Latest News

January 3, 2018

Won’t tolerate attempts to displace Bengalis in Assam: Mamata Banerjee

Won’t tolerate attempts to displace Bengalis in Assam: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today heavily criticised the National Register of Citizens in Assam. She alleged that a conspiracy is afoot to target Bengali people and send them away from the State.

“People from Bengal work in other States and become citizens there. Similarly, people of other States also work in Bengal. This is a free country. But in the name of citizenship register, the BJP is trying to victimise over 1 crore people,” she said.

The CM added that one person has already committed suicide after his name did not appear in the register. “They are threatening to send away Bengalis working in Assam. I want to warn the BJP, do not play with fire. We do not support this divisive politics. Just like people of Assam are welcome in Bengal, they must accept Bengalis as their own.”

We oppose any attempts to create divisions between people, the CM said.

 

আসামে বাঙালি খেদাও মানব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

সিটিজেনশিপ অ্যাক্টের নামে আসামে বাঙালি খেদাওয়ের প্রতিবাদে আজ গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের চক্রান্ত করে ওই রাজ্য থেকে তাড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সব রাজ্যে অন্য রাজ্যের লোক থাকে, কারন, এটা তাদের অধিকার। সব জায়গার লোক সব জায়গায় কাজের জন্য যায়। কাজকে ভালবেসে সংসার তৈরী করে, ৩০-৪০ বছর ধরে যারা আছে, আজকে তাদের সব তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সিটিজেনশিপ অ্যাক্টের নামে প্রায় ১ কোটি ২৫ লক্ষের ওপর মানুষকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, একজন ইতিমধ্যেই মনের দুঃখে আত্মহত্যা করেছে কারন তার নাম রেজিস্টারে নেই। মানুষগুলো শান্তিতে আছে, তাদের বুকে অশান্তির ছোঁওয়া দিচ্ছে বিজেপি সরকার। এই অশান্তি বরদাস্ত করা হবে না।আমি বলি আগুন নিয়ে খেলবেন না। সারা ভারতে আগুন জ্বালাবেন না। আর যদি লোকেদের গায়ে হাত পড়ে, সে বাঙালি পাঞ্জাবি যেই হোক, আমরা ছেড়ে কথা বলব না।

তিনি কড়া বার্তা দেন, মানুষে মানুষে বিভেদ করে ডিভাইড অ্যান্ড রুল করবেন না, শান্তি রক্ষা করুন।