ‘Ma’.
  • Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Schemes.
  • Formulation of Township Policy based on the West Bengal Town & Country (Planning & development) Act 1979 and West Bengal Town & Country Planning (Development of Township Projects) Rules, 2008.
  • Creation of Gangasagar Bakkhali Development Authority (in 2013), Furfura Sharif Development Authority (in 2015) & Tarapith Rampurhat Development Authority (in 2015).
  • Amendment of the West Bengal Town and Country (Planning and Development ) Act, 1979 for formation of Eco – Tourism Board.
  • Construction of house for urban poor under BSUP (Basic Services to the Urban Poor) has increased from 47,956 during 2007-2011 to 55,589 during 2011-2015.
  • Commissioning of new Water Supply Scheme has increased from 62 during 2007-2011 to 73 during 2011-2015.
  • Amount of Plan Expenditure out of State Budget has increased from Rs 3209.65 crore during 2007-2011 to Rs 5473.57 crore during 2011-2015.
  • Construction of Gitanjali Stadium , up-gradation and renovation of Nazrul Mancha.
  • Construction of Eco Tourism Park – Prakriti Tirtha at NewTown, Mandela Park at Burdwan, Eco Park at Dumurjala Lake area.
  • Construction of Rabindra Tirtha, Nazrul Tirtha, Mothers Wax Museum, Kolkata International Convention Centre (under construction) at Newtown Kolkata Planning area.
  • Beautification work of Elevated walkways at Milleneum park, Baishnabghata-Patuli Water Bodies – Benubanochaya, Howrah River Front, Rejuvenation /Development of Rabindra Sarobar Phase-I.

 

নগরোন্নয়নে নতুন দিশা দেখালো তৃণমূল 

গত চার বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে নগর উন্নয়ন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে।

রাস্তার সৌন্দর্যায়ন থেকে, নতুন থিম সিটি, জনপরিষেবা থেকে শুরু করে নতুন পরিকাঠামো সব কিছুতেই এই দপ্তর অনেক এগিয়ে।

পুর ও নগরোন্নয়ন দপ্তরের কিছু কৃতিত্ব:

  • কলকাতায় ই এম বাইপাস সংলগ্ন এলাকা থেকে পার্ক সার্কাস পর্যন্ত  নতুন ‘মা’ উড়ালপুল তৈরি হয়েছে।
  • ধাপা সংলগ্ন এলাকায় জয়হিন্দ প্রকল্প, গার্ডেনরিচ জল প্রকল্প চালু হয়েছে।
  • রাজ্য সরকার নতুন টাউনশিপ নীতি প্রণয়ন হয়েছে।
  • ২০১৩ সালে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ, ২০১৫ সালে ফুরফুরাশরিফ উন্নয়ন পর্ষদ ও তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে।
  • ইকো ট্যুরিজম বোর্ড গঠন করার জন্য ওয়েস্ট বেঙ্গল টাউন এবং কান্ট্রি অ্যাক্ট ১৯৭৯ সংশোধন করা হয়েছে।
  • ২০০৭-১১ সালে শহরের গরীব মানুষদের জন্য ৪৭,৯৫৬ টি গৃহ নির্মাণ হয়েছিল, সেই সংখ্যাটি ২০১১-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৫৮৯।
  • ২০০৭-২০১১ সালে নতুন জল সরবরাহ প্রকল্পের সংখ্যা ছিল ৬২, ২০১১-১৫ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩।
  • ২০০৭-২০১১ সালে পরিকল্পিত ব্যয় ছিল ৩২০৯.৬৫ কোটি এবং ২০১১-১৫ সালে এর পরিমাণ ৫৪৭৩.৫৭ কোটি টাকা।
  • গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হয়েছে। নজরুল মঞ্চ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে।
  • রাজারহাটে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়া নিউটাউনে প্রকৃতি তীর্থ, বর্ধমানে ম্যাণ্ডেলা পার্ক, ডুমুরজলা লেক এলাকায় ইকো পার্ক তৈরি হয়েছে।
  • রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, মাদারস ওয়াক্স মিউজিয়াম, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি হয়েছে নিউটাউন এলাকায়।
  • মিলেনিয়াম পার্ক, বৈষ্ণবঘাটা-পাটুলি তে বেনুবনছায়া, হাওড়ায় গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন থেকে রবীন্দ্র সরোবর লেকের উন্নয়ন ও সংস্করণ সব কিছুই করা হয়েছে তৃণমূল সরকারের আমলে।

