Mamata Banerjee slams Congress-CPI(M) alliance in Dakshin Dinajpur

Mamata Banerjee on Sunday attacked the Left-Congress alliance in Dakshin Dinajpur. She is currently campaigning in north Bengal.

“CPM has become shameless,“ said Mamata Banerjee. She also sang a couple of lines from a famous folk song to hit out at CPM. “Dada paye pori re, mela theke bou ene de (brother, please bring a wife for me from the fair). CPM is now begging Congress for votes. But they don’t know that Congress can’t do that in this state,“ Mamata said addressing the crowd at Gangarampur stadium.

“CPM has forgotten the ideals of Marx and Lenin, while the Congress has shelved Gandhi. Keralae chulochuli, aar Banglay kolakuli (In Kerala they are fighting each other, in Bengal they have joined hands). Will people accept this? Never,“ she remarked.

She also highlighted the development undertaken in the last four and a half years. “They cannot showcase even four development projects in the last 34 years. On the other hand, I can give details of what we did in the last four years -it will require one Mahabharata, one Ramayana, one Bible and one Quran.“

She said: “If there was no loan burden, I could have given government jobs to 10 lakh more youths.“

Before Gangarampore, the Chairperson held rallies at Kumargram and Kushmandi also.

 

দক্ষিণ দিনাজপুরের সভায় সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

রবিবার দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে প্রচার করছেন তৃণমূল নেত্রী।

সিপিএম আজ নির্লজ্জ হয়ে গেছে। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে সিপিএম কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “সিপিএম এখন দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ (ভোট) এনে দে এই গান গাইছে। সিপিএম এখন কংগ্রেসের কাছে ভোট ভিক্ষা চাইছে। কিন্তু ওরা জানে না, কংগ্রেসের ভোটই নেই”।

তিনি আরও বলেন, “সিপিএম এখন মার্ক্সবাদ ও লেনিনবাদ ভুলে গেছে, কংগ্রেস ও আজ তাদের আদর্শকে বিক্রি করে দিয়েছে। কেরালায় চুলোচুলি করছে আর এখানে কোলাকুলি করছে। মানুষ ওদের যোগ্য জবাব দেবে”।

তিনি তার গত সাড়ে চার বছরের উন্নয়নের কর্মযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, “গত ৩৪ বছরে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে গত সাড়ে চার বছরে আমাদের আমলে যে কাজ হয়েছে তা লিখে রাখতে গেলে রামায়ণ-মহাভারত-বাইবেল লেখা হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না”।

তিনি আরও বলেন, “যদি আমাদের ওপর কোন ঋণের বোঝা না থাকতো, তাহলে আমি আরও ১০ লক্ষ যুবক-যুবতীদের চাকরি দিতে পারতাম।

গঙ্গারামপুরের আগে, তৃণমূল নেত্রী দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও কুশমুণ্ডিতে জনসভা করেন।

Narada: Trinamool to dig out which political opponents plotted this vendetta, also starts internal probe

Statement by Partha Chatterjee, Secretary General of  West Bengal Trinamool Congress:

On Narada tapes

The EC has not yet reacted to the Narada sting operation. The manner in which a section of the media is indulging in a smear campaign, without verifying the authenticity of the tapes, only shows that they are trying to help the Opposition who have no mass support. The same media is running the tapes and then saying ‘they cannot verify the authenticity of the tapes.’ The timing of release of the tapes shows this is nothing but political vendetta by our opponents.

The party will conduct an internal inquiry and also probe the role of some senior leaders of the Congress, the CPI(M) and the BJP, who might have been involved with the sting operation. If anyone is found guilty, appropriate action will be taken against them.

Under the leadership of Mamata Banerjee, a surge of development has been unleashed in Bengal. Through these stings, our political opponents are trying to divert the attention of the people and influence the outcome of the elections. Without verifying the tapes how can they conduct discussions every evening? We strongly condemn such acts.

We have also received several sting tapes against Opposition leaders. But Trinamool does not believe in the politics of vendetta. We will not use them just to sail through the election season.

Flyover tragedy: CPI(M) General Secretary of CPI(M) must answer

The All India General Secretary of CPI(M) must clarify about his associations with the company that was constructing the flyover near Ganesh Talkies. Is it true that that company got the contract for this project because of those connections? Who are the associates of this company? Who manipulated the contract in favour of the accused company? We demand an answer.

