Bengal Govt initiates various projects to make rural Bengal self reliant

The various projects taken up by the Panchayat and Rural development department to make rural populace self reliant is likely to change the economic scenario of rural Bengal in the next couple of years, one of them being fruit orchard farming.

Fruit orchard farming has brought financial stability to many families in many districts. Griha Samriddhi was an initiative of Nadia district by which the ‘Kool’ orchard farming was started.

As the ‘Kool’ orchard farming was found to be highly profitable, people with small agricultural lands have been inspired to such types of cultivation. Krishnaganj block is situated on the bank of three rivers, Ichhamati, Churni and Mathabhanga and so the land is very fertile.

The marginal farmers took interest in orchard cultivation and decided to grow varities of Kool. The farmers sold their produce at Majdia market which is situated close to Majdia railway station.

It was found that orchard cultivation can bring an additional income varying anything between Rs 20,000 and Rs 40,000 per family in a year.

It has helped 2400 families. A total of 3,74,990 saplings were planted on 1,339 bigha of land. The unskilled man days generated is 2,83,921.

 

গ্রাম বাংলাকে স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্প সরকারের

গ্রাম বাংলার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করার জন্য ও জনসাধারণকে স্বনির্ভর করতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নয়ন বিভাগ বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে, তার মধ্যে একটি হল ফলের বাগান চাষ।

ফলের বাগান চাষ অনেক জেলায় অনেক পরিবারকে আর্থিক স্থিতিশীলতা দিয়েছে। নদিয়া জেলায় কুলের বাগান চাষ শুরু করার জন্য ‘গৃহ সমৃদ্ধি’ একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল।

যেহেতু ফলের বাগান চাষ অত্যন্ত লাভজনক তাই ছোট ছোট জমির মালিকরা এই ধরনের চাষে অনুপ্রাণিত হয়েছেন। কৃষ্ণগঞ্জ ব্লক ইছামতি, চূর্ণী এবং মাথাভাঙ্গা এই তিনটি নদীর তীরে অবস্থিত। তাই এই এলাকার জমি খুব উর্বর।

কৃষকরা বর্তমানে ফলের বাগান চাষের আগ্রহী এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন ধরনের কুল চাষের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য মাজদিয়া রেল স্টেশনের কাছাকছি অবস্থিত মাজদিয়া বাজারে বিক্রি করেন।

দেখা গেছে ফলের বাগান চাষ প্রতি পরিবার পিছু বার্ষিক আয় ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে।

২৪০০টি পরিবার এর মাধ্যমে উপকৃত হবেন। ১,৩৩৯ বিঘা জমির ওপর প্রায় ৩,৭৪,৯৯০টি চারা গাছ লাগানো হয়েছে।

Panchayat and Rural Development dept launches mobile app for farmers

The State Panchayat and Rural Development Department on Wednesday introduced a mobile phone app to enable people to lodge complaints related to the functioning of the department. Steps to solve the problem will be taken up within the next 72 hours.

This is the first time in the country when a panchayat department has taken up such a step to expedite the task of the department following direction of the Chief Minister Mamata Banerjee.

Besides using the app, once can also send letters or make a call in the department’s toll free number to lodge a complaint. The state panchayat minister Subrata Mukherjee on Wednesday inaugurated the online based system – Protikar – by which the problems can be solved within a stipulated time.

He demonstrated the system during the inauguration programme and showed how it has been made easier for a common person to approach the department for any sort of support.

It would help a person to file a complaint even from the remotest part of the state and one would no more need to run to the city to get their work done. Thus, there will be no question of harassments.

