WB Govt to launch mobile vans to reach out to farmers in rural areas

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas.

Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production. The mobile vans will be equipped with various instruments as well to examine the nature and condition of the land.

Chief Minister Mamata Banerjee has repeatedly laid emphasis on improving the agriculture infrastructure in the state. Various projects were taken to help farmers increase their production. More than 128 Kisan Bazars have been set up throughout the state. The present government had taken necessary steps so that farmers can directly sell their produce in the city markets.

 

কৃষকদের সচেতনতা বাড়াতে সরকার আনছে মোবাইল ভ্যান

রাজ্যের প্রতিটি জেলার কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির জন্য রাজ্য সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। প্রত্যন্ত গ্রমাঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে প্রচার চালানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।

ফসলের উ९পাদন বৃদ্ধির জন্য এই মোবাইল ভ্যান ভ্রমণের সঙ্গে সঙ্গে কৃষকদের জ্ঞান এবং বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে। এই মোবাইল ভ্যানে জমি ও আবহাওয়া পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষি পরিকাঠামো উন্নত করার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষকদের উ९পাদন বৃদ্ধির জন্যও বিভিন্নরকম উদ্যোগ নেওয়া হয়েছে, ১২৮ টিরও বেশি কৃষক বাজার তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে। কৃষকরা যাতে সরাসরি তাদের পণ্যদ্রব্য শহরের বাজারে বিক্রি করতে পারেন সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

 

WB CM announces several schemes for north Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development initiatives for North Bengal after holding an administration meeting in Siliguri.

She announced that from now on, a tea directorate, under the chairmanship of Sourav Chakroborty, will work to address all issues confronting the plantations including welfare of tea garden workers.

To promote sports in the region, the North Bengal Board of Sports and Games will start functioning under the chairmanship of former footballer Baichung Bhutia. He will be assisted by two Deputy Chairpersons – Mantu Ghosh and Mon Ghising, Banerjee said.

There will be two members in the Board as well -cricketers Wriddhiman Saha and Shibshankar Pal, the Chief Minister said.

WB CM said Tenzing Norgay Bus Terminus here will be upgraded to international standard with one floor given to private sector for revenue generation and the ground floor will be thoroughly revamped.

As part of exploring the tourism potential of the region, which is close to the borders with Nepal, Bangladesh and Bhutan, aeroplane service to Malda and Balurghat will commence soon with an MoU signed with Airports Authority of India, she said.

The Chief Minister said the North Bengal Development Council will work in coordination with the North Bengal Development Department and new Council Chairperson Abdul Karim Chowdhury and Deputy Chairpersons Harkabahadur Chhhetri and Bhaichung Bhutia will work as a team.

 

উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

দ্বিতীয় ইনিংসে এই প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, চা বাগানগুলির জন্য একটি পৃথক টি-ডিরেক্টরেট তৈরি করেছে রাজ্য সরকার। এর চেয়ারম্যান পদে থাকবেন সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের সব সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধানের দায়িত্বে থাকবেন তিনি।

‘ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করবে। তাকে সহযোগিতা করবেন দুজন ডেপুটি চেয়ারপার্সন – মান্তু ঘোষ এবং মন ঘিসিং’, জানান মুখ্যমন্ত্রী।  এই বোর্ডের দুজন সদস্য থাকবেন – ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং শিবশঙ্কর প্রসাদ।

মুখ্যমন্ত্রী জানান, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ করা হবে। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। বিদেশি পর্যটকদের কাছে উত্তরবঙ্গকে আরও পরিচিত করে তোলা এবং শিল্পদ্যোগীদের কাছে উত্তরবঙ্গকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।

উত্তরবঙ্গের সঙ্গে সার্কভুক্ত দেশগুলোকে উড়ান মানচিত্রে জুড়তে চাইছে রাজ্য৷ বাগডোগরা বিমানবন্দরের আমূল সংস্কার করে সেখান থেকে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে বিমান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বাগডোগরা থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি করলে প্রচুর পর্যটক লাভবান হবেন৷ একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে নাইট ফ্লাইট দ্রুত চালুর বিষয়েও জোর দিতে বলেন তিনি৷ অন্যদিকে রাজ্যের বিমান মানচিত্রে জুড়তে চলেছে মালদহ ও বালুরঘাট৷