On violence unleashed by CPI(M)-Congress

The manner in which Md Salim and Surjyakanta Mishra threatened to unleash violence in Bengal, the death of our party worker Jaydeb Jana in Sabang is a result of those threats. CPI(M) and Congress have jointly killed him in cold blood.

We have been informed by the district leadership that Manas Bhunia, who was once seen running away from CPI(M) cadres with his dhoti in hand, and who sought protection from Buddhadeb Bhattacharjee, is involved in this political murder. We demand the arrest of Manas Bhunia.

The CPI(M) and the Congress are trying to bring back the dark days of violence and terror but we will not allow them to succeed in their devious mission. We have witnessed bloodshed and violence in Singur, Netai, Nandigram and in many other places. They even attempted to assassinate Mamata Banerjee. But we did not give in. Even now we will not bow down to their tactics.

The people of Bengal have reposed their trust on Mamata Banerjee and we will fulfil our commitments to the people.

 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি 

স্টিং অপারেশন

আমরা নারদা কাণ্ড নিয়ে নির্বাচনের কমিশনের কোন নড়াচরা দেখছি না। সংবাদপত্রের একাংশ যেভাবে নারদা কাণ্ড নিয়ে যেভাবে নোংরামি করছে তার প্রেক্ষাপটে এই কথা জানাতে চাই যে এই নারদা কাণ্ডের এপিসোড শুধুমাত্র নির্বাচনী বৈতরণিতে জনভীতহীন বিরোধীদের হাত কে শক্ত করার জন্য। যখন আমাদের দলের নাম ঘোষণা হয়ে গেছে, আমরা দল হিসেবে ব্যস্ত, ঠিক তখনই এই ধরণের একটি কাণ্ড নিয়ে বাজার গরম করার প্রবণতা দেখা দিচ্ছে।

স্টিং অপারেশনের সত্যতা যাচাই না করেই দেখানো হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে ব্যস্ত ছিলাম, আছি, আর ৫ই মে অবধি থাকব, তাই আমরা ঠিক করেছি দল হিসেবে আমরা দলের অভ্যন্তরীণ তদন্ত করব। কেউ যদি দোষী হয়ে থাকে তাহলে দল পদক্ষেপ গ্রহণ করবে।

এক পক্ষ টাকা নিয়েছে। আরও তিন পক্ষ আছে। এটাও আমাদের অভ্যন্তরীণ তদন্তে থাকবে। অনেকের নাম এর মধ্যে এসে পড়েছে – অন্যান্য দলের কিছু নেতারাও এর সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা আমাদের দলীয় তদন্তে দেখব।

স্টিং অপারেশনের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিকে এই জাতীয় নারদ কাণ্ড দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সত্যতা যাচাই না করে প্রতিদিন সন্ধ্যায় নির্বাচনকে প্রভাবিত করার এই চেষ্টার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।

আমাদের কাছেও অনেকে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সিডি পাঠিয়েছেন। আমাদের নেত্রী মনে করেন রাজনীতিতে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা উচিত। আমরা এ ধরণের নোংরা খেলা খেলব না।

উড়ালপুল

সিপিএমের সর্বভারতীয় সম্পাদক খোলসা করে বলুন,গনেশ টকিজের সামনে যে উড়ালপুল ভেঙ্গে পড়ল সেই নির্মাণকারী সংস্থার সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা এবং সেই যোগাযোগ থাকার ফলেই তাদের বরাত দেওয়া হয়েছিল কিনা। নির্মাণকারী সংস্থা কাদের দোসর? কাদের অঙ্গুলিলেহনে এই বরাত তাদের ভাগ্যে জুটেছিল?