 

কৃষকদের জন্য নতুন অ্যাপ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ বুধবার পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কৃষকদের অভিযোগ জানানোর জন্য একটি নতুন মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সূচনা করেন। এই অ্যাপটি হল – ‘প্রতিকার’ অ্যাপ। অভিযোগ জানানোর ৭২ ঘণ্টার মধ্যে জবাব পাবেন অভিযোগকারীরা।

এই প্রথমবার কোন পঞ্চায়েত বিভাগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর নির্দেশনা অনুসারে এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে।

এই অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি সাধারণ মানুষ চিঠি মারফত তাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়া পঞ্চায়েতের ওয়েবসাইট মারফত অথবা টোল ফ্রি নম্বরে ফোন করেও মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০২০০০ – ৮৬৪। এই নম্বরে ফোন করে আমজনতা নির্দিষ্ট করে সব ধরনের অভিযোগ বাংলা বা ইংরেজি দুই ভাষাতেই জানাতে পারবেন। আগামী আগস্ট থেকে এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।

এমনকি রাজ্যের প্রত্যন্ত অংশ থেকে মানুষজন এর মাধ্যমে তাদের অভিযোগ দায়ের করতে পারবেন এবং সব কাজ করানোর জন্য কোন একজনের ওপর নিরভর করে থাকতে হবে না। এর ফলে হয়রানি কোন প্রশ্নই থাকবেনা।

 

Bengal Govt eyes tourism in Jhargram with a tribal focus

The Government of West Bengal is taking serious interest in promoting Jhargram as an attractive tourist destination with a focus on its rich tribal art and culture.

On her visit to the district of Paschim Medinipur, the West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday inaugurated Tribal interpretation Centre cum Museum at Jhargram.

Earlier in the day, West Bengal had chaired the first meeting of the Tribal Advisory Council at Jhargram.

The one hour meeting discussed various issues regarding the problems faced by the tribal people of the State and their solutions. The MLAs of the State belonging to the tribal communites handed over their demands to the Chief Minister.

The Trinamool Government, in its first term has taken the problems faced by the tribal people as a prime agenda and had worked for their development.

More developmental works will be undertaken for various tribal areas in road infrastructure, drinking water supply, education and power supply.

The tribal people of the State are already receiving food grains at Rs 2/Kg.

 

ঝাড়গ্রামে আদিবাসী সংগ্রহশালা, পর্যটন বিকাশে নতুন আকর্ষণ

ঝাড়গ্রামকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আদিবাসীদের শিল্প ও সংস্কৃতিতে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। জঙ্গলমহলে পর্যটক আকর্ষণের আরও একটি কেন্দ্র তৈরি হল।

পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম আদিবাসী সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের আদিম জনজাতি-উপজাতি সম্প্রদায়ের তাঁতশিল্প, হস্তশিল্পের পাশাপাশি নিত্য ব্যবহার্য নানান জিনিস, যা বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেসব ঠাই পেয়েছে।

পর্যটকরা যাতে যাতে জঙ্গলে এসে লোকগান ও লোকনৃত্য দেখতে পারেন সেজন্য সংগ্রহশালার পাশেই তৈরি একটি মুক্তমঞ্চে লোকসংস্কৃতির অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যা পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। প্রশাসনের উদ্যোগে তৈরি এই সংগ্রহশালার মাধ্যমে জঙ্গলমহলে বেড়াতে আসা পর্যটকরা এখানকার ইতিহাস ও সমাজকে সহজেই জানতে ও চিনতে পারবেন।

এদিন বন দপ্তরের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের সেমিনারে আদিবাসী উপদেষ্টা পরিষদের সঙ্গেও বৈঠক করেন তিনি। আদিবাসীদের উন্নয়ন নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে আদিবাসী বিধায়করা তাদের এলাকার দাবিদাওয়া গুলি মুখ্যমন্ত্রীকে লিখিত ভাবে জানিয়েছেন।

প্রথমবার ক্ষমতায় আসার পরই তৃণমূল সরকার আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তা কার্যকর করেছে। আদিবাসী এলাকাগুলির জন্য রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল সরবরাহ, শিক্ষা ও বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় আদিবাসীরা ২টাকা কেজি দরে চাল পাচ্ছেন।

Bengal to provide solid waste compactors to all urban local bodies

For effective management of solid waste, the West Bengal government has decided to provide stationary and mobile solid waste compactor machines to all the 125 urban local bodies (ULBs) in the State.