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উত্তরবঙ্গ উন্নয়ন কাউন্সিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে একসাথে কাজ করবে। নতুন কাউন্সিল চেয়ারপার্সন আব্দুল করিম চৌধুরী ও ডেপুটি চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রি এবং ভাইচুং ভুটিয়া একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করবে।

WB CM’s initiative helps girl get Cochlear implant

This is for the first time when the implant which costs Rs 10 lakh was installed free of cost of a girl coming from economically challenged background. The initiative was taken by the Chief Minister Mamata Banerjee. The state health department on Wednesday installed Cochlear implant on a 7-year-old girl Swapnika Barik.

The girl’s mother Toton Ghosh Barick, a resident of Bansulia under Mahisadal police station in East Midnapore met Banerjee at her residence a few days after the election results.

Toton, deserted by her husband requested Banerjee to save the life of her daughter, who was born deaf. She said because of economic hardship it was not possible for her to undertake her treatment.

The CM who is looking after the health portfolio, sent Swapnika to SSKM hospital where Dr Arunava Sengupta, head of the department of ENT examined her and found that Cochlear implant was necessary to combat the problem.

Dr Sengupta on Wednesday installed the implant successfully. The seven-year-old got a new lease of life. When contacted Toton said: “It was didi who has given a new lease of life to my daughter. I never thought that Swapnika would ever hear anything. Didi is God to us.”

 

First published on 30 June, 2016 in Millennium Post

 

মমতায় স্বপ্নহারা জীবনে ফুটলো কথা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে অবশেষে ভাষা খুঁজে পেল সাত বছরের স্বপ্ননীতা বারিক। সরকারি খরচে বুধবার এসএসকেএম-এ সফল অস্ত্রোপচার হল তাঁর৷

পূর্ব মেদিনীপুরে মহিষাদলের বাসিন্দা স্বপ্ননীতা। কিছু দিন আগে নির্বাচনের ফল ঘোষণার দিন স্বপ্ননীতার মা তোতন ঘোষ বারিক মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সাহায্যের আবেদন নিয়ে। তিনি জানান যে অর্থের অভাবে মেয়ের চিকি९সা করাতে পারছেন না তাঁরা।

মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন এবং তাকে এস এস কে এমের চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর কাছে পাঠান চিকি९সার জন্য। বরাদ্দ হয় ১০ লক্ষ টাকা৷

বুধবারই স্বপ্ননীতার সফল অস্ত্রোপচার করেছেন চিকি९সক অরুণাভ সেনগুপ্ত৷ ছোট বাচ্চাটির কানের হাড়ের ভিতর বসানো হয়েছে একটি ছোট যন্ত্র৷ তিন সপ্তাহ পর সেটিতে চার্জ দেওয়া হবে৷ তার জন্য কানের বাইরে লাগানো থাকবে একটি ইলেকট্রনিক ব্যাটারি৷ এর পরে বাচ্চাকে স্পিচ থেরাপি করাবেন এসএসকেএম-এর চিকি९সকরা৷ মুখ্যমন্ত্রীর সহায়তায় সাত বছরের এই মূক ও বধির শিশুটি নতুন করে তার জীবন ফিরে পেল।

তার মা বলেছেন, “দিদি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছে। আমি কোনদিন ভাবতে পারিনি আমার মেয়ে কথা বলতে পারবে”।

State-level Hool Utsav to begin in Jhargram today

For the first time, the state level Hool Utsav will be organised at Jhargram in West Midnapore, giving the people of Jangalmahal an opportunity to witness the programme on a large scale. Around 22 teams of different tribal art forms will be participating in the programme.

