Latest News

March 8, 2018

Mamata Banerjee to address Women’s Day rally today

Mamata Banerjee to address Women’s Day rally today

On the occasion of International Women’s Day today, a historic women’s rally will take place in Kolkata, to be led by Chief Minister Mamata Banerjee. It will be held at the Gandhi statue on Mayo Road from 12 PM.

Women from all walks of life will be participating in this, which will highlight the rights and achievements of women, and what the Trinamool Congress Government has done for women over the seven years of its being in power.

Mamata Banerjee will be the chief speaker. Other prominent women leaders would speak too. People across the State are waiting with bated breath to hear the message of the Chief Minister.

 

নারী দিবস উপলক্ষে আজ তৃণমূলের মহিলা সম্মেলন

আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি নির্দেশ দিয়েছিলেন মহিলা সম্মেলনের আয়োজন করার।

আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতেও আয়োজিত হয়েছে এক বিশাল সম্মেলন। আজ কলকাতায় এই ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে, বেলা ১২টায়।সম্মেলনের মঞ্চ থেকে কি বার্তা দেন জননেত্রী, সেই দিকেই তাকিয়ে জনতা।