West Bengal to prepare export strategy in MSME sector

The main purpose of the move was to promote various products including that of engineering, textiles in the international arena. A memorandum of understanding (MoU) has already been signed between the state government and the Export Import Bank of India (Exim Bank) few months ago in which the latter has agreed to provide financial assistance and also advisory support.

The State Government is now working towards the building of infrastructure so that the products could be exported to various countries. This move will not only help to the state’s economy but will also create demands of various products in the international market.

The Government is working towards the building of infrastructure and it would be in place in next months. The Exim Bank has agreed to provide West Bengal with an advisory support for the implementation of new project and they would also provide loans for the export of our engineering, textile products and garments. The bank will provide loans to individuals on the recommendations of the state government and thus help the State in promoting our export policy..

West Bengal is the first state to prepare an export strategy and to implement it. Senior officials of the MSME department in the state are also in touch with the Exim Bank. The State Government has urged the body to look at the cluster so that it can give advisory support to them.

The State MSME department had taken up a series of new projects to contribute to the development of the socio-economic condition of artisans across the state by giving them a platform to showcase their handicrafts.

The State Government had set up ‘Rural Craft hub Project’ at 11 different locations. Around 3,000 people were initially involved in the project and later the number rose up to 15,000 within few months. It is planning to set up more such hubs in various parts of the state which will create 5 lakh jobs. The Rural Craft Hub Projects came up at the cost of Rs 10 crore in the first phase, while in the second phase many more hubs will come up in the state at an approximate cost of Rs 20 crore.

The Rural Craft Hubs were elevated to rural Craft Cultural Hubs in October 2015 to include the people who are involved in various cultural activities as well. The hubs which were already recognised by the UNESCO have become a place of tourist action as well.

 

MSME সেক্টরে রপ্তানি প্রক্রিয়া চালু করছে রাজ্য সরকার

ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র সহ বিভিন্ন আঙিনায় দেশি পণ্যদ্রব্য ও বস্ত্র রপ্তানি করাই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই কয়েক মাস আগে রাজ্য সরকার ও এক্সিম ব্যাঙ্কের মধ্যে একটি মউ সাক্ষর হয়ে গেছে যেখানে তারা আর্থিক সহায়তা এবং অ্যাডভাইসরি সমর্থন প্রদান করতে সম্মত হয়েছে।

রাজ্য সরকার এখন পরিকাঠামো তৈরি করছে যাতে যাতে তারা তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। এর মাধ্যমে শুধু রাজ্যের আর্থিক পরিকাঠামোকে সাহায্য করবে তা নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা অনেক বৃদ্ধি করবে।

রপ্তানি কৌশলকে প্রথম বাস্তবায়িত করে পশ্চিমবঙ্গ। রাজ্যের MSME বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক্সিম ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্লাস্টারগুলিকে দেখাশোনা করার জন্য রাজ্য সরকার একটি পর্যবেক্ষক দল তৈরি করে যারা তাদের উপদেষ্টামূলক সমর্থনও দেবে।

সমগ্র রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজ্যের MSME দপ্তর একগুচ্ছ নতুন প্রকল্প নিয়েছে।

রাজ্যের ১১ টি জায়গায় রাজ্য সরকার একটি ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরি হয়েছে। প্রায় ৩০০০ লোক এই প্রকল্পের সঙ্গে যুক্ত, পরে কয়েক মাসের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৫০০০। রাজ্যের বিভিন্ন জায়গায় এইধরনের আরও হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে যেখানে প্রায় ৫ লাখ কর্মসংস্থান হবে। প্রথম দফায় এই ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরিতে বরাদ্দ হয়েছে ১০ কোটি টাকা। দ্বিতীয় দফায় আরও ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরি হবে যার মোট খরচ ২০ কোটি টাকা।

২০১৫ সালের অক্টোবর মাসে রুরাল ক্র্যাফট হাব রুরাল ক্র্যাফট সাংস্কৃতিক হাবে পরিণত করা হয়েছে। ইতিমধ্যে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হাবগুলি পর্যটনের জায়গা হিসেবে পরিণত হয়েছে।

West Bengal Govt hospitals to get patient grievance redressal cells

The West Bengal Government has directed state-run hospitals to improve their services and set up patient grievance redressal cells. Effective patient grievance redressal mechanism will be put in place in medical college hospitals and district hospitals within a month so that patients and their representatives can ventilate their grievances, the Principal Secretary of Health and Family Welfare department, said on Wednesday.

