WB CM writes to Centre on drastic reduction of kerosene share

Chief Minister Mamata Banerjee on Friday wrote to the Centre seeking intervention as there had been a drastic reduction in the share of kerosene for West Bengal since April 2016.

In her letter to the Union Minister of State (Independent Charge) for Petroleum and Natural Gas, the Chief Minister stated that “since April 2016, there has been drastic reduction in allocation (of kerosene oil by the Central Government for the State of West Bengal) which will cause grave distress to consumers in remote and tribal areas and will adversely affect the poor, schedule caste, schedule tribe, minority community and the economically weaker sections of society.”

She further stated in the letter that the State Government has cancelled 1.41 crore fake ration cards and has thus ensured that only the “targeted population” gets the benefit. The Chief Minister requested the Union Minister to take the necessary and urgent steps so that the State gets its allocated 78,608 kL of kerosene as it “existed in March 2016.”

 

কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রেশনে কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে এবং বিষয়টি পুনরবিবেচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে রাজ্যের গরিব, তফসিলি জাতি উপজাতি সহ সমাজের দুর্বল অংশের জন্য যে কেরোসিন তেল বরাদ্দ হয়েছে তার সরবরাহ সঠিক ভাবে করছে না কেন্দ্র। ফলে এইসব মানুষগুলি কেরোসিন তেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি চিঠিতে এও জানান যে পশ্চিমবঙ্গ প্রায় ১ কোটি ৪১ লক্ষ জাল রেশন কার্ড বাতিল করেছে। এ রাজ্যে কেরোসিন তেলের কম সরবরাহের বিষয়টি দেখার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করে বলেন ৭৮,৬০৮ কেএল রাজ্যের জন্য বরাদ্দ কেরোসিন সঠিকভাবে এ রাজ্যকে সরবরাহ করা হোক।

Bakreswar Development Authority set up

The State Urban Development Department on Friday set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district. The authority has been formed to explore the tourism potential of the area and the economic development of people.

Accordingly, a master development plan would be prepared along with a land use development and control plan (LUDCP). This will help to develop the area systematically in accordance with the provision of the West Bengal Town and Country Planning Act, 1979.

A senior official of the Urban Development Department said it had been decided that no haphazard development would be allowed in any area. Bakreswar has tremendous potential as a tourist spot. There are many hot springs to which thousands of people go every year.

 

Image source: downtoearth.org.in

 

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গড়ল রাজ্য সরকার

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি করে ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে বক্রেশ্বর পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

দুবরাজপুর পুরসভা ও ব্লক এলাকা নিয়ে তৈরি হবে এই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। ৮২টি মৌজা এর অন্তর্ভুক্ত হবে। এই উন্নয়ন পর্ষদের মোট আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। বক্রেশ্বর এলাকার পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলার জন্যই সরকারের এই উদ্যোগ।

পর্ষদের প্রধান কাজ হল বক্রেশ্বরের উষ্ণ জলপ্রপাত, মামা ভাগ্নে পাহাড়সহ ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন।

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। সর্বোপরি একটি পর্ষদের আওতায় এনে এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো আরও সহজ।

Banglar Fasal: State initiative to sell veggies at a fair price

The State Co-operation Department has taken steps to introduce Banglar Fasal, an initiative to sell vegetables at a fair price after procuring them directly from farmers. It will be introduced in Barrackpore and then gradually extended across the state. The stall in Barrackpore will come up on June 22, said Arup Roy, the State Co-operation Minister.

It may be mentioned that earlier a project similar called Sufal Bangla was introduced. This new project will be helpful to both common people and farmers. The farmers will be benefitted as the State Government will directly procure their cultivated crops and on the other hand, common people will get vegetables at a fair price.

It will also help to curb the problem of unnecessary increase in the price of essential commodities as there will no more be the intervention of middlemen.