সবং- কাণ্ড

যেভাবে মহম্মদ সেলিম, সূর্য মিশ্র-রা বদলার রাজনীতির হুঙ্কার দিয়েছেন, ইতিমধ্যেই বাংলাকে রক্তাক্ত করবার হুমকি দিয়েছেন, তারই ফল হিসেবে,কংগ্রেস-সিপিএম-এর যৌথ হুঙ্কারে আমাদের এক প্রিয় কর্মীকে সবং-এ নৃশংসভাবে খুন করা হয়েছে।

আমরা জেলাস্তর থেকে যা জেনেছি, এই ঘটনার পিছনে বুদ্ধবাবুর মানসপুত্র, যাকে ধুতি খুলে দৌড়তে দেখা গিয়েছিল, যিনি বুদ্ধবাবুর শরণাপন্ন হয়েছিলেন, তার নাম জড়িয়ে পড়েছে। মানাস ভুইঁয়া-কে কেন গ্রেপ্তার করা হবে না? আমরা এই দাবি জানাচ্ছি।

সিপিএম-কংগ্রেস, যারা খুনের রাজনীতি আবার শুরু করার চেষ্টা করছিলেন, যারা হুঙ্কার দিলেন, তাদের মদতেই জয়দেব জানা-কে প্রাণ দিতে হলো।

আমরা মানস ভুইঁয়ার গ্রেপ্তারের দাবি জানাই।  আমি নিজে সবং যাচ্ছি। জয়দেবের পরিবারের পাশে থাকব।

খুনের রাজনীতি ফিরিয়ে আনার যে চেষ্টা সিপিএম-কংগ্রেস করছে, তা আমরা প্রতিহত করব। ৩৪ বছরে নেতাই হয়েছে, সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়-কে খুনের চেষ্টা হয়েছে। আমরা মাথানত করিনি। খুনের কাছে মাথানত নয়।  মমতার উপর ভরসা করে বাংলার মানুষ রায় দিয়েছে। মানুষ সিপিএম-কংগ্রেস-কে সমর্থন করবে না।

 

Statement by Trinamool Congress at 11:15 AM

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson

Woke up to the sad news of the cold-blooded, political murder of my co-worker Joydeb Jana in Sabang. The CPI(M), Congress and the BJP have more blood on their hands.

Have spoken to my colleagues in West Midnapore district. They confirm that the murder was done without any provocation. The Congress, CPI(M) and the BJP know their campaign is having no impact on the ground. Hence they are resorting to ‘bloody tactics’ of vendetta.

Law and order is under the Election Commission. This is not the first murder. Eight Trinamool workers have been murdered in the last few weeks.

The local Congress candidate Manas Bhuniya lodged a complaint against Joydeb Jana a few days ago. Even as late as yesterday he was conducting enquiries, following up and plotting the murder. All evidence points to the fact. We demand he be booked as an accused in the case.

Suvendu Adhikary, Partha Chatterjee, Dev will be present for the last rites of Joydeb Jana.

For three decades CPI(M) did not allow free and fair elections. Many Trinamool (and Congress) workers were killed under their watch. Yet the Congress has entered into an alliance with them. They have no respect for democracy.

People of Bengal want free, fair and peaceful elections. That’s what Mamata Banerjee has given them since 2011.

 

জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি

সবংয়ে আমাদের দলের সহকর্মী জয়দেব জানার মর্মান্তিক মৃত্যুর খবরে আজ সকালে ঘুম ভাঙল। সিপিএম-কংগ্রেস ও বিজেপির হাত এখন আরও রক্তাক্ত।

আমি পশ্চিম মেদিনীপুর জেলার আমার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমায় জানিয়েছেন বিনা প্ররোচনায় এই খুন করা হয়েছে। কংগ্রেস-সিপিএম-বিজেপি জানে যে তাদের প্রচার হালে পানি পাচ্ছে না। তাই তারা মরিয়া হয়ে ‘রক্তের রাজনীতি’ তে মেতে উঠেছেন।

রাজ্যের আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের দায়িত্বে। এটাই প্রথম খুন নয়। গত কয়েক সপ্তাহে আমাদের ৮ জন দলীয় কর্মী খুন হয়েছেন।

কয়েকদিন আগে লোকাল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া জয়দেব জানার আগে একটি অভিযোগ দায়ের করেন। এমনকি গতকালও উনি খোঁজখবর নিচ্ছিলেন এবং খুনের পরিকল্পনা করছিলেন। সব তথ্য প্রমাণ অনুযায়ী অভিযোগের তির অনার দিকেই উঠছে। আমাদের দাবি এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ওনাকেই চিনহিত করা হোক।

শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি, দেব এবং মুকুল রায় জয়দেব জানার শেষকৃত্যে উপস্থিত থাকবেন।

তিন দশক ধরে সিপিএম অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হতে দেয়নি। তাদের আমলে প্রচুর তৃণমূল (ও কংগ্রেস) কর্মী খুন হয়েছেন। আজ সেই কংগ্রেসই সিপিএমের সঙ্গে জোট করেছে। ওদের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই।

বাংলার মানুষ অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন চায়, যা মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে বাংলার মানুষকে দিয়ে এসেছে।

PM can arrest me if he wishes, I don’t care: Didi in Asansol

Mamata Banerjee today slammed the BJP while addressing an election campaign rally at Asansol. She dared the Prime Minister to arrest her and slammed him for indulging in personal attacks and bringing disrespect to the chair he holds.