Chief Minister Mamata Banerjee, who also holds the Health portfolio had earlier in the day conducted a review meeting of the Health department. During the meeting the Chief Minister directed that quality and range of healthcare services should be improved. The Chief Minister had also issued instructions for closer monitoring and supervision at all levels by various means including surprise visits at hospitals.

Patient amenities like drinking water, waiting area, proper signage etc would be improved along with cleanliness and a facelift of the hospital buildings and surrounding areas.

An appeal is also made to the patient and patient parties to cooperate with hospital authorities in provision of patient care services.

 

সরকারী হাসপাতালে রোগীদের জন্য গ্রিভ্যান্স রিড্রেসাল সেল তৈরি করছে রাজ্য সরকার

হাসপাতালে রোগী পরিষেবা উন্নত করার জন্য সুষ্ঠু ‘গ্রিভ্যান্স রিড্রেসাল’ পরিকাঠামো তৈরি করতে হবে। সমস্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে রোগীদের অভিযোগ শোনার জন্য তৈরি হবে একটি বিশেষ অভিযোগ কেন্দ্র। ২৪ ঘণ্টার জন্য জরুরি বিভাগে এই বিশেষ অভিযোগ কেন্দ্র থাকবে। এর মাধ্যমে রোগী ও তার পরিবার পরিজনেরা তাদের সবরকম অভিযোগ জানাতে পারবেন। রাতের দিকে কোনও রোগী এসে অসুবিধায় পড়ে অভিযোগ জানালে দ্রুত যেন সমাধান হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা বৃদ্ধির জন্য একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি জানান স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে হবে। স্বাস্থ্যকর্তাদের সারপ্রাইজ ভিসিটেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রোগীর আত্মীয়দের জন্য পর্যাপ্ত পানীয় জল, জলের এ টি এম, বসার জায়গার ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

রোগীদের ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে যাতে সবরকম সহযোগিতা করা হয় এবং তাদের যাতে সঠিক যত্ন নেওয়া হয় তারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Service to patients should be taken up as service to humanity: WB CM to Health Dept officials

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday conducted a meeting to review the health sector of the State with the superintendents of the 13 state-run medical colleges and 20 district hospitals to utilise resources such as manpower, medicines and medical equipment available in the public healthcare hospitals for better treatment of patients.

State Health Minister Dr Sashi Panja and West Bengal Medical Service Corporation Limited (WBMSCL) chairperson Chandrima Bhattacharya along with the Chief Secretary and Home Secretary, medical superintendents and vice-principals of medical colleges and superintendents of district hospitals and senior officials of the health department were present in the meeting.

The state government has allotted funds, around Rs 2,500 crore, for the financial year, 2015-2016, in the public healthcare system. But a section of doctors, mainly medical teachers, is busy with private practice instead of doing their duty in hospitals. She has taken the matter seriously. This time the Chief Minister will take strong action against any errant doctor if he or she is found skipping hospital duty and doing private practice.

The Chief Minister instructed that doctors, nurses and group D employees would not be spared if they are found negligent in their duty.

She urged the superintendents and officials to give a new look to the hospital buildings by putting in place large gates at the entrance and exit points.

She asked the Supers to streamline health care services and provide all facilities to patients, starting from free treatment, adequate drinking water to beautification with greenery inside hospital premises. She has advised us to approach municipal bodies while carrying out the beautification drive.

She also directed the superintendents of the district hospitals to stop referring patients to the medical colleges. Only serious emergency cases that are not manageable in district hospitals should be sent to the medical colleges. There will be a strong vigilance to keep a watch on every department in the hospitals.

Other issues which were discussed in Wednesday’s meeting include the rapid improvement in the rate of institutional delivery, coverage of fully immunised children and maternal mortality rate.

