Bengal MSME revives football production industry

In order to revive the industry of making footballs, the West Bengal Chief Minister Mamata Banerjee had taken up an initiative under the MSME Department. Headed by ex-footballers Manas Bhattacharya, Bidesh Bose and Prasanta Banerjee, the initiative has taken shape with footballs being manufactured again from a unit in Tarakeshwar.

The footballs are being made by a Government agency called Refugee handicrafts. The finished products have also passed necessary quality tests.

It is also being given a thought that these footballs be used for distribution to clubs and training camps.

With the ex-footballers handling the project, the revival of one more lost art is now evident, also providing livelihood to quite a number of people.

বাংলার  ফুটবল উত্পাদন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ রাজ্য সরকারের

বাংলার মাঠজুড়ে যেখানে ফুটবলের সাম্রাজ্য, সেখানে বাইরের রাজ্য থেকে আর ফুটবল কিনতে হবে না এখানকার খেলোয়াড়দের। তারকেশ্বরের কারখানায় শুরু হয়েছে ফুটবল তৈরি। বাংলার ছেলেদের বাংলায় তৈরি সেই ফুটবলে উৎসাহ দিতে এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি ফুটবলাররা।

রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের আওতায় একটি সংস্থা রয়েছে, যার নাম রিফিউজি হ্যান্ডিক্র্যাফ্টস। এখন কুটির শিল্পের উন্নয়নই সংস্থাটির লক্ষ্য।

মানসবাবু বলেন,  “প্রাথমিক পর্যায়ে ২০টি ফুটবল তৈরি করে তার গুণগত মান বিচারের জন্য পাঠানো হয়েছিল পাঞ্জাবের জলন্ধরে। সেখানে ১৯টি বলকে যথাযথ বলে জানানো হয়েছে। অর্থাৎ, আমরা যে কাজটি করতে চেয়েছিলাম, তাতে প্রাথমিকভাবে সফল। মোট ৬০জনকে ট্রেনিং দিয়ে কাজ শুরু করেছিলাম, আগামী তিন মাসে আরও ৪১জনকে ফুটবল তৈরির ট্রেনিং দেওয়ার কাজ শেষ হবে”।

এই মুহূর্তে রাজ্যে ফুটবলের চাহিদা আছে প্রায় ৪০ হাজার। সার্বিকভাবে যাতে ফুটবল গড়ার প্রকল্পটি সফল করা যায়, তারজন্য সব দিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt is committed to give quality healthcare to people: Dr Shashi Panja

West Bengal Government will remain committed to the poor masses and will continue to provide quality healthcare to the most needy, said Dr Shashi Panja, Minister of State for of Health & Family Welfare, at a CII Health Meet, on Saturday.

The Minister reiterated the State’s policy of encouraging private capital in the sector to reach top-class healthcare services to the grassroots. “The State Government will be happy to welcome enterprising entrepreneurs to our State to partner us in the growth and development process of. I assure you of our complete cooperation and support,” she said.

“Affordable, accessible, sustainable, high quality essential healthcare – that’s the Government’s vision. The focus is on the poor, mother child and the elderly, and those living in under-served areas,” Dr Panja added.

 

সবার জন্য স্বাস্থ্য, অঙ্গীকার রাজ্য সরকারের: শশী পাঁজা

পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করবে, শনিবার CII-এর একটি বৈঠকে একথা জানালেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ শশী পাঁজা।

রাজ্যের নীতি হল প্রাইভেট হসপিটালগুলির পুঁজিকে কাজে লাগিয়ে grassroot স্তরের লোকজনের কাছে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার।

তিনি বলেন, “বৃদ্ধি এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হওয়ার জন্য সকল উদ্যোগী উদ্যোক্তাদের স্বাগত জানায় রাজ্য সরকার।আমি আপনাদের সবরকম সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিচ্ছি”।

ডঃ শশী পাঁজা বলেন, “সাশ্রয়ী মূল্যের, প্রবেশযোগ্য, পর্যাপ্ত ও উচ্চ মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানই – সরকারের মূল লক্ষ্য। দরিদ্র, মা ও শিশু, বৃদ্ধ, এবং যারা প্রত্যন্ত এলাকার বাসিন্দা তাদের ওপর নজর দেওয়া হবে”।

Bengal Govt to launch tree plantation drive on the banks of the river Ganga

The West Bengal Government will launch a tree plantation drive on the banks of the river Ganges in Bengal.