Hool Utsav is organised every year to commemorate the fight of the tribal people against the British Raj in 1885. The three-day-long Hool Utsav will begin on June 30 at the ground of Kumud Kumari Institution at Jhargram in West Midnapore.

There will be programmes in all districts, including Kolkata on the same day.

The programmes in the districts other than West Midnapore will last two day s. On the other hand, the state level programme at Jhargram will be three-days long.

Tribal dances, including Pata and Karam, will be performed in the Hul Utsav. Artists from four districts – Purulia, Burdwan, Murshidabad and Nadia – will be performing in the state level programme. The programme will be inaugurated at 4 pm on June 30. State tribal Development Minister James Kujur and Backward Classes Welfare Minister Churamoni Mahata will be present in the programme.

Besides cultural programmes, camps of different departments of the West Bengal government – including MSME, Panchayat and Rural Development, Agriculture Marketing and Fisheries – will be set up in the premises of Hul Utsav. Awareness will be spread among people about the different facilities and schemes taken up the departments for their benefits in the camps.

Women from different self help groups will also be participating in the programme. Goods and other products prepared by them will be exhibited and available for sale.

The State Government will also showcase its achievements in bringing an overall development of Jangalmahal in the past five years. In other districts, two-day long programmes will be held, in which folk and tribal artists will be performing to celebrate the occasion.

 

আজ ঝাড়গ্রামে শুরু হবে হুল দিবস অনুষ্ঠান   

এই প্রথমবার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ১৮৮৫ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপজাতীয়দের যুদ্ধ স্মৃতিরক্ষার্থে প্রতি বছর হূল উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসব হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এ কুমুদ কুমারীর ইনস্টিটিউশনের মাঠে।

কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই দিনেই এই উৎসব পালিত হবে।  পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলায় দু-দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং ঝাড়গ্রামে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতি বছরই রাজ্যস্তরের হুল উৎসব পালিত হয় কলকাতায়।  এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। এর ফলে জঙ্গলমহলের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন উপজাতী শিল্পীদের ২২ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

পাতা, করম এইসব আদিবাসী নাচ হবে হুল উতসবে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত।

বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত পাঁচ বছরে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পৃথক আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এই পর্ষদ গঠনের পর আদিবাসী বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাঁরা অনেক উপকৃত হয়েছেন। গত হূল উৎসবে মুখ্যমন্ত্রী শিল্পীদের বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এইসব শিল্পীদের উৎসাহ দিয়েছে।

রাজ্য সরকারের সহযোগিতায়, শিল্পী, খুব, এখন তাদের সেরা দিচ্ছেন উচ্চ মাত্রার শিল্প ফর্ম নিতে তাছাড়া, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হূল উৎসব  রাজ্য স্তরের একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Bengal Govt launches Digital Bangla Outreach Campaign

The Department of Information Technology & Electronics, Govt. of West has launched Digital Bangla Outreach Campaign.

The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The Van will also conduct Street Plays at various citizen interface points such as Tathya Mitra Kendra (CSCs), Gram Panchayats, Schools, Colleges, etc highlighting the e-services and their benefits.

Presently, there are various services available in electronic mode and the citizens of West Bengal especially in rural areas are not fully aware of these e-services and its delivery channels.

The campaign is aimed at bringing more awareness among the public by engaging them during the campaign with activities like quiz, games, skit play, etc.

This initiative is expected to bring better and continuous citizen engagement by connecting the service provider and the service seeker which will encourage participation, exchange of ideas and flow of conversation to share information and make citizens a partner in decision making.

In West Bengal, two campaign vans will be deployed over a period of eight months to cover 19 districts and Kolkata Municipal Corporation areas.