 

‘বাংলার ফসল’ – রাজ্যের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি

কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে সুলভ মূল্যে রাজ্যবাসীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কো-অপারেশন দপ্তর। প্রকল্পের নাম ‘বাংলার ফসল’। প্রথমে এটি শুরু হবে ব্যারাকপুরে তারপর আসতে আসতে সারা রাজ্যে ছড়িয়ে পরবে। আগামী ২২ শে জুন ব্যারাকপুরে এই স্টলের উদ্বোধন হবে, শুক্রবার নবান্নে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

এখানে নানা ধরনের সবজি রাখা থাকবে। এর আগেও এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে যা খুব ভালোভাবে চলছে। এই নতুন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষ এবং কৃষকরা সকলেই উপকৃত হবেন।

রাজ্য সরকার সরাসরি কৃষদের থেকে তাদের ফলানো ফসল সংগ্রহ করার ফল কৃষকরা উপকৃত হবেন এবং অন্যদিকে সাধারণ মানুষের ন্যায্য মূল্যে সবজি পাবেন।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সমস্যা থেকে মধ্যবিত্তদের সাহায্য করবে এই প্রকল্প।

Thanks to Mamata Banerjee’s policies, Manjusha earns profit for the first time in 37 years

For the first time since its inception, Manjusha, the State’s handicrafts development corporation, has made an operational profit, amounting to Rs 3.87 crore, during the fiscal year 2015-16. The corporation also witnessed its highest-ever business turnover during this fiscal, amounting to Rs 46.75 crore.

After the change of guard in the State, Chief Minister Mamata Banerjee had taken up a series of programmes to give a facelift to micro, small and medium scale enterprises (MSME) in the State. Special emphasis was laid on Manjusha and Tantuja (the State’s handloom weavers’ co-operative). Steps were taken to ensure better management of the quality of products, creation of a wider product base, better management of the organisations and setting up of e-commerce facilities.

Manjusha was established in 1978. Over the past 37 years, this is the first time that the corporation has witnessed a profit, and it does not include any subsidy by the Government.

Tantuja has been churning out profits for the last three consecutive years. During 2015-16, it made a profit of Rs 3.3 crore, when the total business turnover stood at Rs 123 crore.

The introduction of the Biswa Bangla brand has set a mark and has helped immensely in the marketing of handicrafts and handloom products. It has resulted in a sharp increase in the demand for products made by artisans from different parts of the State.

 

৩৭ বছর পর লাভের মুখ দেখল মঞ্জুষা

এই প্রথমবার ৩৭ বছর বাদে ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষা ৩ কোটি ৮৭ লক্ষ টাকা লাভ করে। এই বছরেই মঞ্জুষার মোট বিক্রির পরিমান ছিল ৪৬ কোটি ৭৫ লক্ষ টাকা।

২০১১ সালে মুখ্যমন্ত্রী প্রথমবার ক্ষমতায় এসেই তাঁত শিল্পের অগ্রগতির বিষয়ে উদ্যোগী হন। গত পাঁচ বছরে মঞ্জুষা ও তন্তুজ আর্থিকভাবে বিশাল লাভবান হয়। জিনিসের গুনুগতমান ভাল করা, সংগঠনের ভাল ব্যবস্থাপনা এবং ই-কমার্স সুবিধা নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

মঞ্জুষা স্থাপিত হয় ১৯৭৮ সালে। গত ৩৭ বছরে সরকারি ভর্তুকির ওপর নির্ভর করেই ছিল সংস্থাটি। ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষার লাভের পরিমাণ ৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

২০১৫-১৬ আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২ কোটি ৫০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২৫ লক্ষ টাকা সেখান থেকে ৩কোটি ৩০ লক্ষ টাকা লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে তন্তুজ।

পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা ব্র্যান্ড হস্তশিল্প ও তাঁত পণ্য বিপণনে অত্যন্ত সাহায্য করেছে। এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে এইসব পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

 

Bengal Tourism to get a sweet makeover

The West Bengal Government is giving its tourism pitch a makeover, with a new catchline and a new video. Bengal brand ambassador Shah Rukh Khan and actor-turned-Trinamool MP Dev feature in the video that will be shown at cinemas and multiplexes, on TV channels, and will be uploaded on YouTube.

The catchline has been changed to ‘Experience Bengal – The Sweetest Part of India.’ Preparations are on in full swing to launch the campaign soon.