The institutional delivery in the state has gone up from 67 per cent in 2010-11 to 87.4 per cent in 2015-16. The coverage of fully immunised children stands at 91 per cent as of 2015-16. Both the maternal mortality rate and infant mortality rate have reduced drastically.

 

রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে: মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন। রাজ্যের ১৩টি মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এবং ২০ টি জেলা হাসপাতালের সুপাররা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাঁজা, WBMSCL এর চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য,দপ্তরের সচিব আর এস শুক্লা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য দপ্তরের সমস্ত বিভাগের বিশেষ সচিব থেকে শুরু করে অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

২০১৫-১৬ আর্থিক বছরে জনস্বাস্থ্য পরিষেবার জন্য প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ডাক্তার, নার্স এবং গ্রুপ ডি কর্মচারীরা কাজের সময় যেন রোগী ও তার পরিবার পরিজনদের সঙ্গে সবরকম সহযোগিতা করেন, রোগীদের সঙ্গে কোনরকম খারাপ ব্যবহার বা অবহেলা বরদাস্ত করা হবেনা।

তিনি হাসপাতালের সুপার ও কর্মকর্তাদের হাসপাতালের ঢোকার ও বেরোনোর নতুন গেট তৈরি করে হাসপাতালের পরিকাঠামোকে এক নতুন চেহারা দেওয়ার নির্দেশ দেন।

হাসপাতালে রোগীদের পরিষেবা পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল থাকবে। তাঁরা হাসপাতালগুলিতে আচমকা পরিদর্শন করবেন।

রোগীরা হাসপাতালে এলে কোথায় যাবেন, কী করবেন তার সঠিক দিকনির্দেশ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে বাড়তি নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। রোগীর আত্মীয়দের জন্য পর্যাপ্ত পানীয় জল, জলের এ টি এম, বসার জায়গার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের সৌন্দর্যায়নেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল চত্বর সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরসভাগুলিকে কম্প্যাক্টর বসানোর নির্দেশও দেন।

জেলা হাসপাতালের সুপারদেরকে রোগীদের মেডিকেল কলেজে রেফার করা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এমারজেন্সি রোগীদের যাদের সামলানো সম্ভব নয় তাদেরই মেডিকেল কলেজ পাঠানো উচিত।

শিশুদের টিকাকরণ, মাতৃমৃত্যুর হার, প্রসবের হার এইসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বুধবারের বৈঠকে।

রাজ্যে প্রতিষ্ঠানগত ডেলিভারি বেড়েছে। ২০১০–১১ সালে ৬৭ শতাংশ ছিল, সেটি ২০১৫–১৬ সালে বেড়ে ৮৭.‌৪ শতাংশ হয়েছে। টিকাকরণ কর্মসূচিও ৯১ শতাংশ বেড়েছে। প্রসূতি–‌মৃত্যু এবং সদ্যোজাত শিশুমৃত্যুর হারও অনেক কমেছে। ৫৩টি সিক নিউ বর্ন কেয়ার ইউনিট এবং ৩০২টি সিক নিউ বর্ন স্টেবিলাইজিং ইউনিট তৈরি হয়েছে। জেলা স্তরে ৩৭টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ১৯টি হাই ডিপেডেন্সি ইউনিট চালু রয়েছে। আগামী দিনে আরও তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Central Govt lauds Bengal for promoting jute industry

The efforts of the West Bengal Government to promote jute industry and for taking measures to increase the production of jute items have been lauded by the Central Government yet again. The Union Agriculture Minister accepted the fact that the West Bengal government has increased the use of files made of jute thereby giving a great boost to the jute industry in the state. The usage of various jute items has also increased manifold in recent times.

The demands of jute items have been increased in the country. To meet the demands in the market, the production of the jute items like bag, file, garments have gone up considerably. The Bengal government had taken various initiatives to increase the sale of jute products.

The West Bengal Government has also stressed on the use of geo-textiles in construction activities, vigilance for compliance of Jute Packaging Act for packaging of paddy in the state and encouraging packing potatoes into jute bags. Jute in the form of Jute geo textiles are used in road construction and are widely perceived to be a green alternative to synthetic geo-textiles.