Here are the highlights of her speech:

  • You voted for BJP two years ago. But what work have they done?
  • Making big speeches is easy but working for people is difficult.
  • What the PM said in Asansol yesterday undermines the chair he holds.
  • The Prime Minister spoke like a Swayam Sevak Shakha worker.
  • I do not make personal attacks even if I am politically opposed to someone.
  • Just because the PM made personal attacks against me, I will not do the same.
  • Whenever Modi ji comes to Bengal he makes personal attacks which are in extremely bad taste.
  • The Prime Minister can arrest me if he so wishes, I don’t care.
  • I fight with my head held high. I never bow my head before anyone.

 

প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না: দিদি

আজ আসানসোলের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি তাকে গ্রেফতারও করেন তাতে তিনি ভীত নন।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আপনারা ২ বছর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কি কাজ করেছে তারা আপনাদের জন্য?
  • বড় বড় কথা বলা অনেক সোজা, কিন্তু মানুষের জন্য কাজ করা কঠিন
  • গতকাল আসানসোলে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা ওনার মুখে শোভা পায় না
  • স্বয়ংসেবক শাখা কর্মীর ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক মত বিরোধ থাকা সত্ত্বেও আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না
  • যখনই মোদিজি বাংলায় আসেন তিনি কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণ করেন
  • প্রধানমন্ত্রী আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন বলে আমিও একই কাজ করব না
  • প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না
  • আমি মাথা উঁচু করে লড়াই করি, কখনোও কারও কাছে মাথা নত করি না

Didi’s four-point chargesheet against CPI(M) in Narayangarh

Mamata Banerjee today delivered a four-point chargesheet against the CPI(M).

She was addressing a huge election campaign rally at Narayangarh in West Midnapore. She spoke at length about the dark days under CPI(M) misrule, which was rife with violence and bloodshed.

“It is shameful that the CPI(M), responsible for the despicable incidents in Netai, Nandigram, and Garbeta are once again talking about revenge”, she said.

Here is the four-point chargesheet by Mamata Banerjee:

  • Why was the Netai incident allowed to happen? Who was responsible?
  • CPI(M) should explain why people in Nandigram were attacked. It certainly cannot be the responsibility of Buddhadeb and Lakshman Seth alone; which other leaders were involved?
  • CPI(M) should explain why there were so many murders in Jangalmahal. Who killed Paresh Kumar, Dumri Hansda, Chitto Pal, Sambhu Hansda, Gangaram Das, Sunil Das, Amalendu Dey, Raitun Bibi and Upendu Khatua among many others? Who was responsible?
  • The former Health Minister should answer why there was no health infrastructure in Narayangarh as well as in West Midnapore district.

Those who had turned Jangalmahal into a graveyard are now speaking of peace. The people of Jangalmahal will give befitting reply, she said.

She went on to highlight the development ushered-in in the last four and a half years  – six multi super hospitals in West Midnapore alone while 41 multi super hospitals are coming up across the State in addition to numerous SNCUs, SNSUs and Fair Price Medicine Shops. People are getting benefits of new ITIs, Kanyashree, Kisan Credit Cards, Sikhsashree, Sabuj Sathi, Kisaan Bazaars and many other projects.

She promised that after coming into office for the second time, the first rally will be held at Narayangarh, if people defeat Suryakanta Mishra.