 

 

‘ডিজিটাল বেঙ্গল’ প্রকল্প চালু করল রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে নতুন প্রকল্প ‘ডিজিটাল বেঙ্গল’ চালু করল তথ্য ও প্রযুক্তি দপ্তর। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য প্রযুক্তির উপকারিতা বোঝাতে এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের।

তথ্য প্রযুক্তি পরিষেবা পৌছাতে ২ টি মোবাইল ভ্যান চালু করা হবে। ই-গভর্ন্যান্স , জন্ম-মৃত্যুর শংসাপত্র, কন্যাশ্রী ও সরকারী স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলিও জানা যাবে এর মাধ্যমে। রাজ্যের ব্লক স্তর পর্যন্ত পউছাবে এই মোবাইল ভ্যানগুলি।

গ্রামীণ প্রত্যন্ত এলাকার মানুষকে এর সুবিধা বোঝাতে এই ভ্যানেই থাকবে ইন্টারনেট পরিষেবা। স্কুল, কলেজ, পঞ্চায়েতের মত জায়গাগুলিতে এই ভ্যান গিয়ে দাঁড়ালে মানুষ নিজেই এই পরিষেবা পরখ করে দেখতে পারবেন। এর ফলে তারা যেমন ইন্টারনেট ব্যবহারের উপযোগী হয়ে উঠবেন তেমনই সরকারের বিভিন্ন সুবিধামূলক প্রকল্পের কথাও জানতে পারবেন।

বর্তমানে রাজ্য সরকারের অনেক পরিষেবা অনলাইনে দেওয়া হয়, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এই বিষয়টি নিয়ে মোটেই ওয়াকিবহাল নয়।

ক্যুইজ, গেমস ইত্যাদির মাধমে প্রচারের লক্ষ্য হল সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি করে ওয়াকিবহাল করা।

তথ্যপ্রযুক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আগামী আট মাস ধরে ২টি ভ্যান কলকাতা সহ অন্যান্য ১৯ টি জেলায় চলবে।

WB CM urges Centre to take immediate steps for the sick tea gardens

West Bengal Chief Minister Mamata Banerjee urged the Centre to take immediate steps to pay wages to the workers of seven tea gardens owned by the Duncans group that it had decided to take over in January. She also announced that the State Government would take over six other closed tea gardens and put them up for auction. She said the State Government would soon formulate a policy for this.

Blaming the Centre for the worsening condition in the Duncans’ tea gardens, she said the workers there were now in a “peculiar condition” because in spite of the Centre asking the Tea Board to take them over, the workers there continue to be deprived of everything. “The state government is providing them rice and electricity and looking after their health,” Mamata Banerjee said.

The CM held an administrative meeting at Subasani tea garden in Alipurduar district during the day. “The Centre’s decision to take over seven of the Duncans’ 14 tea gardens in the Dooars in Alipurduar district has only increased the workers’ suffering,” she said.

 

চা বাগান নিয়ে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারকে বন্ধ চা বাগানগুলি খোলার অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ভোটের আগে৷ সেগুলি খুলে দেওয়ার অনুরোধ জানানো হবে। তিনি আরও জানান ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করে নিলামের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চা বাগানের সমস্যা দেখার জন্য মুখ্যমন্ত্রী এদিন ডিরেক্টরেট গঠন করে দেন৷

ডানকানের বন্ধ হওয়া চা বাগানগুলির খারাপ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন যে ‘চা শ্রমিকরা এখন এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছেন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার এইসব চা শ্রমিকদের চাল ও বিদ্যুৎ সরবরাহ করছে এবং তাদের দেখাশোনা করছে’।

গতকাল আলিপুরদুয়ার জেলায় একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্র শুধু ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান অধিগ্রহণের আশ্বাস দিয়েছে কিন্তু আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ১৪টি চা বাগানের শ্রমিকরা এখনও ভুক্তভোগী।

Bengal best in child care and education, says UNICEF report

The UNICEF annual flagship publication, ‘The State of the World’s Children Report,’ has lauded West Bengal yet again, this time for its effort to spread education among children.

The report has found the early child care and education in Bengal the best in the country. The state has also received applause for ensuring children’s access to school, through the different schemes and implementation of Right to Education Act. This is reflected in the near-universal enrolment in primary education and the steady decrease in numbers of out-of-school children in the state.