 

চটশিল্পে প্রশংসা পেল রাজ্য

পাটজাত পণ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধিতে এবং পাট শিল্পের উন্নতিকরনের রাজ্য সরকারের পদক্ষেপগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা যথেষ্ট প্রশংসিত। পাট শিল্পকে উন্নত করারে জন্য রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই সত্য গ্রহণ করে নিয়েছেন। সাম্প্রতিক কালে পাটজাত পণ্যদ্রব্যের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে।

বর্তমানে দেশে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাজারের চাহিদা অনুযায়ী এখন পাট থেকে ব্যাগ, ফাইল, পোশাক ইত্যাদি তৈরি হচ্ছে। পাটজাত পণ্য দ্রব্যের বিক্রি বৃদ্ধির জন্যও রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার নির্মাণ কাজে জিও টেক্সটাইল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। ধান এবং আলুর প্যাকিং-এ পাটের ব্যাগ ব্যবহার করার ক্ষেত্রেও উৎসাহী রাজ্য সরকার। পাটকে জিও টেক্সটাইল আকারে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় এবং একে ব্যাপকভাবে সিনথেটিক জিও টেক্সটাইলের  বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

KMC launches food campaign in city

Kolkata Municipal Corporation on Tuesday launched awareness campaigns to ensure food safety norms to be maintained by the street food vendors and at the posh eateries in the city.

Member Mayor-in-council, health (MMiC), Atin Ghosh visited several street food vendors situated at the Dacre’s Lane at Esplanade and also some of the posh eateries including the Lalit’s Great Eastern hotel situated at the central office district of the city.

“We are basically concerned that the eatery owners must ensure food safety norms.It is because of this reason that the civic health department will be distributing the booklet on food safety guideline,” Ghosh said.

During his visit on Tuesday, the MMiC said that an eatery was found using industrial ice, which is not approved to be used in food.

“Though we have not taken any action against the vendor, but we have destroyed the stock of ice. The civic health officer also explained the vendors regarding this usage and its side effects,” Ghosh explained.

He further said the civic health team also found usage of synthetic colour by an eater owner. “We also seized the colour. It must be noted that the colour has a certain permissible limited that could be applied only in making sweets but not in cooked food.”

The MMiC informed that the he will be making such visits at regular intervals to create awareness.

 

খাদ্য সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

খাবারে ভেজাল মেশানো রুখতে কলকাতা পুরসভার তরফ থেকেক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার মঙ্গলবার খাদ্য নিরাপত্তা  নিশ্চিত করতে রাস্তায় খাবারের দোকানগুলি এবং হোটেলগুলি পরিদর্শন করে।

মঙ্গলবার মেয়র পারিষদ (খাদ্য, স্বাস্থ্য) অতীন ঘোষ এদিন ধর্মতলার ডেকার্স লেনের খাবারের দোকানগুলিতে পরিদর্শনে যান।

মেয়র পারিষদ বলেন, “যে খাবারের দোকান মালিকরা খাদ্য প্রস্তুতিতে সঠিক নিয়ম-নিরাপত্তা মেনে চলেন কিনা আমরা মূলত সেই ব্যাপারে উদ্বিগ্ন। আগামী জুলাই মাসের মধ্যেই দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের গাইডলাইন মেনে প্রশিক্ষণ দেওয়া হবে”।

তিনি আরও জানাণ, প্রশিক্ষণের পর তারা গাইডলাইন মেনে খাবার তৈরি করছে কিনা তা দেখে গ্রেডেশন দেওয়া হবে।

অতীন ঘোষ আরও জানান, রাস্তায় বিক্রি হওয়া এইসব খাবারে বেশ কিছু রাসায়নিক পাওয়া গেছে যা খাবারে মেশানোর অনুমোদন নেই এবং যা শরীরের জন্য ক্ষতিকারক। ৬০-৭০ টি দোকানের খাবারে পাওয়া গেছে সিনথেটিক রঙ, দোকানদারদের সতর্ক করা হয়েছে।

এছাড়া খাদ্য নিরাপত্তার স্বার্থে বিক্রেতাদের মাথার টুপি, হাতের গ্লাভস দেবে কলকাতা পুরসভা। পর্যাপ্ত পানীয় জলেরও ব্যবস্থা করবে। শহরের ছোটবড় সমস্ত হোটেল ও রেস্তোরাগুলিতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা তা দেখার জন্য প্রতি মাসে আচমকা পরিদর্শনে যাবেন আধিকারিকরা।

Bill on rural building plan sanction to be tabled soon: Bengal Panchayat Minister

The West Bengal Government under Trinamool Congress is bringing a Bill to clear plans for building projects directly by the State Government if such projects are delayed by Panchayats, Panchayat Samitis or Zilla Parishads.