A total of 22 stationary compactors with hook-loader and 186 mobile compactors have been procured by the municipal affairs department and provided to the ULBs out of State funds.

The department has already commissioned 150 mobile compactors, of which 100 are now functional.

Rest of the mobile compactors will be functional by end of July 2016.

Compactors aid effective and scientific management of solid wastes, particularly for reduction of transport cost and easy movement of solid waste.

It also allows the ULBs to use the dumping ground for a longer period of time by way of reduction of volume of waste and provide hygienic environment to the citizens. In West Midnapore district, all eight urban local bodies have already been provided with mobile compactors.

22 stationary, 186 mobile compactors have already been procured by the Municipal Affairs dept.

 

জঞ্জাল পরিস্কারের জন্য রাজ্যের সমস্ত শহরে এবার বসবে কম্প্যাক্টর

জঞ্জাল পরিষ্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ১২৫টি শহরে স্থানীয় সংস্থা (ULBs) থেকে স্টেশনারি এবং মোবাইল কম্প্যাক্টর মেশিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

মোট ২২টি স্টেশনারি কম্প্যাক্টর (হুক লোডার সহ) এবং ১৮৬টি মোবাইল কম্প্যাক্টর পৌর বিষয়ক বিভাগ সংগ্রহ করেছে।

বিভাগে ইতিমধ্যে ১৫০টি মোবাইল কম্প্যাক্টরের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১০০টি কাজ করছে। বাকি মোবাইল কম্প্যাক্টরগুলি ২০১৬-র জুলাইয়ের শেষ থেকেই কাজ করা শুরু করবে।

বিজ্ঞানসম্মতভাবে শহরকে জঞ্জালমুক্ত রাখতে সহায়তা করবে কম্প্যাক্টরগুলি। এর ফলে পরিবহন খরচও অনেক কমে যাবে।

এর মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থগুলিকে জমা করা হবে বেশ কিছু সময়ের জন্য এবং এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা সম্ভব হবে।

পশ্চিম মেদিনীপুরের আটটি শহরে ইতিমধ্যে মোবাইল কম্প্যাক্টর চালু হয়ে গেছে।

Govt set to promote home stays in north Bengal

Two thousand rooms and increasing, home stays are the new craze for tourists visiting north Bengal. Home tourism in Darjeeling Hills is set to get another boost. The State government has decided to promote organic farming in areas promoting home stays.

The move is also aimed to streamline the services and to have a data base on home stay facilities and to categorise them as per their standard. The concept started during the last Commonwealth Games in Delhi to provide world class services to tourists and to supplement the availability of accommodation in the metros and tourist destinations.

Home stays have become very popular in remote tourist destinations in Dooars and Darjeeling hills where many unemployed youths and families have made them their main source of income.

“There are more than 2,000 home stay rooms and the number is increasing rapidly,” said Goutam Deb, West Bengal tourism minister. “The State government will religiously and seriously promote home stays. We will also promote organic farming in the areas coming up with home stay facilities. Organic food would be another attraction,” said the Minister.

 

উত্তরবঙ্গে হোম-স্টে পর্যটনে নতুন উদ্যোগ রাজ্যের

দার্জিলিঙের হোম ট্যুরিজম একটি নতুন দিশা পেতে চলেছে। উত্তরবঙ্গ পরিদর্শনে আসা পর্যটকদের জন্য ২০০০ এর বেশি হোম ষ্টে রুমের ব্যবস্থা করা হয়েছে। হোম স্টে প্রমোট করার পাশাপাশি চারপাশের এলাকায় জৈব চাষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দার্জিলিং আর ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে হোম ষ্টে পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এগুলি এখানকার বেকার যুবক ও তাদের পরিবারগুলির আয়ের প্রধান উৎস।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এখনও পর্যন্ত ২০০০ এর বেশি হোম ষ্টে রুম আছে এবং এর সংখ্যা আরও বাড়ানো হবে”।