 

নারায়ণগড়ে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট মমতার

আজ নারায়ণগড়ের জনসভা থেকে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে তিনি সিপিএম আমলের কালো, রক্তাক্ত, প্রতিহিংসামূলক রাজনৈতিক দিনগুলির কথা আবার মনে করিয়ে দেন সাধারণ মানুষকে।

তিনি বলেন, “নেতাই, নন্দীগ্রাম, গড়বেতার জন্য দায়ী সিপিএম, এরপর ওরা আবার বদলা নেওয়ার কথা বলছে এটা লজ্জাজনক”।

দেখে নিনি সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্জ শিটঃ

  • নেতাই এর ঘটনা কেন হয়েছি? কে দায়ী এর জন্য?
  • নন্দীগ্রামের মানুষের ওপর কেন অত্যাচার করা হয়েছে, সিপিএমের জবাব চাই। শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ও লক্ষ্মণ শেঠ এর জন্য একা দায়ী নন, আর কোন কোন নেতারা এর পিছনে ছিলেন সিপিএমকে এর জবাব দিতে হবে।
  • জঙ্গলমহলে এত মানুষ কেন খুন হয়েছে? সিপিএমকে জবাব দিতে হবে। পরেশ কুমার, দুমড়ি হাঁসদা, চিত্ত পাল, শম্ভু হাঁসদা,গঙ্গাধর দাস,গঙ্গারাম দাস, সুনিল দাস,অমলেন্দু দে, রাইতুন বিবিকে, উপেন্দু খাঁটুয়া কে খুন করেছে? এর জন্যও কে দায়ী?
  • কেন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাসহ নারায়ণগড়ে কোন স্বাস্থ্য পরিকাঠামো হয়নি এর জবাব দিতে হবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।

যারা জঙ্গলমহলে সন্ত্রাসের রাজনীতি করত আজ তারাই শান্তির বার্তা দিচ্ছে। জঙ্গলমহলের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।, তিনি বলেন।

গত সাড়ে চার বছরে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে – সারা রাজ্যে ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। অনেকগুলি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, SNCUs, SNSUs তৈরি হচ্ছে। আইটিআই, পলিটেকনিক কলেজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, সবুজ সাথীসহ আরও অনেক প্রকল্প চালু হয়েছে বাংলার জন্য।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মানুষ সূর্যবাবুকে পরাজিত করেন তাহলে জেতার পর তিনি তার প্রথম সভা করবেন নারায়ণগড়ে।

Time for Paribartan in Jamuria: Abhishek Banerjee at Bardhaman

Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed a huge gathering at Jamuria in Bardhaman on Thursday where he urged the people to remove the filth created by the Left. He urged the people to bring in the change in Jamuria, the change that had come upon Bengal in 2011.

The firebrand leader reiterated the facts of the developmental works that had changed the face of Bengal during the last four and a half years and said that even 10% of such works could be taken upon during the 34 years of the Left misrule.

He urged the people to verify the real facts and then go on to exercise their polling rights.

Abhishek Banerjee disclosed the facts as to how the Trinamool Government under Mamata Banerjee took upon the numerous developmental projects withstanding the huge loan created by the past Left Government.

 

এবার জামুড়িয়ায় পরিবর্তনের সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার জামুড়িয়ায় একটি সভা করেন। তিনি বলেন, “বামেরা জঞ্জালের মতো। এরা এই রাজ্যের সর্বনাশ করেছে। ৫ বছর আগে গোটা রাজ্যে পরিবর্তন এলেও জামুড়িয়ায় পরিবর্তন আসেনি”।

এদিন তৃণমূল সাংসদ বলেন, “জামুড়িয়ার মত কিছু কিছু জায়গায় এখনও জঞ্জাল থেকে গেছে, এবারের ভোটে সবাই মিলে এদের জামুড়িয়া থেকে উৎখাত করুন”।

বামদের ৩৪ বছরের সঙ্গে পরিবর্তনের সরকারের পাঁচবছরের কাজের হিসেব পাশাপাশি ফেলে বিচার করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে তৃণমূল সরকার বাংলায় যে উন্নয়নমূলক কাজ করেছে ৩৪ বছরে তার দশ শতাংশ কাজ করতে পারেনি সিপিএম।

What PM said was unbecoming of his high office: Derek

Statement by Derek O’Brien:

We heard the comments the Prime Minister made about our party. Making up a clever-by-half abbreviation, based on wild allegations and using the initials letters of the name of our political party, was in poor taste to say the least.

These are not words befitting of the Prime Minister of India. They bring his high office to disrepute. Mr Prime Minister, maybe we need to remind you that you are the Prime Minister of this great nation and of all Indians, irrespective of community and region. Do not reduce yourself to a Shakha Pramukh. Please grow with your job.