The State Rural Development Minister Subrata Mukherjee announced that if the local rural bodies create unnecessary delay on such projects, the Panchayat Department will directly take action. A Bill is being brought in the Assembly for legislation of the same, he said.

The current Law states that the Panchayat can clear plans for two storied houses, the Panchayat Samiti can clear plans for three storied houses and anything beyond that can be cleared through the Zilla Parishad.

It has been seen that for personal gains, malpractices have occurred resulting to delay of sanctioning plans. The new Law will enforce proper system in sanctioning such plans.

 

গ্রামাঞ্চলে বাড়ির নকশার অনুমোদনের জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনা হবে: পঞ্চায়েত মন্ত্রী

পঞ্চায়েত, সমিতি বা জেলাপরিষদ কোনও বাড়ির নকশা যদি আটকে রাখে তবে নির্দিষ্ট সময় পর সরাসরি রাজ্য সরকারই অনুমোদন করবে। বিষয়টি নিয়ে শীঘ্রই বিধানসভায় বিল আনছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঘোষণা করেন যে, “জেলাপরিষদ বা সমিতির কাছ থেকে যদি কেউ হয়রানি হয় তবে পঞ্চায়েত দপ্তর সরাসরি মানুষকে সুবিধা দেবে। এই পরিষেবা দেওয়ার জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার।”

গ্রামোন্নয়নের চলতি আইন অনুসারে বর্তমানে দোতলা বাড়ি পর্যন্ত পঞ্চায়েত, তিন্তলা হলে পঞ্চায়েত সমিতি থেকে এবং চারতলা বা তার উঁচু বাড়ি হলে জেলাপরিষদ থেকে নকশা অনুমোদন করতে হয়।

এছাড়া নকশা আটকে রাখার পিছনে নানা ধরনের নানা অর্থনৈতিক অভিযোগও শোনা যায়। দেখা গেছে, যে কেউ ইচ্ছা করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নকশায় অনুমোদন দেন না। তাই এবার পঞ্চায়েত দপ্তর মানুষকে সুরাহা দিতে এই নতুন আইন করে পরিষেবা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যবস্থাও নিচ্ছে।

Bengal aims to build additional 1,200 km of rural roads

Road connectivity in the rural areas is one of the biggest priorities of the state government. The Panchayat and Rural Development department submitting a Detailed Project report (DPR) for the construction of 1,200 km of rural roads to the Centre for clearance.

Bengal shows the way

Incidentally, West Bengal had bagged the award for best construction of rural roads under Pradhan Matri Gram Sadak Yojana (PMGSY) in the year 2013-14. The target was to build 2,010 km of rural roads and by March 2014 the department had constructed 2,714 km.

The Panchayat and Rural Development department had constructed 10,575 km road in the year 2011-16 March, against 10,690 km road constructed by the erstwhile Left Front government between the years 2001-11.

Economic hardship

The Centre has drastically reduced the fund under PMGSY. Earlier it used to bear cent per cent cost and the state government had to maintain the roads. Now, the Centre’s share has come down to 60 per cent and the state government has to dish out 40 per cent of the cost along with maintenance of the roads. But despite the economic hardship, the state government is going ahead and improving road connectivity.

Because of improvement in rural connectivity, rural economy has improved and earning of every household has gone up.