After being elected for a second term with overwhelming majority, Chief Minister Mamata Banerjee said that tourism remains one of her top priorities.

The new film, that is ready to go on air, has been shot for an international audience.

Shooting took place in prominent tourist spots of the state – from Darjeeling and the Dooars in the north to Bolpur, Digha and the Sunderbans in the south.

 

বাংলার পর্যটন শিল্পের প্রসারণ 

একটি নতুন ক্যাচ লাইন ফিল্ম ভিডিওর সঙ্গে পর্যটনক শিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান এবং অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব রয়েছেন এই ভিডিওতে। সিনেমাটি দেখানো হবে মাল্টিপ্লেক্স, টিভি চ্যানেলে, এছাড়া ইউটিউবেও আপলোড করা হবে।

ফিল্মটির ক্যাচ লাইন পালটে রাখা হয়েছে – ‘Experience Bengal – Sweetest Part of India’. খুব শীঘ্রই প্রচারপ্রস্তুতি শুরু হবে তাই পুরদমে কাজ চলছে।

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রীর কাজের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় যেসব দপ্তর রয়েছে তার মধ্যে একটি হল পর্যটন।

নতুন যে ফিল্মটি প্রস্তুত করা হয়েছে সেটি শ্যুট করা হয়েছে আন্তর্জাতিক স্তরের দর্শকদের জন্য।

রাজ্যের বেশ কিছু নামী জায়গায় শ্যুটিং হয়েছে যেমন – উত্তরের দার্জিলিং, ডুয়ার্স এবং দক্ষিণের বোলপুর, দীঘা এবং সুন্দরবনে।

KMC to hold free medical camps in every ward

The Kolkata Municipal Corporation (KMC) has taken a move to bring more people under its healthcare banner and treat them free of cost.

The KMC’s health department has issued a circular stating that it will hold medical camps in its schools, clubs and parks in consultation with the councillors where people will be provided treatment free of cost.

The decision was taken as it was found that in many wards the turn-out of patients was poor. KMC will conduct massive awareness campaigns in the area urging people to attend the camps. As medicines are given free of cost, people often believe that they have not been treated properly.

Civic officials hope that the camps will help them to come out of this misconception. KMC has qualified doctors and specialists and this camp will bring more people under KMC’s medical service.

There are 144 ward health units under KMC along with 148 laboratories and 5 Dengue detection centres. The construction of health units in three newly added wards, namely, wards 142, 143 and 144 are on. The KMC labs have trained technicians and they are kept open 24×7 when malaria breakout takes place in the city.

The KMC doctors follow WHO guideline to prescribe drugs for malaria. This often varies from the dose given by private practitioners.

KMC has been praised nationally for its steps to combat malaria and dengue. KMC officials said once malaria was detected, medicine was given to the person afflicted with the disease, free of cost.

Kolkata Mayor Sovan Chatterjee said it was the policy of the state government to give medical facilities to more people free of cost.

 

সব ওয়ার্ডে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করছে কলকাতা পুরসভা

সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুরসভা বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে।

KMC-র স্বাস্থ্য দপ্তর একটি সার্কুলার জারি করেছে যে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে স্কুল, ক্লাব ও পার্কগুলিতে মেডিক্যাল ক্যাম্প চালু করা হবে যার মাধ্যমে মানুষ বিনামূল্যে ওষুধ পাবে।

সিভিক কর্মকর্তাদের আশা যে এই ক্যাম্পগুলি মানুষকে ভুল ধারণা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। KMC- র অনেক যোগ্যতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং এই ক্যাম্পগুলির মাধ্যমে অনেক মানুষ বিনামূল্যে চিকিতসার সুযোগ পাবেন।

কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪ টি হেলথ ইউনিট, ১৪৮টি ল্যাবরেটরিজ, ৫টি ডেঙ্গু সনাক্তকরণ সেন্টার রয়েছে। ১৪২, ১৪৩ এবং ১৪৪ নং ওয়ার্ডে হেলথ ইউনিট তৈরির কাজ চলছে। কলকাতা পৌরসংস্থার ল্যাবগুলি টেকনিশিয়ান প্রশিক্ষণ দিয়েছি এবং শহরে যখন ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায় তখন এগুলি ২৪ ঘণ্টা সবসময় খোলা রাখা হয়।