A coordination meeting was held on Saturday for all the Government departments concerned to work out the overall plan; the drive will be based on the operating guidelines to be provided by the Centre.

The West Bengal Government, under Chief Minister Mamata Banerjee’s leadership, was working on plans to launch a sapling plantation drive across the state during the monsoon.

The project of planting saplings on the bank of Ganges has been cleared by National Mission for Clean Ganga (NMCG).

A project, pegged at Rs 15 crore, to build ghats and a crematorium along the Ganga at Garulia in North 24-Parganas, was also sanctioned. It will be launched by the state forest department.

 

গঙ্গার ঘাটে গাছ লাগানোর উদ্যোগ রাজ্য সরকারের

সম্প্রতি গঙ্গার ধারে বৃক্ষরোপণের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা শহরের সৌন্দর্যায়নের এটি একটি নতুন পদক্ষেপ।

শনিবার একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়। এই বৈঠকে সব সরকারী বিভাগগুলির সংশ্লিষ্ট কাজের সামগ্রিক পরিকল্পনা করা হয়। কেন্দ্রের দেওয়া অপারেটিং নির্দেশাবলী উপর ভিত্তি করেই এই প্রজেক্ট করা হবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার বর্ষার সময় সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপণের এই পরিকল্পনা গ্রহণ করেছে।

গঙ্গার ধারে চারা গাছ রোপণ প্রকল্পের কাজ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা দ্বারা অনুমোদিত।

উত্তর ২৪ পরগণা জেলার গারুলিয়াতে ঘাট এবং শশ্মান তৈরি করা হবে, এর জন্য১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বন বিভাগ চালু করবে।

Mamata Banerjee forms a new ‘policy body’ at Trinamool workshop

Mamata Banerjee today announced a new ‘policy body’ comprising several senior members of the party. This body will meet every month on the first Saturday, she added.

Similar policy bodies would be formed in every district which will meet on the fourth Saturday of every month, the Chairperson announced at Trinamool workshop held at Netaji Indoor Stadium. District Committee members along with MLAs from the district along with district chiefs of various frontal organisations will be part of the district policy bodies.

Stressing on discipline, the Chairperson also said party workers who worked hard during Assembly polls will be given more responsbility while dealing strictly with those who ‘betrayed’ the party.

Here are members of the ‘policy body’ at State level:

Subrata Bakshi
Partha Chatterjee
Firhad hakim
Sovan Chatterjee
Aroop Biswas
Abhishek Banerjee
Derek O’Brien
Kalyan Banerjee
Chandrima Bhattacharya
Sovandeb Chatterjee
Sudip Bandyopadhyay
Subrata Mukherjee
Saugata Roy
Sisir Adhikari
Kakoli Ghosh Dastidar
Suvendu Adhikari
Ashima Patra
Nirmal Ghosh
Amit Mitra
Nirbed Roy

 

She also appointed the following district observers:

North 24 Parganas: Jyotipriya Mallick, Nirmal Ghosh
South 24 Parganas and Kolkata: Sovan Chatterjee
Nadia: Partha Chatterjee
East Midnapore, West Midnapore, South Dinajpur, Cooch Behar: Subrata Bakshi
Darjeeling, Jalpaiguri, Alipurduar, Bardhaman: Aroop Biswas
Howrah, Hooghly, Birbhum: Firhad Hakim
Murshidabad, North Dinajpur, Maldah: Suvendu Adhikari
Bankura, Purulia: Abhishek Banerjee and Kalyan Banerjee

 