The Trinamool Congress is far from being a corrupt party. We don’t run advertising campaigns for elections running into billions of unaccounted and unaccountable dollars. Neither do we play cheap politics over a tragedy. As for terror, we are all for combating it but not by raising paranoia, targeting innocent fellow citizens and raising communal temperatures. But then you, Mr Shakha Pramukh, would know about terror, given your record in 2002.

 

প্রধানমন্ত্রীর মুখে এরকম বক্তব্য শোভা পায় না: ডেরেক

আমাদের দল সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। কিছু অমূলক অভিযোগের ওপর ভিত্তি করে আপনি আমাদের দলের আদ্যাক্ষরগুলি দিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা কোনও প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না।

আপনি যে পদে আসীন, সেই পদমর্যাদার অবমাননা করেছেন আপনি। আপনাকে হয়তো মনে করানো দরকার যে আপনি সারা দেশের প্রধানমন্ত্রী, কোনও শাখা প্রমুখ নন। আপনি নিজের কাজে মননিবেশ করুন।

তৃনমূল আদপেই দুর্নীতিপরায়ণ দল নয়। আমাদের দল হিসেব বহির্ভূত কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচনী প্রচার চালায় না। আমরা কোনও মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সস্তার রাজনীতি করি না।

সন্ত্রাসের মোকাবিলা আমরাও করছি। কিন্তু তার নামে নির্দোষ দেশবাসীদের বিরুদ্ধে ভীতি সৃষ্টি করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি।

শাখা প্রমূখ মহাশয়, ২০০২ সালের অভিজ্ঞতা থেকে সন্ত্রাস সম্বন্ধে আপনার জ্ঞান নিশ্চই প্রচুর।

Opposition bowled out in Jangalmahal: Abhishek Banerjee in Bankura

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee said that the people of Jangalmahal have hit sixes in every ball of the 18-over match and ousted the Opposition beyond the boundaries, while referring to the first day of the first phase of the Assembly elections in Bengal.

The young leader held three rallies in the district on Tuesday, in Saltora, Bishnupur and Indus.

He said that the developmental work in the last four-and-a-half years has brought a huge wave of change in West Bengal, which had been made barren prior to 2011.

He pointed out that while the main intention of the CPI(M)-Congress alliance is just to come to power, Trinamool is more inclined to serve the people of the State with developmental programmes like Kanyashree, Yuvashree, rice at Rs 2 per kg and many such benefits.

 

১৮ ওভারেই বাউণ্ডারির বাইরে বিরোধীরা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার প্রচারসভায় বলেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের মানুষ সত্যি ১৮ ওভারের খেলায় ছক্কা মেরেছেন যাতে বিরোধীরা একেবারে বাউণ্ডারির বাইরে চলে যায়।

মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, বিষ্ণুপুর এবং ইন্দাসে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে চার বছরে সারা রাজ্যজুড়ে যে উন্নয়ন হয়েছে গত ৩৪ বছরে তার ১০ শতাংশ কাজও বাংলায় হয়নি।

তিনি বলেন আজ ক্ষমতায় আসার জন্য সিপিএম-কংগ্রেস জোট করেছে। তৃণমূল ক্ষমতায় এসে শুধু উন্নয়নের জন্য কাজ করেছে। সবুজ সাথী থেকে কন্যাশ্রী, যুবশ্রী সহ ২ টাকা কেজি চাল পাচ্ছে রাজ্যের মানুষ।

 

100 Days’ Work Scheme: Bengal leading the way in India

The progress that rural Bengal has made during the first term of the Trinamool Congress Government is unprecedented. The people are prospering like never before. The State has made tremendous achievements in the 100 Days’ Work Scheme.

The Panchayat and Rural Development Department has ensured more job security and creation of durable assets. The State Plan expenditure has increased over five times to Rs 38,214.14 crore during 2011-2016, as compared to that during 2006-11.

100 Days’ Work Scheme

There has been more than two times rise in the expenditure incurred under Mahatma Gandhi National Rural Employment Generations Scheme (MGNREGS), also known as the 100-Days’ Work Scheme, during 2011-15, to Rs 18,742.72 crore, as compared to that during 2007-11. A total of 95.73 crore person-days were generated during 2011-16.