The UNICEF report has found the Kanyashree scheme of the state government (ensuring financial benefit to the poor families if the girl child is allowed to study till 18 years of age) particularly beneficial.

“Globally, cash transfers, for example, have been shown to help children stay in school longer and advance to higher levels of education. In West Bengal, Kanyashree has not only ensured that many more girls stay in school and complete their education but also have save many children from early marriages,” the report said.

Speaking at the launch of the report, Dr Shashi Panja, minister of state for women and child welfare and social welfare, said, “We talk about children, we say they are our future but when it comes to budget allocation we do not do much. Thankfully in Bengal, the government has political will. We are glad that 90% of children in Bengal are enrolled in schools what we needed to ensure is retention and education till they are adults. Thankfully, Kanyashree scheme has done that.”

“Be it right to education or right to food the laws are in place we now need to ensure that everyone gets access to them,” Dr Panja said.

 

ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী শিশু সুরক্ষা ও শিশু শিক্ষায় সেরা বাংলা

আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফের রিপোর্টে শিশুশিক্ষায় প্রথম স্থান দেওয়া হল পশ্চিমবঙ্গকে। ‘দি স্টেট অব দি ওয়ার্ল্ড চিলড্রেন ২০১৬—এ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড’ রিপোর্ট অনুযায়ী শিশুদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় সফল পশ্চিমবঙ্গ।

রিপোর্টে অনুযায়ী, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঠিক রূপায়ণ এবং শিক্ষার অধিকার আইনের মাধ্যমে সব স্তরের শিশুদের মধ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এ রাজ্য।

ভূয়সী প্রশংসা পেয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীও। বলা হয়েছে, আর্থিক অনুদানের ফলে শিশুকন্যাদের স্কুলশিক্ষা আরও বেশিদিন স্থায়ী হচ্ছে। তারা উচ্চশিক্ষার দিকে বেশি করে এগিয়ে যাচ্ছে। আরও বেশি বেশি করে মেয়েরা স্কুলে যাচ্ছে এবং বাল্যবিবাহের সংখ্যাও উল্লেখজনকভাবে কমে গিয়েছে। সবমিলিয়ে স্কুলে অন্তর্ভুক্তির হার প্রায় ১০০ শতাংশ ছুঁয়েছে। ড্রপ আউটের সংখ্যাও কমে গিয়েছে।

ডঃ শশী পাঁজা এদিন বলেন, আমরা শিশুদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা বলি তারা আমাদের ভবিষ্যৎ কিন্তু তাদের জন্য কোন বাজেট বরাদ্দ করা হয়। সৌভাগ্যক্রমে বাংলা  সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে এ ব্যাপারে।

আমরা আনন্দিত যে, বাংলায় ৯০% শিশু স্কুলে ভর্তি হয়েছে এবং তারা তাদের শিক্ষা সম্পূর্ণ করছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যাতে সকলে শিক্ষার অধিকার ও খাদ্য সুরক্ষা পায়।

primary education

Swings, see-saws to be installed in state-run primary schools in Bengal

The West Bengal Government has decided to provide swings to all primary schools that have a playground of their own. Schools without playgrounds, on the other hand, will be given sports equipments.

State Education Minister Partha Chatterjee made the announcement in the Assembly on Monday. The initiative has been taken to give opportunity to the students to have healthy physical activity, besides studying at the primary level.

It has been found that many students at the primary level tend to become obsessed about studies, as a result of which they do not participate actively in sports. The step taken by the state education department could help in promoting physical fitness among the students.

Facilities like swing sets and see-saws, which are usually available in private schools, will now be present in state-run primary schools as well. The move will encourage students to indulge more in physical activity during recess and also to be present in schools on all the working days.

Those schools which have their own playground may apply to get swings and see-saws and the education department will take necessary steps on an immediate basis. The education department has already started the process of procuring swings.