Mamata Banerjee wins hearts during her Bhawanipore padayatra

Mamata Banerjee participated in a padyatra in south Kolkata’s Bhawanipore Assembly constituency today. The padyatra, which started from Ballygunge Phari at 4 PM, criss-crossed through Lansdowne, Bhawanipore before terminating at Hazra.

Thousands of people walked with the firebrand leader, along with senior party leaders. Common people also waited eagerly along the route to catch a glimpse of the Trinamool Chairperson.

Over the last few days, she has led six such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal. She will campaign in Jangalmahal after Holi festivities.

 

আজ ভবানীপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বিকেল ৪টায় শুরু হয়ে, ল্যান্সডাউন এবং ভবানীপুর হয়ে পদযাত্রাটি শেষ হয় হাজরাতে।

দলনেত্রীর সাথে আজ মিছিলে হেঁটেছেন দলের বহু নেতা এবং সাধারণ কর্মীবৃন্দ। পা মিলিয়েছেন সাধারণ মানুষও। মোড়ে মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ছিল উপচে পরা ভিড়।

গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছেন তিনি।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

ইতিমধ্যেই  ১১টি প্রচার সভা করেছেন তৃণমূল নেত্রী। হোলির পর তিনি জঙ্গলমহলে প্রচারে যাবেন।

Mamata Banerjee launches Trinamool’s music video for Bengal Polls

Mamata Banerjee launched a music video today as a part of Trinamool’s campaign for upcoming Assembly election. The YouTube link of the music video was ‘shared’ by her on her Facebook page.

The video has been directed by Anindya Chatterjee and the song has been written and composed by Anupam Roy.

It has been sung by Anupam Roy, Srikanta Acharya, Somlata, Pratik Chowdhury, Rupankar Bagchi, Lopamudra Mitra and Ujjayini Mukherjee.

On her Facebook page, Mamata Banerjee wrote:

“I am very happy to share with the new music video “The Trinamool Song” for the forthcoming West Bengal Assembly Elections. Please enjoy.”

Here is the link to the music video: https://goo.gl/Lv3b5M

 

 বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তৃণমূলের একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে।

এই মিউজিক ভিডিওটি আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তৃণমূলের ইউটিউব পেজেও ভিডিওটি দেখতে পারবেন সাধারণ মানুষ।

গানটির গীতিকার ও সুরকার অনুপম রায় ও গেয়েছেন অনুপম রায়, শ্রীকান্ত আচার্য, সোমলতা, প্রতীক চৌধুরীর সঙ্গে রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র এবং উজ্জয়িনী মুখার্জি।

এই ভিডিওটির পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন:

“আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে: https://goo.gl/Lv3b5M

 

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State: Didi at Rajganj

On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.

She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.

Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.

On north Bengal

North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created.  Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?

On Opposition

CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.

On Health services

Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:

On Social Sector schemes

We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden.  We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.

On development

We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO

On the forthcoming Assembly  election

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State

২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।

রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ

  • উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
  • পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
  • সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
  • উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
  • বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
  • সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
  • চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
  • আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
  • বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
  • আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
  • ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
  • ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
  • কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
  • ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
  • উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
  • গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
  • ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
  • সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
  • নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
  • পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি

 

We worked for the welfare of tea workers: Mamata Banerjee at Birpara

On the fourth day of her poll campaign in north Bengal, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed two rallies today – in Birpara (in Alipurduar district) and in Mainaguri (Jalpaiguri district).