The State has achieved unique milestones under this scheme. West Bengal reached its peak during 2013-14 by generating 23.15 crore person-days, the highest in the country. In 2014-15, owing to non-availability of adequate fund from the Government of India like in the previous year, only 16.77 crore person-days could be generated although in terms of expenditure the State retained its premier position with an expenditure of Rs 4,014.89 crore and a pending liability of Rs 1,823.12 crore.

Women’s participation in MGNREGS has increased to 41%, which is an all-time high in the State. The other major achievements lie in a series of innovative activities including mango orchards in Bankura and Purulia districts, support to Indira Awas Yojana housing, cowshed, goatery and poultry sheds under Individual Benefit Schemes, reclamation of land, leading to productivity enhancement, and convergence with different programmes of other departments.

Due to an outstanding convergence model, Lego Gram Panchayat in Bankura district received a national award for overall and effective performance in MGNREGS during 2012-13. Convergence in MGNREGS is now attempted in a big way and different departments are pumping in their resources to enhance productivity through combined initiatives.

Thus we see that West Bengal has made tremendous progress in rural development. It is now one of the top performers in the country.

 

একশো দিনের কাজের প্রকল্প : বাংলা পথ দেখাচ্ছে গোটা দেশকে

তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম মেয়াদে গ্রাম বাংলায় আনা উন্নয়ন এক কথায় নজিরবিহীন। মানুষের অভ্যুত্থান অভূতপূর্ব। রাজ্য ১০০ দিনের কাজের প্রকল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ আরও চাকরির নিরাপত্তা নিশ্চিত করেছে। এই খাতে রাজ্যের পরিকল্পিত  ব্যয় ২০০৬-১১ থেকে পাঁচগুণ বেড়ে ২০১১-১৬ সময়কালে হয়েছে ৩৮,২১৪.১৪ কোটি টাকা।

১০০ দিনের কাজের প্রকল্প

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (MGNREGS) বা ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যয় ২০০৭-১১-র তুলনায় ২০১১-১৫ সালে দুগুন বেড়ে হয়েছে ১৮,৭৪২.৭২ কোটি টাকা।২০১১-১৬ সময়কালে মোট ৯৫.৭৩ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়।

রাজ্য এই পরিকল্পনা অনন্য সব মাত্রা  ছুঁয়েছে। রাজ্য ২০১৩-১৪ সময়কালে ২৩.১৫ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ভারত সরকারের কাছ থেকে আগের বছরের মতো পর্যাপ্ত তহবিল না আসায়, ২০১৪-১৫ সময়কালে মাত্র ১৬.৭৭ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে।

MGNREGS প্রকল্পে নারীদের অংশগ্রহণ বেড়ে হয়েছে ৪১ শতাংশ, যা সর্বকালের সেরা। অনান্য সাফল্য এসেছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। এদের মধ্যে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আম বাগান, ইন্দিরা আবাস যোজনায় সাহায্য, পৃথক সুবিধা প্রকল্পের অধীনে গোয়ালঘর, ছাগল, হাঁস ও মুরগির বাসস্থান নির্মান, জমি উদ্ধার, এবং অনান্য সরকারী অনুষ্ঠানের সঙ্গে মিলিত হওয়ার প্রক্রিয়া।

একটি অসামান্য মডেল রূপে বাঁকুড়া জেলার লেগো গ্রাম পঞ্চায়েত MGNREGS প্রকল্পে ২০১২-১৩ সালে সামগ্রিক কর্মক্ষমতার জন্য একটি জাতীয় পুরস্কার পায়।

সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নে অসাধারণ অগ্রগতি এনেছে। এই রাজ্য এখন দেশে শীর্ষস্থানীয়।

New strides in the development of Adivasis

Here are some of the notable achievements of the Tribal Development Department:

  • Scholarships to ST students increased from 15,31,444 during 2007-2011 to 17,75,941 during 2011-2015.
  • Caste certificates issued to STs increased from 1,55,784 during 2007-2011 to 2,99,193 during 2011-2015.
  • Online processing and issuance of caste certificates is now operational in 61 out of 66 sub-divisions. The average number of ST certificates issued per year has gone up to more than 70,000 as compared to only 35,000 prior to 2011.
  • Time taken to process caste certificate reduced from eight weeks to four weeks
  • Shikshashree Scheme for scholarships introduced for ST students of class V to VIII. More than 2.4 lakh ST students have benefitted so far.
  • To promote mobility and reduce drop-outs, the Department has introduced a scheme of providing bicycles to all girl students of class IX-XII in 23 blocks affected by left-wing extremism (LWE). During the last four years, 95,000 bicycles have been distributed.
  • Old-age pension of Rs 1000 per month is being paid to 1.32 lakh ST BPL (below poverty line) beneficiaries above 60 years
  • Several tribal boards formed for the welfare and development of their respective communities: Mayel Lyang Lepcha Development Board, Mangar Development Board, Tamang Development and Cultural Board and Sherpa Cultural Board.
  • The Department has introduced special coaching for Joint Entrance Examination in 16 centres. The Department is also providing engineering/medical books for the first year to all successful candidates.
  • Aspirants among the ST communities for IAS/WBCS examinations are sponsored by the State Government to attend training courses both at Delhi and at ATI.
  • Emphasis has been accorded for creating employment opportunities through skill development in various sectors. In the last three years, job and self-employment opportunities have been extended to more than 5,000 candidates. ‘Ethnic Beauty Care,’ an innovative scheme for training in beauty and personal care, has opened up new options for livelihood as beauticians for more than 1,700 women from the scheduled tribe communities in rural areas.
  • A large numbers of rejected claims for pattas, as a part of Forest Rights Act, 2006, revisited, and an additional 8,317 pattas distributed

These initiatives have significantly benefitted the tribal communities of the State and have created extensive opportunities for them to advance in all spheres of life.

আদিবাসীদের উন্নয়নে নতুন অগ্রগতি

এখানে আদিবাসী উন্নয়ন পর্ষদের কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপঃ  

  • ২০০৭-২০১১ সালে ১৫,৩১,৪৪৪ জন ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছিল, ২০১১-২০১৬ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭,৭৫,৯৪১।
  • ২০০৭-২০১১ সালে ১,৫৫,৭৮৪ জন ST ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ২০১১-২০১৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৯৯,১৯৩ জন।
  • ৬৬টি সাব-ডিভিশনের মধ্যে ৬২টি সাব-ডিভিশনে অন-লাইন আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। ২০০৭-১১ বর্ষের ১১.৩৪ লক্ষ জনের তুলনায় ২০১১-১৫ সময়সীমায় ৪৫ লক্ষ মানুষকে জাতি শংসাপত্র দেওয়া হয়েছে।
  • বর্তমানে পেতে ৮ সপ্তাহের বদলে ৪ সপ্তাহের মধ্যেই জাতি শংসাপত্র পাওয়া যায়।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৩.৪ লক্ষ SC এবং ২.৪ লক্ষ ST ছাত্রছাত্রী উপকৃত হয়েছে।
  • স্কুলছুটের সংখ্যা কমানোর জন্য একটি নতুন প্রকল্প ‘সবুজ সাথী’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৩ টি ব্লকের দশম থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। গত চার বছরে প্রায় ৯৫০০০ সাইকেল প্রদান করা হয়েছে।
  • দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ১.৩২ লাখ তপশিলি উপজাতিদের (বিপিএল তালিকাভুক্ত) ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হয়েছে।
  • উপজাতি উন্নয়ন বিভাগের অধীনে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে। এগুলি হল মায়েল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ বোর্ড, মঙ্গর উন্নয়ন পর্ষদ বোর্ড, তামাং উন্নয়ন পর্ষদ ও সাংস্কৃতিক বোর্ড এবং শেরপা সাংস্কৃতিক বোর্ড।
  • ১৬টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ কোচিং সেন্টার চালু হয়েছে। সফল ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের বই দেওয়া হচ্ছে।
  • আইএএস / ডবলু বি সি এস পরীক্ষার জন্য ST সম্প্রদায়ের আগ্রহী ছাত্রছাত্রীদের দিল্লি ও এ টি আই তে সরকারি প্রশিক্ষণের জন্য পাঠায় রাজ্য সরকার।
  • ৮,৩১৭ টি অতিরিক্ত জমির পাট্টা দেওয়া হয়েছে এবং পূর্বে বাতিল হয়ে যাওয়া বহুসংখ্যক পাট্টার পুনর্বিবেচনা করা হয়েছে।

এইসব উদ্যোগের মাধ্যমে সমগ্র অনগ্রসর ও আদিবাসী জনজাতি মানুষরা অনেক উপকৃত হয়েছেন।