On the instructions of the Chief Minister Mamata Banerjee, the education department had given shoes to the students of state-run primary schools. On the way to Mati Utsav in Burdwan, the Chief Minister had seen from her car that some students were returning from school without shoes. After seeing this, she talked to the state Education Minister Partha Chatterjee over phone from the spot and enquired about the project under which students of all state-run primary schools were supposed to get shoes.

In the past five years, the state government has taken several steps to improve the basic infrastructure of the school buildings, besides giving stress on improving the quality of education in state-run schools. Around 35,940 toilets were constructed in schools in the past four years, of which around 9,246 are boys’ toilet and 26,294 are for girls.

Moreover, steps have also been taken to ensure cleanliness in schools, proper distribution of mid-day meals and cleanliness of students’ school uniform. A team will be formed which will visit the schools in the state for inspection to ensure the same.

প্রাইমারি স্কুল পড়ুয়াদের দোলনা, স্লিপ উপহার দিচ্ছে রাজ্য সরকার

প্রাইমারি স্কুল পড়ুয়াদের আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য  কন্যাশ্রী, জুতো, সাইলেকের পর এবার স্কুলেই বিনোদন পার্কের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ যে সমস্ত স্কুলে ফাঁকা জমি কিংবা খেলার মাঠ আছে সেখানে এই খেলাধুলার সরঞ্জামগুলি রাখতে পারবে কর্তৃপক্ষ৷

সোমবার বিধানসভায় একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও শরীর চর্চার জন্য রাজ্য সরকারের এই অভিনব পদক্ষেপ।

আর এই সমস্ত খেলার সরঞ্জাম শিশুদের কাছে খুবই আকর্ষণীয়৷ এগুলি স্কুলে আসার প্রতি শিশুদের আকর্ষণ ও পড়াশোনা করার উৎসাহ আরও বাড়াবে৷ কমবে স্কুলছুট৷

বেসরকারি স্কুলগুলির মত রাজ্যের প্রাথমিক স্কুলের মাঠ কিংবা ফাঁকা জমিতে এবার থেকে রাখা হবে দোলনা, স্লিপ কিংবা সি-স-র মতো একাধিক খেলাধুলার সরঞ্জাম৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে স্কুলশিক্ষা দফতর৷ জারি হচ্ছে নির্দেশিকা৷ দ্রুত ওই নির্দেশিকা প্রাথমিক স্কুলগুলির কাছে পাঠানো হবে৷

গত পাঁচ বছরে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। গত পাঁচ বছরে স্কুলগুলিতে প্রায় ৩৫,৯৪০টি টয়লেট তৈরি হয়েছে এর মধ্যে ৯,২৪৬টি ছেলেদের এবং ২৬,২৯৪টি মেয়েদের।

তাছাড়া, ছাত্রছাত্রীদেরদের স্কুল ইউনিফর্ম, স্কুলগুলির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মিড ডে মিল ইত্যাদি বিবিধ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজ্যের বিদ্যালয়গুলি পরিদর্শনের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

I wish to will remain a guard for the common people: Mamata Banerjee at Alipurduar

West Bengal Chief Minister Mamata Banerjee said that she wished to remain a guard for the common people of Bengal.  On the first day of her visit to north Bengal, the West Bengal Chief Minister was addressing a public rally at Parade Ground, Alipurduar, from where she also inaugurated and laid the foundation stones for a bouquet of projects.

The Chief Minister inaugurated several development projects like Krishak Bazaars, an ITI, a Karma Tirtha,  road projects, drinking water supply projects, anganwadi centres,  embankment projects  for Alipurduar, and two multi super-specialty hospitals in Malbazar and Jalpaiguri and several other health projects, both in north and south Bengal.

The West Bengal Chief Minister also laid the foundation stones for the second Bhutan Gateway in Jaigaon, a Government polytechnic college, water supply projects, power stations, schools, hostels and several other projects for the area.

She also distributed benefits including for Kanyashree, Sabuj Sathi, pattas and agri-equipments.

Addressing people from the stage, the Chief Minister said that the state will soon get five more districts. Of these, Asansol, Kalimpong and Jhargram are on the anvil and the official notification will be made shortly.