The firebrand leader embarked on her campaign in north Bengal with a rally at Phansidewa on March 14 followed by a padyatra from Matigara to Siliguri to mark Nandigram Divas. She also addressed public meetings in Kurseong on March 15 and in Kalchini-Nagrakata on March 16. She also attended a padyatra in Malbazar yesterday.

Slamming the “unholy nexus” between the CPI(M) and the Congress in her speeches, Mamata Banerjee has said she has the support of the people.

She also challenged the Opposition to fight her politically and compete on the plank of development. She came down heavily on the smear campaign started by the Opposition and a section of the media to tarnish the image of Trinamool.

Salient points of Mamata Banerjee’s speech at the Birpara rally: 

On north Bengal

I have come to Birpara often in the past. I love this place. I love coming to north Bengal in general. We have showered our love on the people of the Hills. In the past no government worked for the Hills so much.

We will never allow Bengal to be divided. We will maintain peace and harmony.

On development

We created the district of Alipurduar for better development. We fulfilled your long-standing demand. From ITIs, polytechnic colleges to fair price medicine shops and Kisan Mandis, we are working for all-round development.

Eight crore out of the nine crore people in Bengal are getting rice at Rs 2/kg. We have started insurance schemes for the press, and for the ASHA and ICDS workers. We have given second language status to Hindi, Urdu, Nepali, Gurmukhi and Ol Chiki.

We have distributed three lakh land pattas in the last four years. We have distributed Kisan Credit Cards and houses under the Gitanjali Scheme. We have electrified rural households. We took over Dunlop and Jessop because we care for the welfare of workers. We will not allow innocent workers and labourers to suffer because of the Central government.

The Centre stopped funds for the ICDS scheme. We are now funding the scheme.

On the Opposition

Those who took the State back by decades are spreading hate, falsehoods and negativity now.

On education

We have set up a Hindi College in Banarhat. We are setting up model schools in the district. 33 lakh girls are receiving Kanyashree scholarships. They are now pursuing higher education. We have also started Shikshashree scholarships for SC/ST students; 22 lakh have already benefitted. Under the Sabuj Sathi Scheme, 25 lakh cycles have been distributed and another 15 lakh students will receive them by July. Minority scholarships have been given to 1.05 crore students. This is the highest number for such scholarships in the country.

The Centre has stopped funding Sarva Siksha Abhiyan but we are continuing to fund the scheme.

The new generation of youth in Bengal will take the State forward. Bengal is turning around.

On tea workers

We are working for the welfare of tea garden workers. We are providing water, electricity and rice at 47 paisa/kg to tea garden workers.

On Trinamool

Trinamool works for the common people. We are here to serve the poor irrespective of caste, creed, colour or political allegiance. Trinamool is a party of the people; our government is a humane government. We have come to seek your support, blessings and cooperation based on the work we have done in the last four years.

 

 

চা বাগানের উন্নয়ন করেছে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন। আজ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

গত ১৪ই মার্চ ফাঁসিদেওয়ায় একটি জনসভার মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী প্রচার শুরু করেন। এরপর ওইদিনই নন্দীগ্রাম দিবস উপলক্ষে মাটিগাড়ায় একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ কার্শিয়াঙে এবং ১৬ই মার্চ কালচিনি ও নাগরাকাটায় জনসভা করেন তিনি। গতকাল মালবাজারে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘অনৈতিক ঘোঁট’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল মানুষের সঙ্গে জোট করেছে।

তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করেন তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য। তিনি বিরোধীদের আহ্বান জানান উন্নয়ন ও কাজের মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। বিরোধীদের সঙ্গে মিডিয়ার একাংশ একযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত, কুৎসা ও নিন্দার রাজনীতি শুরু করেছে।

বীরপাড়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

আমি আগে অনেকবার এসেছি বীরপাড়ায়। আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং আমি বারবার আসব উত্তরবঙ্গে। আমরা বাংলাকে কখনো ভাগ হতে দেব না। আমরা বাংলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করব।