তৃণমূলের নতুন নীতি নির্ধারক কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার তৃণমূলের কর্মীসভা থেকে একটি নতুন জেলা কমিটি তৈরির নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের সর্বভারতীয় সম্পাদক সুব্রত বক্সীর নেতৃত্বে এই জেলা কমিটি গঠন হবে। রাজ্য কমিটির ওপর থাকবে একটি সংগঠন। প্রত্যেক মাসের প্রথম শনিবার এই সংগঠন বৈঠকে বসবে। এই সংগঠনে প্রতিটি জেলার বিধায়ক ও সাংসদরা থাকবেন। এদিন নেতাজী ইনডোরে একটি নীতি নির্ধারক কমিটিও গঠন করেন নেত্রী।

শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি বলেন, দলীয় কর্মীদের যারা বিধানসভা নির্বাচনের সময় কঠোর পরিশ্রম করেছেণ তাদের আরও দায়িত্ব দেওয়া হবে।

রাজ্যের এই নীতি নির্ধারক কমিটির সদস্যরা হলেনঃ

সুব্রত বক্সী

পার্থ চট্টোপাধ্যায়

ফিরহাদ হাকিম

শোভন চট্টোপাধ্যায়

অরূপ বিশ্বাস

অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডেরেক ও ব্রায়েন

কল্যান বন্দ্যোপাধ্যায়

চন্দ্রিমা ভট্টাচার্য

শোভনদেব চট্টোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুব্রত মুখার্জি

সৌগত রায়

শিশির অধিকারী

কাকলি ঘোষ দস্তিদার

শুভেন্দু অধিকারী

অসীমা পাত্র

নির্মল ঘোষ

অমিত মিত্র

নির্বেধ রায়

 

প্রতিটি জেলার জন্য তিনি নির্দিষ্ট পর্যবেক্ষক নির্ধারণ করেছেনঃ

উত্তর ২৪ পরগণা: জ্যোতিপ্রিয় মল্লিক

দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতা: শোভন চট্টোপাধ্যায়

নদিয়া: পার্থ চট্টোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার: সুব্রত বক্সী

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বর্ধমান: অরূপ বিশ্বাস

হাওড়া, হুগলী, বীরভূম: ফিরহাদ হাকিম

মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা: শুভেন্দু অধিকারী

বাঁকুড়া, পুরুলিয়া: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যান বন্দ্যোপাধ্যায়

 

Five things Mamata Banerjee said at Trinamool workshop

Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee today addressed the party workers and leaders at a workshop at Netaji Indoor Stadium.

Elected representatives and party workers from across the State attended this workshop where the Chairperson gave the guidelines for the future course of action.

This is the first meeting of the party of this scale after the massive victory in the 2016 Assembly polls.

Here are five things that Mamata Banerjee said at the workshop:

About victory

We extend our gratitude and salutes to Ma Mati Manush for the victory in Assembly polls. Without their support and blessings this was not possible. People have defeated all the slander and the smear campaign. People will never forgive the Opposition. In a democracy, we must accept the verdict of the people with humility.

About Opposition

The manner in which the Opposition parties in Bengal operate, the slander that they engage in, is shameful. For 34 years they destroyed Bengal. They darkened the future of the State. We are working hard for the people. But the Opposition is shaming democracy. We have to fight them politically. Sometimes I wonder if some Opp leaders are fit to be in politics. The CPI(M), the Congress and the BJP have a understanding. They must set their own houses in order before attacking us.

About Centre

BJP has been in power at Centre. Before elections they made a lot of promises. What have they done for Bengal? They made tall promises about tea gardens but they have not fulfilled any. The Centre uses agencies like CBI and ED to target their political Opposition. The BJP only gives speeches but fails to deliver in action. They talk of ‘Make in India’ but are selling the nation. State Govts are doing all the hard work and the Centre is taking away all the credit. We will expose the lies propagated by BJP in Parliament.

About sting operation

A lot of blackmailing is going on in the name of sting operations now. We want the truth about sting operation to come out. We want the conspiracies to be exposed. That is why we have ordered a probe. We want a probe into the income of the Congress, the BJP and the CPI(M) from unknown sources. Trinamool wants state-funded elections. We want electoral reforms.