She said that she wants to be a guard for the people. If the people of the State are beniftted, everybody else will be benefitted too, she said.

She urged the people to shower their blessings onto her and said that it will provide her with inspiration to do more work. She pointed out that she kept he word and her focus was to bring development for the youth of north Bengal.

The Chief Minister also pointed out that a lot of work had to be stalled because of the election but all of those has resumed. She said that she had kept her promise to attend the 2nd anniversary of the formation of Alipurduar district.

The West Bengal Chief Minister pointed out that almost 90% of the people living in Bengal has received benefit of some or the other Government projects. She said that tis was made possible due to the regular administrative review meetings in the districts.

The Chief Minister pointed out that the new districts that will be formed will have administrative buildings housing all the 36 departments.

The Chief Minister also instructed the DM to announce school holiday on Wednesday to celebrate the 2nd anniversary of the formation of Alipurduar.

 

জনগণের পাহারাদার হয়ে কাজ করতে চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমি মানুষের পাহারাদার হয়ে মানুষের পাশে থাকব’। বিপুল জয়ের পর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক গুচ্ছ প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কৃষক বাজার, আই টি আই, কর্ম তীর্থ, রাস্তা নির্মাণ সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে ১২ কোটির রবীন্দ্রভবন, ৩ কোটি ব্যয়ে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়ন, আলিপুরদুয়ার হাসপাতালের পানীয় জল, জলপাইগুড়ি ও মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, জয়গাঁয় ৭০ কোটির পানীয় জল, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রজাপতি পার্ক-সহ নানা প্রকল্প৷ চা বলয়ে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবারও উদ্বোধন করেন তিনি।

জয়গাঁতে দ্বিতীয় ভুটানের প্রবেশদ্বার, দমনপুরে সরকারী পলিটেকনিক কলেজ ভবন, জল সরবরাহ প্রকল্প, বিদ্যুৎ সাব স্টেশন, স্কুল, হস্টেলসহ আরও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, সবুজ সাথী, পাট্টা ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ”যত আশীর্বাদ দেবেন, তত আমরা কাজ করব৷ কথা দিলে কথা রাখি৷ উত্তরবঙ্গের ছেলেরা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই কাজই করছি৷”

তাঁর সরকারের অভিমুখ মানুষই৷ নির্বাচন ছিল বলে কাজ থমকে ছিল৷ আবার তা শুরু হয়ে গিয়েছে৷ ভোটের আগে যে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আজ রক্ষা করলেন  এবং তার দেওয়া কথামতো তিনি আজ আলিপুরদুয়ারের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসেছেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, গত পাঁচ বছর ৯০ শতাংশ মানুষের কাছে কিছু কিছু না পরিষেবা তাঁর সরকার পৌঁছে দিতে পেরেছে৷ তা সম্ভব হয়েছে নিয়মিত জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকগুলির মধ্য দিয়েই৷

মুখ্যমন্ত্রী জানান, নতুন যে জেলাগুলি হবে তার প্রতিটিতে একটি করে প্রশাসনিক ভবন তৈরি হবে৷ সেখানে ৩৬টি করে দফতর থাকবে৷ প্রতিটি দফতর থাকবে একই ছাতার তলায়৷

আজ হাসিমারাতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ আগামীদিন উত্তরকন্যায় দার্জিলিং-জলপাইগুড়ি-কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক হবে৷

 

WB Govt sets up waiting hut for pregnant women in the Sunderbans

In a unique move to provide the better health care facilities in the remote villages of Sunderbans, the State Government has set up a waiting hut for pregnant women at Pathar Pratima block hospital.

In the ten bedded waiting hut, there will infrastructure available so that the expectant mothers from far off villages can come here for health checkups where they will be fed nutritious food.

The State health department in assistance with National rural health mission has played a major role in the construction of the new waiting hub in which the poor patients from the remote areas of Sunderbans will be benefitted.