উন্নয়ন

আমরা নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি করেছি, মানুষের বহুদিনের চাহিদা পূর্ণ করেছি। পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। আইটিআই,পলিটেকনিক কলেজ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিষাণ মাণ্ডি সবকিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ ২টাকা কেজি চাল পাচ্ছে। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা আইসিডিএস প্রকল্প চালু রেখেছি। গত সাড়ে চার বছরে ৩ লক্ষ পাট্টা প্রদান করা হয়েছে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করেছি গরীবদের জন্য।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা দিয়েছি।

বিরোধীদের উদ্দেশ্যে

৩৪ বছরে কোন উন্নয়ন হয়নি। যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে নিয়ে গেছে তারা আজ কুৎসা, অপপ্রচারে মেতেছে। আইসিডিএস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মানুষের স্বার্থে আমাদের সরকার সেই প্রকল্পগুলি চালু রেখেছে। সর্ব শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আমরা চালু রেখেছি সেই প্রকল্প।

শিক্ষা

আমরা বানারহাটে একটি হিন্দী কলেজ স্থাপন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় মডেল স্কুল চালু হয়েছে। ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, এর মাধ্যমে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। আইটিআই,পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি আমরা। ২২ লক্ষ ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে।সবুজসাথী প্রকল্পে ২৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। বাকি ১৫ লক্ষ ছাত্রছাত্রী জুন মাসের মধ্যে সাইকেল পেয়ে যাবে। ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

চা–শ্রমিক

চা শ্রমিকদের উন্নতিসাধনে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন ৪৭ পয়সা কেজি দরে চাল পাচ্ছে।

তৃণমূল মানুষের সরকার, মানবিক সরকার। আমরা মানুষের জন্য কাজ করি। আমরা পাহাড়ের ভাই-বোনেদের ভালোবাসি, এর আগে কোন সরকার তাদের জন্যও এত কাজ করেনি।

আমাদের কাজের ওপর নির্ভর করে আমরা আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি।

 

 

 

 

 

Trinamool strongly objects to the unprecedented political conspiracy by CPI(M) and BJP

Trinamool Congress lashed out at CPI(M) and BJP on the floor of the Lok Sabha today for hatching a unprecedented political conspiracy against the party.

Trinamool Congress registered its protest against the Speaker’s unilateral decision of referring the matter of an alleged  ‘sting video’ to the Ethics Committee of the Lok Sabha, without even a Motion in the House.

Trinamool demands a thorough enquiry into the funding of the agency that carried out the video. Even the timing of the release of the video, just before West Bengal Assembly Election, is suspect. Also the credibility of the so-called journalist who carried out the ‘sting’ is doubtful.

Derek O’Brien questions the credibility of ‘sting video’ in Rajya Sabha

Full Transcript

Sir, thank you so much for allowing me a little time to raise this very important issue.

There is a video which the television channels across the country are running. Even when they are doing so, they are running a disclaimer saying that they are not responsible for the content of that video. In this day of technology, no one knows whether the video is authentic or doctored.

I am not getting into that, Sir. The issue is much bigger issue. Sir, the issue is that when these so called sting operations are done, what is the credibility of the people who do this?

Sir, I can say this with all responsibility that through this company foreign funds are coming into the country before elections. Sir, if you check the call records of this gentleman you would find that five calls were made to Dubai on the morning that this video was released.

This company, Sir, is registered at Post Box N: 235328 Ismail Abdulla Mohd. Buhumaid Building near Al Quasis Bus Station, Damascus Road, Al Qusais Industrial – 4, Dubai.

Sir, this is a bigger issue for the whole House. Why is foreign money coming here? Sir, let us not judge that video; first judge the source of the video, the credibility of the video.

Sir, we would like all journalists to have the independent power to investigate. Sir, we would like professional journalists to have the right to do any kind of investigation.

But who is this journalist? He is not a journalist, Sir. He is a money bag; he is a shot waiting to be hired. Check out his credibility. What does he say in the last line of his press release? He says, “Five years ago, there was a parivartan in Bengal, now it is time for a new parivartan.”

Are these the words of a journalist?

Sir, the Trinamool Congress has a reputation. A leader like Mamata Di represents transparency and credibility. This is political opportunism.

Fight us politically and not with this doctored video.