About party organisation

Trinamool is the party of the people. We have to play a responsible role in public life. We have to assess the Assembly poll results. We must take correctional measures wherever we have not done well. MLAs must conduct a meeting in their constituencies at least once a month. Elected representatives cannot be dissociated from the people. We have to mobilise the students and youth. We need to involve more women in party work.

A new minor port to come up at Shankarpur-Tajpur

Scrapping the Left Front government’s proposal of setting up a minor port at Rosulpur in East Midnapore due to lack of transparency, the Trinamool Congress government has plan to put up a similar one at Shankarpur-Tajpur. The project will be cost friendly as no land acquisition is required.

The Trinamool Congress government had engaged a firm to carry a survey and to prepare a feasibility report. Dr Amit Mitra, the state finance minister, on Friday said that as per the feasibility report, the port is proposed to come up in between the 3 km long sea shore off Tajpur and Shankarpur.

Cost-friendly

As per the new plan, there is a requirement of dredging work of only 18.8 km compared to that of 93 km in the previous plan. The silt that would be dredged out will be used again to form a reclaim land of a dimension of 2 km in length and 2.5 km in breadth on which the major portion of the port will come up.

Thus, there is no need of any land acquisition. The excess silt will be dumped in a low vested land, which again will improve the quality of the plot. Now the project cost has come down to Rs 4,231 crores compared to that of Rs 8,000 crores only for the first phase of the previous plan.

Vessels with a parcel size of 60,000 tonnes will able to avail the port with 12 metre draft. It may be mentioned that at present, vessels only with a capacity of 10,000 to 20,000 tonnes can avail the Haldia Port. Moreover, there will be general cargo storage besides two coal berths and separate yards for iron ore, lime stone and containers.

No harm to tourism

Dr Mitra said the new plan will also not cause any harm to the tourism sector in the region as there is a guard wall in the coast between Shankarpur and Tajpur. The new plan is not only cost friendly, but also at the same time safety and security of the port will also be maintained.

 

The image is representative

Free WiFi service in Bengal colleges soon

To make the students in the State more tech-friendly, the West Bengal Higher Education department has decided to launch free WiFi service in all government colleges in the State.

In the first phase, the service would be launched in 60 government colleges, the Education Minister, Partha Chatterjee said.

The government has already allotted funds worth Rs 25 crore to the University of Calcutta for developing the required infrastructure. After Sabuj Sathi cycles, Kanyashree scholarship, free shoes in primary schools, the free WiFi service in colleges is another feather in Bengal’s cap.

Admission procedure in colleges across the State are carried out online now.

 

সব কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রাজ্য

উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তিমুখী করার পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সরকারী কলেজে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যত সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রথমে ৬০টি কলেজে এই পরিষেবা দেওয়া হবে।

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে এই পরিকাঠামো তৈরির জন্য ২৫ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী স্কলারশিপ, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে জুতা প্রদানের পর কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা অর্থাৎ বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক।

সারা রাজ্যের সব কলেজে বর্তমানে অনলাইনে ভর্তির পরিষেবা চালু হয়ে গেছে।

Centre of excellence to be developed at Mati Tirtha

The state government has decided to develop a centre of excellence at Mati Tirtha in Burdwan. It may be mentioned that an Agriculture College has been set up near Mati Tirtha recently which would turn to a university in future.

Agro scientist from across the globe will be visiting the centre of excellence to take lessons. Initiatives have also been taken for better research work and facilities will be provided to students to work along with farmers in Mati Tirtha as well.

Steps will also be taken to organise regular activities in the centre of excellence in Mati Tirtha which has come up on a plot of 15 acre.

Projects starting from rain harvesting, horticulture, fishery and animal husbandry would be the topic of discussion in the centre of excellence and there will be workshops on the same on regular basis. Steps would be taken to organise training camps for farmers and an administrative building will also come up to monitor the projects in Mati Tirtha.

