October 29, 2017
Work for floating market at Patuli going on in full swing

Kolkata Municipal Development Authority (KMDA) is setting up floating markets in Patuli, near Garia, in an area beside the EM Bypass (KMC Ward 110). According to KMDA officials, most of the work is complete and the market would open soon.
This would be the first such market in Bengal. Places like Srinagar (Dal Lake) and Bangkok in Thailand are famous for floating markets, that is, vegetable stalls on boats.
According to the official, 114 boats would float on the water body, selling all types of fresh vegetables. Of the 114, 32 boats have already been bought; the rest are going to be bought by November. Each boat would house two shops.
The idea is to rehabilitate the sellers of the Baishnabghata-Patuli market on the EM Bypass to the floating market so that the portion of EM Bypass can be properly widened. KMDA is also planning to build a foot overbridge across the highway where the floating market would be located.
The image is representative
ভাসমান বাজারে শেষপর্বের কাজ চলছে জোরকদমে
কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে ইএম বাইপাস সংলগ্ন একটি জলাশয়ে ভাসমান বাজার তৈরি করছে ‘কেএমডিএ’। কেএমডিএর আধিকারিকেরা জানিয়েছেন, ভাসমান বাজারটির ৮০শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ‘ওয়ার্ক অর্ডার’ হয়ে গিয়েছে। ওখানে এখন শেষপর্বের কাজ চলছে।
ভাসমান বাজারে ১১৪টি নৌকা থাকবে। ৩২টি নৌকা ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, নভেম্বরের মধ্যে বাকিগুলিও আনা হবে বলে কেএমডিএ সূত্রে খবর। প্রতিটি নৌকায় থাকবে দুটি করে দোকান।
ইএম বাইপাসের পাশের বৈষ্ণবঘাটা-পাটুলি বাজারের ব্যাবসায়ীদের ওই ভাসমান বাজারে পুনর্বাসন দেওয়া হবে। এই পুনর্বাসন দেওয়ার কাজ হয়ে গেলে বাইপাসের ওই অংশের সম্প্রসারণের কাজ আরও দ্রুত শেষ করা সম্ভব হবে। এছাড়া, রাস্তা পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ তৈরি করার কথাও চিন্তাভাবনা করছে কেএমডিএ।