 

The image is representative

 

বাংলার লক্ষ্য আরও ১২০০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ

গ্রামাঞ্চলে সড়ক সংযোগ রাজ্য সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। ১২০০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণের অনুমোদনের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একটি বিস্তারিত প্রকল্পের রিপোর্ট (ডিপিআর) জমা করেছে।

বাংলাই পথপ্রদর্শক

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ২০১৩-১৪ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) অধীনে গ্রামীণ সড়ক নির্মাণের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। লক্ষ্য ছিল ২,০১০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ এবং ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে এই দপ্তর ২,৭১৪ কিমি সড়ক নির্মাণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ ২০১১-১৬ সালের মার্চ মাসের মধ্যে ১০,৫৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। ২০০১-১১ সালের মধ্যে পূর্বতন বামফ্রন্ট সরকার ১০,৬৯০ কিলোমিটার সড়ক নির্মাণ করেছিল।

অর্থনৈতিক দুরবস্থা

কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তহবিল অনেক কমিয়ে দিয়েছে। অতীতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের পুরো খরচ বহন করত এবং রাজ্যের কাজ ছিল শুধু সড়ক রক্ষণাবেক্ষণ করা। কিন্তু এখন সড়ক রক্ষণাবেক্ষণ সহ ব্যয়ের শতকরা হার কেন্দ্রকে ৬০ শতাংশ এবং রাজ্যকে ৪০ শতাংশ হিসেবে বণ্টন করা হয়েছে। কিন্তু আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

গ্রামীণ সড়ক সংযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য, গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়েছে এবং প্রত্যেক পরিবারের আয় বেড়েছে।

 

WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।

WB CM holds administrative review meeting in Howrah

West Bengal Chief Minister Ms Mamata Banerjee conduct an administrative review meeting at Sarat Sadan in Howrah district today.

Earlier this month she had held the first administrative review meeting of her second term at Jhargram. Prior to that, a state-level meeting was also held at Town Hall in Kolkata.

During her first term, the Chief Minister conducted 105 such meetings across the State where she took stock of the progress of various projects.

She is scheduled to hold a similar meeting in Alipurduar district later this month.

After the Howrah administrative meeting, Mamata Banerjee addressed a press conference, during which held forth on the developmental work being carried out all across the district.

She said that work towards prevention of flood is under progress in Udaynarayanpur. The traffic system is being made more efficient in the city of Howrah. A multi super-speciality hospital is coming up in Uluberia.

The Chief Minister promised that universal electrification will soon be a reality in Howrah district. She also vouched for the generation of a lot of employment opportunities at Belur Shilpa Tirtha. She further said that an amount of Rs 2 lakh will be made available from MPLAD fund for the development of Howrah.

 

আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আজ হাওড়ায় দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হাওড়ার শরৎ সদনে এই বৈঠক হবে।

এর আগে চলতি মাসেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহলের ঝাড়গ্রামে নতুন সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন। তার আগে কলকাতার টাউন হলে একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকও করেন তিনি।

প্রথম দফায়, সমগ্র রাজ্য জুড়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে চলতি মাসের শেষে আলিপুরদুয়ার জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ার ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করার কাজ চলছে। উদয়নারায়নপুরের বন্যা প্রতিরোধ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। উলুবেড়িয়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বেলুড়ে শিল্প তীর্থ তৈরি হচ্ছে সেখানে অনেক কর্ম সংস্থান হবে। হাওড়ার উন্নয়নমূলক কাজের জন্য সাংসদ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই হাওড়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন হয়ে যাবে।

Trinamool slams new FDI announcements

Statement by Derek O’Brien, Chief National Spokesperson:

Trinamool have consistently opposed this policy and have often outlined our reasons for it at different forums, including our election manifestos and Parliament. This will have a negative effect on employment, the economy and the Indian market as a whole. In the name of ‘Make in India’, they are ‘Breaking India’

 

কেন্দ্রীয় সরকারের এফডিআই নীতি সম্বন্ধে জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এর বিবৃতি:

তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে এফডিআই এর বিরোধিতা করছে। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে এবং সংসদ সহ বিভিন্ন ফোরামে এর কারণ ব্যাখ্যা করেছি। কর্মসংস্থান ও অর্থনীতি সহ ভারতের বাজারের উপর এটি সম্পূর্ণ ভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। Make in India-র নামে Breaking India হচ্ছে।