Mati Tirtha is a dream project of Chief Minister Mamata Banerjee and she had taken the initiative to set it up to help farmers know new methods and technologies of farming.

 

মাটি তীর্থে তৈরী হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’

বর্ধমানের মাটি তীর্থে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি একটি কৃষি কলেজ মাটি তীর্থের কাছাকাছি তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

সারা বিশ্ব থেকে কৃষি বিজ্ঞানীরা এই কেন্দ্র পরিদর্শনে এবং প্রয়োজনীয় পাঠ নিতে এখানে আসবেন।গবেষণার জন্যও অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাটি তীর্থে কৃষকদের সঙ্গে শিক্ষার্থীরা যাতে একসাথে কাজ করতে পারেন সেজন্য সমস্ত সুবিধাও প্রদান করা হবে।

মাটি তীর্থের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ এ নিয়মিত কার্যক্রম সংগঠিত করার জন্য একটি ১৫ একরের জমি চিনহিত করা হয়েছে। ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর আলোচনার বিষয় হবে ফসল ফলানো, উদ্যানপালন, মৎস্য ও পশুপালন ইত্যাদি এবং সেখানে নিয়মিত কর্মশালাও অনুষ্ঠিত হবে।

কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প তৈরির পদক্ষেপ নেওয়া হবে। মাটি তীর্থ পর্যবেক্ষণের জন্য একটি প্রশাসনিক ভবনও তৈরি হবে।

‘মাটি তীর্থ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যাতে চাষের নতুন পদ্ধতি এবং প্রযুক্তিতে তা কৃষকদের সহায়তা করে।

Bengal to review supply of agricultural produce every fortnight

In a bid to contain rising prices, the West Bengal Government on Thursday decided to review the supply of agricultural produce in the market every 15 days and fix their rates if necessary, an official statement said.

A high-level meeting attended by Chief Minister Mamata Banerjee and heads of various related departments also decided to sell potatoes in areas where the required government infrastrcuture was available so as to ensure the price of the tuber did not exceed Rs 14 a kilo.

“Our plan is to make the state self-sufficient in potato seeds. We will also increase production of green chillies, pulses and onions,” said the statement.

To prevent distress sale by farmers and ensure they gate fair price for their crops and vegetables, 30 air-conditioned vehicles are operational in the state. Similarly to protect the interest of fishermen, 25 other air-conditioned vehicles are operational.

Fifty more air-conditioned vehicles would be deployed in the next few days with regard to the food processing sector, said the statement, adding the state government would also take up food processing projects on public-private-partnership model by using improved technology.

 

মূল্যবৃদ্ধি রোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মূল্যবৃদ্ধি রুখতে এবার কড়া পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের বৈঠক হয়। এই বৈঠকে প্রতি ১৫ দিন অন্তর কৃষিজাত পণ্যদ্রব্যের মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনে মূল্য নির্ধারণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য।

বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের পরিকল্পনা যথেষ্ট পরিমানে আলু বীজ উৎপন্ন করা এছাড়া লঙ্কা, ডাল, পেঁয়াজ ইত্যাদির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

কলকাতার পুরবাজার ও ৩০টি সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি করা হবে। একইরকমভাবে বিভিন্ন জেলার কৃষি বিপণন দপ্তরের স্টল থেকেও ন্যায্য দামে আলু পাওয়া যাবে।

বেশি উৎপাদন হলে যাতে কৃষকরা অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান, মাছের জন্য ২৫টি যান কেনা হবে।

বিবৃতি অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণের জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান আগামী কয়েকদিনের মধ্যেই কেনা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি-অংশীদারিত্ব মডেলে খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গ্রহণ করা হবে।

Water from 72 river channels to be used for agriculture in north Bengal

The West Bengal Government had taken up several projects to develop the irrigation system in north Bengal. After coming to power for the second term, the North Bengal Development department has set its priority in terms of development. Besides taking steps for an overall development, stress will be given on industrialisation, agriculture and tourism and sufficient supply of water round the year is essential for both industries and agriculture.