কলকাতা পুরসভার ডাক্তাররা WHO-র গাইডলাইন মেনে ম্যালেরিয়ার ওষুধ প্রেসক্রাইব করেন যা প্রায়ই প্রাইভেট অনুশীলনকারীদের দেওয়া ওষুধের ডোজ থেকে আলাদা হয়।

ম্যালেরিয়া আর ডেঙ্গুর জন্য নেওয়া প্রতিরোধকমূলক ব্যবস্থার জন্য জাতীয় স্তরে যথেষ্ট প্রশংসা পেয়েছে কলকাতা পুরসভা। পুরসনভার কর্মকর্তারা জানান, একবার ম্যালেরিয়া সনাক্ত করা হলে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়াই রাজ্য সরকারের নীতি।

 

Bengal Irrigation Dept looks to finish 65 km long embankment in 15 days

The State Irrigation Department has taken up the task to complete the strengthening of 65 km long embankment in Sunderbans area within the next 15 days.

The State Irrigation minister Rajib Banerjee went to South 24-Parganas and the vulnerable areas to take a stock of the situation ahead of the monsoon season.

After the Trinamool Government took charge in 2011, the irrigation department has taken up steps to ensure minimum loss, in case there is any flood by constructing embankments and strengthening them wherever necessary ahead of the monsoon. It had brought a sea of change in the lives of the people in the areas who are vulnerable to flood. Five years ago, the people in those areas used to remain prepared to search for shelter leaving their houses, because no measures were taken to avoid those villages getting inundated by water during monsoon.

The Minister said that following the instruction of the Chief Minister Mamata Banerjee, the irrigation department has undertaken necessary work so that people do not have to pass through any difficulties.

After visiting various places in South 24-Parganas on Wednesday, he held meeting with all the MLAs and senior district officials including the District Magistrate.

He said that the dredging work of two to three canals are also going on and the work will be completed soon. At the same time the strengthening work of the embankments will also take place in war footing. The task will be completed much ahead of the next date of high tide, when water level in rivers goes up to a considerable level.

A team comprising officials of the irrigation department has also been posted for round-the-clock monitoring.

He said a few long term projects will also be taken up besides these short term projects. The major task among the long term projects is to construct concrete embankments in some areas in the district.

There are land issues in some places and he has urged the MLAs to take necessary steps to resolve those problems as early as possible, so that the work can be started soon after the monsoon.

Three heavy duty pumps have also been installed at Sonarpur pumping station so that water logging would not be a problem anymore in the urban parts of Sonarpur.

At the same time the work of cleaning 27 km of Tolly Nala has also been taken up and directions have been given to expedite the work.

 

১৫ দিনের মধ্যে ৬৫ কিলোমিটার বাঁধ সম্পন্ন করার কাজ নিয়েছে সেচ দপ্তর

রাজ্য সেচ বিভাগ আগামী ১৫ দিনের মধ্যে সুন্দরবন এলাকায় ৬৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ সম্পন্ন করার কাজ হাতে নিয়েছে।

বর্ষার আগে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি দক্ষিণ 24 পরগনা এবং বন্যাপ্রবন এলাকা পরিদর্শনে যান।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেচ বিভাগ বাঁধ নির্মাণ ও তাদের শক্তিশালী করে বন্যা প্রতিরোধের সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে। বন্যা প্রবন এলাকার মানুষের জীবনে এক বিপুল পরিবর্তন এনেছে সেচ দপ্তর।

পাঁচ বছর আগে, ওই গ্রামগুলোর  জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বর্ষার সময় প্লাবিত হওয়ার কারণে এলাকার লোকেদের ঘর ছেড়ে নতুন আশ্রয়ের অনুসন্ধান করতে হত।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেচ বিভাগ বেশ কিছু প্রয়োজনীয় কাজ হাতে নিয়েছে, যাতে মানুষকে কোনরকম অসুবিধার মধ্যে পরতে না হয়।

বুধবার দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। বিধায়ক এবং সিনিয়র জেলা শাসকদের সঙ্গে বৈঠকও করেন।

 

মন্ত্রী জানান, সেচ বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দল সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি বেশ কিছু দীর্ঘ মেয়াদী প্রকল্পও নেওয়া হয়েছে। দীর্ঘ মেয়াদী প্রকল্পগুলির মধ্যে প্রধান কাজ জেলার কিছু এলাকায় কংক্রিটের বাঁধ নির্মাণ করা।

কিছু কিছু জায়গায় জমি নিয়ে সমস্যা আছে, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদের যাতে বর্ষা শেষ হওয়ার পর দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়।

সোনারপুরে যাতে বৃষ্টি হলে জল না জমে তাই সোনারপুর পাম্পিং স্টেশনে তিনটি ভারী পাম্প বসানো হয়েছে।

একইসঙ্গে টলি নালার ২৭ কিলোমিটার অংশ পরিশকার করার কাজ নেওয়া হয়েছে এবং কাজ তাড়াতাড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal to come up with Citizen Services App

The West Bengal Government plans to come out with a Citizen Services App that will help bring together academia, investors and budding entrepreneurs as part of the start-up action plan.

The Government is trying to introduce start-up action plan in partnership with the private sector and has requested NASSCOM to offer its expertise and assistance.

The Government already has the e-district facility and 27 services are already available online.

IT minister Bratya Basu said seven IT parks are near completion and are expected to be completed by this fiscal creating job opportunity for 20,000 IT professionals.

NASSCOM Products Conclave is slated to be held in city on July 15 and many IT leaders are expected to participate in the event.

 

জনপরিষেবার জন্য নতুন অ্যাপ আনছে পশ্চিমবঙ্গ সরকার

নাগরিক পরিষেবার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন অ্যাপ চালু করছে। যা শিক্ষাজগতের লোকজন,  বিনিয়োগকারী এবং উদীয়মান উদ্যোক্তাদের একসঙ্গে স্টার্ট আপ কর্ম পরিকল্পনায় অংশ নিতে সাহায্য করবে।

বেসরকার সংস্থাগুলির সঙ্গে পার্টনারশিপে স্টার্ট আপ কর্ম পরিকল্পনা শুরু করার চেষ্টা করছে সরকার এবং ন্যাসকমকেও অনুরোধ করা হয়েছে সবরকম সহযোগিতা করার জন্য।

সরকার ই-ডিসট্রিক্ট পরিষেবা চালু করেছে এবং ইতিমধ্যেই ২৭টি পরিষেবা অনলাইনে পাওয়া যায়।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু জানান, ৭টি আইটি পার্ক সম্পূর্ণ হওয়ার পথে এবং এগুলি সম্পূর্ণ হয়ে গেলে এখানে প্রায় ২০০০০ লোকের কর্মসংস্থান হবে।

কলকাতায় আগামী ১৫ই জুলাই ন্যাসকমের একটি আলোচনা সভা হওয়ার কথা আছে এবং অনেক আইটি ইঞ্জিনিয়ারদের সেখানে উপস্থিত থাকার কথা।

Bengal Govt stresses on agri-research to ensure better yield

The West Bengal Government is giving stress on agricultural research to find new techniques that will ensure a good yield of crops even in case of natural disasters.

A two-day conference attended by the representatives of all the seven agriculture research stations of the State ended on Tuesday.

The major thrust area of the conference was the development of techniques and new types of seeds using which cultivation would be possible even if there was excess rainfall up to a certain limit or even if there was comparatively lesser rainfall during the monsoon season.

The researchers also discussed how to develop newer methods of cultivation so that the farmers can make more profit.

It had always been the target of the present Government to help farmers get some more money after toiling a lot to ensure an increase in cultivation.

Besides discussing on the development of new methods of cultivation, the researchers have also pointed out the need for proper soil testing so that the farmers do not suffer losses. Stress has also been given on development of new types of seeds that can be used to increase yields or to grow better quality crops.