তিনি আরও জানান, “রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে হোম ষ্টে-র উন্নয়নের উদ্যোগ নিয়েছে। হোম ষ্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ”।

Bengal Govt increases festival advance and bonus for employees

West Bengal Government raised its employees’ Puja bonus by Rs. 100 and salary advance by Rs. 500. The details as follows:-

The festival Bonus for the employees drawing salary less than Rs. 22,000/- p.m, which was Rs. 2500/- last year has been raised to Rs. 2600/-.

The Salary Advance for the employees drawing salary greater than Rs. 22,000/- but less than Rs. 30,000/- p.m. has been raised to Rs. 2500/- from Rs. 2000/-.

The Ex-Gratia for retired Govt. Employees drawing salary less than Rs. 22,000/- p.m. which was Rs. 900/- has been raised  to Rs. 1000/-.

Earlier in after the first Cabinet Meeting of the second term, The State Finance Minister announced the government has decided to grant an interim relief to the employees at the rate 10 per cent of the band pay with effect from 01 July. The State finance minister said that employees of state government departments, local bodies, teachers, and pensioners would get the benefit of this interim relief.

 

সরকারী কর্মচারীদের পুজোর বোনাস ও অ্যাডভান্স বাড়ালো রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকার সরকারী কর্মচারীদের ১০০ টাকা পুজো বোনাস এবং ৫০০ টাকা মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

সরকারী কর্মচারী যাদের মাসিক বেতন ২২০০০ টাকার গত বছর তাদের বোনাস ছিল ২৫০০ টাকা এবছর তা বৃদ্ধি পেয়ে হল ২৬০০ টাকা।

যাদের মাসিক বেতন ২২০০০ এর বেশি কিন্তু ৩০০০০ এর কম তাদের বোনাস ২০০০ টাকা থেকে বেড়ে হল ২৫০০ টাকা।

কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মী যাদের বেতন ২২০০০ এর কম তাদের Ex-Gratia ৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা হয়েছে।

রমজান উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায় আগামী ৩০ জুনের মধ্যে বোনাস পেয়ে যাবেন এবং পুজোর বোনাস মিলবে ২১ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে।

দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সরকারী কর্মচারীদের ১০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন এবং তিনি জানান এটি কার্যকর হবে ১লা জুলাই থেকে। অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভাগ, স্থানীয় সংস্থা, শিক্ষক, এবং পেনশনভুক্ত কর্মচারীরা এর মাধ্যমে উপকৃত হবেন।

There is universal support for GST: Amit Mitra

Dr Amit Mitra, the Finance, Commerce and Industries Minister of West Bengal, who is also the Chairman of the Empowered Committee of Finance Ministers on GST, today said that there was universal support for GST.

“The enthusiasm and participation today was very high. 23 Finance Ministers attended the meeting today in Kolkata,” Dr Mitra said. He added that every State presented their perspective and there were only two issues regarding which there are concerns.

“The first issue is that of dual control – between Centre and State. The panel today took a decision that only above a limit of Rs 1.5 crore will the dual control come into play. Small entrepreneurs will remain out of GST ambit,” Dr Mitra said.

The issue of Revenue Neutral Rate (RNR) will be taken up during a meeting in July, the Minister added. “There are two suggestions, one putting the RNR at 17% and the other at 26%,” the WB Finance Minister said while adding that officials have been asked to submit presentations based on which the committee will decide the optimal RNR.

Dr Mitra asserted that GST was a win-win for all and will benefit industry as well as the consumers. He also reiterated Mamata Banerjee’s support for GST.

Bengal Govt to go online with promote Bengal’s Muslin and Baluchari

The West Bengal Handicrafts Development Corporation will inaugurate the country’s first genre-specific online store www.balucharisaree.inand soon an app, exclusively for Baluchari sarees.