Rabindranath Ghosh, the North Bengal Development Minister, said there are 72 river channels having their origin in Bhutan enter Bangladesh after passing through West Bengal. The water of those rivers remained unutilised for any purpose of the state till date. Thus there is a plan to utilise the same water for the purpose of agriculture and pisciculture in the seven districts in North Bengal.

“The plan is to set up sluice gates and small dams at certain points so that the water can be reserved and used according to the demand. The sluice gates will be closed at a particular time of a year so that sufficient water gets reserved for agriculture during drought season. The gates will be kept open during monsoon,” he said adding that the reserved water will be passed to the agriculture land through canals.

At the same time it will also be channelised to water bodies like big ponds and lakes as per the capacity where fish cultivation can take place. Similar model to keep the water bodies filled up to the required level was taken up in Andhra Pradesh and the same method will be used in North Bengal as well. It will give a boost to the fish trade in West Bengal. Even, “short time” fish cultivation can also be undertaken in the water bodies.

The initiative will also help to increase the yield of crops as the water of the river channels flowing down from hills is rich in minerals and there is no question of iron in it. The underground water that is being lifted for irrigation is rich in iron and has an effect on the cultivation of crops. Thus, the idea of using the water of the river channels will not only make water available round the year for cultivation, but also the quality and quantity of the crops will go up. At the same time, the level of the underground water will also not get disturbed for excessive lifting.

The Minister said that a master plan will be prepared for the project and there will be talks with the state irrigation and agriculture department in this regard soon. It would be one time investment for the benefits of the people of north Bengal.

 

উত্তরবঙ্গের কৃষিকাজের জন্য ৭২টি নদীপথের জল ব্যবহৃত হবে

উত্তরবঙ্গের কৃষিকাজের জন্য ৭২টি নদীপথের জল ব্যবহৃত হবে

উত্তরবঙ্গের সেচ ব্যবস্থাকে আরও উন্নত করতে সেচ দপ্তর বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ উন্নয়নের নিরিখে কাজের অগ্রাধিকার নির্ধারণ করেছে। উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিল্পায়ন, কৃষি ও পর্যটন ও সারাবছর পর্যাপ্ত পানীয় জল সরবরাহের উপর জোর দেওয়া হবে। জল সরবরাহ শিল্প ও কৃষির উভয়ের জন্য অপরিহার্য।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, উত্তরবঙ্গে ৭২টি নদীপথ আছে যার উৎপত্তিস্থল ভুটানে এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এইসব নদীর জল উত্তরবঙ্গের ৭টি জেলার কৃষিকাজ ও মাছ চাষে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, “চাহিদা অনুযায়ী যাতে জল ব্যবহার করা যায় তাই জল সংরক্ষণের জন্য স্লুইস গেট ও ছোট বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে। বছরের নির্দিষ্ট সময়ে স্লুইস গেট বন্ধ করে দেওয়া হবে যাতে খরার সময় চাষবাসের জন্য পর্যাপ্ত জল সংরক্ষণ করে রাখা যায়। বর্ষার সময় গেটগুলি খুলে রাখা হবে”।

একই সময়ে বড় পুকুর ও লেক যেখানে মাছ চাষ করা যেতে পারে তার সঙ্গে এটি যুক্ত করা হবে। অন্ধ্রপ্রদেশে প্রয়োজনীয় জল জলাশয়ে সংরক্ষণ করে রেখে তা চাষবাসের ক্ষেত্রে কাজে লাগানো হয় এবং একই পদ্ধতি উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গে মাছের বানিজ্যকরণকে আরও জোরদার করবে। এমনকি জলাশয়ে “স্বল্প সময়ের” মাছ চাষও করা যাবে। এই উদ্যোগ পাহাড়ী এলাকায় ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করবে এবং উন্নতমানের ফসলের ফলনেও সাহায্য করবে।

মন্ত্রী জানান, “এই প্রকল্পটির জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে এবং শীঘ্রই রাজ্যের সেচ ও কৃষি দপ্তরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে একবারের জন্য বিনিয়োগ করা হবে”।