 

The news was first published on Millennium Post dated June 8, 2016

 

কৃষি উত্পাদন বাড়াতে গবেষণায় জোর রাজ্যের

কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য নতুন নতুন পদ্ধতি খুঁজে পাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার গবেষণার ওপর জোর দিচ্ছে যা এমনকি প্রাকৃতিক দুর্যোগেও ফসলের ভাল ফলন নিশ্চিত করবে।

দুই দিনব্যাপী এই কৃষি সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে, রাজ্যের সাত কৃষি গবেষণা কেন্দ্রের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন।

বর্ষায় অতিবৃষ্টি বা তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হলেও যাতে উন্নতমানের বীজ ব্যবহার করে নতুন পদ্ধতিতে ফসলের ফলন বৃদ্ধি করা যায় এই ছিল সম্মেলনের মূল আলোচ্য বিষয়।

নতুন পদ্ধতিতে চাষ করে কৃষকরা যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে সে বিষয়েও গবেষকরা আলোচনা করেছেন।

বরাবরই বর্তমান সরকারের লক্ষ্য ছিল কিভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি করে কৃষকরা যাতে আরও বেশি টাকা রোজগার করতে পারে তা নিশ্চিত করা।

চাষের নতুন পদ্ধতি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে গবেষকরা সঠিক মাটি পরীক্ষার প্রয়োজনও  উল্লেখ করেছেন এই আলোচনায় যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন।ভালো মানের ফসলের ফলন যাতে বাড়ানো যায় তাই নতুন ধরনের বীজ ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

 

 

Bengal Govt to formulate action plan for fostering start-ups

The newly-elected Mamata Banerjee Government is planning to formulate an action plan for fostering start-ups in the State.

“By 2020, we aim to make West Bengal one of the top three States in IT and IT-enabled services,” the state’s newly-appointed IT Minister Bratya Basu said during an interactive session with the National Association of Software and Services Companies (NASSCOM) on Wednesday. NASSCOM is the representative body of IT industries in India.

He called upon industry to join the Government to help dispel the negative perceptions that the State suffers from. “It cannot be the Government’s job alone…you have to join us too,” he said echoing a point made by Chief Minister Mamata Banerjee on Tuesday at her meeting with nine chambers of commerce.

The Government is determined to make the State a front runner in the IT space, Mr. Basu said.

The discussions ranged from possible Government-supported product-development centric incubation centres to the creation of a database of start-ups for larger companies as well as the Government.

 

স্টার্ট-আপ প্রসারে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার

নবনির্বাচিত মমতা ব্যানার্জী পরিচালিত সরকার রাজ্যে স্টার্ট আপগুলির বিকাশের জন্য একটি সক্রিয় প্ল্যান প্রণয়ন করার পরিকল্পনা করেছে।

“২০২০ সালের মধ্যে তথ্য–‌প্রযুক্তিতে দেশের প্রথম ৩ রাজ্যের তালিকায় মধ্যে পশ্চিমবঙ্গের নাম যুক্ত করা আমাদের লক্ষ্য”, বুধবার এক আলোচনাচক্রে এ কথা জানান রাজ্যের তথ্য–‌প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী ব্রাত্য বসু। তথ্য–‌প্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘‌ন্যাসকম’‌ এই আলোচনার আয়োজন করেছিল।

আলচনার পর মন্ত্রী জানান, “ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একজানালা পরিষেবা চালু করা হবে, এর জন্য একটি অ্যাপও তৈরি করা হচ্ছে, যে কোনও লাইসেন্স, সব রকম আবেদন এর মাধ্যমেই করা যাবে”।

মন্ত্রী আরও জানান, “অনেকেই তথ্য–‌প্রযুক্তিতে নতুন বিনিয়োগ করেছেন বা ছোট সংস্থা খুলেছেন।রাজ্য সরকার তাদের পাশে থাকবে।তথ্য প্রযুক্তিতে রাজ্যকে সামনে আনার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ”।

ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে সরকারি সাহায্য ও স্টার্ট আপ এর ডাটাবেস তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে এই বৈঠকে।