Buyers can not only buy Baluchari sarees directly, they can give their design to the weavers and thus customise the product. Besides Baluchari sarees, bags, jackets and ties will also be available.

The demand of Baluchari sarees was going up fast, both in the country and abroad. Apart from the sarees, buyers are interested in various other Baluchari products such as Baluchari jackets and bags which are hand woven with Baluchari designs.

The State Government will encourage budding designers to direct the traditional weavers to make their products contemporary.

West Bengal Chief Minister Mamata Banerjee had emphasised on reviving Bengal’s traditional culture, which includes Baluchari and muslin. The weavers have been trained and cooperatives have been formed to look after them.

The Baluchari and muslin weavers, who were on the brink of extinction, have got a new lease of life. She has also stressed on the need to sell these products and has proposed to set up Biswa Bangal stalls abroad.

 

বাংলার বালুচরি শাড়ি এবার  পাওয়া যাবে অনলাইনে

পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন বালুচরি শাড়ির জন্য দেশের মধ্যে অনলাইন ষ্টোরের www.balucharisaree.in জন্য প্রথম একটি অ্যাপও চালু করবে।

ক্রেতারা শুধুমাত্র সরাসরি বালুচরি শাড়ি কিনতে পারবেন তা নয় তারা তাঁতিদের নানারকম নকশাও দিতে পারেন। বালুচরি শাড়ির পাশাপাশি এখানে ব্যাগ, জ্যাকেট, টাইও পাওয়া যাবে।

দেশ-বিদেশে বালুচরি শাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। শাড়ি ছাড়াও বালুচরির অন্যান্য প্রোডাক্ট যেমন বালুচরি জ্যাকেট, বালুচরি ব্যাগ ইত্যাদির চাহিদা বেশি ক্রেতাদের মধ্যে।

আধুনিক মানের প্রোডাক্ট তৈরি করার জন্য রাজ্য সরকার উদীয়মান তাঁত শিল্পীদের উৎসাহিত করবে।

বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি বালুচরি এবং মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করার উপর জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁতিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের দেখাশোনা করার জন্য সমবায় গঠন করা হয়েছে।

বাংলার বালুচরি ও মসলিন তাঁতিরা যারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিলেন তারা জীবনের এক নতুন ইজারা পেয়েছেন।

তিনি এই পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করেছে এবং বিদেশে বিশ্ববাংলা স্টলে এইসব পণ্য বিক্রি করার প্রস্তাব দিয়েছেন।

Jhargram will become a new district soon: WB CM after the first administrative review meeting

After returning to power for the second term, the first block-level administrative review meeting of the West Bengal Government led by Mamata Banerjee took place today. The status of ongoing projects and future action plans were discussed at the meeting.

The West Bengal Chief Minister had announced on June 3, after holding the first State-level administrative review meeting at Town Hall in Kolkata, that she would start her district tours to hold the block-level administrative review meetings from Jangalmahal.

This meeting was held at Jhargram in Paschim Medinipur district. Senior district officials had prepared all documents and reports.

Senior officials of the State Government including the Chief Secretary and the Home Secretary were present during the meeting. Starting from construction of bridges, that had been a long-standing demand of the local people, to setting up of super-speciality hospitals, development on all fronts had brought about a sea change in the lives of the people during the past five years.

People had to travel a long distances to access better treatment facilities, but with the setting up of the super-speciality hospital, it is no longer a problem. Krishak bazaars, ITI colleges and model schools have also come up. Moreover, projects like Khadya Sathi, Kanyashree and Sabuj Sathi have also being implemented.

After the meeting today, the Chief Minister addressed a press conference. She said, “Good work has happened in Paschim Medinipur district. The process of development must continue.”

She promised that all ongoing projects would be completed. The work towards the creation of the district of Jhargram is progressing at a rapid pace.

Regarding the menace of elephants destroying crops, the Chief Minister said, “We have asked the Forest Department to take measures to stop the attacks by elephants in the district.” About the issue of flood control and water conservation, she said, “We have started a project worth Rs 500 crore to construct check dams and other water harvesting measures.”