After coming to power Chief Minister Mamata Banerjee had laid enormous emphasis on the infrastructure enhancement. Among which, quite a few schemes were taken up for the expectant mother and the new born. It was the Chief Minister’s relentless effort that has increased the number of institutional deliveries in the state.

It was often difficult to bring the expectant mothers from the rural parts of South 24-Parganas and parts of South 24-Parganas as the areas are surrounded by various rivers. It is nearly impossible to transport the patients from the farthest areas to the city.

Hence, the State government has taken various schemes, especially in the villages so that the health care facilities could be delivered to all the patients. Earlier, it was seen that many expectant mothers would die along with their babies while being transported to a hospital from their native place due to the lack of transportation infrastructure.

People had to depend on the mechanised boats to take a patient to the block primary health centers. But in case there was a need to transport a patient during night it would become a hard task.

Keeping all this in mind the health department has set up the waiting hub where the expectant mothers would be brought 10 days before their delivery.

There are 10 beds to accommodate the patients at a time. The patients would be kept under constant monitoring and they would be provided with good quality food at free of cost.

The nurses who will be posted at the center will check the health conditions of the patients on a regular basis.

There will be various other facilities like television, indoor games to make the expectant mothers happy. After being kept under constant monitoring at the waiting hut for few days, the expectants mothers would finally be taken to the delivery room of the hospital.

Two other such waiting huts will be constructed at Sandeshkhali and Gosaba under Private Public Partnership model. It may be mentioned that the state government had earlier introduced Nischoy Yaan for transporting the patients especially the pregnant women throughout the districts.

The patients would be able to avail the facility at free of cost. Even after their deliveries, the patients would be brought back to their houses in the Nischoy Yaan.

 

সুন্দরবনের গর্ভবতী মহিলাদের জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘মাদার ওয়েটিং হাট’

রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে রাজ্যে প্রথম প্রসূতি মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধার জন্য এবার অভিনব ‘মাদার ওয়েটিং হাট’ প্রকল্পের সূচনা হল । শনিবার পাথরপ্রতিমা ব্লক হাসপাতাল চত্বরে এই পরিষেবার সূচনা হল।

স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর অভাবে সুন্দরবন অঞ্চলের অধিকাংশ মহিলা হাসপাতালে গিয়ে প্রসবের সুবিধা থেকে বঞ্চিত হন। পর্যাপ্ত জলযানের অভাবে নদীমাতৃক সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে আসতে প্রচুর সমস্যা হয়। ফলে প্রাতিষ্ঠানিক প্রসূতির ক্ষেত্রে নদীমাতৃক সুন্দরবন কিছুটা পিছিয়ে ছিল।

ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য ভবনে এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দিয়ে এই প্রকল্পের সূচনা হল রবিবার। পরবর্তী সময়ে সন্দেশখালি ও গোসাবাতেও এই প্রকল্প চালু হবে।

গত কয়েক মাস আগেও এই ব্লকে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৬ শতাংশ। এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশের কাছে। এই প্রকল্পে গ্রামের আশাকর্মীরা গর্ভবতী মহিলাদের প্রসবের সম্ভাব্য ১০ দিন আগে এই মাদার ওয়েটিং হাটে নিয়ে চলে আসবেন।

হাসপাতাল চত্বরের পাশে একটি ভবনে ১০টি বেড রাখা হয়েছে এই হাটে। গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য থাকবেন প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বিনামূল্যে প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে । সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

এ ছাড়া বিনোদনের জন্য থাকছে টিভি ও ইনডোর গেমের ব্যবস্থা। নিয়মিত পর্যবেক্ষণে রাখার পর প্রসবযন্ত্রণা শুরু হলে ভর্তি করা হবে ব্লক হাসপাতালে।

উল্লেখ্য, যে রাজ্য সরকার আগেই জেলার সর্বত্র রোগীদের বিশেষত গর্ভবতী মহিলাদের পরিবহনের জন্য ‘নিশ্চয় যান’ চালু করেছিল। প্রসবের পর এই নিশ্চয় যান তাদের বাড়িও পৌঁছে দেবে।