 

ঝাড়গ্রাম হবে নতুন জেলা: প্রশাসনিক বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক ছিল আজ। চলতি প্রকল্প এবং ভবিষ্যতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।

গত ৩ জুন কলকাতার টাউন হলে প্রশাসনিক বৈঠকের পরই তিনি এই বৈঠকের কথা ঘোষণা করেন। তিনি জানান যে জঙ্গলমহল থেকেই তিনি তার জেলা সফর শুরু করবেন।বৈঠকটি হয় পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে।

বিভিন্ন দপ্তরের প্রশাসনিক প্রধান, সাংসদ, বিধায়ক ও জেলার মন্ত্রীদের সঙ্গে ঝাড়গ্রাম পুলিস সুপারের  বৈঠকের উপস্থিত ছিলেন এই বৈঠকে। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দীর্ঘ সেতু এবং মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির কাজ এখানে সম্পন্ন হয়ে গেছে, যা এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে। এর ফলে মানুষকে চিকিৎসার জন্য আর অতদূর যেতে হবে না।

এখানে কিষাণ বাজার, আইটিআই কলেজ , মডেল স্কুল তৈরি হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন খাদ্য সাথী, কন্যাশ্রী, সবুজসাথী ইত্যাদির সহায়তা পাচ্ছে এলাকার মানুষ।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে অনেক ভালো কাজ হয়েছে। উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। যে প্রকল্পগুলির কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করা হবে।খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি হবে”।

তিনি আরও জানান, জেলায় হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চেক ড্যাম তৈরি ও সেচ ব্যবস্থার জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

 

Surge of development will continue in Bengal: Mamata Banerjee at Narayangarh

Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundation stones of several projects today in Narayangarh in Paschim Medinipur district, which will benefit a large section of people along with the residents of Narayangarh block.

The Chief Minister began her speech by dedicating “our victory in the Assembly polls to the Ma Mati Manush of Bengal.” She said the she “had promised that my first district visit after winning would be to Narayangarh,” and she has kept her promise. She went on to say, “We are thankful to you for all the blessings, cooperation and support.” Further, “all the smear campaigns and conspiracies have been defeated” the credit for which goes to “the Ma Mati Manush of the State.” The victory of Trinamool Congress is “a victory of development, a victory of good governance.”

Highlighting the surge of developmental work that the State has witnessed during the last five years, she said, “Despite the huge debt burden, the amount of work we have done during the five years is unprecedented.” This is proved by the fact that, as she said, “95% people in Paschim Medinipur district have received direct Government services during the last five years.”

The Chief Minister then highlighted the various projects and schemes through which the State Government has improved the district: six multi super-speciality hospitals, 11 krishak bazaars, and schemes like Kanyashree, Khadya Sathi and Sabuj Sathi.

However, “the surge of development will not stop.” For example, she said that “We will set up one multi super-speciality hospital in Narayangarh.” Continuing on health, she said, “Infrastructure at Government hospitals has improved during the last five years.” Her Government has “written to the Centre to maintain kerosene supply to Bengal,” adding in the same vein, “We have removed many fake ration cards.” Then, she said that the State Government has “submitted the Ghatal Master Plan for flood prevention to the Centre.”

For ease of administration, the new district of Jhargram is coming up.

Despite a lack of funds from the Centre, the State Government has spent from its own coffers to carry on the development of Jangalmahal. She stamped her determination by saying, “When you perform for the people, no conspiracies can defeat you.”

Mamata Banerjee ended her speech thus: “We have to keep working for the people. We have to make Bengal the best in the world.”

বাংলার উন্নয়নের ধারা বজায় থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ নারায়ণগড় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের জেলা সফর শুরু হচ্ছে। আজ নারায়ণগড়ে প্রশাসনিক সভা করেন তিনি। বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাসও করেন।

সভা থেকে প্রায় ৬ হাজার মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধে তুলে দেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের সাইকেল, গৃহহীনদের জন্য নতুন গৃহ, আদিবাসীদের বার্ধক্যভাতা, লোকশিল্পীদের ভাতা, বাদ্যযন্ত্র, কৃষকদের পাওয়ার টিলার–সহ কৃষি সহায়ক যন্ত্র প্রদান করা হয়। বহু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।

উন্নয়নের জোয়ার 

গত পাঁচ বছরের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম থেকেই উন্নয়নের গতি অব্যাহত রেখেছে। নারায়ণগড় ব্লকে নেকুড়সেনী প্রাথমিক বিদ্যালয়ে তফসিলি উপজাতিভুক্তদের জন্য একটি ২০টি শয্যাবিশিষ্ট নতুন আশ্রম হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

ঝাড়গ্রাম, নারায়ণগড়, পিংলা, সাঁকরাইল এবং বিনপুর ব্লকে ধান সংরক্ষণের জন্য গুদাম তৈরির কাজের শিলান্যাস করলেন। নারায়ণগড় ব্লকের ব্রাহ্মণভাড়া ও ডগরায় বাগুই খালের উপর তৈরি হওয়া সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শালবনি ও দাসপুর ব্লকে সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিকের কার্যালয় ও সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দ্বি-তল নির্মিত ভবন, জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সে একটি পানীয় জন সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ডাইনটিকরি, সাহরসাহী ও নেতাইয়ে কংসাবতী নদীর বাম পাড় মেরামত ও ক্ষয় প্রতিরোধ প্রকল্পেরও শিলান্যাস করেন।

সুবর্ণরেখা নদীর পাড় মেরামতির কাজ এবং ভুমিক্ষয় প্রতিরোধ প্রকল্পের কাজেরও শিলান্যাস হয়।  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঝাড়গ্রামের মানুষদের অনেক সাহায্য করবে তা হল ঝাড়গ্রামে তৈরি হবে খাদ্য ভবন। একইসঙ্গে চন্দ্রকোনায় তৈরি হবে কর্মতীর্থ। আজ দুটি প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • মা-মাটি-মানুষের সরকারের দ্বিতীয় দফার সরকারের জয় মানুষকে উৎসর্গ করছি
  • আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম এই জেলা পরিদর্শনে আসব। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ
  • আপনারা আমাদের যে আশীর্বাদ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ
  • অনেক কুৎসা চক্রান্ত রুখে ৪৯ বছর পর তৃণমূল কংগ্রেস একক দল হিসেবে এই ঐতিহাসিক সাফল্য পেয়েছে
  • এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়
  • আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা ১৬ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি
  • গত পাঁচ বছরে মেদিনীপুর জেলার ৯৫% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • পশ্চিম মেদিনীপুরে ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ও ১১টি কৃষক বাজার তৈরি হয়েছে
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী প্রকল্প চলবে, বাংলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
  • নারায়ণগড়ে ৩০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে
  • বাংলায় পর্যাপ্ত পরিমানে কেরোসিন তেল সরবরাহ যাতে চালু থাকে সেজন্য আমরা কেন্দ্রকে চিঠি লিখেছি
  • অনেক জাল রেশন কার্ড আমরা বাতিল করেছি
  • নতুন জেলা ঝাড়গ্রাম তৈরি হচ্ছে
  • বন্যা প্রতিরোধের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান পেশ করেছি কেন্দ্রের কাছে
  • কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও জঙ্গলমহলের উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি
  • মানুষের জন্য কাজ করলে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত তাকে পরাজিত করতে পারে না
  • আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য
  • কাজ করাটাই আমাদের নেশা এবং পেশা। কাজ করে যেতে হবে
  • গত পাঁচ বছরে রাজ্যের সরকারি হাস্পাতালগুলির পরিকাঠামো সম্পূর্ণ বদলে গেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি